দ্বীপ ও উপদ্বীপ,হ্রদ | lake,প্রণালী , অন্তরীপ ও খাল | Straits, barriers and canals

সরকারি চাকুরির প্রস্তুতি সাধারণ জ্ঞান ( আন্তর্জাতিক বিষয়াবলী)

দ্বীপ উপদ্বীপ

চারিদিকে পানি বা জল দ্বারা পরিবেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলা হয়। নিকটবর্তী একাধিক দ্বীপের গুচ্ছকে দ্বীপপুঞ্জ বলা হয়। দ্বীপ প্রধানত দুই রকমের হয়মহাদেশীয় দ্বীপ এবং মহাসাগরীয় দ্বীপ।এছাড়া কৃত্রিম দ্বীপও রয়েছে। মহাদেশীয় দ্বীপ হল মহাদেশের কোনো অংশ সমুদ্রের পানিতে ডুবে গিয়ে কিছু অংশ যদি স্থল দেখা যায় সেটা।আর মহাসাগরেরর মাঝে, স্থলের সংযোগ নাই এমন দ্বীপ হল মহাসাগরীয় দ্বীপ। দ্বীপ শব্দটির উৎপত্তি হলো "দুই দিকে অপ (পানি) যার", অর্থাৎ চতুর্দিকে পানি বা জল বেষ্টিত ভূখণ্ড হতে। নানাভাবে দ্বীপ সৃষ্টি হতে পারে, যেমন পলি সঞ্চিত হয়ে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে, অথবা প্রবাল সঞ্চিত হয়ে। অস্ট্রেলিয়া মহাদেশকে অনেক সময় বিশ্বের বৃহত্তম দ্বীপ বলা হয়। এর পরেই রয়েছে গ্রিনল্যান্ড। বাংলাদেশের সেন্ট মার্টিন্স দ্বীপ একটি প্রবাল দ্বীপ। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হলো ভোলা দ্বীপ।

স্বাধীন দ্বীপরাষ্ট্র

 এশিয়া

ইন্দোনেশিয়া: জনসংখ্যা আয়তনে বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র। ইন্দোনেশিয়ায় সর্বমোট ১৭০০০ দ্বীপ রয়েছে। দ্বীপরাষ্ট্রগুলোর মধ্যে ইন্দোনেশিয়ায় দ্বীপের সংখ্যা সর্বাধিক। এখানে উল্লেখ্য যে, পৃথিবীর সর্বাধিক সংখ্যক দ্বীপ আছে কানাডায় (৩০,০০০ এর অধিক) এটি পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র। ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ- সুমাত্রা, বোর্নিও (কালিমানতান), জাভা, সুলাওসি, নিউগিনি (ইরিয়ানজায়া), বালি প্রভৃতি। আয়তনে সুমাত্রা ইন্দোনেশিয়ার বৃহত্তম দ্বীপ। জাভা ইন্দোনেশিয়া তথা পৃথিবীর সর্বাধিক জনবহুল দ্বীপ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা জাভা দ্বীপে অবস্থিত।

জাপান: জাপান সাগরে অবস্থিত জাপানে সর্বমোট ৬৮৫২টি দ্বীপ আছে। জাপানের প্রধান চারটি দ্বীপ হোক্কায়িডো, হনসু শিকোকু এবং কিউসু। দ্বীপগুলোর মধ্যে হনসু আয়তনে বৃহত্তম। জাপানের রাজধানী টোকিও হনসু দ্বীপে অবস্থিত। জাপানের একটি বিখ্যাত দ্বীপ ওকিনাওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র দ্বীপটি দখল করে নেয়। ১৯৭২ সালে দ্বীপটি পুনরায় জাপানের কাছে ফেরত দেয়। কৌশলগত গুরুত্বপূর্ণ এই ঘাটিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের বিশাল নৌঘাটি আছে।

ফিলিপাইন: এশিয়ার একমাত্র খ্রিস্টান দেশ যা ,১০০টি দ্বীপ নিয়ে গঠিত। ফিলিপাইন তিনটি প্রধান দ্বীপের সমন্বয়ে গঠিত। যথা- লুজন, মিন্দানাও এবং ভিসায়াস। দ্বীপ তিনটির মধ্যে আয়তনে বৃহত্তম দ্বীপ লুজন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা লুজন দ্বীপে অবস্থিত। মিন্দানাও দ্বীপে মরো লিবারেশন ফ্রন্ট নামক বিদ্রোহী গোষ্ঠী কার্যকর।

শ্রীলঙ্কা: শ্রীলংকা একটি দ্বীপ দেশ। এর ভৌগোলিক বৈশিষ্ট্য হলো এটি একটি -দ্বীপ রাষ্ট্র। ভারত শ্রীলংকার মাঝে রামেশ্বর দ্বীপ, মান্নার দ্বীপ সহ আরো ছোট ছোট দ্বীপ রয়েছে। শ্রীলংকা ভারত থেকে পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ পেট্রোটালাগালা।

মালদ্বীপ: এর অবস্থান ভারত মহাসাগর এর অন্তর্গত আরব সাগরে। আয়তনে এবং লোকসংখ্যায় এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। সমুদ্র সমতল থেকে এর উচ্চতা . মিটার।

ব্রুনাই: বোর্নিও দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত। এর আয়ের প্রধান উৎস পেট্রোলিয়াম।

[ পৃথিবীর সবচেয়ে বড় -দ্বীপ হলো বাংলাদেশ ]

 ইউরোপ

যুক্তরাজ্য (United Kingdom): ৪টি দেশের সমন্বয়ে যুক্তরাজ্য গঠিত। যথা- ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস।
গ্রেট ব্রিটেন দ্বীপ = ইংল্যান্ড + স্কটল্যান্ড + ওয়েলস
এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
ইউরোপের সর্ববৃহৎ দ্বীপ।

 ওশেনিয়া

·        অস্ট্রেলিয়া

·        নিউজিল্যান্ড

·        ফিজি

·        কিরিবাতি

·        ভানুয়াতু

·        পাপুয়া নিউগিনি

·        পালাউ

·        টুভ্যালু

·        মার্শাল দ্বীপপুঞ্জ

·        টোঙ্গা

·        সলোমান দ্বীপপুঞ্জ

·        ফেডারেল স্টেট অব মাইক্রোনেশিয়া

·        নাউরুজনসংখ্যা আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র।

 আফ্রিকা

·        কেপভার্দে

·        কমোরোস

·        মাদাগাস্কার

·        মৌরিতানিয়া

·        সিচেলিস

·        সাওটোমে এন্ড প্রিন্সিপে

 উত্তর আমেরিকা : ওয়েস্ট ইন্ডিজের অন্তর্ভুক্ত:

·        এন্টিগুয়া বারমুডা

·        বাহামা

·        বার্বাডোস

·        কিউবা

·        ডোমিনিকা প্রজাতন্ত্র

·        ডোমিনিকা

·        গ্রানাডা

·        হাইতি

·        জ্যামাইকা

·        সেন্ট লুসিয়া

·        সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাডাইন্স

·        ত্রিনিদাদ এন্ড টোব্যাকো

·        সেন্ট কিটস এন্ড নেভিস

 

দ্বীপ (Island) বা রাষ্ট্র

অবস্থান

ভারত, পাকিস্তান, ইরান, ওমান, ইয়েমেন সোমালিয়া

আরব সাগরের তীরবর্তী

ভারত, শ্রীলংকা, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড ইন্দোনেশিয়া

বঙ্গোপসাগরের তীরবর্তী

১০টি দেশের অবস্থান

পারস্য উপসাগরের তীরবর্তী

মহাসাগরে অবস্থিত/তীরবর্তী দ্বীপ (Island) বা রাষ্ট্র

বিশ্বের প্রধান দ্বীপগুলোর অবস্থান

সাগর / মহাসাগর

দ্বীপ

প্রশান্ত মহাসাগর

নিউজিল্যান্ড, পূর্ব তিমুর, শাখালিন দ্বীপপুঞ্জ, কুড়িল দ্বীপপুঞ্জ, বোর্নিও, ফিলিপাইন, জাপান, মাইক্রোনেশিয়া, মেলোনেশিয়া, পলিনেশিয়ার দ্বীপপুঞ্জ এবং ভলকানো দ্বীপপুঞ্জ।

আটলান্টিক মহাসাগর

ফকল্যান্ড, গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, কেপভার্দে, সেন্ট হেলেনা (যুক্তরাজ্য)

উত্তর আটলান্টিক মহাসাগর

নিউ ফাউল্যান্ড দ্বীপ

আর্কটিক সাগর

বাফিন দ্বীপ (কানাডা)

ক্যারিবিয়ান সাগর

পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ

দক্ষিণ চীন সাগর

ম্যাকাও (চীন), লুজন (ফিলিপাইন), মিন্দানাও (ফিলিপাইন), স্প্রাটলি দ্বীপপুঞ্জ।

পারস্য উপসাগর

আবু মুসা (ইরান), পাম দ্বীপ (সংযুক্ত আরব আমিরাত) [কৃত্রিম দ্বীপ]

বাবেল মান্দেব প্রণালী

সাত ভাই দ্বীপপুঞ্জ

ভারত মহাসাগর

সুমাত্রা (ইন্দোনেশিয়া), জাভা (ইন্দোনেশিয়া)
মালদ্বীপ (আরব সাগরের দক্ষিণ-পূর্বাংশে)
শ্রীলঙ্কা, মান্নার দ্বীপপুঞ্জ (শ্রীলঙ্কা), জাফনা (শ্রীলঙ্কা)
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ [ভারতের একটি রাজ্য। রাজ্যটির রাজধানীর নাম 'পোর্ট ব্লেয়ার'], লাক্ষাদ্বীপ (ভারত)
মাদাগাস্কার (ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ)
কামারোস, মৌরিতানিয়া, সিচেলিস, মরিশাস, অস্ট্রেলিয়া।

ভূমধ্যসাগর

সাইপ্রাস, মাল্টা, সিসিলি (ইতালি), কর্সিকা (ফ্রান্স) রোডস দ্বীপপুঞ্জ, লায়লা/ পেরিজিল দ্বীপ।

বিশ্বের প্রধান দ্বীপগুলোর অবস্থান

উল্লেখযোগ্য দ্বীপ

1.   গ্রিনল্যান্ড :
গ্রিনল্যান্ড আর্কটিক আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ।
এটি ডেনমার্কের মালিকানাধীন
উত্তর আমেরিকার একটি স্বায়ত্তশাসিত দেশ।
রাজধানীর নাম নুক।
দেশটির শুধুমাত্র প্রতিরক্ষা, আর্থিক নীতিমালা এবং আন্তর্জাতিক সম্পর্ক 'ডেনিশ রয়্যাল গভর্মেন্ট' কর্তৃক নিয়ন্ত্রিত হয়।

2.   নিউগিনি :
নিউগিনি দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ।
এটি ইন্দোনেশিয়ার মালিকানাধীন

3.   বোর্নিও :
বোর্নিও প্রশান্ত মহাসাগরে অবস্থিত বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ।

4.   পাম দ্বীপপুঞ্জ :
পাম দ্বীপপুঞ্জ পারস্য উপসাগরে অবস্থিত একটি কৃত্রিম দ্বীপ
এটি দুবাই, সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন

5.   সেন্তোষা দ্বীপ :
এটি সিঙ্গাপুরে অবস্থিত কিম-ট্রাম্পের ঐতিহাসিক বৈঠক দ্বীপে অনুষ্ঠিত হয়

দ্বীপদেশ: যে দেশের চতুর্দিকে জলরাশি রয়েছে এবং এর কোনো স্থলসীমান্ত নাই সেই দেশকে দ্বীপদেশ বলা হয়। যেমন: শ্রীলঙ্কা

বিরোধপূর্ণ দ্বীপ

·        আবু মুসা দ্বীপ : পারস্য উপসাগরে অবস্থিত ইরান সংযুক্ত আরব আমিরাতের একটি বিরোধপূর্ণ দ্বীপ।

·        তানব দ্বীপ : পারস্য উপসাগরে অবস্থিত। সংযুক্ত আরব আমিরাত ইরানের মধ্যে বিরোধপূর্ণ।

·        কুরিল দ্বীপ : রাশিয়া জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া জাপানের নিকট হতে দ্বীপটি দখল করে নেয়।

·        শাখালিন দ্বীপপুঞ্জ : রাশিয়া জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ। এই দ্বীপপুঞ্জে রাশিয়ার একটি নৌঘাটি আছে

·        ফকল্যান্ড দ্বীপ : যুক্তরাজ্য আর্জেন্টিনার মধ্যে একটি বিতর্কিত দ্বীপ। এই দ্বীপ নিয়ে ১৯৮২ সালে দুই দেশের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।

·        স্প্রাটলি দ্বীপপুঞ্জ : ভিয়েতনাম চীনের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ।

·        ইয়ান দ্বীপ, নানসা দ্বীপপুঞ্জ, মিমা দ্বীপপুঞ্জ : দক্ষিণ চীন সাগরে অবস্থিত। চীন, ফিলিপাইন ভিয়েতনামের মধ্যে বিরোধপূর্ণ।

·        পেরেজিল দ্বীপ : মরক্কো স্পেনের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ। মরক্কোতে এই দ্বীপ 'লায়লা দ্বীপ' নামে পরিচিত।

·        দক্ষিণ তালপট্টি : বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ। ভারতে এই দ্বীপ পূর্বাশা বা নিউমুর নামে পরিচিত।

·        সেনকাকু দ্বীপ : চীন জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ। চীনে এটি 'দিয়াওয়াউ' নামে পরিচিত।

 বিভিন্ন দ্বীপ যা অন্য রাষ্ট্রের শাসনাধীন :

·        যুক্তরাষ্ট্রের শাসনাধীন দ্বীপ :ভার্জিন দ্বীপপুঞ্জ, পোটোরিকা - ২টি

·        যুক্তরাজ্যের শাসনাধীন দ্বীপ : কেইক্স দ্বীপপুঞ্জ, ক্যামেন দ্বীপপুঞ্জ, তুর্ক দ্বীপপুঞ্জ, মন্টমেরাট - ৪টি

·        ফ্রান্সের শাসনাধীন দ্বীপ : মার্টিনিক, গুয়াডেলোপ - টি

উপদ্বীপ

উপদ্বীপ: উপদ্বীপ হলো জলাভূমি বেষ্টিত একটি ভূখণ্ড যা একটি সরু-ভূখণ্ড (যোজক) এর মাধ্যমে মূলভূখণ্ডের সাথে যুক্ত থাকে।

1.   কোরীয় উপদ্বীপ :
জাপান সাগর পূর্বচীন সাগর বেষ্টিত একটি উপদ্বীপ।
● 
দেশউত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া।

2.   ইতালিয়ান উপদ্বীপ :
ভূমধ্যসাগর অঞ্চলের একটি উপদ্বীপ।
● 
দেশইতালি, ভ্যাটিক্যান সিটি, স্যান ম্যারিনো।

3.   ইবেরিয়ান উপদ্বীপ :
ভূমধ্যসাগর আটলান্টিক সাগর বেষ্টিত একটি উপদ্বীপ।
● 
দেশস্পেন, পতুর্গাল, এন্ডোরা, ফ্রান্সের দক্ষিণাংশ।

4.   বলকান উপদ্বীপ :
● 
দেশআলবেনিয়া, বসনিয়া হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, গ্রিস, কসোভো, মেসিডোনিয়া, মন্টিনিগ্রো, সার্বিয়া।
তুর্কি শব্দ 'বলকান'-এর অর্থ পার্বত্যাঞ্চল। ভৌগোলিক পরিভাষায় বলকান হলো উপদ্বীপ।

5.   সিনাই উপদ্বীপ : ● মিশরের একটি গুরুত্বপূর্ণ উপদ্বীপ। ১৯৫৬ সালের সুয়েজ সঙ্কট এবং ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের সময় ইসরাইল মিশর হতে এই উপদ্বীপ ছিনিয়ে নেয়। ১৯৭৩ সালের চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধের সময় মিশর উপদ্বীপটি ফেরত পায়।

 

হ্রদ | lake

হ্রদচারিদিকে স্থলবেষ্টিত জলরাশিকে হ্রদ বলে। চারিদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত বিধায় কাস্পিয়ান সাগরকে হ্রদের অন্তর্ভূক্ত করা হয়েছে।

হোমসাধারণ জ্ঞান (আন্তর্জাতিক)

হ্রদ | lake

byW3classroom Online School-মে ০৭, ২০২৪

W3classroom Online School

হ্রদ: চারিদিকে স্থলবেষ্টিত জলরাশিকে হ্রদ বলে। চারিদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত বিধায় কাস্পিয়ান সাগরকে হ্রদের অন্তর্ভূক্ত করা হয়েছে।

নাম

অবস্থান

Key Points

কাস্পিয়ান সাগর

আজারবাইজান, রাশিয়া, কাজাখস্তান, তুর্কিমেনিস্তান, ইরান

বিশ্বের বৃহত্তম হ্রদ।
এটি লবণাক্ত পানির হ্রদ।
দৈর্ঘ্য ১১৯৯ কিমি)
এটি মূলত ভূ-বেষ্টিত সাগর।

বৈকাল হ্রদ

রাশিয়ার সাইবেরিয়া

বিশ্বের গভীরতম হ্রদ।
গভীরতা ১৭৪১ মি.

আরল হ্রদ/ আরল সাগর

উজবেকিস্তান, কাজাখাস্তান

মর্মর সাগর (মৃত সাগর)

জর্ডান-ইসরাইল

অন্য নাম- লবণ সাগর।
লবণাক্ততার মাত্রা অত্যধিক হওয়ায় এই সমুদ্রে সব দ্রব্য ভেসে থাকে।

মানস সরোবর

তিব্বত

সুপেয় পানির হ্রদ

লপনর হ্রদ

চীন

মরু সাগর

প্যালেস্টাইন

বলখাস হ্রদ

কাজাখাস্তান

উরুমিয়া হামুন হ্রদ

ইরান

এশিয়া মহাদেশের হ্রদ

 

নাম

অবস্থান

Key Points

গ্রেট লেকস

যুক্তরাষ্ট্র-কানাডা

যুক্তরাষ্ট্র কানাডায় অবাস্থত ৫টি লেককে একত্রে গ্রেট লেকস বলে (সুপিরিয়র, হিউরন, মিসিগান, ইরি, অন্টারিও)

সুপিরিয়র

যুক্তরাষ্ট্র-কানাডা

বিশ্বের বৃহত্তম সুপেয় পানির হ্রদ।

গ্রেট স্ল্যাভ

কানাডা

গ্রেট বিয়ার

কানাডা

উত্তর আমেরিকা মহাদেশের হ্রদ

 

নাম

অবস্থান

Key Points

ভিক্টোরিয়া

তাঞ্জানিয়া-উগান্ডা-কেনিয়া

আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদ।
পৃথিবীর ৩য় বৃহত্তম হ্রদ।
লেকটি দেশ দুইটির আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচিত।

আসাল হ্রদ

জিবুতি

পৃথিবীর সর্বাধিক লবণাক্ত পানির হ্রদ।

ভোল্টা

ঘানা

ট্যাঙ্গানিকা

তানজানিয়া, উগান্ডা, কেনিয়া

মালাবি

রুডলফ

আলবাটা

এডওয়ার্ড

আফ্রিকা মহাদেশের হ্রদ

·        বিশ্বের বৃহত্তম হ্রদ : কাস্পিয়ান সাগর।

·        বিশ্বের গভীরতম হ্রদ : বৈকাল হ্রদ।

·        বিশ্বের বৃহত্তম সুপেয় পানির হ্রদ : সুপিরিয়র।

·        বিশ্বের বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ :কাস্পিয়ান সাগর।

·        বিশ্বের বৃহত্তম সর্বাধিক নাব্য হ্রদ : টিটিকাকা।

·        হাজার হ্রদের দেশ :ফিনল্যান্ড (৫৫ হাজার)

·        সর্বাধিক লবণাক্ত হ্রদ : লেক আসাল।

 

 

বিশ্বের বিখ্যাত সমুদ্র বন্দর | World famous sea port

দেশ

বিখ্যাত সমুদ্র বন্দর

এশিয়া

বাংলাদেশ

চট্টগ্রাম , মংলা

ভারত

কোলকাতা , চেন্নাই , মুম্বাই

পাকিস্তান

করাচি

শ্রীলংকা

কলম্বো , হাম্বানটোটা (চীনের কাছে হস্তান্তর)

জাপান

ওসাকা , ইয়াকোহামা

চীন

সাংহাই , হংকং , ক্যান্টন, দালিয়ান

সিঙ্গাপুর

সিঙ্গাপুর

মালয়েশিয়া

পেনাং , সুইনহাস

ইন্দোনেশিয়া

জাকার্তা , সারাবায়া, সোমারাম, সুমাত্রা

ফিলিপাইন

ম্যানিলা , দাভাওসিটি

থাইল্যান্ড

ব্যাংকক

ভিয়েতনাম

হো-চি-মিন সিটি

মায়ানমার

আকিয়াব, ইয়াঙ্গুন

জর্ডান

আকাবা

ইরান

বন্দর আব্বাস , আবাদান

সৌদি আরব

জেদ্দা

ইয়েমেন

এডেন

ইসরাইল

হাইফা

লেবানন

বৈরুত

সিরিয়া

লাটাকিয়া

আফ্রিকা

লিবিয়া

বেনগাজী

মিশর

সুয়েজ, পোর্ট সৈয়দ , আলেকজান্দ্রিয়া

মরক্কো

ক্যাসাব্লাঙ্কা

সুদান

পোর্ট সুদান

ঘানা

আক্রা

সেনেগাল

ডাকার

দক্ষিন আফ্রিকা

কেপটাউন , ডারবান (East London)

ইউরোপ

যুক্তরাজ্য

লন্ডন , বেলফাস্ট , ম্যানচেস্টার , লিভারপুল , কারডিফ, ব্রিস্টল

স্কটল্যান্ড

গ্লাসগো

রাশিয়া

ভ্লাদিভস্টক (জাপান সাগরের তীরে রুশ বন্দর নৌঘাটি) , সেন্ট পিটার্সবার্গ (লেলিনগ্রাদ)

ইতালি

নেপলস , ভেনিস , জেনোয়া

পোল্যান্ড

ডানজিগ

পর্তুগাল

লিসবন

জার্মানি

হামবুর্গ

সুইডেন

গুটেনবার্গ

নরওয়ে

হ্যামারফাস্ট

নেদারল্যান্ড

রটারডাম, আমস্টারডাম।

বেলজিয়াম

এন্টেয়ার্প

ফ্রান্স

মারসিলিস, মোর্সেই

উত্তর আমেরিকা

কানাডা

মন্ট্রিল , কুইবেক , ভ্যাঙ্কুভার

যুক্তরাষ্ট্র

নিউইয়র্ক , শিকাগো , সানফ্রান্সিসকো , ফিলাডেলফিয়া, নিউ অলরিন্স, বোস্টন

দক্ষিণ আমেরিকা

আর্জেটিনা

বুয়েন্স আয়ারস

ব্রাজিল

রিও ডি জেনিরো

উরুগুয়ে

মন্টেভিডিও

ওশেনিয়া

অস্ট্রেলিয়া

সিডনি , মেলবোর্ন , ব্রিসবেন , ডারউইন

নিউজিল্যান্ড

ওয়েলিংটন , অকল্যান্ড

বিশ্বের বিখ্যাত সমুদ্র বন্দর

 

স্থলবেষ্টিত দেশ সমূহ | Landlocked countries

স্থলবেষ্টিত দেশ হলো সেই দেশ যেখানে কোনরুপ জলসীমা নেই, অর্থাৎ চারদিকের সীমানা অন্যান্য দেশের সাথে স্থলসীমান্ত দ্বারা যুক্ত থাকে বেশিরভাগ স্থলবেষ্টিত দেশ মহাদেশের কেন্দ্রস্থলে অবস্থিত। স্থলবেষ্টিত দেশগুলোর অর্থনীতি প্রায়শই কৃষি, খনিজ সম্পদ, এবং পর্যটনের উপর নির্ভরশীল। এই সমস্ত দেশগুলিকে মালামাল পরিবহনের জন্য পার্শ্ববর্তী দেশের সমুদ্রবন্দর ব্যবহার করতে হয় উত্তর আমেরিকা আর ওশেনিয়া মহাদেশে কোন স্থলবেষ্টিত দেশ নেই। বিশ্বে মোট স্থলবেষ্টিত দেশের সংখ্যা ৪৫ টি। এই দেশসমূহের নিজস্ব সমুদ্রবন্দর নেই। যথাঃ

এশিয়ার ১০ টি দেশ

1.   নেপাল

2.   ভুটান

3.   আফগানিস্তান

4.   লাওস

5.   মঙ্গোলিয়া

6.   কাজাখস্তান

7.   কিরগিজস্তান

8.   উজবেকিস্তান

9.   তাজিকিস্তান

10.                  তুর্কমেনিস্তান

আফ্রিকার ১৬ টি দেশ

1.   মালি

2.   নাইজার

3.   উগান্ডা

4.   বতসোয়ানা

5.   জিম্বাবুয়ে

6.   রুয়ান্ডা

7.   বুরুন্ডি

8.   মালাউই

9.   জাম্বিয়া

10.                  ইথিওপিয়া

11.                  চাঁদ

12.                  মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র

13.                  লেসোথো

14.                  বুর্কিনা ফাসো বা বারকিনো ফাসো

15.                  ইসোয়াতিনি বা সোয়াজিল্যান্ড

16.                  দক্ষিণ সুদান

 

ইউরোপের ১৭ টি দেশ

1.   অস্ট্রিয়া

2.   আর্মেনিয়া

3.   আজারবাইজান

4.   সুইজারল্যান্ড

5.   চেক প্রজাতন্ত্র

6.   কসোভো

7.   মলদোভা

8.   বেলারুশ

9.   স্লোভাকিয়া

10.                  সার্বিয়া

11.                  ভ্যাটিকান সিটি

12.                  অ্যান্ডোরা

13.                  মেসিডোনিয়া

14.                  স্যান মেরিনো

15.                  লিচেনস্টাইন

16.                  লুক্সেমবার্গ

17.                  হাঙ্গেরি (ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ।)

 

দক্ষিণ আমেরিকার টি দেশ

1.   বলিভিয়া

2.   প্যারাগুয়ে

 

ছিদ্রায়িত রাষ্ট্র

ছিদ্রায়িত রাষ্ট্র : স্থলবেষ্টিত যে দেশটি চারদিকে শুধুমাত্র একটি দেশ দ্বারা পরিবেষ্টিত থাকে, তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে। যথা-

1.   স্যান মেরিনো (ইতালি দ্বারা পরিবেষ্টিত)

2.   ভ্যাটিকান সিটি (ইতালি দ্বারা পরিবেষ্টিত)

3.   লেসেথো (দক্ষিা আফ্রিকা দ্বারা পরিবেষ্টিত)

4.   সোয়াজিল্যান্ড ( দেশটির উত্তর-পূর্ব দিকে মোজাম্বিক এবং উত্তর, পশ্চিম দক্ষিণে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সীমান্ত রয়েছে )

 

 

প্রণালী , অন্তরীপ খাল | Straits, barriers and canals

প্রণালী হলো দুটি জলভাগ, যেমন দুটি সমুদ্র, দুটি মহাসাগর, দুটি উপসাগর, বা দুটি নদীর সংযোগকারী একটি সংকীর্ণ জলপথ। প্রণালীগুলো আন্তর্জাতিক বাণিজ্য এবং জাহাজ চলাচলের জন্য দুরত্ব কমিয়ে দিয়ে সময়কে সাশ্রয় করতে পারে যার ফলস্বরুপ বিভিন্ন দেশের মধ্যে জাহাজ চলাচল এবং বাণিজ্যকে সহজতর করে তোলে নিচের চিত্রটি বুঝতে পারলে অনেক সহজেই প্রণালীগুলোর A to Z মনে রাখা যাবে Strait অর্থ প্রণালী। এখানে প্রণালীটি- পৃথক করেছেঃ দেশ- হতে দেশ- কে। সংযুক্ত করেছে: সাগর- কে সাগর- এর সাথে।

 

 



 

প্রণালী হলো দুটি জলভাগ, যেমন দুটি সমুদ্র, দুটি মহাসাগর, দুটি উপসাগর, বা দুটি নদীর সংযোগকারী একটি সংকীর্ণ জলপথ। প্রণালীগুলো আন্তর্জাতিক বাণিজ্য এবং জাহাজ চলাচলের জন্য দুরত্ব কমিয়ে দিয়ে সময়কে সাশ্রয় করতে পারে যার ফলস্বরুপ বিভিন্ন দেশের মধ্যে জাহাজ চলাচল এবং বাণিজ্যকে সহজতর করে তোলে নিচের চিত্রটি বুঝতে পারলে অনেক সহজেই প্রণালীগুলোর A to Z মনে রাখা যাবে Strait অর্থ প্রণালী। এখানে প্রণালীটি- পৃথক করেছেঃ দেশ- হতে দেশ- কে। সংযুক্ত করেছে: সাগর- কে সাগর- এর সাথে।

বিশ্বের বিখ্যাত প্রণালীসমূহ

প্রণালী

সংযুক্ত করেছে

পৃথক করেছে

পক প্রণালী

ভারত মহাসাগর-আরব সাগর

ভারত-শ্রীলঙ্কা

জিব্রাল্টার প্রণালী

উত্তর আটলান্টিক-ভূমধ্যসাগর

আফ্রিকা-ইউরোপ

দার্দনেলিস প্রণালী

ইজিয়ান সাগর-মর্মর সাগর

এশিয়া-ইউরোপ

বসফরাস প্রণালী

কৃষ্ণসাগর-মর্মর সাগর

এশিয়া-ইউরোপ

কার্চ প্রণালী

কৃষ্ণসাগর-এডেন সাগর

ক্রিমিয়া-রাশিয়া

বাব-এল-মানদেব

এডেন সাগর-লোহিত সাগর

এশিয়া-আফ্রিকা

বেরিং প্রণালী

বেরিং সাগর- উত্তর সাগর

এশিয়া-উত্তর আমেরিকা

ডেভিস প্রণালী

ব্যাফিন সাগর-লাব্রাডার সাগর

গ্রিনল্যান্ড-কানাডা

ডোভার প্রণালী

ইংলিশ চ্যানেল-উত্তর সাগর

ফ্রান্স-ব্রিটেন

ইংলিশ চ্যানেল

আটলান্টিক মহাসাগর-উত্তর সাগর

ফ্রান্স-ব্রিটেন

নর্থ চ্যানেল

আটলান্টিক মহাসাগর-আইরিস সাগর

উত্তর আয়ারল্যান্ড-স্কটল্যান্ড

ফ্লোরিডা প্রণালী

মেক্সিকো উপসাগর-আটলান্টিক মহাসাগর

ফ্লোরিডা-কিউবা

ফারমোজা প্রণালী

পূর্বচীন সাগর-টংকিং সাগর

তাইওয়ান-চীন

কোরিয়া প্রণালী

পূর্বচীন সাগর-জাপান সাগর

কোরিয়া-জাপান

মালাক্কা প্রণালী

বঙ্গোপসাগর-জাভা সাগর

সুমাত্রা-মালয়েশিয়া

সুন্দা প্রণালী

ভারত মহাসাগর-জাভা সাগর

সুমাত্রা-জাভা

হরমুজ প্রণালী

পারস্য উপসাগর- ওমান উপসাগর

আরব-ইরান

মেসিনা প্রণালী

টিরহেনিয়ান সাগর-আইওনিয়ান সাগর

ইতালি-সিসিলি

সিসিলি প্রণালী

টিরহেনিয়ান সাগর-ভূমধ্যসাগর

সিসিলি-আফ্রিকা

ড্রাগন' মাউথ

পারস্য উপসাগর-ক্যারিবিয়ান সাগর

ভেনিজুয়েলা-ত্রিনিদাদ

এক নজরে বিশ্বের বিখ্যাত প্রণালীসমূহ

জিব্রাল্টার প্রণালী (Strait of Gibraltar) পূর্বে ভূমধ্যসাগরকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সাথে সংযোগকারী সমুদ্র প্রণালী। এটি উত্তর আফ্রিকাকে দক্ষিণ-পশ্চিম ইউরোপের সাইবেরীয় উপদ্বীপ থেকে পৃথক করেছে। প্রণালীটি ৬০ কিলোমিটার দীর্ঘ এবং এর প্রস্থ অবস্থানভেদে ১৩ থেকে ৩৯ কিলোমিটার হতে পারে। প্রণালীর মধ্যে দিয়ে একটি কিলোমিটার প্রশস্ত ৩০০ মিটার গভীর চ্যানেল চলে গেছে।

অন্তরীপ (Cape)

ভূ-ভাগের কোন অংশ যদি সরু হয়ে সাগরের মধ্যে প্রসারিত থাকে, তবে ভূভাগের সে অংশটিকে অন্তরীপ বলে। যেমন- দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ।

·        কন্যাকুমারী অন্তরীপ : ভারতের তামিলনাড়ু প্রদেশে, যা ভারত মহাসাগরে পড়েছে।

·        চেলুস্কিন অন্তরীপএশিয়ার সর্ব উত্তরের বিন্দু। এখানে তুন্দ্রা অঞ্চল অবস্থিত।

·        গার্ছাফুই অন্তরীপ : সোমালিয়ার অগ্রভাগ, আরব সাগরে অবস্থিত।

·        মাতাপান অন্তরীপ : গ্রীসের বর্ধিতাংশ, ভূ-মধ্যসাগরে পড়েছে।

·        কাসাউ অন্তরীপ : ভিয়েতনামের অগ্রভাগ, দক্ষিণ চীন সাগরে অবস্থিত।

খাল (Canal)

 গ্রান্ড খাল :

·        অবস্থানচীন

·        দৈর্ঘ্য১৭৭৬ কি.মি.

·        পৃথিবীর প্রাচীনতম কৃত্রিম খাল। ৫৮১-৬১৮ খ্রিস্টাব্দে এই খালের প্রাচীনতম অংশের খনন কাজ করা হয়।

·        এটি চীনের বেইজিং এবং হ্যাংচ্যাং এর মধ্যে অবস্থিত। এর অন্য নাম বেইজিং-হাংজু গ্র্যান্ড খাল।

·        পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল।

 সুয়েজ খাল :

·        অবস্থানমিশর

·        দৈর্ঘ্য১৯২ কি.মি.

·        ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। এই খাল খননের ফলে এশিয়ার সাথে ইউরোপের জলপথে দূরত্ব অনেক কমে আসে।

·        ১৮৫৯ খ্রিস্টাব্দে সুয়েজখালের খনন কাজ শুরু হয় এবং পুরো খননকাজে ১০ বছর সময় লাগে। ১৮৬৯ সালে এর খনন কাজ শেষ হয়।

·        ফরাসি ইঞ্জিনিয়ার ফার্দিনেন্দ দ্য লিসেপস খালটি খনন করেন।

·        ১৮৬৯ সালে খালটির উদ্বোধন করা হয়।

·        ১৮৮২ সালে ব্রিটেন খালটি দখল করে নেয়।

·        ১৯৫৬ সালের ২৬ জুলাই মিশর খালটির জাতীয়করণ করে।

·        ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের কারণে সাময়িকভাবে খাল দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।

·        ১৯৭৫ সালে পুনরায় জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

·        নতুন সুয়েজ খাল নামে এই খালের বর্ধিতাংশে জাহাজ চলাচল শুরু হয় আগস্ট ২০১৫ তে।

·        সুয়েজ খালের দুপাশে অবস্থিত বন্দর সৈয়দ বন্দর তৌফিক (সুয়েজ বন্দর)

 পানামা খাল :

·        অবস্থানপানামা

·        দৈর্ঘ্য৮০ কি.মি.

·        আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করে।

·        বনভূমি কেটে তৈরিকৃত ৮০ কিমি দীর্ঘ ৯১ মিটার প্রস্থ এই খাল।

·        পৃথিবীর গভীরতম খাল। গভীরতা-১৪ মিটার।

·        পানামা খাল খননের উদ্যোগ নিয়েছিল ফ্রান্স। তারা ১৮৮৯-১৮৯৪ পর্যন্ত কাজ করে ছেড়ে দেয় যুক্তরাষ্ট্রের হাতে।

·        পরবর্তীতে ১৯০৪ খ্রিস্টাব্দে পানামা খালের নির্মাণ কাজ শুরু হয়।

·        ১৯১৪ সালের ১৫ আগস্ট খালের উদ্বোধন করা হয়।

·        পানামা খাল ভ্রমণের উদ্যোগ নেন মার্কিন প্রেসিডেন্ট থিওরি রুজভেল্ট।

·        যুক্তরাষ্ট্র পানামা খালের খনন কাজ করেছিল। ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্র এই খালটি পানামার নিকট হস্তান্তর করে।

খালের নাম

অবস্থান

গোটা খাল

সুইডেন

কিয়েল খাল

জার্মানি [ জার্মানি ডেনমার্ক সীমান্তে অবস্থিত ]

ত্রলক ট্রেড খাল

জার্মানি

ম্যানচেস্টার খাল

ইংল্যান্ড

উইল্যান্ড খাল

কানাডা

প্রিন্সেস জুলিয়ানা খাল

নেদারল্যান্ড

আমস্টারডাম খাল

নেদারল্যান্ড

অন্যান্য খাল

·        সুয়েজ খালের উভয় পাশে অবস্থিত পোর্ট সৈয়দ সুয়েজ বন্দর।

·        সুয়েজ খাল নিয়ন্ত্রণ করে সুয়েজ খাল কর্তৃপক্ষ (SCA)

·        ইউরোপ এশিয়ার মধ্যে বাণিজ্যিক জাহাজগুলো যাতায়াত করে সুয়েজ খাল দিয়ে।

·        দীর্ঘতম, প্রাচীনতম, কৃত্তিম খাল গ্র্যান্ড খাল।

·        গভীরতম খাল পানামা খাল।

·        প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয় পানামা খাল কে।