যা যা থাকছে
আন্তর্জাতিক সেবা সংস্থা
আঞ্চলিক রাজনৈতিক জোট
আঞ্চলিক রাজনৈতিক জোট
আন্তর্জাতিক সেবা সংস্থা | International
Service Organization
আন্তর্জাতিক সেবা সংস্থাগুলি হল এমন সংস্থা যা আন্তর্জাতিক স্তরে মানবিক সহায়তা প্রদান করে। এগুলি সরকারী, বেসরকারী সংস্থা (এনজিও) বা আন্তর্জাতিক সংস্থার মতো বিভিন্ন রূপ নিতে পারে। আন্তর্জাতিক সেবা সংস্থাগুলির কিছু উদাহরণের মধ্যে রয়েছে - রেডক্রস , রেডক্রিসেন্ট , অক্সফাম , স্কাউট আন্দোলন , অরবিস , লায়নস ক্লাব , কেয়ার ইত্যাদি ।
Table of
Content
·
আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলন
·
CARE
আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলন
·
International Red Cross and Red Crescent Movement
·
International Committee of the Red Cross
(ICRC): ১৮৫৯ সালে অষ্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে Solfarina War- এর প্রেক্ষাপটে এটি গঠিত হয়। ১৮৬৩ সালের ৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়।
·
সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড। প্রতিষ্ঠাতা- হেনরি ডুরান্ট।
·
১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়।
·
International Federation of Red Cross and Red Crescent Societies
(IFRC): ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়।
·
সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
·
১৯৬৩ সালে ICRC এর সাথে যুগ্মভাবে শান্তিতে নোবেল পুরস্কার পায়। রেডক্রস বিশ্বের দুঃস্থ মানবতার সেবায় নিয়োজিত একটি আন্তর্জাতিক সংস্থা। মুসলিম বিশ্বে রেডক্রসের পরিবর্তিত নাম 'রেডক্রিসেন্ট', খ্রিস্টানদের কাছে রেডক্রস এবং ইসরাইলের নিকট রেড ক্রিস্টাল নামে পরিচিত। (লাল পটভূমির উপর সাদা চতর্ভুজ, ২০০৫ থেকে)
রোটারি ইন্টারন্যাশনাল
প্রতিষ্ঠার উদ্দেশ্য |
বিশ্বব্যাপী ব্যবসায়ী ও শিল্পপতিদের পারস্পরিক সহযোগিতা এবং তাদের স্বার্থ সংরক্ষণের জন্য মানবকল্যাণমুখী সমাজ উন্নয়নমূলক আন্তর্জাতিক সংস্থা। |
প্রতিষ্ঠাকাল |
১৯০৫ খ্রি: |
প্রতিষ্ঠাতা |
মার্কিন আইনজীবী পল পি হ্যারিস |
সদর দপ্তর |
শিকাগো, যুক্তরাষ্ট্র |
অক্সফাম ইন্টারন্যাশনাল
পরিচিতি |
যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা। ২০টি সংস্থার সমন্বিত একটি কনফেডারেশন যা বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। |
প্রতিষ্ঠাকাল |
১৯৪২ |
সদর দপ্তর |
লন্ডন, যুক্তরাজ্য |
লক্ষ্য |
সমতাভিত্তিক বাণিজ্য ব্যবস্থা, শিক্ষা ঋণ ও সাহায্য, স্বাস্থ্য, HIV/ AIDS লিঙ্গ বৈষম্য, প্রাকৃতিক দূর্যোগ, গণতন্ত্র ও মানবাধিকার এবং জলবায়ু পরিবর্তন। |
স্কাউট আন্দোলন
প্রতিষ্ঠাকাল |
১৯২০ খ্রি: (কার্যক্রম শুরু: ১৯২২) |
প্রতিষ্ঠাতা |
রবার্ট ব্যাডেন পাওয়েল |
সদস্য |
১৬৯ |
সদর দপ্তর |
জেনেভা, সুইজারল্যান্ড |
বিভাগ |
* World Organization
of the Scout Movement (WOSM): শুধুমাত্র ছেলেদের জন্য প্রতিষ্ঠান। বয়েজ স্কাউটদের সর্ববৃহৎ সম্মেলনকে বলা হয় জাম্বুরি। (১৭-২৬ বছর বয়সের) |
অরবিস ইন্টারন্যাশনাল
প্রতিষ্ঠাকাল |
১৯৮২ সালে [ কার্যক্রম চলছে ১২৭টি দেশে। ] |
প্রতিষ্ঠাতা |
ডেভিড প্যাটোন |
সদর দপ্তর |
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র |
উদ্দেশ্য |
প্রতিরোধ করা সম্ভব এমন অন্ধত্ব নির্মূল করা । |
অরবিস |
উড়োজাহাজের অভ্যন্তরে পূর্ণাঙ্গ চক্ষু হাসপাতাল। এটি উড়ন্ত চক্ষু হাসপাতাল নামে পরিচিত । বাংলাদেশে এ পর্যন্ত ১০ বার অরবিস আসে (১মবার: ১৯৮৫ সালে; শেষবার ২০১৭ সালে) |
লায়নস ক্লাব ইন্টারন্যাশনাল
পরিচিতি |
বিশ্বব্যাপী ধনাঢ্য ব্যক্তিদের দ্বারা গঠিত সংস্থা |
প্রতিষ্ঠাকাল |
১৯১৭ সালে |
প্রতিষ্ঠাতা |
মেলভিন জোন্স |
সদর দপ্তর |
ইলিনয়, যুক্তরাষ্ট্র |
স্মাইল ট্রেন (Smile Train)
প্রতিষ্ঠাকাল |
১৯৯৯ সাল |
পরিচিতি |
আন্তর্জাতিক দাতব্য সংস্থা (যুক্তরাষ্ট্র ভিত্তিক) |
উদ্দেশ্য |
ঠোঁট কাটা, তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করে। |
CARE
প্রতিষ্ঠাকাল |
১৯৪৫ সাল |
পরিচিতি |
যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় বেসরকারী ত্রাণ ও উন্নয়ন সংস্থা |
সদর দপ্তর |
আটলান্টা, যুক্তরাষ্ট্র |
প্রধান নির্বাহী |
মিশেল নান |
বাংলাদেশে কার্যক্রম শুরু: |
১৯৭৪ সালে |
আঞ্চলিক রাজনৈতিক জোট | Regional political
alliances
আঞ্চলিক রাজনৈতিক জোট হলো একই ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত দেশগুলির মধ্যে গঠিত জোট যারা সাধারণ রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক বা সাংস্কৃতিক লক্ষ্য অর্জনের জন্য একসাথে কাজ করে। এই জোটগুলি বিভিন্ন আকারের হতে পারে এবং বিভিন্ন উদ্দেশ্যে তৈরি হতে পারে।
Table of Content
·
আরবলীগ
·
আমেরিকার রাষ্ট্রসমূহের সংস্থা
·
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)
·
উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC)
ইউরোপিয়ান ইউনিয়ন (EU)
EU এর পূর্ণরুপ |
European Union |
প্রতিষ্ঠাকাল |
ইউরোপীয় সম্প্রদায় - European Community (EC) বা |
সদস্য |
বর্তমান সদস্য দেশ: ২৭টি দেশ। অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন। |
সদর দপ্তর |
ব্রাসেলস, বেলজিয়াম |
উদ্দেশ্য |
● পারস্পরিক স্বার্থে শুল্ক হ্রাসের মাধ্যমে নিজেদের পণ্যের জন্য সুলভ ও সাধারণ বাজার সৃষ্টি । |
কাঠামো |
● ইউরোপীয়ান কাউন্সিল (European Council): ইউরোপীয়ান কাউন্সিল সদস্য দেশসমূহের সরকার প্রধানদের নিয়ে গঠিত । এটি ইউনিয়নের শীর্ষ নিয়ন্ত্রক সংগঠন। এর মাধ্যমে ইউনিয়নের নীতিমালা ও নির্দেশিকা তৈরি করা হয়। |
ইউরো |
● ইউরো হল ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশসমূহের একক মুদ্রা। |
চুক্তি |
সংস্কার বিষয়ে লিসবন চুক্তি স্বাক্ষরিত হয় ১৩ ডিসেম্বর, ২০০৭ (লিসবন, পর্তুগাল) (আর্টিকেল ৫০ এর সাথে জড়িত) |
আফ্রিকান ইউনিয়ন (AU)
AU এর পূর্ণরুপ |
African Union |
প্রতিষ্ঠাকাল |
আফ্রিকান ঐক্য সংস্থা (Organization of African Unity) ২৫ মে, ১৯৬৩ প্রতিষ্ঠিত হয় । |
সদর দপ্তর |
আফ্রিকান ইউনিয়ন কমিশন, আদ্দিস আবাবা, ইথিওপিয়া |
সদস্য |
● বর্তমান সদস্য: আফ্রিকার ৫৫টি দেশ। (মরক্কো ব্যতীত আফ্রিকার সকল দেশ) |
আরবলীগ
প্রতিষ্ঠাকাল |
২২ মার্চ, ১৯৪৫ সাল। |
সদর দপ্তর |
কায়রো, মিশর। উল্লেখ্য, ১৯৭৯-১৯৯০ সাল পর্যন্ত দফতর তিউনিসে ছিল। আরব লীগের প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল মিশরের কায়রোতে। কিন্তু ১৯৭৮ সালে মিশর-ইসরাইলের ক্যাম্পডেভিড চুক্তির জন্য মিশরকে আরবলীগ হতে বহিষ্কার করা হয় এবং সদর দপ্তর তিউনিশিয়ায় স্থানান্তরিত হয়। ১৯৯০ সালে মিশর পুনরায় আরবলীগে যোগদান করে এবং সদর দপ্তর কায়রোতে স্থাপিত হয়। |
সদস্য |
● আরবলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৬টি সৌদি আরব, ইরাক, মিশর, লেবানন, জর্ডান এবং সিরিয়া (৫ মে ইয়েমেন ৭ম সদস্য হিসেবে যোগ দেয়) |
পর্যবেক্ষক দেশ |
৪টি। যথা- ইরিত্রিয়া, ব্রাজিল, ভারত এবং ভেনিজুয়েলা। |
সদস্য নয় |
আরব লীগের সদস্য আরবি ভাষাভাষি দেশসমূহ। ইরানের ভাষা আরবি নয়, ফারসি। ফলে ইরান সামাজিক ও সাংস্কৃতিকভাবে আরবভুক্ত নয় বরং পার্সিয়ান বা ফারসি। |
আমেরিকার রাষ্ট্রসমূহের সংস্থা
OAS এর পূর্ণরুপ |
Organization of
American States |
প্রতিষ্ঠাকাল |
৩০ এপ্রিল, ১৯৪৮ সালে চুক্তি স্বাক্ষরিত হয়; |
সদর দপ্তর |
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র |
সদস্য |
৩৫ টি দেশ। |
বাংলাদেশ |
OAS-এর একটি স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র। |
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)
SCO এর পূর্ণরুপ |
Shanghai
Co-operation Organization. |
প্রতিষ্ঠাকাল |
১৫ জুন, ২০০১ |
সদস্য দেশ |
৮টি। যথা: চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজাকিস্তান, উজবেকিস্তান, ভারত এবং পাকিস্তান। (৯ জুন ২০১৭ ভারত ও পাকিস্তান এর পূর্ণ সদস্যপদ পায়) |
সদর দপ্তর |
বেইজিং, চীন। |
বিবর্তন |
সাংহাই-৫ |
উদ্দেশ্য |
সীমান্ত বিরোধ নিরসন |
উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC)
GCC এর পূর্ণরুপ |
Gulf Co-operation
Council |
পরিচিতি |
পারস্য উপসাগরের দেশসমূহের রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট |
সদস্য দেশ |
৬টি। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। |
প্রতিষ্ঠাকাল |
১৯৮১ |
সদর দপ্তর |
রিয়াদ, সৌদি আরব |
কাতার সংকট |
সাম্প্রতিক কাতার সংকটকে কেন্দ্র করে GCC-ভূক্ত অন্য দেশগুলোর সাথে কাতারের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। ৫ জুন ২০১৭ ছয়টি আরব দেশ সৌদি আরব, ইয়েমেন, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশর, লিবিয়া) ও মালদ্বীপ কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে। কারণ কাতার মিশরের মুসলিম ব্রাদারহুড, ফিলিস্তিনের হামাস গেরিলাকে সমর্থন দিচ্ছে। আল জাজিরা নেটওয়ার্ক উগ্রবাদকে সমর্থন দিচ্ছে। এই সম্পর্ক পুনস্থাপনে সৌদি আরব ১৩টি শর্ত দিয়েছে। |