বিশ্বের উল্লেখযোগ্য অঞ্চল পরিচিতি
বিশ্বের উল্লেখযোগ্য অঞ্চল তাদের বৈচিত্র্যময় ভূ-প্রকৃতি, জলবায়ু, সংস্কৃতি, অর্থনীতি এবং জনসংখ্যার জন্য পরিচিত। এই অঞ্চলগুলি বিশ্বের ইতিহাস, সংস্কৃতি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ল্যাটিন আমেরিকা
ল্যাটিন আমেরিকা বলতে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের এমন অঞ্চলগুলোকে বোঝায় যেখানকার জনগণ লাতিন ভাষা থেকে উদ্ভূত রোমান্স ভাষাসমূহে কথা বলে। রোমান্স ভাষা বলতে মূলত স্প্যানিশ , পর্তুগিজ এবং ফ্রেঞ্চ ভাষাকে বোঝায়। এই অঞ্চলটির উত্তরে রয়েছে ইঙ্গ আমেরিকা অঞ্চল যেখানকার মানুষ মূলত ইংরেজি ভাষায় কথা বলে। উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের ২০টি দেশ এই অঞ্চলের মধ্যে পড়ে। এগুলোর মধ্যে দক্ষিণ আমেরিকার ১০টি, মধ্য আমেরিকার ৬টি, ক্যারিবিয়ান অঞ্চলের ৩টি ও উত্তর আমেরিকা মহাদেশের ১টি দেশ রয়েছে ।
দেশ
|
ভাষা
|
দক্ষিণ আমেরিকা মহাদেশ
|
১. আর্জেন্টিনা
|
স্প্যানিশ
|
২. বলিভিয়া
|
স্প্যানিশ
|
৩. ব্রাজিল
|
পর্তুগিজ
|
৪. চিলি
|
স্প্যানিশ
|
৫. কলম্বিয়া
|
স্প্যানিশ
|
৬. ইকুয়েডর
|
স্প্যানিশ
|
৭. প্যারাগুয়ে
|
স্প্যানিশ
|
৮. পেরু
|
স্প্যানিশ
|
৯. উরুগুয়ে
|
স্প্যানিশ
|
১০. ভেনেজুয়েলা
|
স্প্যানিশ
|
মধ্য আমেরিকা
|
১১. পানামা
|
স্প্যানিশ
|
১২. এল সালভাদর
|
স্প্যানিশ
|
১৩. গুয়েতেমালা
|
স্প্যানিশ
|
১৪. হুন্ডুরাস
|
স্প্যানিশ
|
১৫. নিকারাগুয়া
|
স্প্যানিশ
|
১৬. কোস্টারিকা
|
স্প্যানিশ
|
ক্যারিবিয়ান অঞ্চল
|
১৭. কিউবা
|
কিউবান-স্পেনীয়
|
১৮. হাইতি
|
ফরাসি
|
১৯. ডোমিনিকান প্রজাতন্ত্র
|
স্প্যানিশ
|
উত্তর আমেরিকা মহাদেশ
|
২০. মেক্সিকো
|
স্প্যানিশ
|
এক নজরে ল্যাটিন / লাতিন আমেরিকার দেশসমূহ
|
এছাড়াও এসব অঞ্চলের কিছু স্বায়ত্তশাসিত অঞ্চল লাতিন আমেরিকার আওতাভুক্ত।
☞ ফিদেল ক্যাস্ট্রো একজন কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী। কিউবা বিপ্লবের প্রধান নেতা ফিদেল ফেব্রুয়ারি ১৯৫৯ থেকে ডিসেম্বর ১৯৭৬ পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ছিলেন, এরপর ফেব্রুয়ারি ২০০৮ এ তার স্বেচ্ছায় সরে যাওয়ার আগে পর্যন্ত কিউবার মন্ত্রী পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৬১ সালে কিউবা কমিউনিস্ট দলের প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রধান হিসেবে ছিলেন। কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো মারা যান গত ২৫ নভেম্বর ২০১৬। তিনি 26th
of July Movement গ্রুপের সাথে জড়িত ছিলেন। The Strategic Victory বা কৌশলগত বিজয় আত্মজীবনীর লেখক তিনি।
ইন্দোচীন
ইন্দোচীন
(Indochina) শব্দটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অঞ্চলকে নির্দেশ করে, বিশেষ করে বর্তমানে আমরা যাকে দক্ষিণ-পূর্ব এশিয়া বলি তার মূল ভূখণ্ডকে। এটি একটি ভৌগোলিক শব্দ, যা বিশেষভাবে ঊনবিংশ শতাব্দীতে জনপ্রিয় ছিল। এই অঞ্চলের নামকরণ করা হয়েছে ভারতীয় ও চীনা সভ্যতার প্রভাবের কারণে, কারণ এই অঞ্চলে এ দুটো সভ্যতারই প্রভাব রয়েছে। ঐতিহাসিকভাবে, ইন্দোচীন সাধারণত নিম্নলিখিত দেশগুলিকে বোঝায়:
·
ভিয়েতনাম
·
লাওস
·
কম্বোডিয়া
এই অঞ্চল ঐতিহাসিকভাবে ধান চাষের জন্য বিখ্যাত ছিল। একে সুবর্ণভূমি নামেও অভিহিত করা হত।
☞ হ্যালং বে ভিয়েতনামের উত্তরপূর্ব কোণে অবস্থিত।
UNESCO ১৯৯৪ সালে একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে। উপসাগরটির আয়তন ১৫৫৩ বর্গ কিলোমিটার। নীল পানিতে চুনাপাথরের অসংখ্য উত্তর পাহাড় সমৃদ্ধ হ্যালং বে এক প্রসিদ্ধ পর্যটন স্থান।
মধ্যপ্রাচ্য
মধ্যপ্রাচ্য
(Middle East) একটি ভূ-রাজনৈতিক অঞ্চল, যা ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের জনসংখ্যা মুসলিম কারণ মধ্যপ্রাচ্যের মোট ১৮টি দেশের মধ্যে ১৩টি আরব বিশ্বের অংশ। তবে খ্রিস্টান, ইহুদি এবং অন্যান্য ধর্মেরও উল্লেখযোগ্য সংখ্যালঘু রয়েছে। এই অঞ্চলটিতে বিশ্বের বেশিরভাগ তেল এবং প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ রয়েছে, যা এটিকে বিশ্ব অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে। মধ্যপ্রাচ্য ঐতিহাসিকভাবে অনেক সভ্যতার জন্মস্থান, যার মধ্যে রয়েছে প্রাচীন মিশর, মেসোপটেমিয়া, পারস্য এবং আরব সভ্যতা। এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতার কেন্দ্রবিন্দু, যার মধ্যে রয়েছে আরব-ইসরায়েল সংঘাত এবং ইরাক যুদ্ধ।
আফগানিস্তান, ইরান, ইরাক, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত , কুয়েত, কাতার, ওমান, ইয়েমেন, সৌদি আরব, জর্ডান, সিরিয়া, প্যালেস্টাইন, ইসরাইল, লেবানন, তুরস্ক, সাইপ্রাস ও মিশরসহ এই মোট ১৮টি দেশকে মিলিতভাবে 'মধ্যপ্রাচ্য' নামে ডাকা হয় । মধ্যপ্রাচ্যের অধিকাংশ অধিবাসী ককেশীয়।
ওরিয়েন্টাল অঞ্চল
'ওরিয়েন্ট' অর্থ পূর্ব। 'ওরিয়েন্টাল অঞ্চল' 'বলতে পৃথিবীর পূর্ব অংশের দেশসমূহকে বোঝায় যা ওয়েস্টার্ন বা পশ্চিমাদের বিপরীত। জাপান, চীন, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মায়ানমার, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ইত্যাদি অঞ্চল নিয়ে গঠিত অঞ্চলই ওরিয়েন্টাল অঞ্চল নামে পরিচিত।
বিভিন্ন টাইগার অঞ্চল
টাইগার অঞ্চল
|
তথ্য
|
থ্রি টাইগার্স
|
থ্রি টাইগার্স হল জাপান, জার্মানি ও ইতালি । এই দেশগুলিকে তাদের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি , উচ্চ-আয়ের দেশ এবং উচ্চ জীবনযাত্রার মানের জন্য "থ্রি টাইগার্স" হিসাবে অভিহিত করা হয়।
|
ফোর টাইগারস
|
ফোর টাইগারস বলতে এশিয়ার চারটি অর্থনীতিকে বোঝায়: দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং এবং সিঙ্গাপুর । এই চারটি দেশকে ড্রাগন অর্থনীতির দেশও বলা হয়। এই দেশগুলিকে "এশিয়ান টাইগার্স" হিসেবেও অভিহিত করা হয় । এই দেশসমূহকে সহজে মনে রাখার কৌশল : সিতা দহ - এখানে
☞ সি = সিঙ্গাপুর
☞ তা = তাইওয়ান
☞ দ = দক্ষিণ কোরিয়া
☞ হ = হংকং
|
সুপার সেভেন
|
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ফোর টাইগারসের ৪টি দেশকে একত্রে সুপার সেভেন বলা হয় । সুপার সেভেন দেশগুলোকে মনে রাখার কেীশল : থামাই সিতা দহ - এখানে
☞ থা = থাইল্যান্ড
☞ মা = মালয়েশিয়া
☞ ই = ইন্দোনেশিয়া
☞ সি = সিঙ্গাপুর
☞ তা = তাইওয়ান
☞ দ = দক্ষিণ কোরিয়া
☞ হ = হংকং
|
ইস্ট এশিয়ান মিরাকল
|
জাপান + সুপার সেভেনের ৭টি দেশকে একত্রে ইস্ট এশিয়ান মিরাকল বলা হয় ।
|
টাইগার টেকনিক
|
বিভিন্ন গোল্ডেন অঞ্চল
গোল্ডেন অঞ্চল
|
তথ্য
|
গোল্ডেন ট্রায়াঙ্গল
|
থাইল্যান্ড, লাওস এবং মায়ানমারের সীমান্তে অবস্থিত। দীর্ঘকাল ধরে পপি উৎপাদন এবং পাচারের কেন্দ্র।
|
গোল্ডেন ক্রিসেন্ট
|
আফগানিস্তান, পাকিস্তান এবং ইরানের সীমান্তে অবস্থিত আফিম উৎপাদন এবং পাচারের আরেকটি কেন্দ্রস্থল ।
|
গোল্ডেন ওয়েজ
|
বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত যা মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত।
|
গোল্ডেন ভিলেজ
|
বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য 'গোল্ডেন ভিলেজ' বলা হয়।
|
গোল্ডেন টেকনিক
|
বিলুপ্ত রাষ্ট্র
☞ সাবেক যুগোশ্লাভিয়া : ১৯৯২ সালে যুগোশ্লাভিয়া ভেঙ্গে যায়। বর্তমানে সাবেক যুগোশ্লাভিয়া হতে ৭টি রাষ্ট্রের জন্ম হয়েছে। যথা-
·
কসোভো
·
সার্বিয়া
·
মেসিডোনিয়া
·
বসনিয়া হার্জেগোভিনা
·
ক্রোয়েশিয়া
·
শ্লোভেনিয়া
·
মন্টিনিগ্রো
☞ সাবেক চেকোশ্লোভাকিয়া : ১৯৯৩ সালের ১ জানুয়ারি শান্তিপূর্ণভাবে চেকোশ্লোভাকিয়া ভেঙ্গে দুটি রাষ্ট্রের জন্ম হয়। যথা-
·
চেক প্রজাতন্ত্র
·
শ্লোভাকিয়া
[১৭ নভেম্বর - ২৯ ডিসেম্বর ] ১৯৮৯ এ সংগঠিত ভেলভেট বিপ্লবের ফলে এ বিভাজন হয়]
পৃথিবীর সব দেশের নাম ও রাজধানী
পৃথিবীতে মোট ১৯৫ টি স্বাধীন রাষ্ট্র রয়েছে। প্রতিটি রাষ্ট্রের নিজস্ব সরকার, আইন এবং সংস্কৃতি রয়েছে। এই তালিকাটিতে প্রতিটি রাষ্ট্রের নাম এবং তাদের রাজধানীর নাম অন্তর্ভুক্ত করা হলো:
এশিয়া মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী
দেশ
|
রাজধানী
|
১. বাংলাদেশ
|
ঢাকা
|
২. ভারত
|
নয়া দিল্লী
|
৩. পাকিস্তান
|
ইসলামাবাদ
|
৪. আফগানিস্তান
|
কাবুল
|
৫. ভুটান
|
থিম্পু
|
৬. মালদ্বীপ
|
মালে
|
৭. নেপাল
|
কাঠমুন্ডু
|
৮. শ্রীলঙ্কা
|
প্রশাসনিক রাজধানী-কলম্বো;
বিচারবিভাগীয় রাজধানী - শ্রী জয়বর্ধনে কোত্তে ।
|
৯. ব্রুনাই
|
বন্দর সেরি বেগওয়ান
|
১০. মায়ানমার
|
নাইপিদো
|
১১. কম্বোডিয়া
|
নমপেন
|
১২. ইন্দোনেশিয়া
|
জাকার্তা
|
১৩. লাওস
|
ভিয়েনতিয়েন
|
১৪. মালয়েশিয়া
|
কুয়ালালামপুর এবং প্রশাসনিক রাজধানী-পুত্রজায়া ।
|
১৫. ফিলিপাইন
|
ম্যানিলা
|
১৬. সিঙ্গাপুর
|
সিঙ্গাপুরসিটি
|
১৭. থাইল্যান্ড
|
ব্যাংকক
|
১৮. ভিয়েতনাম
|
হ্যানয়
|
১৯. পূর্ব তিমুর
|
দিলি
|
২০. কাজাখস্তান
|
নূর সুলতান
|
২১. কিরগিজস্তান
|
বিশকেক
|
২২. তাজিকিস্তান
|
ডুশানবে
|
২৩. তুর্কমেনিস্তান
|
আশখাবাদ
|
২৪. উজবেকিস্তান
|
তাসখন্দ
|
২৫. চীন
|
বেইজিং
|
২৬. জাপান
|
টোকিও
|
২৭. উত্তর কোরিয়া
|
পিয়ংইয়ং
|
২৮. দক্ষিণ কোরিয়া
|
সিউল
|
২৯. মঙ্গোলিয়া
|
উলানবাটোর
|
৩০. তাইওয়ান
|
তাইপে
|
৩১. ইরান
|
তেহরান
|
৩২. ইরাক
|
বাগদাদ
|
৩৩. সেীদি আরব
|
রিয়াদ
|
৩৪. কুয়েত
|
কুয়েতসিটি
|
৩৫. বাহরাইন
|
মানামা
|
৩৬. কাতার
|
দোহা
|
৩৭.সংযুক্ত আরব আমিরাত
|
আবুধাবি
|
৩৮. ওমান
|
মাসকাত
|
৩৯. ইয়েমেন
|
সানা
|
৪০. জর্ডান
|
আম্মান
|
৪১. সিরিয়া
|
দামেস্ক
|
৪২. লেবানন
|
বৈরুত
|
৪৩. ফিলিস্তিন
|
জেরুজালেম
|
৪৪. ইসরাইল
|
জেরুজালেম
|
৪৫. জর্জিয়া
|
তিবলিসি
|
৪৬. আর্মেনিয়া
|
ইয়েরেভান
|
৪৭. আজারবাইজান
|
বাকু
|
৪৮. তুরস্ক
|
আঙ্কারা
|
৪৯. রাশিয়া
|
মস্কো
|
এশিয়া মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী
|
ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী
দেশ
|
রাজধানী
|
১. অস্ট্রিয়া
|
ভিয়েনা
|
২. ফ্রান্স
|
প্যারিস
|
৩. জার্মানি
|
বার্লিন
|
৪. বেলজিয়াম
|
ব্রাসেলস
|
৫. নেদারল্যান্ড
|
আমস্টারডাম; প্রশাসনিক- দি হেগ
|
৬. লুক্সেমবার্গ
|
লুক্সেমবার্গ
|
৭. ইতালি
|
রোম
|
৮. সান ম্যারিনো
|
সান ম্যারিনো
|
৯. স্পেন
|
মাদ্রিদ
|
১০. অ্যান্ডোরা
|
অ্যান্ডোরা লা ভিলা
|
১১. সুইজারল্যান্ড
|
বার্ন
|
১২. পতুর্গাল
|
লিসবন
|
১৩. যুক্তরাজ্য
|
লন্ডন
|
১৪. আয়ারল্যান্ড
|
ডাবলিন
|
১৫. মোনাকো
|
মোনাকো
|
১৬. ভ্যাটিকান সিটি
|
ভ্যাটিকান সিটি
|
১৭. চেক রিপাবলিক
|
প্রাগ
|
১৮. হাঙ্গেরি
|
বুদাপেস্ট
|
১৯. পোল্যান্ড
|
ওয়ারস
|
২০. স্লোভাকিয়া
|
ব্রাটিশ্লাভা
|
২১. লিচেস্টেন
|
ভাডাউজ
|
২২. রাশিয়া
|
মস্কো
|
২৩. বেলারুশ
|
মিনস্ক
|
২৪. ইউক্রেন
|
কিয়েভ
|
২৫. মোলডাভিয়া
|
কিশিনেভ
|
২৬. জর্জিয়া
|
তিবলিসি
|
২৭. আজারবাইজান
|
বাকু
|
২৮. আর্মেনিয়া
|
ইয়েরেভান
|
২৯. ফিনল্যান্ড
|
হেলসিংকি
|
৩০. ডেনমার্ক
|
কোপেনহেগেন
|
৩১. আইসল্যান্ড
|
রিকজাভিক
|
৩২. সুইডেন
|
স্টকহোম
|
৩৩. নরওয়ে
|
অসলো
|
৩৪. এস্তোনিয়া
|
তাল্লিন
|
৩৫. লাটভিয়া
|
রিগা
|
৩৬. লিথুয়ানিয়া
|
ভিলনিয়াস
|
৩৭. মাল্টা
|
ভেলেটা
|
৩৮. আলবেনিয়া
|
তিরানা
|
৩৯. বসনিয়া হার্জেগেভিনা
|
সারায়েভো
|
৪০. বুলগেরিয়া
|
সোফিয়া
|
৪১. ক্রোয়েশিয়া
|
জাগরেব
|
৪২. গ্রিস
|
এথেন্স
|
৪৩. কসোভো
|
প্রিস্টিনা
|
৪৪. মেসিডোনিয়া
|
স্কপি
|
৪৫. সার্বিয়া
|
বেলগ্রেড
|
৪৬. মন্টিনিগ্রো
|
পোডগোরিকো
|
৪৭. রুমানিয়া
|
বুখারেস্ট
|
৪৮. স্লোভেনিয়া
|
লুবজানা
|
৪৯. তুরস্ক
|
আঙ্কারা
|
৫০. সাইপ্রাস
|
নিকোসিয়া
|
ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী
|
আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী
দেশ
|
রাজধানী
|
১. বুরুন্ডি
|
বুজুমবুরা
|
২. কমোরোস
|
মরোনি
|
৩. জাম্বিয়া
|
লুসাকা
|
৪. কেনিয়া
|
নাইরোবি
|
৫. মাদাগাস্কার
|
আনতানানারিভো
|
৬. মালায়ি
|
লিলানগিয়ে
|
৭. মরিশাস
|
পোর্ট লুইস
|
৮. মোজাম্বিক
|
মাপুটো
|
৯. রুয়ান্ডা
|
কিগালি
|
১০. উগান্ডা
|
কাম্পালা
|
১১. সিচেলিস
|
ভিক্টোরিয়া
|
১২. তাঞ্জানিয়া
|
দোদোমা
প্রশাসনিক-দারুস সালাম
|
১৩. সোমালিয়া
|
মোগাদিসু
|
১৪. জিবুতি
|
জিবুতি
|
১৫. ইরিত্রিয়া
|
আসমারা
|
১৬. ইথিওপিয়া [ 'ইথিওপিয়া' এর পূর্বনাম - আবিসিনিয়া ]
|
আদ্দিস আবাবা
|
১৭. অ্যাঙ্গোলা
|
লুয়ান্ডা
|
১৮. মধ্য আফিকান প্রজাতন্ত্র
|
বানগুই
|
১৯. ক্যামেরুন
|
ইয়াওউন্ডে
|
২০. নিরক্ষীয় গিনি
|
মালাবো
|
২১. চাদ/শাদ
|
এনজামেনা
|
২২. গণতান্ত্রিক কঙ্গো
|
কিনসাসা
|
২৩. কঙ্গো প্রজাতন্ত্র
|
ব্রাজাভিল
|
২৪. গ্যাবন
|
লিব্রোভিলে
|
২৫. সাওটোমে এন্ড প্রিন্সিপে
|
সাওটোমে
|
২৬. মিশর
|
কায়রো
|
২৭. সুদান
|
খার্তুম
|
২৮. দক্ষিণ সুদান
|
জুবা
|
২৯. তিউনিশিয়া
|
তিউনিশ
|
৩০. আলজেরিয়া
|
আলজিয়ার্স
|
৩১. লিবিয়া
|
ত্রিপলি
|
৩২. মরক্কো
|
রাবাত
|
৩৩. জিম্বাবুয়ে
|
হারারে
|
৩৪. লেসেথো
|
ম্যাসেরু/
|
৩৫. নামিবিয়া
|
উইন্ডহুক
|
৩৬. বতসোয়ানা
|
গ্যাবরোন
|
৩৭. সোয়াজিল্যান্ড
|
মেবেন
রাজতান্ত্রিক লোবাম্বা
|
৩৮. দক্ষিণ আফ্রিকা
|
প্রশাসনিক- প্রিটোরিয়া,
সাংবিধানিক- কেপটাউন,
বিচারবিভাগীয়- ব্লোয়েম ফোনটেইন
|
৩৯. বেনিন
|
পোর্টোনোভা
|
৪০. আইভরি কোস্ট
|
ইয়ামুসুকুরে , প্রশাসনিক-আবিদজান
|
৪১. গাম্বিয়া
|
বানজুল
|
৪২. গিনি
|
কোনাক্রি
|
৪৩. লাইবেরিয়া
|
মনরোভিয়া
|
৪৪. মৌরিতানিয়া
|
নোয়াকচট
|
৪৫. নাইজেরিয়া
|
আবুজা
|
৪৬. সিয়েরা লিয়ন
|
ফ্রিটাউন
|
৪৭. বারকিনাফাসো
|
উয়াগাদুগু
|
৪৮. কেপভার্দে
|
প্যারায়া
|
৪৯. ঘানা
|
আক্রা
|
৫০. গিনিবিসাউ
|
বিসাউ
|
৫১. মালি
|
বামাকো
|
৫২. নাইজার
|
নিয়ামে
|
৫৩. সেনেগাল
|
ডাকার
|
৫৪. টোগো
|
লোমে
|
আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী
|
উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী
দেশ
|
রাজধানী
|
১. কানাডা
|
অটোয়া
|
২. মার্কিন যুক্তরাষ্ট্র
|
ওয়াশিংটন ডিসি
|
৩. মেক্সিকো
|
মেক্সিকো সিটি
|
৪. হাইতি
|
পোর্ট অব প্রিন্স
|
৫. ডোমিনিকান প্রজাতন্ত্র
|
সেন্টো ডোমিনিগো
|
৬. এন্টিগুয়া ও বারমুডা
|
সেন্ট জনস
|
৭. বার্বাডোস
|
ব্রিজটাউন
|
৮. কিউবা
|
হাভানা
|
৯. ডোমিনিকা
|
রোজাও
|
১০. বাহামা
|
নাসাউ
|
১১. গ্রানাডা
|
সেন্ট জর্জেস
|
১২. জ্যামাইকা
|
কিংস্টন
|
১৩. সেন্ট কিটস ও নেভিস
|
বাসোতোর
|
১৪. সেন্ট লুসিয়া
|
কাসটায়ার
|
১৫. সেন্ট ভিনসেন্ট এন্ড দ্যা গ্রানডাইস
|
কিংসটাউন
|
১৬. ত্রিনিদাদ ও টোবাগো
|
পোর্ট অব স্পেন
|
১৭. বেলিজ
|
বেলমোপান
|
১৮. গুয়েতেমালা
|
গুয়েতেমালা সিটি
|
১৯. কোস্টারিকা
|
স্যানজোসে
|
২০. হন্ডুরাস
|
তেগুচিগালপা
|
২১. পানামা
|
পানামাসিটি
|
২২. নিকারাগুয়া
|
ম্যানগুয়া
|
২৩. এল সালভেদর
|
স্যানসালভেদর
|
উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী
|
দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী
দেশ
|
রাজধানী
|
১. ব্রাজিল
|
ব্রাসিলিয়া
|
২. গায়ানা
|
জর্জ টাউন
|
৩. বলিভিয়া
|
লাপাজ , বিচারবিভাগীয়-সুক্রে
|
৪. কলম্বিয়া
|
বোগোতা
|
৫. সুরিনাম
|
প্যারামারিবো
|
৬. আর্জেন্টিনা
|
বুয়েন্স আয়ার্স
|
৭. পেরু
|
লিমা
|
৮. উরুগুয়ে
|
মন্টিভিডিও
|
৯. চিলি
|
সান্টিয়াগো , বিচারবিভাগীয়- ভলপারাইসো
|
১০. ইকুয়েডর
|
কিটো
|
১১. প্যারাগুয়ে
|
আসুনসিওন
|
১২. ভেনিজুয়েলা
|
কারাকাস
|
দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী
|
ওশেনিয়া মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী
দেশ
|
রাজধানী
|
১. অস্ট্রেলিয়া
|
ক্যানবেরা
|
২. নিউজিল্যান্ড
|
ওয়েলিংটন
|
৩. টোঙ্গা
|
নুকুয়ালোফা
|
৪. সামোয়া
|
আপিয়া
|
৫. টুভ্যালু
|
ফুনাফুটি
|
৬. ফিজি
|
সুভা
|
৭. সলোমন দ্বীপপুঞ্জ
|
হনিয়ারা
|
৮. ভানুয়াতু
|
পোর্টভিলা
|
৯. পাপুয়া নিউগিনি
|
পোর্ট মোর্সবি
|
১০. ফেডারেল স্টেট অব মাইক্রোনেশিয়া
|
পালকির
|
১১. কিরিবাতি
|
দ. তাবাওয়া
|
১২. মার্শাল দ্বীপপুঞ্জ
|
মাজুরু
|
১৩. পালাউ
|
মেলিকিওক
|
১৪. নাউরু
|
ইয়ারেন [ সরকারি রাজধানী নেই]
|
ওশেনিয়া মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী
|
বিভিন্ন দেশের আইনসভার নাম
এক কক্ষবিশিষ্ট আইনসভা
দেশের নাম
|
আইনসভার নাম
|
বাংলাদেশে
|
জাতীয় সংসদ
|
সুইডেন
|
রিকসড্যাগ
|
নরওয়ে
|
স্টরটিং
|
ডেনমার্ক
|
ফোকেটিং
|
স্পেন
|
জেনারেল কোর্টস
|
উত্তর কোরিয়া
|
সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি
|
দক্ষিণ কোরিয়া
|
ন্যাশনাল অ্যাসেম্বলি
|
মঙ্গোলিয়া
|
থুরাল
|
তুরস্ক
|
গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি
|
ইসরাইল
|
নেসেট
|
সিরিয়া
|
মজলিশ-ই- সাব
|
ইরান
|
মজলিশ
|
ইরাক
|
মজলিশ আল নাওয়াব আল ইরাকি
|
কুয়েত
|
মজলিশ আল উম্মা
|
মালদ্বীপ
|
মজলিশ
|
শ্রীলংকা
|
সিংহালা
|
চীন
|
জাতীয় গণ কংগ্রেস [ ২৯৮০ জন সদস্য ]
|
এক কক্ষবিশিষ্ট আইনসভার নাম
|
দ্বি কক্ষবিশিষ্ট আইনসভা
দেশের নাম
|
আইনসভার নাম
|
|
উচ্চকক্ষ
|
নিম্নকক্ষ
|
|
যুক্তরাজ্য
|
পার্লামেন্ট
|
|
হাউস অব লর্ডস [ ৭৮২জন সদস্য ]
|
হাউস অব কমনস [ ৬৫০ জন সদস্য ]
|
|
যুক্তরাষ্ট্র
|
কংগ্রেস
|
|
সিনেট [ ১০০ জন সদস্য ]
|
হাউস অব রিপ্রেজেন্টিটিভ [ ৪৩৫ জন সদস্য ]
|
|
রাশিয়া
|
ফেডারেল অ্যাসেম্বলি অব রাশিয়া [ ৬২০ জন সদস্য ]
|
|
ফেডারেশন কাউন্সিল [ ১৭০জন সদস্য ]
|
স্টেট ডুমা [ ৪৫০ জন সদস্য ]
|
|
ফ্রান্স
|
পার্লামেন্ট
|
|
সিনেট
|
ন্যাশনাল অ্যাসেম্বলি
|
|
জার্মানি
|
রাইখস্ট্যাগ
|
|
Federal Council [বুনডেসর্যাট]
|
Federal Diet [বুনডেসট্যাগ]
|
|
পোল্যান্ড
|
ন্যাশনাল অ্যাসেম্বলি
|
|
সিনেট
|
সীম
|
|
ইতালি
|
ইতালিয়ান পার্লামেন্ট
|
|
Senate of the Republic
|
Chamber of Deputies
|
|
অস্ট্রিয়া
|
পার্লামেন্ট অব দ্য কমনওয়েলথ
|
|
সিনেট
|
হাউস অব অ্যাসেম্বলি
|
|
সুইজারল্যান্ড
|
Parliament [লিবলানডা ]
|
|
সিনেট
|
হাউস অব অ্যাসেম্বলি
|
|
নেদারল্যান্ড
|
স্ট্যাটস জেনারেল
|
|
সিনেট
|
হাউস অব রিপ্রেজেন্টিটিভ
|
|
দক্ষিন আফ্রিকা
|
পার্লামেন্ট
|
|
ন্যাশনাল কাউন্সিল অব প্রভিন্স
|
ন্যাশনাল অ্যাসেম্বলি
|
|
মিশর
|
পার্লামেন্ট
|
|
মজলিস-ই-শুরা
|
মজলিস-ই-সাব
|
|
মালয়েশিয়া
|
পার্লামেন্ট
|
|
দেওয়ান নেগারা
|
দেওয়ান রাকাইয়াত
|
|
জাপান
|
Diet [ককাই]
|
|
হাউস অব কাউন্সিলর [ ২৪২ জন সদস্য ]
|
হাউস অব রিপ্রেজেন্টিটিভ [ ৪৮০ জন সদস্য ]
|
|
ভারত
|
পার্লামেন্ট
|
|
Council of the State [ রাজ্যসভা ] (২৩৮ জন নির্বাচিত + ১২ জন মনোনীত) = সর্বমোট সদস্য ২৫০ জন
|
House of the People [লোকসভা] (৫৪৩ জন নির্বাচিত + ২ জন মনোনীত) = সর্বমোট ৫৪৫ জন সদস্য
|
|
পাকিস্তান
|
মজলিশ-ই-শুরা
|
|
সিনেট [ ১০৪ জন সদস্য ]
|
ন্যাশনাল অ্যাসেম্বলি [ ৩৪২ জন সদস্য ]
|
|
আফগানিস্তান
|
ন্যাশনাল অ্যাসেম্বলি
|
|
লয়া জিরগা [ ১০২ জন সদস্য ]
|
ওলেসি জিরগা [ ২৫০ জন সদস্য ]
|
|
ভুটান
|
পার্লামেন্ট অব ভুটান
|
|
গাইলায়ং সোগডি [ ২৫ জন সদস্য ]
|
গাইলায়ং তাহগডু [ ৪৭ জন সদস্য ]
|
|
নেপাল
|
ফেডারেল পার্লামেন্ট অব নেপাল
|
|
ন্যাশনাল অ্যাসেম্বলি [ ৫৯ জন সদস্য ]
|
হাউস অব রিপ্রেজেন্টিটিভ [ ২৭৫ জন সদস্য ]
|
|
মিয়ানমার
|
প্রিদাংসু
|
|
উচ্চকক্ষ: অ্যামিয়োথা হুততাও
|
নিম্নকক্ষ: পিথু হুততাও
|
|
সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে ২৫% আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে ।
|
|
|
|
বিশ্বের বিভিন্ন উপজাতি / আদিবাসী
আদিবাসী শব্দের ইংরেজি সমার্থক শব্দ হল Native peoples,
Indegenous people, Tribe, Aborigines etc.
উপজাতি
|
Key Notes
|
এস্কিমো
|
● পূর্ব সাইবেরিয়া (রাশিয়া), আলাস্কা (যুক্তরাষ্ট্র), কানাডা ও গ্রীনল্যান্ডের আদিবাসী জনগণ এস্কিমো নামে পরিচিত। এস্কিমোরা শিকারের জন্য কুকুর চালিত যে গাড়ি ব্যবহার করে তার নাম স্লেজ (Sledge)। এস্কিমোরা স্লেজ গাড়ি চালাতে আলাস্কান হাস্কি (Alaskan Husky) কুকুর ব্যবহার করে।
|
জুলু
|
● দক্ষিণ আফ্রিকার নাটালের উপজাতি।
|
কোজাক
|
● রাশিয়ার দক্ষিণাঞ্চল এবং ইউক্রেনে বসবাসকারী উপজাতির নাম।
|
তাতার
|
● রাশিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, ইউক্রেন, কিরগিজস্তান প্রভৃতি দেশে বসবাসকারী জাতি। বিখ্যাত তাতার নেতা ছিলেন চেঙ্গিস খান।
|
কুর্দি
|
● সিরিয়া, ইরাক, ইরান ও তুরস্কের অন্তর্গত কুর্দিস্থানের জাতি।
|
পিগমি
|
● মধ্য আফ্রিকার একটি জাতি। পৃথিবীর সবচেয়ে খর্বকায় জাতি। গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক কঙ্গো, কঙ্গো প্রজাতন্ত্র, রুয়ান্ডা, বুরুন্ডি, উগান্ডা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ক্যামেরুন, নিরক্ষীয় গিনি, গ্যাবন, অ্যাঙ্গোলা, বতসোয়ানা, নামিবিয়া, জাম্বিয়া দেশের অধিবাসী।
|
হটেনটট
|
● দক্ষিণ পশ্চিম আফ্রিকার নিগ্রোরা।
|
মাসাই
|
● কেনিয়া ও তাঞ্জানিয়ার সীমান্তে বসবাসকারী উপজাতি।
|
বুশম্যান
|
● বতসোয়ানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকার আদিবাসী জাতি।
|
মাওরি
|
● নিউজিল্যান্ডের আদিবাসী জাতি।
|
রেড ইন্ডিয়ান
|
● আমেরিকার আদি অধিবাসী। কলম্বাস এদের 'রেড ইন্ডিয়ান' নাম লেন।
|
নাগা
|
● ভারতের নাগাল্যান্ডের পাহাড়ী উপজাতি ।
|
টোডা
|
● ভারতের কর্ণাটক রাজ্যের একটি উপজাতি। এদের সমাজে বহুস্বামী ভিত্তিক পরিবার দেখা যায় ।
|
বেদে
|
● ভারতবর্ষের যাযাবর জাতিবিশেষ।
|
শেরপা
|
● নেপাল ও তিব্বত সীমান্তে বসবাসকারী মঙ্গোলীয় বংশোদ্ভূত আদিবাসী ।
|
গুর্খা
|
● নেপালে বসবাসকারী একটি জাতি।
|
আফ্রিদি
|
● পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ওয়াজিরস্তানের উপজাতি।
|
ভাইকিং
|
● নরওয়ের প্রাচীন এক কঠোর পরিশ্রমী জাতি।
|
হুটু ও টুটসি
|
● রুয়ান্ডা ও বুরুন্ডির দুইটি জাতি।
|
বেদুইন
|
● উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়াতে ছড়িয়ে আছে। আরবের যাযাবর জাতি।
|
দিনকা ও নুয়ের
|
● দক্ষিণ সুদানে বসবাসকারী দুটি জাতি গোষ্ঠী।
|
নিগ্রো
|
● মধ্য ও দক্ষিণ-পশ্চিম আফ্রিকার কালো মানুষ। USA তেও কিছু বসবাস করে।
|
দ্রাবির
|
● দক্ষিণ ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় বসবাসকারী অনার্য জাতি।
|
ককেশীয়
|
● আরব, পার্সি, ইহুদি ও ইউরোপীয় অধিবাসীবৃন্দ।
|
উইঘুর
|
● চীনের উত্তর-পশ্চিম জিনজিয়াং প্রদেশে বসবাসকারী তুর্কী বংশোদ্ভূত মুসলিম জাতি।
|