বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর ৩রা মার্চ শুনা যায় ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। ইয়াহিয়া খান ১ লা মার্চ পূর্ব ঘোষিত অধিবেশন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করেন। প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সকল সরকারি কার্যক্রম প্রায় অঞ্চল হয়ে পড়ে। হরতাল চলাকালে পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে বহুলোক হতাহত হয় ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন ৩রা মার্চ, ১৯৭১। এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বিশাল এক জনসভায় ঐতিহাসিক ভাষণ দেন। এ ভাষণে তিনি স্বাধীনতা অর্জনের লক্ষ্যে সকল বাঙালিকে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণে আহ্বান জানান।

 

# বহুনির্বাচনী প্রশ্ন

#মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?

মা

লালসালু

ক্রীতদাসের হাসি

সারেং বৌ

 

#Which sector was composed of naval commandoes during our liberation war?

sector 5

sector 7

sector 10

sector 11

 

#How many freedom fighters got 'Bir Protik' for their contribution to the Liberation War?

426

87

68

175

 

#Who was the Commander in Chief During the Liberation War?

MAG Osmani

Major Zia

Major Haider

Kamal Lohani

 

#Which sector was the Neval sector during the liberation war of Bangladesh?

11

9

10

8

 

১৯৭১ সালে মার্চের ঘটনাপ্রবাহ

১ মার্চ, ১৯৭১

১৯৭১ সালের ৩ মার্চ ঢাকায় জাতীয় সংসদের অধিবেশন হওয়ার কথা থাকলেও ইয়াহিয়া খান ২ দিন আগেই ১ মার্চ, ১৯৭১ সালে সেই অধিবেশন স্থগিত করেন।

পহেলা মার্চেই বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন। নিম্নোক্ত চারজন-

ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকী

সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ

ডাকসু সহ-সভাপতি আ.স.ম. আব্দুর রব

ডাকসু সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন

এ চারজন ছাত্রনেতাকে একত্রে মুক্তিযুদ্ধের চার খলিফা বলা হয়।

 

২রা মার্চ, ১৯৭১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় অধিবেশন স্থগিতের প্রতিবাদে মার্চ ঢাকা শহর এবং ৩ মার্চ সারাদেশে হরতাল আহ্বান করেন।আ.স.ম. আব্দুর রব বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় (কলা ভবন)।

২রা মার্চ জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করা হয়।

 

৩ মার্চ, ১৯৭১

ডাকসুর ভিপি আ.স.ম. আব্দুর রব শেখ মুজিবকে 'জাতির জনক' উপাধি দেন।

শেখ মুজিবুর রহমান সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দেন।

এই দিনে স্বাধীনতার ইসতেহার পাঠ করেন শাজাহান সিরাজ।

 

৪ মার্চ, ১৯৭১

পাকিস্তান রেডিও ও টিভির নামকরণ করা হয় যথাক্রমে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টিভি।

 

 

 

৬ মার্চ, ১৯৭১

ইয়াহিয়া খান ৬ই মার্চ বেতার ভাষণে ২৫ শে মার্চ পুনরায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন।

জেনারেল টিক্কাখানকে পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে নিয়োগ দেন।

প্রধান বিচারপতি বদরুদ্দিন আহমদ সিদ্দিকী টিক্কা খানকে শপথ পড়াতে অস্বীকৃতি জ্ঞাপন করেন

 

৭ মার্চের ভাষণ

সময়: ৭ মার্চ, ১৯৭১, রবিবার (বিকেল ৩ টা)

স্থান: রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)

মোট সময় রেকর্ড হয়েছে: ১৮ মিনিট।

বঙ্গবন্ধুকে ঘিরে রেখেছিলঃ সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মণি, তোফায়েল আহমেদ, আ স ম আব্দুর রব ও মহিউদ্দিন।

সভার প্রধান অতিথি ও সভাপতি: কেউ ছিলেন না।

সভার বক্তা ছিলেনঃ ১ জন (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান)

ভাষণের শুরুর বাক্য: “ভায়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাসের সামনে হাজির হয়েছি

শেষ বাক্য: “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা" (৫ম তফসিলে অন্তর্ভুক্ত)

৭ মার্চের ভাষণের কারণেই মার্কিন নিউজউইক ম্যাগাজিন বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করে ৫ এপ্রিল, ১৯৭১ সালে।

জাতিসংঘের সংস্থা UNESCO ৭-ই মার্চের ভাষণকে Memory of the World Register এ স্থান নেয় ২০১৭ সালের ৩০ অক্টোবর।

 

৭ মার্চের ভাষণের ৪ দফা

সামরিক আইন প্রত্যাহার

সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেয়া

গণহত্যার তদন্ত করা

নির্বাচিত জনপ্রতিনিধিনের কাছে ক্ষমতা হস্তান্তর

 

৮ মার্চ, ১৯৭১

ঢাকা বেতারে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার।

পূর্ব পাকিস্তান ছাত্রলীগ নাম পরিবর্তন করে রাখে বাংলাদেশ ছাত্রলীগ।

 

৯ মার্চ, ১৯৭১

পল্টন ময়দানে সমাবেশ থেকে ভাসানী শেখ মুজিবুর রহমানকে সমর্থন করেন।

আন্দোলন পরিচালনার জন্য সংগ্রাম কমিটি গঠিত হয়।

 

১২ মার্চ, ১৯৭১

জাতীয় ফুল শাপলা ঘোষণা।

 

১৩ মার্চ, ১৯৭১

শিল্পাচার্য জয়নুল আবেদীন পাকিস্তান সরকার কর্তৃক প্রদত্ত সকল পুরস্কার ও সম্মাননা ঘৃণা তরে ফিরিয়ে দেন।

 

১৪ মার্চ, ১৯৭১

আওয়ামী লীগের পক্ষ থেকে ৩৫ দফা ভিত্তিক দাবিনামা জারি করা হয়।

 

১৫ মার্চ, ১৯৭১

এই দিনে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকা পৌঁছেন

পাকিস্তানি সেনার গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে ঢাবি উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরী বঙ্গবন্ধুর ডাকে পদত্যাগ করেন।

 

১৬ মার্চ, ১৯৭১

১৬-২৪ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর সাথে ইয়াহিয়া খানের আলোচনা চলে।

 

১৭ মার্চ, ১৯৭১

অস্ত্র বোঝাই করা সোয়াত জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছে।

 

১৮ মার্চ, ১৯৭১

পূর্ব পাকিস্তানের গভর্নর টিক্কা খান, পূর্ব পাকিস্তানের সামরিক উপদেষ্টা রাও ফরমান আলী অপারেশন সার্চলাইট (Operation Searchlight) পরিকল্পনা চূড়ান্ত করেন।

 

১৯ মার্চ, ১৯৭১

মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে গাজীপুরের জয়দেবপুরের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

জেনারেল টিক্কা খান অপারেশন সার্চলাইট অনুমোদন করেন।

 

২২ মার্চ, ১৯৭১

প্রেসিডেন্ট ভবনে ইয়াহিয়া, শেখ মুজিবুর রহমান ও ভুট্টোর সাথে আলোচনায় বসেন।

প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আবারো ২৫ মার্চের জাতীয় পরিষদের অধিবেশন (ঢাকায়) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন।

 

২৩ মার্চ, ১৯৭১

পাকিস্তান দিবসের পরিবর্তে আওয়ামী লীগ পালন করে- প্রতিরোধ দিবস।

বাংলার ঘরে ঘরে উত্তোলিত হয়- জাতীয় পতাকা (২৩ মার্চ, পতাকা উত্তোলন দিবস)

শেখ মুজিবুর রহমান নিজ হাতে নেতাদের সাথে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেন। ( ২৩ মার্চ পাকিস্তান/লাহোর দিবস পালন করা হত)

 

২৪ মার্চ, ১৯৭১

২৪ মার্চ চট্টগ্রাম বন্দরে এম.ভি সোয়াত থেকে অস্ত্র খালাস শুরু হয়।

 

 

২৫ মার্চ, ১৯৭১

প্রেসিডেন্ট ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করেন।

রাত ১১টা ৩০ মিনিটে অপারেশন সার্চলাইট শুরু হয় একযোগে পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল ও রাজারবাগে ।

২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়।

সেই ভয়াল কালো রাত্রে প্রায় ৭ হাজার নিরীহ মানুষ নিহত হন।

 

১ মার্চ, ১৯৭১

১৯৭১ সালের ৩ মার্চ ঢাকায় জাতীয় সংসদের অধিবেশন হওয়ার কথা থাকলেও ইয়াহিয়া খান ২ দিন আগেই ১ মার্চ, ১৯৭১ সালে সেই অধিবেশন স্থগিত করেন।

পহেলা মার্চেই বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন। নিম্নোক্ত চারজন-

ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকী

সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ

ডাকসু সহ-সভাপতি আ.স.ম. আব্দুর রব

ডাকসু সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন

এ চারজন ছাত্রনেতাকে একত্রে মুক্তিযুদ্ধের চার খলিফা বলা হয়।

 

৭ মার্চের ভাষণ

সময়: ৭ মার্চ, ১৯৭১, রবিবার (বিকেল ৩ টা)

স্থান: রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)

মোট সময় রেকর্ড হয়েছে: ১৮ মিনিট।

বঙ্গবন্ধুকে ঘিরে রেখেছিলঃ সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মণি, তোফায়েল আহমেদ, আ স ম আব্দুর রব ও মহিউদ্দিন।

সভার প্রধান অতিথি ও সভাপতি: কেউ ছিলেন না।

সভার বক্তা ছিলেনঃ ১ জন (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান)

ভাষণের শুরুর বাক্য: “ভায়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাসের সামনে হাজির হয়েছি

শেষ বাক্য: “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা" (৫ম তফসিলে অন্তর্ভুক্ত)

৭ মার্চের ভাষণের কারণেই মার্কিন নিউজউইক ম্যাগাজিন বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করে ৫ এপ্রিল, ১৯৭১ সালে।

জাতিসংঘের সংস্থা UNESCO ৭-ই মার্চের ভাষণকে Memory of the World Register এ স্থান নেয় ২০১৭ সালের ৩০ অক্টোবর।

 

 

# বহুনির্বাচনী প্রশ্ন

#বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত

৫ম

৬ষ্ঠ

৭ম

৯ম

 

#৭ই মার্চের ভাষণকে ইউনেসকো কোন তারিখে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়?

৩০ জুলাই ২০১৭

৩০ আগষ্ট ২০১৭

৩০ সেপ্টেম্বর ২০১৭

৩০ অক্টোবর ২০১৭

 

#বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ভাষণে ইউনেস্কো কোন তারিখে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়?

২০০৮ সালের ৭ মার্চ

২০১৭ সালের ৭মার্চ

২০০৮ সালের ৩০ অক্টোবর

২০১৭ সালের ৩০অক্টোবর

 

#বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?

চতুর্থ তফসিল

পঞ্চম তফসিল

ষষ্ঠ তফসিল

সপ্তম তফসিল

 

#৭ মার্চের ভাষণ আসলে ছিল স্বাধীনতার মূল দলিল - উক্তিটি কার?

চে গুয়েভারা

মোস্তাফা কামাল আতাতুর্ক

নেলসন ম্যান্ডেলা

মাহাত্মা গান্ধী

 

৭ মার্চের ভাষণের ৪ দফা

সামরিক আইন প্রত্যাহার

সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেয়া

গণহত্যার তদন্ত করা

নির্বাচিত জনপ্রতিনিধিনের কাছে ক্ষমতা হস্তান্তর

 

২৫ মার্চ , ১৯৭১

প্রেসিডেন্ট ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করেন।

রাত ১১টা ৩০ মিনিটে অপারেশন সার্চলাইট শুরু হয় একযোগে পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল ও রাজারবাগে ।

২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়।

সেই ভয়াল কালো রাত্রে প্রায় ৭ হাজার নিরীহ মানুষ নিহত হন।

 

# বহুনির্বাচনী প্রশ্ন

#১৯৭১ সালের ২৫ মার্চ ছিল-

বৃহস্পতিবার

শুক্রবার

শনিবার

রবিবার

সোমবার

 

 

#১৯৭১ সালের ২৫ মার্চ কি ছিল?

ক) শনিবার

খ) বৃহস্পতিবার

গ) সোমবার

ঘ) রবিবার

 

#১৯৭১ সালের ২৫ মার্চ কি ছিল?

ক) শনিবার

খ) বৃহস্পতিবার

গ) সোমবার

ঘ) রবিবার

 

#১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম-

অপারেশন ক্লোজ ডোর

অপারেশন সার্চ লাইট

অপারেশন ক্লিন হার্ট

অপারেশন ব্লু স্টার

 

মুক্তিযুদ্ধকালীন অপারেশনস

অপারেশন সার্চ লাইট

সার্বিক তত্ত্বাবধানে: গভর্নর লে. জে টিক্কা খান।

ঢাকা শহরের দায়িত্বে: মেজর রাও ফরমান আলী ।

ঢাকার বাইরে দায়িত্বে: মেজর খাদিম হোসেন রাজা

১৬ মার্চ, ১৯৭১: ইয়াহিয়া সরকার পূর্ব পাকিস্তানে গোলাবারুদ ও অস্ত্র সরবরাহ শুরু করে

১৮ মার্চ, ১৯৭১: টিক্কা খান, রাও ফরমান আলী ও মেজর খাদিম হোসেন নীলনকশা তৈরি করে

১৯ মার্চ, ১৯৭১: বাঙালি সেনাদের নিরস্ত্রীকরণ শুরু এবং সার্চ লাইটের নীল নকশা অনুমোদন।

২৪ মার্চ, ১৯৭১: চট্টগ্রাম বন্দরে এমভি সোয়াত থেকে অস্ত্র খালাস শুরু করে।

২৫ মার্চ, ১৯৭১: গণহত্যা চালাতে পাকিস্তান সেনাদের উদ্দেশ্যে টিক্কা খান বলে, “ এদেশের মানুষ চাই না, মাটি চাই । "

 

 

# বহুনির্বাচনী প্রশ্ন

#“অপারেশন সার্চ লাইট” কোন সালের ঘটনা?

1971

1975

1969

1990

 

#অপারেশন সার্চলাইট কোন সালের ঘটনা?

১৯৬৫

১৯৭১

২০০২

২০০৭

 

#.‘অপারেশন সার্চলাইট’ কবে সংঘটিত হয়?

২৪ মার্চ ১৯৭১

২৭ মার্চ ১৯৭১

২৫ মার্চ ১৯৭১

১৫ আগষ্ট ১৯৭৫

৭ই মার্চ ১৯৭১

#'অপারেশন সার্চ লাইট' কোন সালের ঘটনা?

১৯৬৯

১৯৭১

১৯৭৫

১৯৯০

 

অপারেশন জ্যাকপট

বঙ্গোপসাগরকে শত্রুমুক্ত করতে ১০নং সেক্টরের নৌবাহিনীর সদস্যরা যে অভিযান। পরিচালনা করে তার সাংকেতিক নাম অপারেশন জ্যাকপট ।

নৌ কমান্ডো পরিচালিত গেরিলা বাহিনী (৩১ জন) অপারেশনের জন্য যাত্রা শুরু করে ১৪ আগস্ট পলাশীর হরিণা থেকে

অপারেশন পরিচালনার জন্য দুটি গানকে সংকেত হিসেবে ধরে অপারেশন পরিচালনা করা হয়- প্রথম সংকেত পঙ্কজ মল্লিকের গাওয়া "আমি তোমায় যত শুনিয়েছিলাম"। এই গানের অর্থ হল ২৪ ঘণ্টার মধ্যে আক্রমণ করতে হবে।

দ্বিতীয় সংকেত ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া "আমার পুতুল যাবে শ্বশুরবাড়ী” । যার অর্থ আক্রমণের জন্য ঘাঁটি ত্যাগ কর

 

 

 

 

 

 

অপারেশন ব্লিজ

২২ ফেব্রুয়ারি, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা না দিয়ে বরং সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে সামরিক শাসনে ফিরে যাওয়ার যে ষড়যন্ত্র তা অপারেশন ব্লিজ নামে পরিচিত।

 

অপারেশন বিগ বার্ড

বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার পাক সেনাদের অভিযানের নাম।

পাক-ব্রিগ্রেডিয়ার জহির আলম খান ও মেজর বেলাল বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে নেতৃত্ব দেয়। বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের রেডিও বার্তা ছিল: The Big Bird in Cage

 

অপারেশন কিলো ফ্লাইট

৩ ডিসেম্বর, ১৯৭১ সালে নবগঠিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ইউনিটের নাম ছিল অপারেশন কিলো ফ্লাইট ।

বাংলার বিমান সেনাদের এই ইউনিট নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে পাক বাহিনীর উপর প্রথম আক্রমণ করেছিল।

 

অপারেশন চেঙ্গিস খান

৩ ডিসেম্বর, ১৯৭১ সালে পাকিস্তান ভারতের ওপর যে বিমান হামলা চালায় তার সাংকেতিক নাম ছিল ‘অপারেশন চেঙ্গিস খান’ ।

 

অপারেশন ক্যাক্টাস লিলি

৩ ডিসেম্বর, ১৯৭১ সালে যৌথবাহিনী পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে একযোগে যে আক্রমন করে তার নাম ছিল অপারেশন ক্যাক্টাস লিলি।

 

অপারেশন ক্লজডোর

মুক্তিযুদ্ধের সময় সারাদেশে মানুষের কাছে যে অবৈধ অস্ত্র ছিল তা জমা নেওয়ার জন্য যে অভিযান পরিচালিত হয় তা অপারেশন ক্লোজডোর নামে পরিচিত।

 

স্বাধীনতার ঘোষণা

পাক বাহিনী অপারেশন সার্চ লাইট অভিযান শুরু করে- ২৫ মার্চ রাত ১১:৩০ মিনিটের দিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন পরিস্থিতিতে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন ওয়্যারলেসের মাধ্যমে ২৫ মার্চ রাত্রি বারোটার পর অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে। মূলত এ ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ২৬ মার্চের বঙ্গবন্ধুর জারি করা মূল ঘোষণাটি ছিল- ইংরেজিতে।

 

 

 

২৬ মার্চ বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতার ঘোষণার স্বরূপ—

ইহাই হয়ত আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে, যে যেখানে আছো, যাহার যা কিছু আছে, তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো । পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও।"

 

জেনে নিই

চট্টগ্রাম আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল হান্নান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাটি প্রচার করেন- ২৬ মার্চ, ১৯৭১ সালে

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম প্রচার শুরু করে কালুরঘাট থেকে।

মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে পুনরায় স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেন- ২৭ মার্চ সন্ধ্যায়।

বঙ্গবন্ধুকে গ্রেফতার করার লক্ষ্যে পরিচালিত অপারেশনের সংকেতিক নাম ছিল- দি বিগবার্ড।

বিগবার্ড অপারেশনে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুকে গ্রেফতার করেন মেজর জহির আলম; উর্ধ্বতন কর্তৃপক্ষকে গ্রেফতারের খবর জানাতে গিয়ে তিনি বলেছিলেন Big Bird in Cage.

২৬ মার্চকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় ১৯৮০ সালে।

স্বাধীনতা ঘোষণা সংবিধানে সংযোজিত হয়- পঞ্চদশ সংশোধনীতে (ষষ্ঠ তফসিলে)।

আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণাপত্র জারি করে মুজিবনগর সরকার- ১০ এপ্রিল, ১৯৭১ সালে ।

বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেন ইউসুফ আলী- ১৭ এপ্রিল, ১৯৭১ সালে।

বাংলাদেশ ছাড়া আর যে দেশের স্বাধীনতা ঘোষণাপত্র রয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্রের।

বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন- ৩২ নং ধানমণ্ডির বাসা থেকে (ঢাকার ৩২ নম্বর সড়ক)।

হানাদার পাকিস্তানি সৈন্যরা বঙ্গবন্ধুর ধানমণ্ডির বাড়ি আক্রমণ করে- ২৫ মার্চ (মধ্যরাতে), ১৯৭১ সালে।

১৯৭১ সালের ২৫ মার্চ ছিল- বৃহস্পতিবার।

শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানে বন্দি করে রাখা হয়- করাচির লায়ালপুরের মিয়ানওয়ালী জেলখানায়।

১৯৭১ সালের ২৫ মার্চ বর্বর পাকিস্তান সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান চালায় তার নাম- "অপারেশন সার্চ লাইট।

অভিযানে ঢাকা শহরের মূল দায়িত্ব দেওয়া হয়- জেনারেল রাও ফরমান আলীকে।

ঢাকার বাহিরে এ অপারেশনের দায়িত্ব দেওয়া হয়- মেজর জেনারেল খাদিম হোসেন রেজাকে।

২৫ মার্চ হত্যাযজ্ঞ চালায় জহুরুল হল, জগন্নাথ হল, রোকেয়া হল, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন প্রভৃতি স্থানে।

গণহত্যা দিবস- ২৫ মার্চ (প্রথম পালিত হয়- ২০১৭ সালে)।

স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে কিছু তথ্য

 

স্বাধীনতার ঘোষণাপত্রের খসড়া লিখেন: রেহমান সোবহান।

স্বাধীনতার ঘোষণাপত্রের চূড়ান্ত রূপ লিখেন : ব্যারিস্টার আমীরুল ইসলাম।

স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন : অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম।

স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন : অধ্যাপক ইউসুফ আলী।

স্বাধীনতার ঘোষণাপত্র বলবৎ থাকে : ২৬ মার্চ ১৯৭১- ১৬ ডিসেম্বর, ১৯৭২ পর্যন্ত।

স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে যুক্ত হয় : ৭ম তফসীলে (১৫তম সংশোধনীর মাধ্যমে)।

স্বাধীনতার ঘোষণাপত্র অনুসারে মুক্তির সংগ্রাম শুরু হয় ২৬ মার্চ, ১৯৭১ সালে।

 

 

# বহুনির্বাচনী প্রশ্ন

#স্বাধীনতার ঘোষণাপত্রের খসড়া প্রণয়ন করেন-

আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায়

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ

বাংলাদেশের উপ-রাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম

গণপরিষদ ও প্রাদেশিক পরিষদের যেসকল সদস্য ১০ এপ্রিলের মধ্যে কলকাতায় মিলিত হন তারা

 

#আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়-

১০ এপ্রিল ১৯৭১

১৭ এপ্রিল ১৯৭১

৭ এপ্রিল ১৯৭১

২৬ এপ্রিল ১৯৭১

 

#এম এ হান্নান প্রথমবার কোথা হতে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন?

চট্টগ্রামের আগ্রাবাদস্থ বেতার কেন্দ্র

ঢাকাস্থ বেতার কেন্দ্র

ত্রিপুরার রামগড়স্থ বেতার কেন্দ্র

চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র

 

#১৭ এপ্রিল ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে?

তাজউদ্দীন আহমদ

অধ্যাপক ইউসুফ আলী

সৈয়দ নজরুল ইসলাম

মতিউর রহমান

 

#নিচের কোন দেশ দু'টির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে-

বাংলাদেশ ও জুক্তরাজ্য

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ও ফ্রান্স

যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া

বাংলাদেশ ও শ্রীলংকা

 

 

মুজিবনগর সরকারের কার্যাবলী

মুজিবনগর সরকার (যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত) মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল জনগনের রায়ে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে (বর্তমান মুজিবনগর) শপথ গ্রহণ করেন।

 

জেনে নিই

বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় ১০ এপ্রিল, ১৯৭১ সালে।

প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল, ১৯৭১ সালে।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সদস্য আবদুল মান্নান।

বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী।

মেহেরপুরের ভবের পাড়া বৈদ্যনাথতলার 'মুজিবনগর নামকরণ করেন তাজউদ্দিন আহমেদ।

প্রবাসী সরকার গঠিত হয় ১৯৭০ সালের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে নির্বাচিত সদস্যদের নিয়ে।

শপথ অনুষ্ঠানের আয়োজন করেন তৎকালীন মেহেরপুরের সাব-ডিভিশন অফিসার তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

মুজিব নগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী। 

 

 

# বহুনির্বাচনী প্রশ্ন

#Mujibnagar Government was formed on-

10th April

17th April

26th March

31th March

 

#Mujibnagar situated at-

Chuadanga

Nababganj

Satkhira

Meherpur

 

#Who was the finance minister of Mujibnagar government?

Sheikh Mujibur Rahman

Syed Nazrul Islam

Tajuddin Ahmad

Mansur Ali

 

#.Which day is being observed as the 'Mujibnagar great like other person Day" in Bangladesh?

17 April

4 April

4 November

3 December

 

#মুজিবনগর কোথায় অবস্থিত? (Where is Mujibnagar located at?)

Gopalgonj

Kustia

Meherpur

Faridpur

 

 

 

 

মুজিবনগর সরকারের প্রশাসন

নাম পদমর্যাদা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (গোপালগঞ্জ)       রাষ্ট্রপতি [মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক]

সৈয়দ নজরুল ইসলাম(কিশোরগঞ্জ)    উপ-রাষ্ট্রপতি (রাষ্ট্রপতির অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি)

তাজউদ্দীন আহমেদ (গাজীপুর)   প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা, শিক্ষা, স্থানীয় প্রশাসন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, তথ্য ও বেতার, স্বাস্থ্য, সমাজকল্যাণ।

খন্দকার মোশতাক আহমেদ (কুমিল্লা)  পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

ক্যাপ্টেন এম মনসুর আলী (সিরাজগঞ্জ)       অর্থ, জাতীয় রাজস্ব, বাণিজ্য, শিল্প ও পরিবহন মন্ত্রণালয়।

এ.এইচ.এম. কামরুজ্জামান (রাজশাহী)       স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয় ।

কর্নেল (অব.) এম.এ.জি. ওসমানী (সিলেট)       সেনাবাহিনী প্রধান (মন্ত্রীর পদমর্যাদা)।

কর্নেল (অব.) এ. রব     সেনাবাহিনীর উপপ্রধান-চীপ অব স্টাফ।

গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার       ডেপুটি চিপ অব স্টাফ

 

মুজিবনগর সর্বদলীয় উপদেষ্টা পরিষদ (৮ সদস্য বিশিষ্ট)

 

মাওলানা আঃ খান ভাসানীঃ সভাপতি- ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)

কমরেড মনি সিংঃ সভাপতি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি

অধ্যাপক মুজাফফর আহমেদঃ সভাপতি- ন্যাশনাল আওয়ামী পার্টি (মুজাফ্ফর)

শ্রী মনোরঞ্জন ধরঃ সভাপতি বাংলাদেশ কংগ্রেস

খন্দকার মোশতাক আহমেদঃপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকার

তাজউদ্দিন আহমেদ (আহব্বায়ক) প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার

 

জেনে নিই

মুজিবনগর দিবস পালিত হয়- ১৭ এপ্রিল ।

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির উপদেষ্টা ছিলেন আব্দুস সামাদ আজাদ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন- ব্যারিস্টার আমিরুল ইসলাম।

ক্যাবিনেট সচিব ছিলেন- হোসেন তৌফিক ইমাম (এইচ টি ইমাম)

মুখ্য সচিব ছিলেন রহুল কুদ্দুস।

প্রথম ডাক টিকেটে ছবি ছিল কেন্দ্রীয় শহীদ মিনারের।

প্রথম স্মারক ডাক টিকেটের ডিজাইনার বিপি চিতনিশ।

প্রথম স্মারক ডাক টিকেট প্রকাশিত হয় ২১ ফেব্রুয়ারি, ১৯৭২।

মুজিবনগর সরকার বাংলাদেশের নিজস্ব ডাক টিকেট প্রবর্তন করা হয় ২৯ জুলাই, ১৯৭১ সালে।

মুজিবনগর স্মৃতিসৌধের (তানভীর করিম) ২৩টি ত্রিভুজাকৃতির দেয়াল ২৩ বছরের বঞ্চনার প্রতীক।

 

মুজিবনগর মন্ত্রণালয় এবং কূটনৈতিক মিশন

মুজিবনগর মন্ত্রণালয়: মুজিবনগর সরকারের মন্ত্রণালয় বা বিভাগ ছিল- ১২টি। যথাঃ প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ, শিল্প ও বাণিজ্য, মন্ত্রিপরিষদ সচিবালয়, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য ও কল্যাণ বিভাগ, ত্রাণ ও পুর্নবাসন বিভাগ, প্রকৌশল বিভাগ, পরিকল্পনা কমিশন, যুব ও অভ্যর্থনা ।

 

কুটনৈতিক মিশন: প্রথম কূটনৈতিক মিশন স্থাপিত হয়- কলকাতাতে মুক্তিযুদ্ধকালীন যুক্তরাজ্যের মিশন প্রধান ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী, নয়া দিল্লির হুমায়ুন রশিদ চৌধুরী, যুক্তরাষ্ট্রের এম আর সিদ্দিকি। বাংলাদেশের প্রতি প্রথম আনুগত্য ও পতাকা উত্তোলন করেন কলকাতাস্থ পাকিস্তান মিশনের ডেপুটি কমিশনার হোসেন আলী (১৮ এপ্রিল, ১৯৭১)।

 

মুক্তিযুদ্ধের রণকৌশল

নিয়মিত বাহিনী

১৯৭১ সালের ৪ এপ্রিল ওসমানীর নেতৃত্বে হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে 'মুক্তিফৌজ গঠিত হয়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টর ও ৬৪টি সাব-সেক্টরে ভাগ করার পরামর্শ দেন তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।

১৯৭১ সালের ৪ এপ্রিল কর্নেল ওসমানীর নেতৃত্বে ৮ হাজার বেসামরিক সদস্য এবং ৫ হাজার সামরিক ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙ্গালি সামরিক অফিসার ও সৈন্যদের নিয়ে গঠিত হয় নিয়মিত বাহিনী, যাদেরকে মুক্তিফৌজ (MP) বলা হত।

১১ এপ্রিল এর নাম পরিবর্তন করে মুক্তিবাহিনী করা হয়। ১৯৭১ সালের ৪ এপ্রিল পাকিস্তান সামরিক বাহিনীর বাঙালি (সেনাবাহিনী, রাইফেলস, আনসার ও পুলিশ) সদস্যরা পাকিস্তানের বিরুদ্ধে সম্মিলিত আক্রমণের যে পরিকল্পনা করেন তা তেলিয়াপাড়া রণকৌশল বা Teliapara Strategy নামে পরিচিত।

 

 

 

 

 

নিয়মিত বাহিনীকে ১১টি সেক্টর, ৬৪টি সাব সেক্টর এবং          ৩টি বিগ্রেড ফোর্স এ ভাগ করা হয়।

ব্রিগেড ফোর্স

কমান্ডার

সদর দপ্তর

Z ফোর্স

লে. কর্নেল জিয়াউর রহমান

তেলঢালা

 

S ফোর্স

লে. কর্নেল কে এম শফিউল্লাহ

হাজামারা

 

K ফোর্স

লে. কর্নেল খালেদ মোশারফ

আগরতলা

 

 

গণবাহিনী ও মুজিব বাহিনী

গণবাহিনী

ছাত্র, যুবক, কৃষক-শ্রমিক ও সকল পর্যায়ের মুক্তিকামী যোদ্ধাদের নিয়ে বিভিন্ন সেক্টরের অধীনে অনিয়মিত বাহিনী গঠিত হয়। এই বাহিনীর সরকারি নামকরণ করা হয় গণবাহিনী বা মুক্তিযোদ্ধা (FF) |

 

মুজিব বাহিনী (BLF)

Bangladesh Liberation Front (BLF) ১৯৭১ সালের নিয়মিত ও অনিয়মিত বাহিনীর পাশাপাশি মুক্তিযুদ্ধের শেষ দিকে মুজিববাহিনী' গঠিত হয়। সমগ্র বাংলাদেশকে ৪টি রাজনৈতিক যুদ্ধাঞ্চলে বিভক্ত করে প্রায় ১০,০০০ ছাত্রকে নিজ নিজ এলাকার ভিত্তিতে সর্বাত্মক প্রতিরোধমুখী অবস্থান নেয়ার জন্য প্রেরণ করা হয়।

 

 

 

 

 

                                

                              আঞ্চলিক গেরিল বাহিনী

বাহিনীর নাম

অঞ্চল

কাদেরিয়া বাহিনী

টাঙ্গাইল

হালিম বাহিনী

মানিকগঞ্জ

হেমায়েত বাহিনী

ফরিদপুর, বরিশাল

আকবর বাহিনী

শ্রীপুর, মাগুরা

লতিফ মীর্জা বাহিনী

সিরাজগঞ্জ, পাবনা

বাতেন বাহিনী

টাঙ্গাইল

আফসার বাহিনী

ভালুকা, ময়মনসিংহ

জিয়া বাহিনী

সুন্দরবন

ক্র্যাক প্লাটুন

ঢাকা

মুজিব ব্যাটারি

গোলন্দাজ (ঢাকা)

 

 

 

 

 

 

 

          মুক্তিযুদ্ধের সেক্টর ও সেক্টর কমান্ডারগণ

সেক্টর নং

দায়িত্বপ্রাপ্ত কমান্ডার

সদর দপ্তর

 

সেক্টর- ০১

মেজর জিয়াউর রহমান (এপ্রিল-জুন)

মেজর রফিকুল ইসলাম (জুন-ডিসেম্বর)

হরিনা, ত্রিপুরা

 

সেক্টর- ০২

মেজর খালেদ মোশাররফ (এপ্রিল-সেপ্টেম্বর)

মেজর হায়দার (সেপ্টেম্বর-ডিসেম্বর)

মেলাঘর, ত্রিপুরা

সেক্টর- ০৩

মেজর শফিউল্লাহ (এপ্রিল-সেপ্টেম্বর)

মেজর নুরুজ্জামান (সেপ্টম্বর-ডিসেম্বর)

কলাগাছি, ত্রিপুরা

 

সেক্টর- ০৪

মেজর সি আর দত্ত

করিমগঞ্জ, আসাম

 

সেক্টর- ০৫

 

মেজর মীর শওকত আলী

বাঁশতলা, সুনামগঞ্জ

সেক্টর- ০৬

উইং কমান্ডার খাদেমুল বাশার

বুড়িমারী, পাটগ্রাম

সেক্টর- ০৭

 

মেজর কাজী নুরুজ্জামান

তরঙ্গপুর, পশ্চিমবঙ্গ

সেক্টর- ০৮

 

 

 

মেজর ওসমান চৌধুরী (অক্টোবর পর্যন্ত)

মেজর এম. এ মনজুর (এপ্রিল-ডিসেম্বর পর্যন্ত)

বেনাপোল কল্যাণী, ভারত

 

সেক্টর- ০৯

মেজর আবদুল জলিল (এপ্রিল-ডিসেম্বর পর্যন্ত)

হাসনাবাদ, ভারত

সেক্টর- ১০

মুক্তিবাহিনীর ট্রেনিংপ্রাপ্ত নৌ-কমান্ডারগণ

নেই

 

সেক্টর- ১১

মেজর আবু তাহের (এপ্রিল-নভেম্বর)

ফ্লাইট লেঃ এম হামিদুল্লাহ (নভেম্বর-ডিসেম্বর)

মহেন্দ্রগঞ্জ, আসাম

 

 

 

# বহুনির্বাচনী প্রশ্ন

#সেক্টর-২ এর অন্তর্ভূক্ত ছিলোনা নিচের কোনটি? (Which one of the following was not included in Sector-2)

Dhaka

Camilla

Dinajpur

Faridpur

 

#2014-15 অর্থবছরে প্রস্তাবিত উন্নয়ন কর্মসূচীতে (এডিপি) কোন সেক্টরের জন্য সর্ব্বোচ্চ বরাদ্দ রাখার কথা বলা হয়েছে?

পরিবহন

প্রশাসন

শিক্ষা

চিকিৎসা

 

#তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন?

৯ নং সেক্টর

১০ নং সেক্টর

১১ নং সেক্টর

১২ নং সেক্টর

#বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ব্যবসায়ীদের সার্বোচ্চ সংগঠন-

ডিসিসিআই

এফবিসিসিআই

ডিএসই

বিজিএমইএ

 

#বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধারা কতটি সেক্টরে বিভক্ত ছিল?

৯টি

১০টি

১৩টি

১১টি

 

মুক্তিযুদ্ধে বিদেশী নাগরিকের অবদান

মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশি বন্ধুদের সম্মাননা

বাংলাদেশ সরকার সম্মাননা চালু করে- ২০১১ সালে।

মোট সম্মাননা পেয়েছেন- ৩২৮ জন ব্যক্তি ও ১০টি প্রতিষ্ঠান।

বিদেশিদের জন্য রাষ্ট্রীয় সম্মাননা- ০৩টি।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা- ১৫ জন।

বাংলাদেশ মৈত্রী সম্মাননা- ৩১২ জন ও ১০টি প্রতিষ্ঠান।

বাংলাদেশ স্বাধীনতা সম্মাননাপ্রাপ্ত একমাত্র বিদেশী শ্রীমতি ইন্দিরা গান্ধী (ভারতের সাবেক প্রধানমন্ত্রী)।

 

উইলিয়াম মার্ক টালি

ব্রিটিশ ভারতের কলকাতায় জন্মগ্রহণকারী বিবিসি’র নয়েদিল্লি ব্যুরোর সাবেক প্রধান ।

মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের পক্ষ হয়ে প্রচার-প্রচারণা চালান।

২০০২ সালে নতুন বছরের সম্মাননা স্বরূপ নাইট উপাধি লাভ করেন।

২০০৫ সালে পদ্মভূষণ পদক লাভ করেন।

 

ঊইলিয়াম ওডারল্যান্ড

১৯৭১ সালে সরাসরি রনাঙ্গনে যুদ্ধ করা বিদেশি।

তিনি ওলন্দাজ-অস্ট্রেলীয় নাগরিক ।

তিনি একমাত্র মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত (বীরপ্রতীক) বিদেশি নাগরিক।

তিনি পাকিস্তানীদের গোপন সংবাদ সংগ্রহ করে মুক্তিবাহিনীদের পাঠাতেন।

 

সায়মন ড্রিং

ঢাকায় কর্মরত ব্রিটিশ “ডেইলি টেলিগ্রাফের” সাংবাদিক।

তিনি প্রথম পাকিস্তানীদের গণহত্যার ছবি বহির্বিশ্বের সামনে তুলে ধরার জন্য ৩১ মার্চ, ১৯৭১ সালে ডেইলি টেলিগ্রাফে প্রকাশ করেন।

তাকে ২০১২ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রি সম্মাননা প্রদান করে বাংলাদেশ সরকার।

 

অ্যান্থনি ম্যাস্কারেনহাস

১৯৭১ সালে ঢাকায় কর্মরত পাকিস্তান মর্নিং নিউজ পত্রিকায় কর্মরত ছিলেন।

ঢাকা থেকে পাকিস্তানী সেনাবাহিনীর নির্মম গণহত্যার খবর সংগ্রহ করেন।

গণহত্যার ছবি “দ্য সানডে টাইমস” পত্রিকায় প্রকাশ করেন- ১৩ জুন, ১৯৭১ সালে।

মুক্তিযুদ্ধ নিয়ে দুটো বই লিখেন-

The Rape of Bangladesh (1972)

Bangladesh: A Legacy of Blood (1986)

 

 

 

দেবদুলাল বন্দ্যোপাধ্যায়

কলকাতার আকাশবাণীর সংবাদ পাঠক, ঘোষক ও আবৃত্তিকার শিল্পী।

'সংবাদ পরিক্রমা' তে মুক্তিযুদ্ধের বিভিন্ন খবর পাঠ করে বাংলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭২ সালে ভারত সরকার তাঁকে “পদ্মশ্রী" সম্মানে ভূষিত করে।

 

কর্নেল অশোক তারা

১৯৭১ সালে ভারতীয় মেজর ছিলেন

তিনি জীবনের ঝুকি নিয়ে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের মুক্ত করেন।

বাংলাদেশ সরকার ২০১২ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রি সম্মাননা প্রদান করে ।

ভারত সরকার তাকে বীরচক্র উপাধিতে ভূষিত করে।

 

মাদার মেরিও ভেরেঞ্জি

ইতালির নাগরিক।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত বিদেশি নাগরিক।

মুক্তিযুদ্ধকালীন ৪ এপ্রিল ১৯৭১ সালে বাংলাদেশে মৃত্যুবরণ করেন।

 

জগজিৎ সিং অরোরা

ভারতীয় নাগরিক।

মুক্তিযুদ্ধকালীন ভারত-বাংলাদেশ যৌথ বাহিনীর সেনাধ্যক্ষ ছিলেন।

১৬ ডিসেম্বর পাক আত্মসমর্পন দলিলে যৌথ বাহিনীর পক্ষে তিনি স্বাক্ষর করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

                                কনসার্ট ফর বাংলাদেশ

মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশি শরণার্থীদের পক্ষে জনমত গঠন ও তহবিল সংগ্রহের জন্য ১লা আগস্ট, ১৯৭১ সালে নিউইকের ম্যাডিসন স্কয়ারে আয়োজন করা হয় Concert for Bangladesh রবি শঙ্কর জর্জ হ্যারিসনকে বাংলাদেশ কনসার্টে যোগ দেবার আমন্ত্রণ জানান।

তারিখ

১৯৭১ সালের ১ আগস্ট

উদ্যোক্তা

ফোবানা

স্থান

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার, যুক্তরাষ্ট্র

ব্যান্ডদল

দ্য বিটলস (লন্ডন)

প্রতিষ্ঠাতা

জর্জ হ্যারিসন (ব্রিটিশ) ও রবি শঙ্কর (ভারতীয়)

উদ্দেশ্য

বাংলাদেশী শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহ

পরিচালক

পল সুইমার

অন্যান্য শিল্পী

ওস্তাত আলী আকবর খান, বব ডিলান, এরিক ক্লাপটন, লিয়ন রাসেল

দর্শক সংখ্যা ও আয়

৪০ হাজার, ২.৫ লক্ষ ডলার

 

 

মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে বিশ্বব্যাপী বিরাজমান ছিল- স্নায়ুযুদ্ধ(ঠান্ডা লড়াই); বিশ্ব ছিল দুই ব্লকে বিভক্ত মার্কিন নেতৃত্বাধীন গণতান্ত্রিক ব্লক ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক ব্লক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল- সমাজতান্ত্রিক ব্লক সোভিয়েত ইউনিয়ন, ভারত ও অধিকাংশ সমাজতান্ত্রিক দেশ। বাংলাদেশের বিপক্ষে ছিল- মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন।

সপ্তম ও অষ্টম নৌবহর

১৯৭১ সালে ভিয়েতনাম যুদ্ধ চলমান থাকায় মার্কিন সপ্তম নৌ বহর দক্ষিণ চীন সাগরে অবস্থান করেছিল। ৯ ডিসেম্বর প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বঙ্গোপসাগরে ৭ম নৌবহর প্রেরণের নির্দেশ দেন। USS Enterprise জাহাজের নেতৃত্বে 'টাস্কফোর্স ৭৪' গঠন করে বঙ্গোপসাগর অভিমুখে যাত্রা করে। এর প্রতিক্রিয়ায় ভারতের নৌবহর INS Vikrant থাইল্যান্ডের সমুদ্রসীমা ব্যবহার করে প্রতিরক্ষা বলয় তৈরি করে এবং রাশিয়ার ৮ম নৌবহর বাল্টিক সাগর থেকে বঙ্গোপসাগর অভিমুখে যাত্রা করলে ৭ম নৌবহর বঙ্গোপসাগর ত্যাগ করে।

 

 

ভারতের ভূমিকা

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি সমর্থন জানায়

বাংলাদেশের ৯৮,৯৯,৩০৫ শরণার্থীকে আশ্রয় দেয়।

মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী 'যৌথ কমান্ড' গড়ে তোলে। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেয়

যৌথ কমান্ডের আক্রমণে পূর্ব পাকিস্তানে পাকবাহিনীর সকল বিমান ধ্বংস হয়ে যায় ৪ ডিসেম্বর, ১৯৭১ সাল।

বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে ৬ ডিসেম্বর ১৯৭১ সাল ।

 

ব্রিটেনের ভূমিকা

২৯ মার্চ, ১৯৭১ নিম্নকক্ষ হাউস অব কমন্স সভায় অ্যালেক ডগলাস হিউম পাকিস্তানকে সামরিক হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানায়। মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের সহয়তা করে। ১৯৭১ পর্যন্ত শরণার্থীদের সহায়তার পরিমাণ ছিল প্রায় ১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার পাউন্ড।

 

 

জাতিসংঘের ভূমিকা

জাতিসংঘ নারকীয় হত্যাযজ্ঞ, মৌলিক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। প্রকৃতপক্ষে 'ভেটো' ক্ষমতা সম্পন্ন পাঁচটি বৃহৎ শক্তিধর রাষ্ট্রের বাইরে জাতিসংঘের নিজস্ব উদ্যোগে ভেটো দেওয়ার ক্ষমতা ছিল সীমিত। তবে যুদ্ধ বিরতির জন্য জাতিসংঘে ৩ বার প্রস্তাব উত্থাপিত হয় । যথা :

 

৪ ডিসেম্বর, ১৯৭১ (USA প্রস্তাব দেয়)

৫ ডিসেম্বর, ১৯৭১ (আর্জেন্টিনার নেতৃত্বে নিরাপত্তা পরিষদের ৮টি দেশ)

১৩ ডিসেম্বর, ১৯৭১ (USA প্রস্তাব দেয়)

সৌভাগ্যক্রমে USSR ৩ বারই ভেটো (অর্থ- আমি এটা মানি না) দেওয়ার ফলে যুদ্ধবিরতি প্রস্তাব সফল হয়নি। যুদ্ধবিরতি না হওয়ায় বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে শেষ অবধি। তাই বলা হয়, মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে USSR বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে ।

 

বীরত্বসূচক খেতাব (Gallantry Awards)

১৪ ডিসেম্বর, ১৯৭৩ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেতাব তালিকায় স্বাক্ষর করেন। তারপরের দিন সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করা হয়।

 

এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের নেতৃত্বে একটি কমিটি দ্বারা নিরীক্ষা করে খেতাবের জন্য সুপারিশ করা হয়।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত সর্বমোট বীর মুক্তিযোদ্ধা ৬৭৬ জন (বর্তমানে- ৬৭২ জন) খেতাবপ্রাপ্ত।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দণ্ডিত ৪ খুনির বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করে ০৬ জুন, ২০২১ সালে।

 

 

 

 

                         মুক্তিযুদ্ধের খেতাবধারীর সংখ্যা

খেতাব

১৯৭৩ [গেজেট]

বৰ্তমান

খেতাসূত্র

বীরশ্রেষ্ঠ

সর্বোচ্চ পদ

বীর উত্তম

৬৮

৬৭

উচ্চপদ

বীর বিক্রম

১৭৫

১৭৪

প্রশংসনীয় পদ

বীর প্রতীক

৪২৬

৪২৪

প্রশংসাপত্র

মোট

৬৭৬

৬৭২

*

 

খেতাবের নাম

বিবরণ

বীরশ্রেষ্ঠ

·       বীরশ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত সবাই রনাঙ্গনের যুদ্ধে শহীদ হয়েছেন

·       সেনাবাহিনী জন, নৌবাহিনী ১ জন, বিমানবাহিনী ১ জন ও ইস্ট পাকিস্তান রেজিমেন্ট ২ জন।

বীর উত্তম

·       বীর উত্তম খেতাবপ্রাপ্ত প্রথম মেজর জেনারেল আব্দুর রব।

·       সর্বশেষ বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমদ।

·       ২০১০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামরিক সচিব শহীদ ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমদকে (মরণোত্তর) বীর ত্তম (৬৯তম) পদক প্রদান করে।

·       মুক্তিযুদ্ধে বীর উত্তম" খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ৬৮ জন (বর্তমানে ৬৭ জন)

বীর বিক্রম    

·       বীর বিক্রম খেতাবপ্রাপ্ত প্রথম ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদা।

·       মুক্তিযুদ্ধে একমাত্র আদিবাসী বীর বিক্রম খেতাব প্রাপ্ত হলেন- উক্যচিং মারমা (সেক্টর- ৬)

·       ুক্তিযুদ্ধে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা- ১৭৫ জন (বর্তমানে ১৭৪ জন)

বীর প্রতীক

·       বীর প্রতীক খেতাবপ্রাপ্ত প্রথম- ব্রিগেডিয়ার মোহাম্মদ আব্দুল মতিন

·       বীর প্রতীক খেতাবপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা- শহীদুল ইসলাম। (বয়স-১২, সেক্টর-১১)

·       বীর ্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক- ডব্লিউ এস ওডারল্যান্ড (অস্ট্রেলীয়)

·       বীর প্রতীক খেতাব প্রাপ্ত জন মহিলা হলেন- ডা. সেতারা বেগম (সেক্টর-), তারামন বিবি (সেক্টর-১১)

·       খেতাবহীন মহিলা মুক্তিযোদ্ধা সিলেটের কাকন বিবি (মুক্তিবেটি)

·       মুক্তিযুদ্ধে বীর প্রতীক" খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা- ৪২৬ জন (বর্তমানে ৪২৪ জন)।

 

         

 

# বহুনির্বাচনী প্রশ্ন

#বীর প্রতীক উপাধি পায় কত জন?

৪২৪ জন

 

#.---was awarded with the title 'Bir Protik'.

Simon Dring

W.A. Ouderland

Pranab Mukharjee

Anthony Macarenhas

 

#বীর উত্তম খেতাব পায় কতজন? (How many individuals are entitled with the Bir Uttam Appellation?)

62

7

426

67

 

#বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ খেতাব কোনটি?

বীর উত্তম

বীর শ্রেষ্ঠ

বীর বিক্রম

বীর প্রতীক

 

#বাংলাদেশের মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সর্বমোট কতজন ‘বীরপ্রতীক’ খেতাব পেয়েছিলেন?

৪২৬ জন

৪২৭ জন

৪২৮ জন

৪২৯ জন

নারী খেতাবপ্রাপ্ত

 

ডা. সেতারা বেগম

নিজ জেলা- কিশোরগঞ্জ।

মুক্তিযুদ্ধে ভূমিকা- যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য বাংলাদেশ ফিল্ড।

হাসপাতাল (সেক্টর-২) কমান্ডিং অফিসার ছিলেন।

কর্মস্থল- সেনাবাহিনী।

 

তারামন বিবি

নিজ জেলা- কুড়িগ্রাম । 

মুক্তিযুদ্ধে ভূমিকা - ১১ নং সেক্টরে কর্নেল তাহেরের অধীনে গণবাহিনীর সদস্য হিসেবে যুদ্ধে অংশ।

পাকবাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের হয়ে গুপ্তচরবৃত্তি করেন।

মৃত্যু  ডিসেম্বর২০১৮ খ্রি.।

 

কাঁকন বিবি

পরিচয়- খেতাবহীন একজন নারী মুক্তিযোদ্ধা (মুক্তিবেটি নামে পরিচিত)।

আসল নাম কাঁকাত হেনিনচিতা (খাসিয়া সম্প্রদায়)।

মুক্তিযুদ্ধে ভূমিকা- মুক্তিবাহিনীর হয়ে ৫ নং সেক্টরে গুপ্তচরের কাজ করেন।

মৃত্যু- ২১ মার্চ, ২০১৮ খ্রি.

 

বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা

মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনা কর্তৃক ধর্ষিত হয় প্রায় ২-৪ লাখ নিরীহ নারী।

তাদের ত্যাগের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে 'বীরাঙ্গনা' উপাধিতে ভূষিত করা হয়।

২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে প্রথম স্বীকৃতি প্রদান করে।

২০২১ সাল পর্যন্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা- ৪১৬ জন।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশে ৫০৪ জনকে নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ বৃহস্পতিবার (১৩ জুন২০২৪) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

 

 

 

# বহুনির্বাচনী প্রশ্ন

#সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত কতজন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি লাভ করে?

১৭৫ জন

১৮০ জন

১৮৫ জন

১৮৮ জন

 

# সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত কতজন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি লাভ করেন?

১৮৮ জন

১৮৯ জন

১৯০ জন

১৯১ জন

 

মুক্তিযুদ্ধে ক্ষুদ্র নৃগোষ্ঠী

ইউ কে চিং মারমা।

জন্ম- বান্দরবান জেলায়।

তিনি ছিলেন পাকিস্তানের জাতীয় দলের হকি খেলোয়ার।

পরিচয়- মুক্তিযুদ্ধে একমাত্র বীরবিক্রম খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধা।

মুক্তিযুদ্ধের সময় তিনি ইপিআর-এর সদস্য হিসেবে ৬নং সেক্টরে যুদ্ধ করেন।

মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ

 

# বহুনির্বাচনী প্রশ্ন

#বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ কোন সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন?

৮ নং সেক্টর

৭ নং সেক্টর

৬ নং সেক্টর

৯ নং সেক্টর

 

#বীরশ্রেষ্ঠগনের তালিকাভুক্ত নন-

মোফাজ্জল চৌধুরি

মুন্সি আব্দুর রউফ

মোস্তফা কামাল

রুহুল আমিন

 

#বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর বাড়ি কোন জেলায়?

ঢাকা

যশোর

নড়াইল

ফরিদপুর

 

#মুক্তিযুদ্ধে সাতজন বীরশ্রেষ্ঠর মধ্যে প্রথম শহীদ কে?

মোহাম্মদ রুহুল আমিন

মোহাম্মদ হামিদুর রহমান

মোহাম্মদ মোস্তফা কামাল

মতিউর রহমান

 

#বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর বাড়ি কোথায়?

নরসিংদী

গাজীপুর

ব্রাহ্মণবাড়িয়া

কিশোরগঞ্জ

 

 

ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর

জন্ম: ৭ মার্চ, ১৯৪৯ সালে বরিশাল জেলায়।

মৃত্যু: ১৪ ডিসেম্বর, ১৯৭১।

বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ হন।

কর্মস্থল: সেনাবাহিনী।

মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর- ৭নং সেক্টর ।

সমাধি: চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ প্রাঙ্গনে ।

 

সিপাহী হামিদুর রহমান

তিনি সর্বকনিষ্ঠ শহীদ বীরশ্রেষ্ঠ।

জন্ম: ১৯৫৩ সালে ঝিনাইদহ জেলার খালিশপুর গ্রামে।

কর্মস্থল: সেনাবাহিনী

মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর- ৪ নং সেক্টর।

মৃত্যু: ২৮ অক্টোবর, ১৯৭১ সাল।

সমাধি: মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান।

 

সিপাহী মোস্তফা কামাল

জন্ম: ১৯৪৭ সালে ভোলা জেলার হাজিপুর গ্রামে।

কর্মস্থল: সেনাবাহিনী।

মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর ২ নং সেক্টর।

মৃত্যু: ১৮ এপ্রিল, ১৯৭১ সাল।

সমাধি- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে।

 

স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন

জন্ম: ১৯৩৫ সালে নোয়াখালী জেলার বাগপাদুরা গ্রামে।

কর্মস্থল: নৌবাহিনী।

পদবিঃ স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনরুম আর্টিফিশার।

মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর- ১০নং সেক্টর।

মৃত্যু: ১০ ডিসেম্বর, ১৯৭১ সাল।

সমাধি: বাগমারা, রূপসা নদীরপার, খুলনা ।

 

ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান

জন্ম: ১৯৪১ সালে ঢাকায় কিন্তু পৈতৃক বসতি নরসিংদী জেলায়।

কর্মস্থল: বিমানবাহিনী।

সেক্টর: মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানে কর্মরত ছিলেন। পাকিস্তান বিমান বাহিনীর একটি T-33 প্রশিক্ষণ বিমান, ছদ্ম নাম (Blue Bird) ছিনতাই করে নিয়ে দেশে ফেরার পথে বিমান দুর্ঘটনায় নিহত হন।

মৃত্যু: ২০ আগস্ট, ১৯৭১ সাল।

সমাধি: পাকিস্তানের করাচির মাশরুর ঘাঁটি থেকে তাঁর দেহাবশেষ এনে ২০০৬ সালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

 

ল্যান্স নায়েক নূর মুহাম্মদ শেখ

জন্ম: ১৯৩৬ সালে নড়াইল জেলার মহিষখোলা গ্রামে।

কর্মস্থল: ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস)।

মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর: ৮ নং সেক্টর।

মৃত্যুঃ ৫ সেপ্টেম্বর, ১৯৭১ সাল।

সমাধি: যশোরের কাশিপুর নামক স্থানে।

 

১৯৭১ সালের ডিসেম্বর মাসের ঘটনাবলি

৩ ডিসেম্বর    

পাকিস্তান ভারতে বিমান হামলা করে।

৪ ডিসেম্বর     

বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে পত্র লেখেন

নিরাপত্তা পরিষদে পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সিনিয়র জর্জ বুশ যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেন।

যুদ্ধ বিরতির প্রস্তাবের শিরোনাম লেখা হয় ‘পাক-ভারত যুদ্ধ'

সোভিয়েত ইউনিয়ন এবং ভারত যুদ্ধ বিরতি প্রত্যাখ্যান করে।

৫ ডিসেম্বর    

বাংলাদেশের আকাশপথ শত্রুমুক্ত হয়।

২য় বার Veto দেন সোভিয়েত ইউনিয়ন ।

৬ ডিসেম্বর    

প্রথম জেলা হিসেবে যশোর হানাদার মুক্ত হয়।

ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

ইন্দিরা গান্ধী পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন ।

ভারত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

১২ ডিসেম্বর   

মেজর রাও ফরমান আলীর সভাপতিত্বে বুদ্ধিজীবী হত্যার নীল নকশা তৈরি করা হয়।

১৩ ডিসেম্বর   

যুক্তরাষ্ট্র দ্বিতীয় বারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধ বিরতির প্রস্তাব দেয়.

যুদ্ধ বিরতির জন্য জাতিসংঘে প্রস্তাব উত্থাপিত হয়— তৃতীয় বার

USSR- ৩ বারই ভেটো দেওয়ার কারণে যুদ্ধ বিরতি হয়নি।

 

 

১৪ ডিসেম্বর-বুদ্ধিজীবী দিবস

আল বদর ও আল শামস নামক দুটি ঘাতক বাহিনীর সহযোগিতায় হানাদার বাহিনী ১৯১১ জন বুদ্ধিজীবীকে হত্যা করে।

১৪ ডিসেম্বরে শহীদ কয়েকজন বুদ্ধিজীবীদের নাম-

সাহিত্যিক মুনীর চৌধুরী

সাহিত্যিক শহীদুল্লা কায়সার

সুরকার আলতাফ মাহমুদ

ধীরেন্দ্রনাথ দত্ত

সাংবাদিক সেলিনা পারভীন

ড. গোবিন্দ চন্দ্ৰ দেব

সাহিত্যি আনোয়ার পাশা

 

পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ

১৯৭১ সালের ১৫ ডিসেম্বর ভারতের সেনাপ্রধান মানকেশ পাকিস্তানকে ১৬ ডিসেম্বর সকাল ৯ টার মধ্যে আত্মসমর্পণের জন্য সময়সীমা নির্দিষ্ট করে ঢাকায় পাকিস্তানি জেনারেল হামিদ নিয়াজিকে জানান। ১৬ ডিসেম্বর সকাল সোয়া ৯ টায় জেনারেল জ্যাকবকে আত্মসমর্পণ দলিল ঠিক করতে ঢাকায় পাঠানো হয়। পাকিস্তান আত্মসমর্পণের পরিবর্তে 'যুদ্ধ বিরতি করতে চাইলে জ্যাকব সিদ্ধান্তে অনঢ় থাকেন।

 

জেনে নিই

চূড়ান্ত বিজয়: ১৬ ডিসেম্বর, ১৯৭১ (বৃহস্পতিবার, বিকাল ৪ টা ৩১ মিনিট)।

স্থান: ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান)।

পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ: যৌথ বাহিনীর কাছে।

আত্মসমর্পণকারী সৈন্য: ৯১,৬৩৪ জন (প্রচলিত: প্রায় ৯৩ হাজার)।

আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন: ২ জন।

যৌথ বাহিনীর পক্ষে লে. জেনারেল জগজিৎ সিং আরোরা ।

পাকিস্তানের পক্ষে: আমির আব্দুল্লাহ খান নিয়াজি।

বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন: এ.কে. খন্দকার ।

 

বিবিধ:

বাংলাদেশের অভ্যুদয় ঘটে- ডিসেম্বর, ১৯৭১, বাংলাদেশের বিজয় ১৬ ডিসেম্বর।

ভারতীয় বাহিনীর সাথে প্রথম ঢাকায় প্রবেশ করে- কাদেরীয়া বাহিনী।

স্বাধীনতা যুদ্ধের বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার শুরু হয় ১২ মার্চ, ১৯৭২।

 

বাংলাকে স্বীকৃতি দানকারী বিভিন্ন দেশ

স্বীকৃতি    দেশের নাম ও সময়

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ       ভুটান (৬ ডিসেম্বর, ১৯৭১)

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ       ভারত (৬ ডিসেম্বর, ১৯৭১)

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ       ইরাক (৮ জুলাই, ১৯৭২)

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম   মালয়েশিয়া (২৫ ফেব্রুয়ারি, ১৯৭২)

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপের দেশ পূর্ব জার্মানি (১১ জানুয়ারি, ১৯৭২)

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ সেনেগাল (১ ফেব্রুয়ারি, ১৯৭২)

দক্ষিণ আমেরিকার প্রথম স্বীকৃতি দেয়       ভেনিজুয়েলা (২ মে, ১৯৭২)

উত্তর আমেরিকান দেশসমূহের মধ্যে প্রথম       বার্বাডোস (২০ জানুয়ারি, ১৯৭২)

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ওশেনিয়ার দেশ টোঙ্গা (২৫ জানুয়ারি, ১৯৭২)

স্বাধীন বাংলাদেশকে রাশিয়া স্বীকৃতি দান করে       ২৪ জানুয়ারি, ১৯৭২

স্বাধীন বাংলাদেশকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে কবে ৪ এপ্রিল, ১৯৭২

স্বাধীন বাংলাদেশকে চীন স্বীকৃতি দান করে   ৩১ আগস্ট, ১৯৭৫

পাকিস্তান স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দান করে       ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪

সমাজতান্ত্রিক দেশ হিসাবে প্রথম স্বীকৃতি দেয়       পোল্যান্ড (১২ জানুয়ারি, ১৯৭২)

 

# বহুনির্বাচনী প্রশ্ন

#বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?

পোল্যান্ড

স্পেন

ফ্রান্স

পূর্ব জার্মানী

 

#Which of the following recently marked as GI fruit in 2021 from Bangladesh ? (সম্প্রতি ২০২১ সালে বাংলাদেশ থেকে কোনটি জি আই ফল হিসেবে স্বীকৃতি পেয়েছে?)

Fazli mango

Khirsapati mango

Langra mango

Gopalbhog mango

 

#বাংলাদেশকে চীন কখন স্বীকৃতি প্রদান করে?

১৯৭২ সালে

১৯৭৩ সালে

১৯৭৪ সালে

১৯৭৫ সালে

 

#বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ-

সুদান

সেনেগাল

মিশর

ঘানা

 

#বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?

সেনাগাল

নাইজেরিয়া

ইরাক

ইরান

 

#মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-

কি চাহ শঙ্খচিল

জন্ম যদি তব বঙ্গ

রাইফেল রোটি আওরাত

একদা এক রাজ্যে