ENGLISH
LITERATURE FOR
স্যার টমাস মুর অক্সফোর্ডে পড়াশুনা করেছেন। তিনি আইনজীবী হিসেবে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন । তিনি ল্যাটিন ও ইংরেজি উভয় ভাষায় প্রচুর লেখালেখি করেন। কিন্তু তিনি অমর হয়ে আছেন তাঁর বিখ্যাত উপন্যাস ‘Utopia’ (ইউটোপিয়া) এর জন্য। তিনি উপন্যাসটি ১৫১৬ সালে ল্যাটিন ভাষায় রচনা করেন। তাঁর মৃত্যুর পর ১৫৫১ সালে বইটি ইংরেজিতে অনুবাদ করা হয়। ‘Utopia’ উপন্যাস এর গ্রিক অর্থ ‘কোথাও নয়’ (an imaginary place or state
in which everything is perfect)। এই গ্রন্থটির দু'টি অংশ । প্রথম অংশে আছে চেনাজানা দেশের চিত্র যা ইংল্যান্ডের নিপীড়িত, নির্যাতিত, দুর্ভাগ্যপীড়িত মানুষের চিত্র আর দ্বিতীয় অংশে এঁকেছেন অচেনা, অজানা, অদেখা একটি আদর্শ দেশের চিত্র।
ইংরেজি সাহিত্যে প্রথম সনেট রচনাকারী এই ইংরেজ সাহিত্যিক একইসাথে ছিলেন রাষ্ট্রদূত ও গীতি কবি। তিনি মূলত পেত্রার্কান পাঁচে সনেট রচনা করতেন। বেঁচে থাকা অবস্থাতে কোনো কবিতার বই প্রকাশ না পেলেও মৃত্যুর পনেরো বছর পর তার প্রথম কবিতার বই
Songes and Sonettes (usually called "Tottel's Miscellany” 1557) যৌথভাবে প্রকাশ পায় ।
নিকোলাস উডলকে প্রথম
comedy লেখক হিসেবে বিবেচনা করা হয়। নিকোলাস উডলের Ralph Roister Doister ইংরেজি সাহিত্যের প্রথম কমেডি। এটি রেনেসাঁস যুগের সবচেয়ে হাস্যোদ্দীপক নাটক। নাটকটির কেন্দ্রীয় চরিত্র প্রথম রয়েস্টার ডয়েস্টার ছিলেন একজন কাপুরুষ ও নির্বোধ লোক। সে কুস্টান্স নামক একজন বিধবার প্রেমে পড়ে।
Roister Doister ব্যর্থ প্রেমের কাহিনি ছিল নাটকটির প্রধান উপজীব্য।
টমাস স্যাকভিল রচিত
Gorboduc রেনেসাঁস যুগের প্রথম বিয়োগান্তক নাটক । নাটকটি রচনায় স্যাকভিলকে সহযোগিতা করেন টমাস নর্টন
(Thomas Norton)। ‘গরবোডাক' বা ‘ফেরেক্স অ্যান্ড পোরেক্স'
(Gorboduc, or Ferrex and Porrex) অপূর্ব অমিত্রাক্ষর ছন্দে রচিত একটি নাটক। ব্রিটেনের রাজা গরবোডাক তাঁর দুই ছেলে ফেরেক্স এবং পোরেক্স এর মধ্যে রাজ্য ভাগ করে দেন। সম্পূর্ণ রাজ্যটি গ্রাস করার লোভে দুই ভাই এর মধ্যে ঝগড়া শুরু হল । বড় ভাই যুদ্ধে নিহত হন। পুত্রশোকে অধীর হয়ে মা তার কনিষ্ঠ পুত্রকে হত্যা করলেন। জনসাধারণ ক্ষিপ্ত হয়ে মা ও বাবা দু'জনকেই হত্যা করে। রাজ্যের কে উত্তরাধিকারী হবে এই সিদ্ধান্তে উপনীত হতে না পেরে রাজ্যে গৃহযুদ্ধ শুরু হয়।
Some other writers and their works
Writer |
Traits & Works |
Sir
David Lyndsay (স্যার ডেভিড লিন্ডসে) (1490-1555) |
The
Dreme (Poem) |
William
Stevenson (উইলিয়াম স্টিভেনসন) (1530-1575) |
Gammer
Gurton's Needle (Comedy) |
Henry
Howard (হেনরী হাওয়ার্ড) (1517-1547) |
অমিত্রাক্ষর ছন্দ (Blank Verse) এর প্রবর্তক। |
The
Earl of Surrey. |
|
Tottels
Miscaellany (টোটেলস মিসেলনি) : স্যার টমাস ওয়াট এর সাথে যৌথভাবে রচনা করেন। |
|
William
Tyndale (উইলিয়াম টিন্ডেল) (1494 - 1536) |
Known
for : Tyndale Bible (টিন্ডেল বাইবেল) |
Hugh
Latimer (হিউ ল্যাটিমার) (1487-1555) |
Bishop
of Worcester before the Reformation |
রানী
Elizabeth ১৫৫৮ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন এবং ১৬০৩ খ্রিষ্টাব্দে মারা যান। তাঁর নামানুসারে এই যুগের নামকরণ করা হয়েছে
Elizabethan Period। এই যুগকে ইংরেজি সাহিত্যের ‘স্বর্ণ যুগ' (The
Golden Age of English Literature) বলেও অভিহিত করা হয়। এই যুগকে বলা হয় ‘A nest of singing birds' |
Elizabethan tragedy এর মূল Theme বা প্রধান বৈশিষ্ট্য ছিল Revenge (প্রতিশোধ)।
এডমন্ড স্পেন্সার সম্ভবত লন্ডন শহরে জন্মগ্রহণ করেন। তিনি কবিদের কবি হিসেবে পরিচিত (the
poet of poets)। ১৫৭৯ খ্রিস্টাব্দে তাঁর প্রথম কাব্য 'The
Shepheardes Canlender ' (রাখালিয়া বারমাস্যা) প্রকাশিত হলে তিনি কবি খ্যাতি লাভ করেন । গ্রন্থটি তিনি স্যার ফিলিপ সিডনিকে উৎসর্গ করেন। স্যার ফিলিপ সিডনির জীবন ও মৃত্যুকে নিয়ে তিনি রচনা করেন রূপকধর্মী কাব্য Astrophel'। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে তাঁর সমাধি অবস্থিত। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম নিম্নরূপ-
Poetry |
The
Shepheardes Calender (1579) |
Amoretti
(1595) |
|
The
Epithalamion (1595) |
|
Four
Hymes (1596) |
|
Astrophel
(1596) |
|
Epic |
The
Faerie Queene (1590 -1609) |
The Faerie Queene স্পেন্সারের শ্রেষ্ঠকাব্য যা সাত বছর ধরে রচিত। এটি একটি অসমাপ্ত ইংরেজি মহাকাব্য। স্পেন্সার ছয়টি খণ্ড সমাপ্ত করতে পেরেছিলেন; সপ্তম খণ্ডটি অসমাপ্ত। কাব্যটির বিষয়বস্তু : পরীদের দেশের রানী গ্লোরিয়ানা ১২ দিন ব্যাপী একটি উৎসবের আয়োজন করেন । প্রত্যেক দিন একদল উৎপীড়িত মানুষ এসে রানীর কাছে দৈত্য কর্তৃক উৎপীড়নের অভিযোগ করে আর রানী প্রত্যেক দিন একজন নাইট (বীর) কে এই উৎপীড়ন বন্ধ করার জন্য পাঠিয়ে দেন। প্রত্যেক নাইটের দুঃসাহসিক অভিযাত্রাকে কেন্দ্র করে বারোটি কাব্য রচনার ইচ্ছা ছিল স্পেন্সারের। কিন্তু তিনি তা করতে পারেন নি। কাব্যটি ছিল রূপকধর্মী
(allegorical)। এতে পাঁচ রকমের রূপকের পরিচয় পাওয়া যায়। যথা- নৈতিক (moral), রাজনৈতিক (political), আত্মিক (spiritual), বীরত্ব
(chivalric), এবং এরিস্টটলীয় (Aristotelian)।
প্রথম খণ্ডে
Redcross Knight ইউনা (Una) নামক একজন নারীকে সাথে নিয়ে একটি ড্রাগনকে হত্যা করেন। রেডক্রস নাইট বা সেইন্ট জর্জ ইংল্যান্ডের ধর্মসংক্রান্ত বিষয়ের রক্ষক । ইউনা নামক নারী ছিলেন সত্য ধর্মের প্রতীক আর ড্রাগন হলো জীবনের ভুলভ্রান্তির প্রতীক ।
দ্বিতীয় খণ্ডে স্যার গায়নের (Sir Guyon) দুঃসাহসিক অভিযানের বর্ণনা রয়েছে । স্যার গায়ন জাদুকরী অ্যাক্রেসিয়াসকে (Acrasia) পরাজিত করেন। প্রথম দিকে তিনি বিপন্ন হয়ে পড়েছিলেন তখন রাজা আর্থার তাকে উদ্ধার করেন। তারপর স্যার গায়ন আলমা দেবীকে রক্ষা করেন। স্যার গায়ন হলেন সংযমের প্রতীক আর আলমা দেবী হলেন জ্যোতির্ময় আত্মার প্রতীক । তৃতীয় খণ্ডে ব্রিটোমার্টিস নামক জনৈক দুর্বৃত্তের হাত থেকে অ্যামোরেটকে উদ্ধার করার কাহিনি লপিবদ্ধ রয়েছে। পঞ্চম খণ্ডে স্যার আর্টিগলের (Sir Artegal) কাহিনি লিপিবদ্ধ রয়েছে। স্যার আর্টিগল ছিলেন শুভ বিচারবুদ্ধির প্রতীক । ষষ্ঠ খণ্ডে ভদ্রতা ও সজ্জনের প্রতীক স্যার ক্যালিডোর একটি সাংঘাতিক পশুর বিরুদ্ধে সংগ্রাম করে জয়ী হওয়ার কাহিনি। অসমাপ্ত খণ্ডে কবি রাষ্ট্রের নানাবিধ সমস্যার আলোচনা করেছেন।
প্রধান চরিত্রসমূহ |
|
Arthur |
Central
Character, লর্ড লাইসিস্টারের প্রতীক। |
Redcross
Knight |
Hero
of Book I |
Faerie
Queen / Gloriana |
Queen
Elizabeth |
Una |
The
true faith of the Protestant Church and would wife of Redcross Knight. |
Duessa |
Symbol
of Roman Church, Una 'র বিপরীত চরিত্র এবং মিথ্যার প্রতীক। |
স্যার ফিলিপ সিডনি এলিজাবেথীয় যুগের একজন বিখ্যাত সমালোচক
(Critic)। তিনি শিক্ষালাভ করেছেন অক্সফোর্ডে। ফরাসি, ইতালি ও স্প্যানিশ ভাষায় তার দক্ষতা ছিল। তার সাহিত্য সমালোচনামূলক
(criticism) বিখ্যাত গ্রন্থ 'An Apology for Poetry'. 'Astrophel and Stella' হলো তার ১০৮টি চতুর্দশপদী প্রেমের কাব্যগ্রন্থ আর রাখালিয়া রোমান্সের গদ্য কাব্য শিভ্যলরিক প্রেমের কাহিনী হলো
'Arcadia' ।
Arcadia একটি রোমান্স। এটি ১৫৯০ সালে প্রকাশিত হয়। স্যার ফিলিপ সিডনি তার ও Countess of Pembroke এর মনতুষ্টির জন্য এটি রচনা করেন। গল্পে
'Arcadia' এক আদর্শ রাষ্ট্র। এর শক্তিশালী ডিউক হলেন বাসিলিয়াস (Basilius)। তিনি শান্তিপূর্ণভাবে রাজ্যের শাসনভার পরিচালনা করতেন। তিনি তার স্ত্রী জাইনেসিয়া
(Gynecia) এবং কন্যাদ্বয় প্যামেলা (Pamela) ও ফিলোক্লেয়ার (Philoclea) ভাগ্য গণনা করে জানতে পারেন যে তার বড় মেয়ে প্যামেলাকে চুরি করা হবে, ছোট মেয়ে ফিলোক্লেয়া এক অযোগ্য ছেলের প্রেমে পড়বে আর তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হবে । বাসিলিয়াস এই ধরনের ভাগ্য থেকে বাঁচার জন্য গ্রামে গিয়ে বসবাস করেন এবং তার কন্যাদ্বয়কে মেষপালিকা হিসেবে লালন পালন করেছিলেন। এই রাজ্যে দু'জন যুবরাজ পাইরোক্লেস
(Pyrocla ও মুসিদোরাস (Musidorus) উপস্থিত হন। অনেক যুদ্ধ-বিগ্রহের পর এই দুই রাজপুত্র বাসিলিয়ান এর দুই কন্যার পাণি গ্রহণ করেন।
ফ্রান্সিস বেকন, বিখ্যাত প্রবন্ধকার
(Famous Essayist), লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি প্রবন্ধের জনক (Father of English Essay) হিসেবে পরিচিত। তাঁর প্রবন্ধের প্রধান বৈশিষ্ট্য ‘আত্মগত ভাব ও ভাবনা' । তাঁকে প্রবচন এবং সংক্ষিপ্ততার গুরু
(Master of aphorism and terseness) বলা হয়। ১৫৮৪ সালে তিনি পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন । ১৬০৩ সালে তিনি ‘নাইট' উপাধিতে ভূষিত হন। ১৬১৩ সালে তিনি ‘অ্যাটর্নি জেনারেল' হন। ঘুষ, জালিয়াতি, দুর্নীতির কারণে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন এবং কিছুদিন কারাদণ্ড ভোগ করার পর রাজ অনুগ্রহে তিনি মুক্তি পান। বেকনের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম নিম্নরূপ-
প্ৰবন্ধ গ্রন্থ |
The
Advancement of Learning (1605) |
Novum
Organum (1620) |
|
Essays
(1625) |
|
Essay |
Of
Studies |
Of
Plantation |
|
Of
Marriage and Single Life |
|
Of
Great Place |
|
Of
Truth |
|
Of
Love |
এছাড়াও তাঁর বিখ্যাত
Essay'র মধ্যে রয়েছে Of Death, Of Religion, Of Adversity, Of Envy, Of Friendship, Of
Ambition, Of Fortune, Of Honour and Reputation, Of Anger, Of Gardens, Of
Beauty, etc.
Of Studies প্রবন্ধে Bacon
অধ্যয়নের উদ্দেশ্য, মাধ্যম, ধরন এবং তার ব্যবহার সম্পর্কে আলোকপাত করেছেন। অধ্যয়ন যে কাউকেই উচ্চমাত্রার আনন্দ দিয়ে থাকে। এটি আমাদের ধারণক্ষমতা, দক্ষতা, যোগ্যতা, এমনকি ক্ষমতাও বৃদ্ধি করে। সাধারণ মানুষ অধ্যয়নের মাধ্যমে জ্ঞানী হয় এবং প্রাজ্ঞব্যক্তি এর সঠিক ব্যবহার করে। প্রাজ্ঞতা অর্জনে সকল বইয়ের সমান ব্যবহার প্রয়োজন নেই। কিছু বইয়ের শুধু স্বাদ গ্রহণ, কিছু পুরোপুরি আত্মস্থকরণ এবং কিছু বই ধীরে ধীরে গ্রহণ ও আত্মস্থ করতে হয় (
Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed
and digested)। পরিপূর্ণ প্রাজ্ঞতা অর্জনে অধ্যয়নের পাশাপাশি আরো কিছু প্রয়োজন। যেমন- পঠন একজন পূর্ণ মানুষ, সম্মেলন একজন প্রস্তুত মানুষ এবং লিখন একজন যথার্থ মানুষ গড়ে তোলে (Reading makes a full man, conference a ready man, writing an
exact man)।
ক্রিস্টোফার মার্লো ইংল্যান্ডের ক্যান্টারবেরিতে শেক্সপিয়রের জন্মের ২ মাস পূর্বে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি বিয়োগান্তক নাটকের জনক হিসেবে পরিচিত
(Father of English tragedy)। তাঁকে ইংরেজি নাটকের সত্যিকার প্রতিষ্ঠাতা মনে করা হয় (True
founder of English drama)। তিনি নাটকে Blank Verse বা অমিত্রাক্ষর ছন্দ ব্যবহারের অগ্রদূত। মাত্র ঊনত্রিশ বছর বয়সে লন্ডনের এক সরাইখানায় পুলিশের গুপ্তচরের হাতে নিহত হন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম নিম্নরূপ-
Play |
Tamburlaine,
the Great (1587) |
The
Jew of Malta (1589) |
|
Edward
II (1591) |
|
Dr.
Faustus (1592) |
|
Poem |
The
Passionate Shepherd to His Love (1599) |
Quotation |
"Come
on and be my friend." |
The Tragical History of Doctor Faustus নাটকটি অমিত্রাক্ষর ছনে Blank
verse) লেখা। নাটকটির বিষয়বস্তু (theme) ক্ষমতার মোহ (thirst of power)। কাহিনিটি জার্মান গল্প ‘Faust’ থেকে নেওয়া যেখানে একজন মানুষ ক্ষমতা, অভিজ্ঞতা, আনন্দ ও জ্ঞানের জন্য তার আত্ম শয়তানের নিকট বিক্রি করে দেয় । নাটকটির প্রধান চরিত্র ড. কন্ট্রাস (Dr.
Faustus) ছিলেন একজন পণ্ডিত। তিনি ধর্মতত্ত্বে পি এইচ ডি (PhD)
ডিগ্রি অর্জন করেন। দর্শন, পদার্থবিদ্যা আধ্যাত্মবিদ্যা এবং আইন বিষয়ের জ্ঞান তাকে সন্তুষ্ট করতে পারেনি। তিনি স্বর্গীয় ও সীমাহীন ক্ষমতা লাভ করতে চান। তাই তিনি কালো যাদুবিদ্যা চর্চার মনস্থির করেন এবং মনে করেন এর মাধ্যমেই তিনি অসীম জ্ঞান ও ক্ষমতা লাভ করতে পারবেন। তার দুই বন্ধু
Valdes ও Cornelius তাকে নিয়মিত বাদুবিদ্যা চর্চার উৎসাহ দেয়। তিনি শয়তান লুসিকার
(Lucifer) এর অনুচর মেফিস্টোফিলিসের (Mephistophilis) সাথে একটি সাংঘাতিক চুক্তিতে আবদ্ধ হন। তিনি নিজের রক্ত দিয়ে চুক্তিপত্র স্বাক্ষর করলেন,
"আমি ডক্টর ফস্টাস, শয়তান লুসিফার এবং তার অনুচর মেফিস্টোফিলিসের কাছে আমার দেহ এবং আত্মা বিক্রয় করলাম। ২৪ বছর পর্যন্ত আমি অপরিসীম জ্ঞান লাভ করে অসাধারণ ক্ষমতাশালী হব; কিন্তু তারপর আমার আত্মা চিরকালের মতো নরকের আগুনে দুঃসহ জ্বালা ভোগ করবে।” তিনি মেফিস্টোফিলিসের সাহায্যে যেকোনো কিছু করার ক্ষমতা লাভ করেন। এমন ক্ষমতা পেয়ে তিনি গর্ব অনুভব করেন। তিনি বলেন -
"Divinity, adieu! These metaphysics of magicians, And necromantic books
are heavenly." Good Angel সবসময় তাকে যাদুবিদ্যা ত্যাগের পরামর্শ দেয়। কিন্তু তিনি বাহ্যিক ও অভ্যন্তরীণ সংঘাতে ভুগছিলেন। মাঝে মাঝে তিনি বাস্তবতা বুঝতে পারেন এবং তিনি ঈশ্বরের কাছে প্রার্থনার চেষ্টা করতেন কিন্তু তিনি শয়তানের প্ররোচনায় তা পারতেন না। ক্ষমতার লোভ ছাড়াও ফস্টাস কাম বাসনায় আগ্রহী ছিলেন। তিনি আনন্দ উপভোগের জন্য মেফিস্টোফিলিসের সহযোগিতায় গ্রিসের অনিন্দ্য সুন্দরী হেলেন কে উপস্থিত করেন এবং বলেন
(Faustus conjures the shade of Helen. Upon seeing Helen, Faustus speaks the
famous line) Was this the face that launch'd a thousand ships, And burnt the
topless towers of llium? Sweet Helen, make me immortal with a kiss, Her lips
suck forth my soul: See, where it flies, Come, Helen, Come give me my soul
again.” ধীরে ধীরে তার চুক্তির মেয়াদ শেষের দিকে চলে আসে । তিনি বাস্তবতা বুঝতে পারেন এবং প্রার্থনা করার চেষ্টা করেন কিন্তু সফল হতে পারেন না। অধিক জানার আগ্রহই শেষ পর্যন্ত তাঁর মর্মান্তিক মৃত্যু ডেকে আনে।
প্রধান চরিত্রসমূহ |
|
Doctor
Faustus |
Central
character, tragic hero |
Mephistophilis |
The
Devil |
Wagner |
Faustus'
student and servant |
Lucifer |
The
ruler of Hell and Master of Mephistophilis |
Good
Angel and Evil Angel |
A
pair of Angels |
Tamburlaine, the Great নাটকটি মার্লোর নাট্য প্রতিভার একটি শ্রেষ্ঠ দ্যোতনা নাটকটিতে বিশ্ববিজয়ী তৈমুরলঙের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। তৈমুরলঙ ছিলেন একজন সামান্য মেষপালক । কিন্তু কালে কালে তিনি সমগ্র প্রাচ্যের অধিপতি হয়ে উঠলেন। যুদ্ধে বিজয় লাভ করে তিনি অপরিমেয় ক্ষমতার অধিকারী হতে চেয়েছিলেন। তার মধ্যেও ছিল সৌন্দর্যের জন্য কামনা। তার প্রিয়া জেনোক্রেটের জন্য তৈমুরলঙের হৃদয় সর্বদা উদ্বেলিত থাকত। জেনোক্রেটের মৃত্যুতে আত্মহারা তৈমুরলঙ তার প্রিয়া যে শহরে মৃত্যুবরণ করেছিলেন, সে শহরকে পুড়িয়ে দিলেন।
The Jew of Malta নাটকটিতে ম্যাকিয়াভেলি ও রেনেসাঁর প্রভাব রয়েছে । নাটকের নায়ক ব্যারাবাস ক্ষমতার অধিকারী হতে চায় ঐশ্বর্য দিয়ে। ঐশ্বর্য ও মদে তিনি সর্বদা উন্মত্ত । কিন্তু এক সময় মাল্টার শাসনকর্তা তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেন। তার বাড়ি সন্ন্যাসিনীদের আশ্রয়ে রূপান্তরিত হয়। কিন্তু ঐশ্বর্যের কামনা তার এতটুকু কমে না। তিনি তার মেয়ে অ্যাবিগাইলকে সন্ন্যাসিনী হতে উৎসাহিত করেন যাতে করে মেয়ে ঐ আশ্রমেই থাকতে পারে আর তাকে ধনরত্ন দিতে পারে।
The Passionate Shepherd to His
Love কবিতাটি ক্রিস্টোফার মার্লোর একটি pastoral
poem. কবিতাটি শুরু হয়েছে বক্তার অনুরোধ বা আমন্ত্রণ দিয়ে- 'Come
live with me and be my love.' যদি বক্তার ভালোবাসার মানুষ প্রস্তাবে সম্মতি দেয়, তাহলে তারা প্রকৃতি সৌন্দর্য উপভোগ করবে-
“And we will sit upon the Rocks,
Seeing the Shepherds feed their flocks,
By shallow Rivers to whose falls
Melodious birds sing Madrigals."
বক্তা তার প্রিয়তমাকে অনেক কিছু দেওয়ার প্রতিজ্ঞা করে। সে তাকে পুষ্পশয্যা উপহার দিতে চায় , দিতে চায় সবচাইতে ভাল পশমের জামা । কবি তার প্রিয়তমাকে এমন কিছু উপহার দিতে চায়, হয়তো তা দেওয়ার সামর্থ্য তার নেই কিন্তু তার এই উপহার পেয়ে যদি প্রিয়তমা খুশি হয়, তাহলে সে যেন তাকে ভালোবাসে । কবি বলেন-
“A belt of straw and ivy buds,
With coral clasps and amber studs,
And if these pleasures may thee move,
Come live with me, and be my love."
ইংরেজি সাহিত্যের বিখ্যাত নাট্যকার
(Playwright/Dramatist) উইলিয়াম শেক্সপিয়র ইংল্যান্ডের স্ট্রাটফোর্ড অন এভোন
(Stratford upon Avon) শহরে জন্ম গ্রহণ করেন। এজন্য তাঁকে ‘Bard
of Avon' বলা হয়। তিনি ইংল্যান্ডের জাতীয় কবি। কিন্তু তিনি অমর হয়ে আছেন তাঁর বিখ্যাত নাটকের
(Play/ Drama) জন্য। শেক্সপিয়র ১২টি বিখ্যাত নাটক জ্যাকবিয়ান যুগে রচনা করলেও তিনি এলিজাবেথান
(Elizabethan) যুগের সাহিত্যিক। প্রকৃতপক্ষে তিনি সকল কালের, সকল মানুষের। তাঁর পিতা ছিলেন জন শেক্সপিয়র এবং মাতা মেরী শেক্সপিয়র। ১৫৮২ সালে শেক্সপিয়র অ্যান হ্যাথাওয়েকে বিবাহ করেন । টমাস লুসি নামে শেক্সপিয়রের একজন প্রতিপত্তিশালী ভূস্বামী শত্রু ছিল। স্ট্রাটফোর্ড শহর থেকে তিনি শেক্সপিয়রকে বিতাড়িত করেন। লন্ডনে তখন অনেক রঙ্গালয়। লন্ডনের এক রঙ্গালয়ে তিনি কাজ পেয়ে গেলেন। এই প্লেহাউসের অভিনেতারা “লর্ড চেম্বারলেনের দল” বলে পরিচিত ছিল। শেক্সপিয়র এর কাজ ছিল তরুণ অভিনেতাদের অভিনয় শিক্ষা দান। শেক্সপিয়র নিজেও ভাল অভিনেতা
(Actor) ছিলেন। তাঁর বিশেষ খ্যাতি ছিল ‘Play-pather'
হিসেবে অর্থাৎ নাটকের ঘটনাকে তিনি প্রয়োজন বোধে পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করতে পারতেন। তিনি তাঁর অধিকাংশ নাটক (Play) Blank Verse এর
lambic Pentameter Form এ রচনা করেন । শেক্সপিয়রের সাহিত্যকর্ম-
Tragedy (ট্র্যাজেডি) |
Comedy (কমেডি) |
Romeo
and Juliet |
Twelfth
Night |
Julius
Caesar |
The
Comedy of Errors |
Hamlet |
The
Merchant of Venice |
King
Lear |
Much
Ado About Nothing |
Macbeth |
All's
Well That Ends Well |
Othello |
A
Midsummer Night's Dream |
Antony
and Cleopatra |
As
You Like It |
Titus
Andronicus |
Measure
for Measure |
Troilus
and Cressida |
Taming
of the Shrew |
Coriolanus |
The
Merry Wives of Windsor |
Cymbeline |
Love's
Labour's Lost |
Timon
of Athens |
Pericles,
Prince of Tyre |
- |
The
Two Noble Kinsmen |
- |
Winter's
Tale |
- |
The
Tempest |
Historical
Play (ঐতিহাসিক নাটক) |
Poetry |
Henry
VI, Part-I |
Narrative
Poem : Venus and Adonis |
Henry
VI, Part-II |
Narrative
Poem : The Rape of Lucrece |
Henry
VI, Part-III |
Narrative
Poem : A Lover's Complaint |
King
John |
Poem
: The Passionate Pilgrim |
Richard
II |
Poem
: The Phoenix and the Turtle |
Richard
III |
Poem
: Sonnet (সনেট) ১৫৪টি |
Edward
III |
হ্যামলেট Revenge Tragedy-র অন্তর্ভুক্ত। হ্যামলেট নাটকটির
(play/drama) কাহিনীতে দেখা যায় কিং হ্যামলেট খুন হন ক্লডিয়াস ও গারট্রুড দ্বারা। কিং হ্যামলেটের মৃত্যুর পরপরই গারট্রুড ক্লডিয়াসকে বিয়ে করা নিয়ে প্রিন্স হ্যামলেটের মনে সন্দেহ ও ঘৃণা জাগে এবং তার প্রথম স্বগতোক্তিতে
(Soliloquy) সে বলে- ‘হে স্বর্গ ও পৃথিবী আমি কি অবশ্যই মনে রাখবো? যে কেন সে তার আলিঙ্গনের অনুরাগী হয়ে ঝুলে আছে, তার কি সেই ক্ষুধা বেড়ে গেছে আর মাত্র এক মাসেই সে সেখানে কি খাওয়াবে- আমাকে আর ভাবতে বলোনা- দুর্বলতা, তোমার নামই নারী!
(Frailty, thy name is woman!)। প্রিন্স হ্যামলেটকে তার বাবার প্রেতাত্মাই কিং হ্যামলেট এর হত্যার সব ঘটনা প্রকাশ করে দেয়। কিং হ্যামলেটের প্রেতাত্মার এই আগমনকে হোরাশিও বিস্ময় মনে করে, তখন প্রিন্স হ্যামলেট তাকে বলে ‘অদ্ভুতকে স্বাগত জানাও কারণ আমাদের স্বপ্নদর্শনে যা কিছু আছে তার চেয়ে অধিক কিছু স্বর্গ ও পৃথিবীতে আছে'
(There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your
philosophy)। তার পর প্রিন্স হ্যামলেট প্রেতাত্মার কথায় অস্থির হয়ে হত্যাকারীর ওপর প্রতিশোধ গ্রহণের জন্য দ্বিধান্বিত হয়ে ভাবতে থাকে এবং Act
III, Scene I -এ Ophelia (Hamlet's fiancée) কে উদ্দেশ্য করে বলে- ‘To be,
or not to be, that is the question.' এ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হ্যামলেট ইচ্ছাকৃতভাবে পাগলের ভান করে। ক্লডিয়াসই যে তার বাবার হত্যাকারী তা সে নিশ্চিত হয় ‘দ্য মার্ডার অব গনজাগো' (The
Murder of Gonzago) নামে একটি নাটক পরিবেশনের মাধ্যমে। হ্যামলেট তার বাবার হত্যার প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নেয় এবং অদৃষ্টকে মেনে নিয়ে তার বন্ধু হোরাশিওকে বলে ‘ঐশ্বরিক বলতে কিছু আছে যা আমাদের শেষটা নির্ধারণ করে
(There is a divinity that shapes our ends)। কিন্তু রাজা ক্লডিয়াস হ্যামলেট এর পরিকল্পনা বুঝতে পেরে তাকেই হত্যা করার জন্য ‘Fencing-match’এর আয়োজন করে হ্যামলেট ও লেয়ার্তেস এর মধ্যে। রানী গারট্রুড উত্তেজনার বশে হ্যামলেটের জন্য রাখা বিষমিশ্রিত পানীয় পান করে মারা যায়। হ্যামলেট ও লেয়ার্তেস এর তলোয়ারের ডগায় বিষ মিশ্রিত ছিল এবং তারা ঐ তলোয়ার দ্বারা একে অপরকে আঘাত করে। হ্যামলেট সবকিছু যখন বুঝতে পারে তখন সে ক্লডিয়াসকে ছুরিকাহত করে এবং বিষমিশ্রিত মদ পান করিয়ে তাকে হত্যা করে। সবশেষে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নাটকটির কিছু বিখ্যাত উক্তি- ( Quotation ) -
·
Listen to many, speak to a few.
·
One may smile, an smile, and be a villain.
·
Conscience doth make cowards of us all.
·
Brevity is the soul of wit.
·
If we are true to ourselves, we can not be false to anyone.
·
“Why, then, ‘tis none to you, for there is nothing either good
or bad but thinking makes it so."
প্রধান চরিত্রসমূহ |
|
Prince
Hamlet |
The
Prince of Denmark |
Claudius |
Present
king of Denmark |
Gertrude |
The
queen of Denmark |
Ophelia |
Heroine
of the play |
Laertes |
Brother
of Ophelia |