যা যা থাকছে এই পর্বে
আঞ্চলিক বাণিজ্য চুক্তি
আন্তর্জাতিক অর্থনৈতিক জোট
আঞ্চলিক বাণিজ্য চুক্তি | Regional Trade
Agreements
আঞ্চলিক বাণিজ্য চুক্তি হলো দুই বা ততোধিক দেশের মধ্যে সম্পাদিত চুক্তি যা আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে তৈরি করা হয়। এই চুক্তির মাধ্যমে জোটভুক্ত দেশগুলো শুল্ক কমানো বা বিলুপ্ত করা, আমদানি-রপ্তানি নীতি সহজ করা, এবং বাণিজ্য সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা তৈরি করে।
উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (NAFTA)
NAFTA এর পূর্ণরুপ |
North American Free
Trade Agreement |
পরিচিতি |
উত্তর আমেরিকার একটি বাণিজ্যিক গোষ্ঠী |
প্রতিষ্ঠাকাল |
● চুক্তি স্বাক্ষরিত হয়: ১৭ ডিসেম্বর, ১৯৯২ |
সদস্য দেশ |
৩টি। যথা- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো |
USMCA
·
United States Mexico Canada agreement
·
চুক্তি স্বাক্ষর ৩০-১১-২০১৮ [খসড়া ৩০-০৯-২০১৮)
·
চুক্তি স্বাক্ষর হয় G 20 সম্মেলনের আগে।
·
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে।
·
NAFTA এর পরিবর্তে নতুন বাণিজ্য চুক্তি। মেয়াদ ১৬ বছর NAFTA G20/ new NAFTA নামে পরিচিত
ইফটা (EFTA)
EFTA এর পূর্ণরুপ |
European Free Trade
Association |
পরিচিতি |
ইউরোপের একটি বাণিজ্যিক গোষ্ঠী |
সদস্য দেশ |
৪টি। আইসল্যান্ড, লিচেস্টেন, নরওয়ে, সুইজারল্যান্ড |
প্রতিষ্ঠাকাল |
৩ মে, ১৯৬০ |
আফটা (AFTA)
পরিচিতি |
আসিয়ানভুক্ত দেশসমূহের মুক্ত বাণিজ্যিক এলাকা |
পূর্ণরূপ |
ASEAN Free Trade
Area |
সদস্য দেশ |
আসিয়ানভূক্ত ১০ টি দেশ |
প্রতিষ্ঠাকাল |
২৮ জানুয়ারি, ১৯৯২ চুক্তি স্বাক্ষরত হয় এবং ১ জানুয়ারি, ২০০৩ চুক্তিটি কার্যকর হয়। |
আপটা (APTA)
পূর্ণরূপ |
Asia Pacific Trade
Aggrement |
অন্য নাম |
ব্যাংকক এগ্রিমেন্ট |
সদস্য দেশ |
বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড এবং লাওস। |
প্রতিষ্ঠাকাল |
১৯৭৫ সালে চুক্তি স্বাক্ষরত হয় এবং ১ জানুয়ারি, ২০০৬ চুক্তিটি কার্যকর হয়। |
কমেসা (COMESA)
পূর্ণরূপ |
Common Market for
Eastern and Southern Africa |
সদস্য দেশ |
পূর্ব ও দক্ষিণ আফ্রিকার ১৯ টি দেশের একটি বাণিজ্যিক ব্লক |
সদর দপ্তর |
লুসাকা, জাম্বিয়া |
প্রতিষ্ঠাকাল |
১৯৯৩ সালে চুক্তি স্বাক্ষরিত হয় এবং ৮ ডিসেম্বর, ১৯৯৪ চুক্তিটি কার্যকর হয়। |
মার্কোসার (MERCOSUR)
পরিচিতি |
দক্ষিণ আমেরিকার বাণিজ্য ব্লক |
প্রতিষ্ঠাকাল |
Treaty of Asuncion
(26 March 1991) |
সদস্যপদ |
• Argentina |
সহযোগী সদস্য |
• Chile |
পর্যবেক্ষক |
• Mexico |
Headquarters |
Montevideo, Uruguay |
উদ্দেশ্য |
মুক্ত বাণিজ্য |
BREXIT
·
(BREXIT) চুক্তি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ। যা সংক্ষেপে বেক্সিট নামে পরিচিত।
·
ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ একে অন্যের সাথে ব্যবসা-বাণিজ্য করতে পারে এবং এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে, সেখানে বসবাস বা কাজ করতে পারে।
·
বৃটেন ১৯৭৩ সালে ইউরোপীয়ান ইকোনমিক কমিটির সাথে যুক্ত হয়। ২০১৬ সালে জুনে একটি গণ ভোট নিয়েছিলো যুক্তরাজ্য সেখানে ভোটাররা ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দেন।
CPTPP
BREXIT পরবর্তী পরিকল্পনার আওতায় ১ ফেব্রুয়ারি ২০২১ যুক্তরাজ্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১১টি দেশ নিয়ে গঠিত মুক্ত বাণিজ্য অঞ্চল Comprehensive and
Progressive Agreement for Trans-Pacific Partnership (CPTPP)- যোগদানের জন্য আবেদন করে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এই ১১টি দেশে প্রায় ৫০০ মিনিয়ন মানুষের বাজার রয়েছে, যা বিশ্বের আয়ের ১৩ শতাংশেরও বেশি উৎপাদন হয়। ৮ই মার্চ ২০১৮ স্বাক্ষরিত এবং ৩০ডিসেম্বর ২০১৮ কার্যকার হওয়া CPTPP বাণিজ্য চুক্তিতে ১১টি দেশ রয়েছে-অস্ট্রেলিয়া, ব্রুনেই, কানাডা, চিলি, জাপান, মালেশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। এ চুক্তির মূল উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য থাকবে।
আন্তর্জাতিক অর্থনৈতিক জোট | International Economic Alliance
আন্তর্জাতিক অর্থনৈতিক জোট হলো একাধিক দেশের মধ্যে গঠিত একটি চুক্তি যা বাণিজ্য, বিনিয়োগ, এবং অন্যান্য অর্থনৈতিক বিষয়গুলোতে সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে তৈরি করা হয়। এই জোটগুলো বিভিন্ন আকারে এবং বিভিন্ন উদ্দেশ্যে তৈরি করা হতে পারে।
·
·
BRICS
·
Asian Clearing
Union- আকু (ACU)
Group of 7 (G-7)
পরিচিতি |
শিল্পোন্নত দেশসমূহের একটি সংস্থা |
প্রতিষ্ঠাকাল |
১৫ নভেম্বর, ১৯৭৫ |
সদর দপ্তর |
নেই |
সদস্য |
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান (G-6) |
অন্যান্য তথ্য |
● যে দেশের সম্মেলন হয় সে দেশের সরকার প্রধান সভাপতির দায়িত্ব পালন করে। কানাডাতে সম্মেলন এর প্রাক্কালে G7 আউটরিচ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়। |
Group of 15 (G-15)
পরিচিতি |
তৃতীয় বিশ্বের দেশসমূহের একটি অর্থনৈতিক গ্রুপ। |
প্রতিষ্ঠাকাল |
১৯৮৯ খ্রি. |
সদর দপ্তর |
জেনেভা, সুইজারল্যান্ড। |
সদস্য |
১৭ টি দেশ |
Group of 20 (G-20)
পরিচিতি |
[ভবিষ্যতে G-20 major economies গোষ্ঠী G-7 এর স্থলাভিষিক্ত হবে।] |
প্রতিষ্ঠাকাল |
১৯৯৯ |
সদস্য |
EU + ১৯টি দেশ। |
MINT- দেশসমূহ |
• মেক্সিকো |
BRICS
যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যাংকিং ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস (Goldman Sachs) এর অর্থনীতিবিদ জিম ও'নিল ২০০১ সালে ব্রাজিল, রাশিয়া ভারত এবং চীনের নামের আদ্যক্ষর সমন্বয়ে BRIC ধারণার প্রবর্তন করেন। ২০০৮ সালের ১৬ মে আত্মপ্রকাশ করে BRIC। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা এতে যুক্ত হলে এর নাম হয় BRICS। প্রকৃতপক্ষে এর কোনো কেন্দ্রীয় সদর দপ্তর নেই।
BRICS ব্যাংক (NDB)
·
ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে গঠিত BRICS জোটের New Development Bank
(NDB)
·
নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দফতর অবস্থিত চীনের সাংহাইয়ে।
·
প্রথম প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ লাভ করেন ভারতের কে ভি কামাথ। ১১ মে ২০১৫ তাকে পাঁচ বছরের জন্য এ পদে নিযুক্ত করা হয়।
Developing Eight (D-8)
প্রতিষ্ঠাকাল |
১৫ জুন, ১৯৯৭ |
সদস্য দেশ |
৮টি। বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিশর এবং ইরান। |
সদর দপ্তর |
ইস্তাম্বুল, তুরস্ক |
শীর্ষ সম্মেলন |
● ১৯৯৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। |
৭৭ জাতি গ্রুপ (G-77)
প্রতিষ্ঠাকাল |
১৫ জুন, ১৯৬৪ |
সদস্য |
● প্রতিষ্ঠাতা সদস্য: ৭৭ (নামকরণের উৎস) |
সদর দপ্তর |
নেই |
উদ্দেশ্য |
উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক উন্নয়ন |
ওপেক (OPEC)
OPEC এর পূর্ণরুপ |
Organization of the
Petroleum Exporting Countries |
পরিচিতি |
তেল রপ্তানিকারক দেশসমূহের সংস্থা |
প্রতিষ্ঠাকাল |
১৯৬০ সালে ১৪ সেপ্টেম্বর ভেনিজুয়েলার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। [স্বাক্ষর: বাগদাদ ] ১৯৬১ তে যাত্রা শুরু। |
সদস্য দেশ |
● প্রতিষ্ঠাতা সদস্য: ৫ টি। যথা- ইরান, ইরাক, কুয়েত,সৌদি আরব এবং ভেনিজুয়েলা। |
সদর দপ্তর |
ভিয়েনা, অস্ট্রিয়া [১ম সদর দপ্তর: জেনেভা] |
Note |
● বিশ্বের তেলের মজুদের দুই-তৃতীয়াংশ ওপেকের সদস্য দেশসমূহে মজুদ আছে। |
এপেক (APEC)
APEC এর পূর্ণরুপ |
Asia-Pacific
Economic Co-operation |
প্রতিষ্ঠাকাল |
৬ নভেম্বর ১৯৮৯ সালে |
সদস্য দেশ |
২১ টি (প্রতিষ্ঠাকালীন ১২টি) |
সদর দপ্তর |
সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর |
উদ্দেশ্য |
সদস্য দেশসমূহের মধ্যে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি। |
পরিচিতি |
আন্তর্জাতিক অর্থনৈতিক জোট |
Asian Clearing Union- আকু (ACU)
প্রতিষ্ঠাকাল |
৯ ডিসেম্বর, ১৯৭৪ |
সদস্য দেশ |
৯ টি। যথা- বাংলাদেশ, নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার এবং ইরান। |
সদর দপ্তর |
তেহরান, ইরান |
পেমেন্ট |
US ডলার, ইউরো ও জাপানি ইয়েন দ্বারা ACU এর মধ্যে পেমেন্ট করা যায়। |