বাংলাদেশের উন্নয়ণ লক্ষ্যমাত্রা

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী

বাংলাদেশের উন্নয়ণ লক্ষ্যমাত্রা

SDG- Sustainable Development Goals(টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা)

 টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Sustainable Development Goals) বা বৈশ্বিক লক্ষ্যমাত্রাগুলো আন্তঃসংযুক্ত যা সকলের জীবনমান উন্নতরকরণ আরও টেকসই ভবিষ্যৎ অর্জনের পরিকল্পনা হিসাবে তৈরি করা হয়েছে। জাতিসংঘ লক্ষ্যগুলো প্রণয়ন করেছে এবং “টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক লক্ষ্যমাত্রা” হিসেবে লক্ষ্যগুলোকে প্রচার করেছে। এসব লক্ষ্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDGs) -কে প্রতিস্থাপন করেছে, যা ২০১৫ সালের শেষ নাগাদ মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তরভুক্ত রয়েছে ।

 

নির্ধারিত ১৭ লক্ষ্যমাত্রা

১। দারিদ্র্য বিলোপ

২। অসমতার হ্রাস

৩। টেকসই নগর ও জনপদ

৪। ক্ষুধা মুক্তি

৫। সুস্বাস্থ্য ও কল্যাণ

৬। পরিমিত ভোগ ও উৎপাদন

৭। মানসম্মত শিক্ষা

৮। লিঙ্গ সমতা

৯। জলবায়ু কার্যক্রম

১০। জলজ জীবন

১১। নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন

১২। স্থলজ জীবন

১৩। শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান

১৪। সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি

১৫। শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি

১৬। শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো

১৭। অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব

 

 

# বহুনির্বাচনী প্রশ্ন

#How many goals are there in SDG?

15

16

17

18

 

#How many goals are there in SDG?

15

16

17

18

 

#জাতিসংঘের সিদ্ধান্ত অনুসারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বাস্তবায়নের সময়সীমা কত সালে পর্যন্ত?

২০২১

২০৩০

২০৩৫

২০৪১

 

#Sustainable Development Goals - 2030 এর Goals কতটি?

১৬৬ টি

১৬৭ টি

১৭ টি

১৬ টি

 

 

 

#জাতিসংঘ কয়টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) নির্ধারণ করেছে?

১৬টি

১৭টি

১৮টি

১৯টি

 

MDG

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (Millennium Development Goals -MDGs) হলো ২০০০ সালে জাতিসংঘ এর সহস্রাব্দ শীর্ষ-বৈঠকের পর প্রতিষ্ঠিত আটটি আন্তর্জাতিক উন্নয়ন লক্ষ্য। সেই সময় ১৯১ টি জাতিসংঘ সদস্য এবং কমপক্ষে ২২ টি আন্তর্জাতিক সংস্থা ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ হন। দারিদ্র্য, গুণগত শিক্ষার অভাব, স্বাস্থ্যসেবার অপ্রতুলতা, মাত্রাতিরিক্ত শিশুমৃত্যু, এইডস্, যক্ষ্মা, ম্যালেরিয়ার মতো রোগব্যাধির মহামারির কারণে ব্যাপক হারে জনমৃত্যু ইত্যাদি বেশীরভাগ দেশের বহুকালের সমস্যা। এ সমস্যাগুলো সমাধান করতে না পারলে বিশ্বব্যাপী যে প্রকৃত অর্থে উন্নয়ন সম্ভবপর নয় তা-ই অনুধাবন করে। লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ করা হয়। এই ব্যাপারটি অনুধাবন করে ২০০০ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানগণ সম্মিলিতভাবে অঙ্গীকার করেন যে, ২০১৫ সালের মধ্যে তারা নিজ নিজ দেশে আটটি সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়ন করেন।

 

 

নির্ধারিত আটটি লক্ষ্যমাত্রা

১।চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল করা

২। সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন

৩। মাতৃস্বাস্থ্য উন্নয়ন

৪। এইডস, ম্যালেরিয়া, এবং অন্যান্য রোগ প্রতিরো

৫। লিঙ্গ সমতা উন্নীত করা এবং নারীর ক্ষমতায়ন

৬। পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করা।

৭। শিশু মৃত্যু হ্রাস করা

৮। উন্নয়নের জন্য একটি বৈশ্বিক অংশীদারত্ব বিকাশ।

 

 

 

# বহুনির্বাচনী প্রশ্ন

#Millennium Development Goals (MDG) অর্জনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল-

২০১০ সালে

২০১৫ সালে

২০২০ সালে

২০১৫ সালে

 

#বাংলাদেশ MDG পুরস্কার পায় MDG এর কোন Goal –এ সাফল্য অর্জনের জন্য>?

Goal-1

Goal-2

Goal-3

Goal-4

 

#বাংলাদেশ MDG পুরস্কার পায় MDG এর কোন Goal –এ সাফল্য অর্জনের জন্য>?

Goal-1

Goal-2

Goal-3

Goal-4

 

#Which is the target year for achieving Millennium Development Goals (MDG)?

2025

2015

2021

2020

 

#যে কারণে সম্প্রতি জাতিসংঘ বাংলাদেশকে MDG অর্জনের জন্য পুরস্কৃত করেছে

শিশু মৃত্যু হ্রাস

সার্বজনীন প্রাথমিক শিক্ষায় কৃতিত্ব অর্জন

লিঙ্গ সাম্য উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন

 

LDC-Least developed country

জাতিসংঘ স্বল্পোন্নত দেশের (LDC) তালিকা প্রস্তুত করে ১৯৭১ সালে। বাংলাদেশ LDC (Least Development Country) ভূক্ত হয় ১৯৭৫ সালে। LDC থেকে বেড়িয়ে যাবার জন্য প্রথম যোগ্যতা যাচাই উত্তরণ- ২০১৮ সালে । LDC থেকে বেড়িয়ে যাবার জন্য দ্বিতীয় ও চূড়ান্ত যাচাই উত্তরণ- ২০২১ সালে। LDC থেকে উত্তরণের সক্ষমতা অর্জনের ৩ বছর পর একটি দেশ উন্নয়নশীল দেশের কাতারে পদার্পন করে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম বঠকের ৪০তম প্লেনারি সভায় ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সুপারিশ অনুমোদন করা হয়। বাংলাদেশ চূড়ান্ত সুপারিশ লাভ করে ২৬ ফেব্রুয়ারি ২০২১। সে অনুসারে ২০২৮ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ চূড়ান্তভাবে এলডিসি থেকে বের হবে। বাংলাদেশ পাশাপাশি নেপাল ও লাওস হবার কথা থাকলেও করোনার কারণে তা ২ বছর পিছিয়ে উত্তরণের সময় ২০২৬ নির্ধারণ করা হয়। আয়নশীল দেশের স্বীকৃতি পেতে যাচ্ছে। বাংলাদেশের ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে LDC Graduation সম্পূর্ণ হবার কথা থাকলেও করোনার কারণে তা ২ বছর পিছিয়ে উত্তরণের সময় ২০২৬ নির্ধারণ করা হয়।

 

# বহুনির্বাচনী প্রশ্ন

#When will Bangladesh graduate from LDC? (বাংলাদেশ কবে এলডিসি থেকে মুক্ত হবে?)

2030

2026

2023

2041

 

#চতুর্থ LDC সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে?

ব্রাসেলস

তেহরান

ইস্তাম্বুল

নয়াদিল্লি

 

#সর্ব শেষ কোন দেশটি LDC ভুক্ত হয়?

দক্ষিন সুদান

পুর্ব তিমুর

জিবুতি

কোনটি নয়

 

#LDC এর পূর্ণরুপ কি?

Last Developed Country

Least Developed Country

Latest Developed Country

Last Developed Community

 

রূপকল্প ২০৪১/ ভীষণ বাংলাদেশ

রূপকল্প ২০৪১ বা বাংলাদেশ ভিশন ২০৪১ বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক কাউন্সিল কর্তৃক প্রণীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থানকে আরও দৃঢ় করে গড়ে তোলার জাতীয় কৌশলগত পরিকল্পনা। ২০২২ থেকে ২০৪৪ সাল, এই বাইশ বছরের কৌশলগত পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসাবে, বাংলাদেশের লক্ষ্য শিল্পায়নের মাধ্যমে উচ্চ আয়ের দেশের মর্যাদা অর্জন। বাংলাদেশ থেকে রফতানি বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগের প্রসারকে উৎসাহ দেয়া রূপকল্প ২০৪১ এর উদ্দেশ্য। [প্রথম প্রেক্ষিতের সময় ২০১০-২১]

 

উদ্দেশ্য

মাথাপিছু আয়, ১২,৫০০ ডলার (২০৪১ সালের মূল্যমানে ১৬,০০০ ডলারের বেশি)।

 

দারিদ্র্য দূরীকরণ।

২০৪১ অবধি ৯% জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা।

বিনিয়োগ / জিডিপি অনুপাত ৪৬.৯ শতাংশে বৃদ্ধি করা ।

রাজস্ব কর জিডিপির ১৫% পর্যন্ত বাড়ানো।

রফতানি বৈচিত্র অর্জন।

রফতানি আয় ৩০০ বিলিয়ন ডলার বৃদ্ধি করা।

গড় আয়ু বাড়িয়ে ৮০ বছর করা।

মোট জনসংখ্যার ৭৫% কে সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান করা।

২০৪১ সালের মধ্যে প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার হার ১০০% এ বৃদ্ধি করা।

জনসংখ্যা বৃদ্ধি ১% এরও নিচে নামিয়ে আনা ।

কার্যকর কর এবং ব্যয়ের নীতিমালা কার্যকর করা।

অর্থনৈতিক ও প্রশাসনিক শক্তির বিকেন্দ্রীকরণ।

 

ডেল্টা প্লান

ডেল্টা প্ল্যান- ২১০০ হলো ২০১৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত একটি ব্যাপক উন্নয়ন পরিকল্পনা যা অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিবেশ সংরক্ষণ এবং বর্ধিত জলবায়ু স্থিতিস্থাপকতার উপর দৃষ্টি নিবদ্ধ করে।

 

প্রেক্ষাপট

নেদারল্যান্ডস কে অনুসরণ করে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি হিসেবে শতবর্ষী ডেল্টা প্ল্যান তথা ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ প্রণয়ন করা হয়েছে। বন্যা, বন্যা নিয়ন্ত্রণ, নগর ও গ্রামে পানি সরবরাহ, নদী ভাঙন, নদী ব্যবস্থাপনা, বজা ব্যবস্থাপনা ও নিষ্কাশন ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে 'ডেল্টা প্ল্যান-২১০০ ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের অনুমোদন পায়। ২০২০ সালের ১ জুলাই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের ডেল্টা গভর্নর কাউন্সিল গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এই প্লানে বাংলাদেশকে মোট ৬টি হটম্পটে বিভক্ত করে প্রথম ধাপে অর্থাৎ ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্য ৮০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৬৫টি ভৌত অবকাঠামো প্রকল্প এবং ১৫টি প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষতা ও গবেষণা বিষয়ক প্রকল্প। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ১৪৫ বিলিয়ন টাকা

 

ডেল্টা প্ল্যানে নির্ধারিত ৬ টি লক্ষ্য

নদী ভাঙন

বর্জ্য ব্যবস্থাপনা

নদী ব্যবস্থাপনা

নগর ও গ্রামে পানি সরবরাহ

বন্যা নিয়ন্ত্রণ

নিষ্কাশন

 

# বহুনির্বাচনী প্রশ্ন

GDP, GNP এর পূর্ণরূপ কী? (What is the full form of GDP, GNP?)

Gross Domestic Product, Gross National Product

Good Domestic Product, Gross National Product

Grade Domestic Product, Grade National Product

Good National Product, Good Domestic Product

 

#জিডিপি (GDP) তে কোনটি অন্তর্ভুক্ত?

গৃহিণীর গৃহস্থালির কাজ

রপ্তানিকৃত পণ্য হতে অর্জিত অর্থ

রেমিটেন্স (Remittance)

অবৈধ ব্যবসা হতে উৎসারিত আয়

 

#কোন উপাদানটি একটি দেশের GDP গণনার ধরা হয় না?

ভোগদ্রব্য

গৃহিণীর কাজ

রপ্তানি

রাজস্ব

 

#Select the correct answer choice of the following Question : "Which of the following sectors is the largest contributor in the GDP of Bangladesh?"

Industry

Agriculture

Inward Foreign Remittance

Readymade Garments

 

#BBS এর হিসাব অনুযায়ী বাংলাদেশকে GDP প্রবৃদ্ধির হার কত?

৭.২৮

৭.৮৮

৮.৭২

৮.৭৭

 

# বহুনির্বাচনী প্রশ্ন

#বাংলাদেশে বয়স্কভাতা চালু হয় কত সালে?

১৯৯৫

১৯৯৬

১৯৯৭

১৯৯৮

 

# বহুনির্বাচনী প্রশ্ন

#Who is the founder of Comilla BARD?

General Ayub Khan

Dr. Mahbabur Rahaman

Dr. Ataur Rahaman

Akter Hamid Khan

 

#The acronym "BARD" stands for :

Bord of Agricultural and Rural Development

Bangladesh Academy for Rural Development

Bangladesh Agricultural and Rural Development

Bnagladesh Academy of Reglonal Development .

 

#.BARD এর প্রতিষ্ঠাতা কে?

জয়নু আবেদীন

মোঃ মোনামুল হক

রহমত আলী

আখতার হামিদ খান

 

#BARD এর পূর্ণ রূপ কোনটি?

বাংলাদেশ পল্লী উন্নয়ন সংঘ

বাংলাদেশ ধান উন্নয়ন সংঘ

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী

কোনটিই নয়

 

#কুমিল্লা বার্ড (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

আখতার হামিদ খাঁন

এ. কে ফজলুল হক

আব্দুল হামিদ খাঁন ভাসানী

মোহাম্মদ আইয়ুব খাঁন