বিপরীতার্থক শব্দ,প্রবাদ-প্রবচন

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বাংলা ২য় প্ত্র

বিপরীতার্থক শব্দ

 

বিপরীতার্থক শব্দঃ 

যে শব্দ অন্য কোন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, তাকে বিপরীতার্থক শব্দ বলে।

যেমনঅর্থই অনর্থের মূল।

এখানে অনর্থ অর্থের বিপরীত অর্থ প্রকাশ করেছে। বিপরীত শব্দ ব্যবহারের ফলে ভাষা সুন্দর গতিশীল হয়।

 

নিচে বিপরীত শব্দের কতিপয় উদাহরণ দেওয়া হলোঃ

 

# উগ্র-সৌম্য

# অর্বাচীন-প্রাচীন

# প্রাচী-প্রতীচী

 

# ‘নৈসর্গিক-কৃত্রিম

# ঔদ্ধত্য-বিনয় # যে শব্দজোড় বিপরীতার্থক নয়: হৃষ্ট-পুষ্ট (৩৫তম বিসিএস)

 

# উত্তপ্ত শব্দের বিপরীতার্থক শব্দ:

 

# আবির্ভাব এর বিপরীত শব্দ-তিরোভাব

 

# ‘অলীকএর বিপরীত শব্দ-বাস্তব

 

# জঙ্গম-স্থাবর

 

# বিরক্ত-অনুরক্ত

 

# গৃহী-সন্ন্যাসী

 

# চঞ্চল-অবিচল

 

# ঐচ্ছিক-আবশ্যিক

 

# মনীষা-নির্বোধ

# প্রসন্ন-বিষণ্ন

 

# অনাবিল-আবিল (অর্থ মন্ত্রনালয়ের অফিস সহকারী ১১)

 

# আকস্মিক-চিরন্তন (রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক শিক্ষক ১১)

 

# ধীর-অধীর (অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী ২০১১)

 

# নিরাকার-সাকার (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০১২)

 

# সঙ্কুচিত-প্রসারিত (চতুর্থ বিজেএস ২০০৯)

 

# শ্রীযুক্ত-শ্রীহীন (অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী ২০১১)

 

# হিত-অহিত (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার ভিডিপি অধি.সার্কেল অ্যাড.২০১০)

 

# নির্মল-পঙ্কিল (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০১২)

 

# কুটিল-সরল (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০১২)

 

# অমৃত-গরল(ATEO ২০০৯)

 

# উৎকর্ষ-অপকর্ষ (অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী ১১)

 

# হর্ষ-বিষাদ (পরিবার পরিকল্পনা অধি.২০১১)

 

# অতিকায়-ক্ষুদ্রকায় (তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধি. সহ. তথ্য অফিসার ২০১৩)

 

# ঝানু-অপটু (খাদ্য অধি. উপ-খাদ্য পরি.২০১২)

 

# সংশয়-প্রত্যয় (১১তম বিসিএস, পঞ্চম বিজেএস (সহকারী জজ)১০, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১২)

 

# পাশ্চাত্য-প্রাচ্য (৯নবম শিক্ষক নিবন্ধন ১৩)

 

# তাপ-শৈত্য (১৫তম বিসিএস; দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক ০৪)

 

# চিরন্তন-ক্ষণকালীন (প্রাক.প্রাথমিক সহকারী শিক্ষক১৩ সুরমা)

 

=============================

 

অশনঅনশন

 

প্রতিযোগীসহযোগী

 

শ্বাসপ্রশ্বাস

 

সমক্ষপরোক্ষ

 

হর্ষবিষাদ

 

সন্ধিবিগ্রহ

 

সার্থকব্যর্থ

 

সদাচারকদাচার

 

সমতলবন্ধুর

 

হ্রাসবৃদ্ধি

 

অনুগ্রহনিগ্রহ

 

অনুলোমপ্রতিলোম

 

অনুজঅগ্রজ

 

অপকারউপকার

 

অমৃতবিষ, গরল

 

অনুরক্তবিরক্ত

 

অনুরাগবিরাগ

 

অণুবৃহৎ

 

অভিজ্ঞঅনভিজ্ঞ

 

অন্ত্যআদ্য

 

অর্থঅনর্থ

 

অসীমসসীম

 

অধমউত্তম

 

অর্বাচীনপ্রাচীন

 

অবিরলবিরল

 

অধমর্ণউত্তমর্ণ

 

অনুকূলপ্রতিকূল

 

আসক্তবিরক্ত

 

অর্জনবর্জন

 

অর্পণগ্রহণ

 

অলীকসত্য

 

অম্লমধুর

 

অগ্রপশ্চাৎ

 

অতিকায়ক্ষুদ্রকায়

 

আশুবিলম্ব

 

আপত্তিসম্মতি

 

আকর্ষণবিকর্ষণ

 

আবির্ভাবতিরোভাব

 

আদ্যঅন্ত্য

 

অবনতউন্নত

 

অগ্রগামীপশ্চাৎগামী

 

আগমনপ্রত্যাগমন

 

আচারঅনাচার

 

আবিলঅনাবিল

 

আস্তিকনাস্তিক

 

আঁঠিশাঁস

 

ইহপরত্র

 

ঈষৎঅধিক

 

উচ্চনীচ

 

উপরোধঅনুরোধ

 

উক্তঅনুক্ত

 

ঈদৃশতাদৃশ

 

উগ্রসৌম্য

 

উৎকর্ষঅপকর্ষ

 

উপসর্গঅনুসর্গ

 

ঋজুবক্র

 

আসামিবাদী

 

আবদ্ধমুক্ত

 

উজানভাটি

 

উদ্ধতবিনীত

 

ঐহিকপারত্রিক

 

করালসৌম্য

 

একমতদ্বিমত

 

কর্কশকোমল

 

ক্রোধপ্রীতি

 

ক্ষীণপুষ্ট

 

ক্ষয়িষ্ণুবর্ধিষ্ণু

 

ক্ষয়বৃদ্ধি

 

ক্ষীয়মাণবর্ধমান

 

গরিষ্ঠলঘিষ্ঠ

 

গুপ্তব্যপ্ত

 

খাতকমহাজন

 

গ্রহীতাদাতা

 

গৃহীসন্ন্যাসী

 

চেতনজড়

 

চোরসাধু

 

গৌণমুখ্য

 

চয়অপচয়

 

চড়াইউৎরাই

 

ঘাতপ্রতিঘাত

 

গুরুলঘু

 

জঙ্গমস্থাবর

 

জড়চেতন

 

তীব্রলঘু

 

তামসিকরাজসিক

 

তস্করসাধু

 

টাটকাবাসি

 

ঝুনাকাঁচা

 

জন্মমৃত্যু

 

তিরস্কারপুরস্কার

 

দুঃখসুখ

 

দুর্বারনির্বার

 

দূরনিকট

 

ধূর্তসাধু

 

নীরসসরস

 

নশ্বরশাশ্বত

 

নিত্যনৈমিত্তিক

 

নিরাকারসাকার

 

ধবলকৃষ্ণ

 

দুর্লভসুলভ

 

নিঃশ্বাসপ্রশ্বাস

 

নিরর্থকসার্থক

 

নিরক্ষরসাক্ষর

 

নিরতবিরত

 

প্রাচ্যপ্রতীচ্য

 

বন্ধুরমসৃণ

 

পরকীয়স্বকীয়

 

বিনীতগর্বিত

 

অল্পবেশি

 

আয়ব্যয়

 

কাঁচাপাকা

 

চঞ্চলস্থির

 

বাঁচামরা

 

তরুণবৃদ্ধ

 

সত্যমিথ্যা

 

স্বাধীনপরাধীন

 

নতুনপুরাতন

 

ইচ্ছাঅনিচ্ছা

 

পুরুষনারী

 

শত্রুমিত্র

 

দেনাপাওনা

 

সুশ্রীবিশ্রী

 

নরমকঠিন

 

হারজিত

 

*****************************

 

খাতক==মহাজন

প্রাচী==প্রতীচী

প্রাচ্য==পাশ্চাত্য

সন্ধি==বিগ্রহ

আর্বিভাব==তিরোভাব

প্রসন্ন==বিষণ্ন

প্রারম্ভ==শেষ

বিপন্ন==নিরাপদ

ক্ষীয়মান==বর্ধমান

আদিষ্ট===নিষিদ্ধ

আরোহন==অবরোহণ

আপদ==সম্পদ

আসামী=ফরিয়াদী

আবৃত==অনাবৃত

আকর্ষণ==বিকর্ষণ

উচাটন==প্রশান্ত

উৎকর্ষ==অপকর্ষ

উদ্ধত==বিনীত

উদার==সংকীর্ণ

উদ্ভাসিত=ম্রিয়মান

মূর্ত==বিমূর্ত

যৌবন==বার্ধক্য

যাজক==বিয়োজক

উজার==ভরপুর

ঋজু==বক্র

ওস্তাদ==সাগরেদ

উন্মীলন==নির্মীলন

উন্নীত==অবনমিত

প্রচ্ছন্ন==ব্যক্ত

প্রাচীন==নব্য/নবীন

নির্মল==পঙ্কিল

প্রশ্বাস==নিঃশ্বাস

প্রকৃষ্ট==নিকৃষ্ট

কৃষ্ণ==শুভ্র

খিড়কি==সিংহদার

স্বতন্ত্র==পরতন্ত্র

গরল==অমৃত

নিমগ্ন==অধীর

কৃশকায়==স্থূলকায়

আর্ভিভূত==তিরোহিত

আকুঞ্চন==প্রসারণ

আগমন==নির্গমন/প্রস্থান

আদিম==অন্তিম

সকর্মক==অকর্মক

সংহত==বিভক্ত

রুদ্ধ==মুক্ত

মোক্ষ==বন্ধন

হরদম==কদাচিৎ

নির্লজ্জ==সলজ্জ

নিরাশ্রয়==সাশ্রয়

নিরাকার==সাকার

নিচেষ্ট==সচেষ্ট

হর্ষ==বিষাদ

শীঘ্র==বিলম্ব

হৃদ্য==ঘৃণ্য

রুষ্ট==তুষ্ট

কুপাত==সুপাত

ক্ষীণ==পুষ্ট

রুদ্ধ==মুক্ত

ক্ষিপ্ত==শান্ত

তীক্ষ্ণ==ভোঁতা

তিরস্কার==পুরস্কার

ত্যাজ্য===গ্রাহ্য

ত্বরিত==শ্লথ

রিক্ত==পূর্ণ

জনাকীর্ণ==জনবিরল

গৃহী==সন্ন্যাসী

গ্রহীতা==দাতা

সংযোগ==বিয়োগ

সচ্ছল==অসচ্ছল

সংক্ষিপ্ত==বিস্তৃত

সংকুচিত==প্রসারিত

লোভী==র্নিলোভী

আমদানি==রপ্তানি

আবশ্যক ==অনাবশ্যক

আদি ==অন্ত

আদান==প্রদান

আস্থা==অনাস্থা

আশা==নিরাশা

আবিল==অনাবিল

পূণ্যবান==পূণ্যহীন

প্রকৃত==অপ্রকৃত

পূর্ববর্তী==পরবর্তী

প্রতিযোগী==সহযোগী

ইতর==ভদ্র

ইতি==শুরু

ইচ্ছুক=অনিচ্ছুক

ইদানীন্তন==তদানীন্তন

ঈর্ষা==প্রীতি

ঈদৃশ==তদৃশ

উদয়==অস্ত

উত্তপ্ত=শীতল

উজ্জ্বল==অনুজ্জ্বল

উর্বর==অনুর্বর

উপকারিতা==অপকারিতা

উপস্থিত==অনুপস্থিত

উড়ন্ত==পড়ন্ত

উত্থিত==পতিত

উৎরাই==চরাই

ঊষর==ঊর্বর

ঊষা==সন্ধ্যা

ঊর্ধ্বতন==অধস্তন

ঊহ্য==স্পষ্ট

একতা==বিচ্ছিন্নতা

এঁড়ে==বকনা

একূল==ওকূল

ঐহিক==পারত্রিক

ঐচ্ছিক==আবশ্যিক

ঐতিহাসিক==অনৈতিহাসিক

ঔদ্ধত্য==বিনয়

কঠিন==কোমল

কনিষ্ঠ==জ্যেষ্ঠ

কৃতজ্ঞ==কৃতঘ্ন/অকৃতজ্ঞ

কুৎসিত== সুন্দর

কাপুরুষ==বীরপুরুষ

কল্পনা==বাস্তব

কাজ==বিশ্রাম

 

# বহুনির্বাচনী প্রশ্ন

 

#.'জঙ্গম' এর বিপরীত শব্দ কোনটি?

অরণ্য

সমুদ্র

স্থাবর

পর্বত

 

#.'এঁড়ে' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

বাছুর

গাভী

বক্না

বলদ

 

#.'খাতক' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?

অবিচল

মহাজন

সাকার

নিষ্ঠুর

 

#.'অনন্ত' এর বিপরীত শব্দ কোনটি?

শান্ত

সান্ত

অন্ত

নিরন্ত

 

#.'গৃহী' শব্দের বিপরীত শব্দ কোনটি?

 

সংসারি

সঞ্চয়ী

সন্ন্যাসী

সংস্কৃতি

প্রবাদ-প্রবচন

 

পৃথিবীর সকল ভাষাতেই প্রবাদ বা প্রবচনের প্রচলন আছে। বাংলা ভাষাতেও প্রবচনের প্রয়োগ দেখা যায়। প্রবাদগুলিকে এক অর্থে নীতিকথা বা উপদেশও বলা যেতে পারে।

 

নিম্নে কিছুসংখ্যক প্রবাদ আলোচিত হলোঃ

 

* উলুবনে মুক্তা ছড়ানোঃ অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান। (৪২তম বিসিএস)

 

* সাপও মরে, লাঠিও না ভাঙেঃ উভয়কুল রক্ষা। (১০ম বিসিএস)

 

* অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্টঃ বেশি লোক হলে কাজে বিশৃঙ্খলা দেখা দেয়। (১০ম বিসিএস)

 

* শুণহীনের ব্যর্থ আস্ফালনঃ অসারের তর্জন-গর্জন সার। (১৬তম শিক্ষক নিবন্ধন ২০১৯

 

* মাছি মারা কেরানিঃ  বিচারবোধহীন নকলনবিশ। (ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রেগ্রামার)

 

* গাছে কাঁঠাল গোঁফে তেলঃ পাওয়ার আগে ভোগের আয়োজন। (উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ২০১৬

 

 * পর্বতের মূষিক প্রসবঃ বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন। (সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার ২০১০)

 

 

# বহুনির্বাচনী প্রশ্ন

#.'সাপের পাঁচ পা দেখা' প্রবাদের অর্থ-

ভয় পাওয়া

চোখে অন্ধকার দেখা

শেষ মুহূর্ত পর্যন্ত আশায় থাকা

অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা।