বাংলাদেশের জাদুঘর ও প্রতিষ্ঠান

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী

বাংলাদেশের জাদুঘর প্রতিষ্ঠান

 

জাদুঘর

# বহুনির্বাচনী প্রশ্ন

#দেশের প্রথম রেল জাদুঘর কোথায় অবস্থিত? (Where is the first Railway Museum of Bangladesh situated?)

Ishawardi

Chattogram

Saidpur

Komolapur

 

#When did the Money Museum is established (টাকার জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?)

1997

1972

2003

2009

 

#When was the Bangabandhu Business Museum established? (বঙ্গবন্ধু বাণিজ্যিক জাদুঘর কত সালে স্থাপিত হয়?)

1997

1974

2009

1994

 

#বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি?

ঢাকা জাদুঘর

বরেন্দ্র জাদুঘর

নওগাঁ জাদুঘর

ময়নামতি জাদুঘর

 

#বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

চট্টগ্রাম

কুমিল্লা

সোনারগাঁও

ঢাকা

 

 

 

বরেন্দ্র জাদুঘর

 আমাদের দেশে জাদুঘর প্রতিষ্ঠার কাজ শুরু হয় বরেন্দ্র অনুসন্ধান সমিতির মাধ্যে

বাংলাদেশের প্রথম জাদুঘর- বরেন্দ্র জাদুঘর

বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠিত হয়- ১০ ডিসেম্বর ১৯১০ সালে।

বরেন্দ্র জাদুঘর অবস্থিত- রাজশাহীতে।

গভর্নর লর্ড কারমাইকেলের পৃষ্ঠপোষকতায় ঢাকা জাদুঘর প্রতিষ্ঠিত হয়।

 

# বহুনির্বাচনী প্রশ্ন

#‘বরেন্দ্র গবেষণা জাদুঘরবাংলাদেশের কোথায় অবস্থিত?

কুমিল্লা

ঢাকা

খুলনা

রাজশাহী

 

#বরেন্দ্র জাদুঘরকোথায় অবস্থিত?

ঢাকা

রাজশাহী

নাটোর

কুমিল্লা

#বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত?

বগুড়া

রাজশহী

নাটোর

রংপুর

 

#বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত?

বগুড়া

রাজশাহী

নাটোর

রংপুর

 

#বরেন্দ্র গবেষণা জাদুঘর কোন প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত?

রাজশাহী কলেজ

রাজশাহী সিটি কর্পোরেশন

প্রত্নতত্ত্ব অধিধপ্তর

রাজশাহী বিশ্ববিদ্যালয়

 

ঢাকা জাদুঘর

ঢাকা জাদুঘর প্রতিষ্ঠিত হয়- ১৯১৩ সালের আগস্ট।

ঢাকা জাদুঘরের বর্তমান নাম- জাতীয় জাদুঘর।

ঢাকা জাদুঘর জাতীয় জাদুঘরে রূপান্তর হয়- ১৭ নভেম্বর ১৯৮৩ সালে।

জাতীয় জাদুঘর অবস্থিত- ঢাকার শাহবাগে।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রথম মহাপরিচালক- এনামুল হক।

 

 

 

অন্যান্য জাদুঘর

বিজ্ঞান জাদুঘর অবস্থিত- ঢাকার আগারগাঁওয়ে।

বাংলাদেশের একমাত্র ডাক জাদুঘরটি অবস্থিত - ঢাকায়

বঙ্গবন্ধু জাদুঘর অবস্থিত- ঢাকার ধানমন্ডি ৩২-এ।

নগর জাদুঘর অবস্থিত - ঢাকার নগর ভবনের অভ্যন্তরে।

ভ্রাম্যমান জাদুঘর - মুক্তিযুদ্ধ জাদুঘর অধীনে

বাংলাদেশের লোক শিল্প জাদুঘর- সোনারগাঁয়ে।

সোনারগাঁও জাদুঘর প্রতিষ্ঠিত হয়- ১৯৮১ সালে।

ঢাকা সেনানীবাসে অবস্থিত- সামরিক জাদুঘর হাউজ, চট্টগ্রাম।

জিয়া স্মৃতি যাদুঘর অবস্থিত- সার্কিট হাউজ, চট্টগ্রাম।

বর্ডার গার্ডস বাংলাদেশ জাদুঘর- পিলখানা, ঢাকা।

লালন শাহ জাদুঘর অবস্থিত- কুষ্টিয়ার সেঁউতিতে।

দেশের প্রথম শহীদ স্মৃতি সংগ্রহশালা অবস্থিত- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

ভূগর্ভস্থ জাদুঘর অবস্থিত- সোহরাওয়ার্দী উদ্যানে।

জাতিতাত্ত্বিক জাদুঘরে কতটি জাতির সম্পর্কে নিদর্শন রয়েছে- ২৭টি জাতি।

বঙ্গবন্ধু শেখ মুজিব জাদুঘর অবস্থিত - ঢাকা সেনানিবাসে।

দেশের একমাত্র প্রাণী যাদুঘর কোথায় অবস্থিত- ঢাকার মিরপুর চিড়িয়াখানায়।

ওসমানী জাদুঘরের অপর নাম - নূরমঞ্জিল যাদুঘর।

'শেরে বাংলা জাদুঘর' অবস্থিত- বরিশালের চাখারে

'গান্ধী স্মৃতি জাদুঘর' চালু হয়- নোয়াখালী জেলার বেগমগঞ্জ

'জয়নুল আর্ট গ্যালারী অবস্থিত- ময়মনসিংহে

লোক ঐতিহ্য সংগ্রহশালা জাদুঘর - বাংলা একাডেমি।

'লোক সাহিত্য সংগ্রহশালা' প্রতিষ্ঠিত হয়- ১৯৭৮ সালে।

ময়নামতি যাদুঘর অবস্থিত- কুমিল্লায়।

বাংলাদেশ পুলিশ জাদুঘর অবস্থিত- পুলিশ হেড কোয়ার্টার, ঢাকায়

বাংলাদেশের জাতিতাত্ত্বিক বা নৃ-তাত্ত্বিক জাদুঘর অবস্থিত- চট্টগ্রামের আগ্রাবাদে।

 

লোকশিল্প জাদুঘর

গুরুত্বপূর্ণ সংস্থা বা প্রতিষ্ঠান

আলোচিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কয়ার

বাংলাদেশ স্কয়ার- লাইবেরিয়া

তাস্কিম স্কয়ার- ইস্তাম্বুল, তুরস্ক

ইউনিভার্সিটি স্কয়ার- সানা, ইয়েমেন

তিয়েনমেন স্কয়ার- বেইজিং, চীন

 গ্রীন স্কয়ার- ত্রিপলী, লিবিয়া

রেড স্কয়ার- রাশিয়া

ডেমোক্রেসি স্কয়ার কম্বোডিয়া

তাহরির স্কয়ার- কায়রো, মিশর

আজাদি স্কয়ার- তেহরান, ইরান

পার্ল স্কয়ার- বাহরাইন

স্বাধীনতা স্কয়ার- কিয়েভ ইউক্রেন

 ট্রাফাগাল- লন্ডন, ইংল্যান্ড

 

# বহুনির্বাচনী প্রশ্ন

#নিচের কোনটি বাংলাদেশের সংবাদ সংস্থা নয়?

এনা

ইউএনবি

নিউজ মিডিয়া

পিটিআই

 

#বাংলাদেশের সর্বোচ্চ কর্মসংস্থান কোন খাতে?

কৃষি

শিল্প

সেবা

নির্মাণ

 

#খাদ্য কৃষি সংস্থার তথ্যানুযায়ী, ২০১৮ সালে মৎস উৎপাদনে বাংলাদেশের অবস্থান -

৫ম

৩য়

৪র্থ

৮ম

 

#GSB বাংলাদেশের সরকারের একটি সংস্থা এর পূর্ণনাম-

Geographical System of Bangladesh

Geodetic Survey of Bangladesh

Geographical Survey of Bangladesh

Geomorphological Survey of Bangladesh

 

#খাদ্য কৃষি সংস্থার তথ্যানুযায়ী ২০১৮ সালে মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান-

৫ম

৩য়

৪র্থ

৮ম

 

এশিয়াটিক সোসাইটি

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি (Bangladesh Asiatic Society)

১৭৮৪ সালে স্যার উইলিয়াম জোন্স কলকাতার ফোর্ট উইলিয়ামে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।

পাকিস্তান এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ১৯৫২ সালে

স্বাধীনতার পর ১৯৭২ সালে এর নামকরণ করা হয় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

উদ্দেশ্য- উন্নততর গবেষণা, মানুষ প্রকৃতি সম্বন্ধে গভীর জ্ঞান ইত্যাদি অনুসন্ধান।

২০০৩ সালে বাংলাপিডিয়া নামে ১০ খণ্ডের একটি এনসাইক্লোপিডিয়া বের করে।

বাংলাপিডিয়া এর প্রধান সম্পাদক- অধ্যাপক সিরাজুল ইসলাম।

 

# বহুনির্বাচনী প্রশ্ন

#‘এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলএর প্রতিষ্ঠাতা কে?

চার্লস গ্র্যান্ট

জন শোর

ফোর্ট উইলিয়াম

ইউলিয়াম জোন্স

 

#এশিয়াটিক সোসাইটি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?

১৮৫২ জাপানে

১৭৮৪ কলকাতায়

১৯২১ দিল্লীতে

১৭৪৭ ঢাকায়

 

SEC-Bangladesh Securities and Exchange Commission

United Nations Organization-UNO

# বহুনির্বাচনী প্রশ্ন

#UNO started with

51 nations

49 nations

53 nations

55 nations

 

# বহুনির্বাচনী প্রশ্ন

#Bangladesh Academy for Rural(BARD) was established in-

1959

1955

1962

1972

 

 

#২০২২ সালে বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে?

অধ্যাপক সিদ্দিকা মাহমুদা

অধ্যাপক আবদুল্লাহ আবু দায়ীদ

কথাসাহিত্যিক সেলিনা হোসেন

কেউই না

 

#বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?

ঢাকা

রংপুর

রাজশাহী

ময়মনসিংহ

 

#বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল?

চামেলি হাউজ

বাংলা ভবন

বর্ধমান হাউজ

আহসান মঞ্জিল

 

#বাংলাদেশের প্রথম ক্ষ্রদ্র নৃ-গোষ্ঠী কালাচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় কোথায়?

নেত্রকোণায়

নীলফামারীতে

কক্সবাজারে

বান্দরবনে

 

পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)

বাংলাপিডিয়া

# বহুনির্বাচনী প্রশ্ন

#বাংলাপিডিয়া প্রকাশিত হয় কোন প্রতিষ্ঠান থেকে?

বাংলা একাডেমি

ঢাকা বিশ্ববিদ্যালয়

শিল্পকলা একাডেমি

এশিয়াটিক সোসাইটি

 

#২০ খন্ডের বাংলা ইংরেজি বিশ্বকোষ বাংলাপিডিয়া প্রকাশ করেছে-

সাহিত্য একাডেমি

পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি

বাংলা একাডেমি

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

 

উদীচী

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী (সংক্ষেপে উদীচী) হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন।

১৯৬৮ সালে বিপ্লবী কথাশিল্পী সত্যেন সেন উদীচী গঠন করেন।

জন্মলগ্ন থেকে উদীচী অধিকার, স্বাধীনতা সাম্যের সমাজ নির্মাণে সংগ্রাম করে আসছে।

১৯৬৮, ১৯৬৯, ১৯৭০ এবং ১৯৭১ সালে বাঙালির সার্বিক মুক্তির চেতনাকে ধারণ করে গড়ে উঠা সাংস্কৃি সংগ্রাম।

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমি

১৯৭৪ সালে বাংলাদেশের জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র 'বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয়।

ঢাকার সেগুনবাগিচায় এর প্রধান কার্যালয় অবস্থিত

সংস্কৃতি মন্ত্রলায়ের অধীনে এর কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

 

 

বাংলাদেশ শিশু একাডেমি

১৯৭৬ সালে শিশুদের সাংস্কৃতিক প্রচার, উন্নয়ন এবং পৃষ্ঠপোষকতার জন্য প্রতিষ্ঠিত হয় 'বাংলাদেশ শিশু একাডেমি'

শিশু একাডেমি প্রাঙ্গনে দুরন্ত নামক ভাস্কর্য রয়েছে।

এটি মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে।

 

বিশ্ব সাহিত্য কেন্দ্র

আবদুল্লাহ আবু সায়ীদের উদ্যোগে ১৯৭৮ সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়।

মূল লক্ষ্য- কিশোর এবং যুব সমাজকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা।

এই সংগঠনের মূল কৌশল গ্রন্থ পাঠের মাধ্যমে তরুণদের সঠিক পথে পরিচালিত করা।

এর মূল কার্যালয় ঢাকার বাংলা মটর এলাকায় অবস্থিত। তবে দেশব্যাপী এর শাখা আছে।

 

বাংলাদেশ জাতীয় আর্কাইভ

উদ্দেশ্য- সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ দলিলপত্র সংগ্রহ তত্ত্বাবধানের জন্য।

১৯৭৩ সালে দেশে জাতীয় আর্কাইভ প্রতিষ্ঠিত হয়।

জাতীয় আর্কাইভের নিজস্ব ভবন ঢাকার আগারগাঁওতে

 

 

বেঙ্গল ফাউন্ডেশন

বেঙ্গল ফাউন্ডেশন ২০০০ সালে ঢাকার ধানমণ্ডিতে প্রতিষ্ঠা করেন আবুল খায়ের।

বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস বা বেঙ্গল শিল্পালয় কাজ করে পেশাদার শিল্পী নিয়ে

গ্রুপ থিয়েটার ফেডারেশন বাংলাদেশের পেশাদারি নাট্য সংগঠনগুলোর একটি ফোরাম।

বাংলাদেশের নাটকের দল গুলোর মধ্যে- থিয়েটার, আরণ্যক, ঢাকা থিয়েটার, নাট্যকেন্দ্র প্রধান