ENGLISH LITERATURE (LECTURE 4)

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি (BCS) Preliminary Test 200 Marks English Literature (ইংরেজি সাহিত্য)

 

         English Literature for BCS Bank and Job Preparation

 

           যা যা থাকছে

        The Jacobean Period

        The Carolize Age

        The Commonwealth Period


The Jacobean Period

James-IV স্কটল্যান্ডের রাজা ছিলেন। রানী এলিজাবেথ এর মৃত্যুর পর তিনি James-I উপাধি ধারণ করে ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন তিনি ১৬০৩-১৬২৫ খ্রি. পর্যন্ত ইংল্যান্ডের রাজত্ব করেন। James শব্দটির ল্যাটিন রূপ হলো Jacob' তাঁর নামানুসারে এই যুগের নামকরণ করা হয় The Jacobean Period'

 

John Donne (১৫৭২ - ১৬৩১ খ্রি.)

জন ডান লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি একজন বিখ্যাত মেটাফিজিক্যাল কবি (Metaphysical Poet) তাঁকে The greatest love poet / Poet of Love' হিসেবে বিবেচনা করা হয়। তিনি ক্যাথলিক ধর্ম ত্যাগ করে অ্যাংলিকান ধর্ম গ্রহণ করেন এবং পাদরি হন। শেষ পর্যন্ত তিনি সেন্টপল্স গির্জার উপাচার্য হয়েছিলেন যা কোনো ইংরেজ কবি পারেননি। জন ডান সেই যুগের প্রেম সম্পর্কিত প্লেটোনিক ধারাকে ব্যঙ্গ করেন এবং জীবনে প্রেম কামনাকে বাস্তব রূপ দান করেন। প্রেম সম্পর্কে তাঁর ধারণা ছিল- Love is not so pure, and abstract, as they use to say' অর্থাৎ প্রেম দেহ-সম্ভোগহীন কোনো বস্তু নয়। তাঁর মতে, প্রেম হল বসন্তের আগুন, শীতেও যার উত্তাপ এতটুকু কমে না।

 

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

 

Poetry

Verse Letters

Pseudo-Martyr

Epithalamions

Biathanatos

Poem

The Good Morrow

Twicknam Garden

The Canonization

Go and Catch the Fallling Star

The Sun Rising

A Valediction: Forbidding Mourning

The Funeral

Death be not Proud

 

The Good - Morrow কবি জন ডান এর একটি গীতিকবিতা। এখানে অশরীরী প্রেমের কথা বলা হয়েছে। কবিতার প্রথমেই প্রেমিক তাদের অবুঝ ভালবাসার কথা বলেছেন যা কিনা মাতৃস্তন পানরত অবুঝ শিশুর মতো কিংবা ইফেসাস রাজ্যে গুহায় ঘুমন্ত সাত ভাই (the Seven Sleepersden) এর মতো। পরবর্তীতে কবি তাদের পরিপক্ব ভালবাসার কথা বলেছেন। তারা একটি কক্ষকে রূপান্তর করেছেন একটি মহাবিশ্বে কবি বলেন- 'And makes one little room an everywhere.' তারা একে অপরের মুখচ্ছবিকে তুলনা করেছেন দুইটি গোলার্ধের সাথে সেখানে বাস্তব গোলার্ধের মতো কোনো ঠাণ্ডা বা অন্ধকার নেই কবি বলেছেন, তাদের ভালবাসা ত্রুটিহীন, খাঁটি এবং অমর কবির ভাষায়-
If our two loves be one, or, thou and I
Love so alike, that none do slacken, none can die.

 

The Sun Rising কবিতায় কবি জন ডান সূর্যের প্রতি অভিযোগ এনেছেন। তিনি বলেছেন যে সূর্যটা বড়োই অবুঝ আর দুরন্ত। কবি বলেন- Busy old fool, unruly sun. কবি সূর্যকে গোপনীয় স্থানগুলোতে আলো না ফেলে অর্থাৎ প্রেমিক প্রেমিকাকে বিরক্ত না করে দেরিতে ঘুম থেকে উঠা ছেলেমেয়েদের, কৃষকদের, শিকারিদেরকে ডাকতে বলেছেন। কবি বলেছেন, সূর্যদেবের অনেক বয়স হয়েছে, তার এখন বিশ্রাম গ্রহণ করা উচিত, তার উচিত কোনো গোপনীয় স্থানে আলো না ফেলা কারণ রোমান্সের বিছানায় আলোর প্রয়োজন নেই। পৃথিবীর মূল্যবান সব কিছুই তাদের রোমান্সের বিছানায় রয়েছে কবির ভাষায়-
"She's all states, and all princes, I,
Nothing else is.

তাদের বিছানাটিকে কেন্দ্র করেই সূর্য ঘোরে কবি বলেন- This bed thy center is, these walls, thy sphere. কবিতায় কবি কৌতুক রহস্যচ্ছলে সূর্যের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেছেন।

 

The Canonization কবিতায় কবি জন ডান ভালবাসার তরে একটি নিরিবিলি ক্ষণ কামনা করেছেন। কবির ভাষায়- For God's sake hold your tongue, and let me love. তিনি জগতের কাউকে বিরক্ত করে, কারো সমস্যার সৃষ্টি করে ভালোবাসতে চান না। তিনি অন্যদেরকে উদ্দেশ্য করে বলেন তোমরা ধন-সম্পদ, অর্থবিত্ত নিয়ে সন্তুষ্ট থাকো শুধু আমাকে নিরিবিলি ভালোবাসতে দাও কবি বলেন, তিনি আর তাঁর প্রেমিকা একই সঙ্গিতের সুরে বাঁধা, একই কবিতার মাঝে জেগে রবে তাদের ভালোবাসার গাথা। কবি বলেন, তাদের মৃত্যুর পর হয়তো তাদের কবরে সুরম্য অট্টালিকা গড়ে উঠবে না কিন্তু তিনি নিশ্চিত কবিতায় তাদের স্থান অবশ্যই হবে। সবাই তাদেরকে ভালোবাসার সেইন্ট হিসেবে গ্রহণ করবে। কবির ভাষায়-
"And by these hymns, all shall approve
Us canonized for Love.

 

A Valediction : Forbidding Mourning কবিতায় কবি জন ডান তাঁর প্রেমিকার প্রতি গভীর ভালোবাসা নিষ্ঠার প্রকাশ ঘটিয়েছেন। কবি কবিতাটি তাঁর স্ত্রীকে উদ্দেশ্য করে রচনা করেছেন কবি কিছুদিনের জন্য ফ্রান্সে গিয়েছিলেন। তখন তাঁর স্ত্রী বিয়োগ ব্যথায় কিছুটা অসুস্থ হয়ে পড়েন কবি তাঁর পত্নীকে সান্ত্বনা দিয়ে বলেন, আমাদের এই আলাদা হওয়ার বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে শোকবহ করে তুলো না এটা আমাদের ভালোবাসাকে অপবিত্র করে দেবে কবি বলেন, তাদের প্রেম এতটাই খাঁটি যে তারা একে অপরের কাছ থেকে দূরে সরে গেলেও তাদের দু'জনার প্রেম একটুও কম হবে না। তাদের প্রেম খাঁটি আর নিখাদ। ঠোঁট আর হাতের স্পর্শ না পেলেও মনের ভেতরের আবেগ, ভালোবাসার কোনোরূপ ঘাটতি হবে না তারা একই কম্পাসের ন্যায় কেন্দ্রকে নির্দিষ্ট করে একই বৃত্তে আবর্তন করে। কবির ভাষায়-
If they be two, they are two so
As stiff twin compasses are two."
কবি বলেন, তোমার ভালোবাসার দৃঢ়তাই তাঁকে স্থির রাখবে। কবি বলেন, ভালোবাসার মানুষ যত দূরেই অবস্থান করুক না কেনো খাঁটি ভালোবাসার কোনো পরিবর্তন হয় না কবি বলেন-
"Thy firmness makes my circle just,
And makes me end where I begun.

 

John Webster (১৫৮০ - ১৬৩৪ খ্রি.)

জন ওয়েবস্টার ১৫৮০ সালে জন্মগ্রহণ করেন। বিয়োগান্তক (Tragedy) নাটক রচয়িতা হিসেবে উইলিয়াম শেক্সপিয়রের ঠিক পরেই তাঁর স্থান। তিনি প্রতিহিংসাত্মক নাটক রচনায় বিশেষ স্থান দেখিয়েছেন। ওয়েবস্টারকে বলা হয় বীভৎস রসের কবি নাট্যকার। তাঁর নাটকে মেলোড্রামার লক্ষণও দেখা যায়। ওয়েবস্টারের নাটক কাব্যধর্মী। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Tragedy

The Duchess of Malfi

The White Devil

 

The Duchess of Malfi

জন ওয়েবস্টারের একটি বিখ্যাত ট্র্যাজেডি। নাটককে Revenge Tragedy বা প্রতিহিংসামূলক ট্র্যাজেডি বলা হয়। ডাচেস্ (The Duchess of Malfi) খুবই সুন্দরী বিধবা যুবতী। তার দুই ভাই ফার্দিনান্দ (Ferdinand, Duke of Calabria) কার্ডিন্যাল (Cardinal) চায় না ডাচেস্ আবার বিবাহ করুক। তাই সেও ঘোষণা দিল সে আর বিবাহ করবে না। কিন্তু সে ইতিমধ্যে অ্যান্টোনিওর (Antonio) প্রেমে পড়েছে এবং সে কতিপয় সন্তানেরও জন্ম দিয়েছে। বোসোলা (Bosola) ডাচেসের ঘটনাটি উদঘাটন করে এবং তা ফার্দিনান্দ কার্ডিন্যাল কে জানিয়ে দেয়। ঘটনাটি শুনে তারা খুবই রাগান্বিত হন। বোসোলা কৌশলে ডাচেকে বন্দি করে। কারাগারে বিভিন্ন অত্যাচারে ডাচেস্ মৃত্যু বরণ করেন ভুলক্রমে অ্যান্টোনিওকেও হত্যা করা হয় বোসোলা তার পুরস্কার দাবি করে কিন্তু সে ডাচেসের দুই ভাই দ্বারা অপমানিত হয়। ফার্দিনান্দ ডাচেসের মৃতদেহ দেখে পাগল হয়ে যায় এবং সে নেকড়ের মত আচরণ করে। পরিশেষে বোসোলা ফার্দিনান্দ কার্ডিন্যালকে হত্যা করে এবং সেও ফার্দিনান্দ দ্বারা নিহত হয়।

 

The White Devil

নাটকটিতে রয়েছে মৃত্যুর বিভীষিকা। এটিও জন ওয়েবস্টারের একটি Revenge Tragedy নাটকের অন্যতম ভিলেইন নায়িকা ভিটোরিয়া করম্বোনা (Vittoria Corombona) ওয়েবস্টার নায়িকা ভিটোরিয়া করম্বোনার মধ্যে দৈহিক সৌন্দর্য, অতুলনীয় সাহস এবং পাশবিক পৈশাচিকতার এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন নায়িকা ভিটোরিয়া করম্বোনা ডিউকের উপপত্নী তারই জন্য ডিউক তার স্ত্রী ভিটোরিয়ার স্বামীকের হত্যা করে। শেষ পর্যন্ত ভিটোরিয়ার মৃত্যু ঘটে।

 

Other writers and their works-

 

Writer

Works

King James - I (1566-1625)

Known as the Wisest Fool.
The Translation of Bible into English (1611 )

Cyril Tourneur (1575-1626)

The Revenger's Tragedy (1600)
The Atheist's Tragedy (1611)

 

The Caroline Age

ইংল্যান্ডের রাজা Charles-I এর নামানুসারে [Caroline Carolus (Latin) Charles] যুগের নামকরণ করা হয় তিনি ১৬২৫ হতে ১৬৪৯ খ্রি. পর্যন্ত ইংল্যান্ডের রাজত্ব করেন। এই যুগে ইংল্যান্ডে Cavaliers (Supporters of King) এবং Roundheaded (Supporters of the Parliament) এর মধ্যে Civil War চলছিল। গৃহযুদ্ধে Cavalier রা পরাজিত হয় এবং ৩০ জানুয়ারি ১৬৪৯ সালে রাজা Charles-I এর শিরশ্ছেদ করা হয়। গণতন্ত্র প্রতিষ্ঠা এই যুগের উল্লেখযোগ্য ঘটনা। যুগটি নাটকের যুগ না হলেও এসময় Metaphysical কবিতার উদ্ভব হয়।

The Cavalier Poets: সতের শতকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে এক গোষ্ঠী কবি রাজা Charles-I এবং তার নির্বাসিত ছেলের অর্থাৎ রাজতন্ত্রের সমর্থক ছিলেন। তাদেরকেই The Cavalier Poets বলা হয়। তারা হলেন- Robert Herrick (রবার্ট হেরিক), Thomas Carew (টমাস কারিউ), John Suckling (জন সাকলিং), Abraham Cowley (আব্রাহাম কাউলে) and Richard Lovelace (রিচার্ড লাভলেস) তারা ছিলেন বেন জনসনের (Ben Jonson) অনুসারী। তাই তাদেরকে Sons of Ben বলা হয়। তারা ছিলেন Secular (ধর্মনিরপেক্ষ)

 

Robert Herrick (১৫৯১ - ১৬৭৪ খ্রি.)

রবার্ট হেরিক লন্ডন শহরে জন্মগ্রহণ করেন। পড়াশুনা করেছেন কেম্ব্রিজে। তাঁকে বেন জনসনের মানসপুত্র মনে করা হয় ( A disciple of Ben Johnson) জীবিকার জন্য ধর্মযাজক হয়েছিলেন। তিনি ক্যাভালিয়ার কবি গোষ্ঠীর মধ্যে অন্যতম। তাঁকে A true Cavalier poet' বলা হয় তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Poetry

Noble Numbers (নোবল নাম্বার্স)

Hesperides (হেসপেরিডিস)

Poem

To Daffodils

To Julia

To Anthea

Cherry Ripe

 

To Daffodils কবিতায় রবার্ট হেরিক ড্যাফোডিল ফুলের ক্ষণস্থায়ী জীবনের জন্য ব্যথিত, বলেছেন, ড্যাফোডিল ফুলের স্থায়িত্ব সকালের সূর্যের মতই ক্ষণস্থায়ী (Fair Daffodils! we weep to see/ You haste away so soon,/ As yet the early rising sun/ Has not attained his noon) তাই কবি ড্যাফোডিল ফুলকে অনুরোধ করেছেন সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকতে যাতে তারা দু'জনই সন্ধ্যাকালীন প্রার্থনায় অংশগ্রহণ করতে পারে। কবি অনুভব করেছেন ড্যাফোডিল ফুলের মত মানবজীবনও ক্ষণস্থায়ী। মানুষের জীবনের সর্বোৎকৃষ্ট সময় হল যৌবন যা বসন্তের (spring) মত ক্ষণস্থায়ী। মানুষ ড্যাফোডিলের জীবন হলো গ্রীষ্মের এক পশলা বৃষ্টির মত (the summer's rain); ভোরের শিশিরের মত (morning's dew), যা কখনও স্থায়ী হয় না।

 

George Herbert (১৫৯৩ - ১৬৩৩ খ্রি.)

 

জর্জ হার্বাট ছিলেন একজন metaphysical কবি। তাঁকে মেটাফিজিক্যাল গোষ্ঠীর তাপস' বলা হয়। কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে তিনি সেখানেই ফেলো এবং রিডার নিযুক্ত হন। কবি জন ডান এর প্রেরণায় তিনি ধর্মীয় কাজে আত্মনিয়োগ করেছিলেন এবং পরবর্তীতে ধর্মযাজক (clergyman) হয়েছিলেন। তাঁর রচিত কোনো কাব্যই তাঁর জীবদ্দশায় প্রকাশ পায়নি। ১৬৩৩ খ্রি. দি টেম্পল' (A Priest to the Temple, Or, The Country Parson) কাব্যটি প্রকাশিত হয়। তাঁর উল্লেখযোগ্য কবিতার মধ্যে রয়েছে- Easter- Wing', 'The Collar, etc.

Easter Wings কবিতায় George Herbert যিশুর পুনরুত্থানের দিকটির দিকে আলোকপাত করেছেন। কবি বলেন, মহান ঈশ্বর মানব সৃষ্টি করেছেন সকল প্রাচুর্যসহকারে কিন্তু মানুষ তা দূরে ঠেলে ফেলেছে নির্বুদ্ধিতায়। কবি বলেন, ঈশ্বরের করুণা তারা দূরে ঠেলে দিতে দিতে শেষ পর্যায়ে এসে দারিদ্রের চরম সীমায় উপনীত হয়েছে। পাপ, নানা শোকের বেদনার গ্লানি বইতে হচ্ছে তাকে। কবি অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে ঈশ্বরের কাছে অনুরোধ জানান তাঁর নতুন করে জাগরণ ঘটানোর। কবি বলেন, তাঁর এই জাগরণের মধ্য দিয়ে তাঁর মাঝে ধ্বনিত হোক পুনরুত্থান দিবসের সঙ্গীত। আর তিনি এর মাধ্যমে ঈশ্বরের কৃপায় উড়ে যাবেন স্বর্গলোকে

The Collar কবিতায় George Herbert মানবাত্মার মুক্তির জয়গান গেয়েছেন। গলাবন্ধনী দ্বারা তিনি একজন মানুষকে শৃংঙ্খলিত রূপে দেখিয়েছেন যে মানুষ তার গলাবন্ধনী হতে মুক্ত হতে চায়। এখানে গলাবন্ধনী কে রূপকের মাধ্যমে সময়ের সীমাবদ্ধ জীবন যাত্রার কথা তুলে ধরেছেন।

 

John Milton (১৬০৮ - ১৬৭৪ খ্রি.)

কবি জন মিল্টন লন্ডন শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন Epic poet | কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে মিল্টন স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি রোমে বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিওর (Galileo) সঙ্গে সাক্ষাৎ করেন ১৬৪৯ সালে প্রজাতন্ত্রী সরকার প্রতিষ্ঠিত হলে তিনি ল্যাটিন সেক্রেটারির পদ গ্রহণ করেন। ১৬৫২ সালে তিনি অন্ধ হয়ে যান। ১৬৬০ সালে ক্রমওয়েলের মৃত্যুর পর প্রজাতন্ত্রী রাষ্ট্রের অবসান ঘটে এবং রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় মিল্টন পদচ্যুত হন। তাঁর সমস্ত রচনাকে আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়। অন্ধত্বের জন্য রাজরোষ থেকে নিষ্কৃতি পান তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

 

Poetry

Paradise Lost, 1667

Lycidas, 1637

Paradise Regained, 1671

On his blindness (Sonnet)

Essay

Areopagitica, 1644

 

Paradise Lost জন মিল্টনের মুক্ত ছন্দে (Blank verse) রচিত একটি মহাকাব্য (Epic) এই মহাকাব্যের বিষয়বস্তু হল বাইবেল (Biblical story of the Fall of Man) তাই এটিকে Religious Epic বলা হয় বাইবেলে বর্ণিত ঈশ্বরের সৃষ্ট এডাম ইভ কর্তৃক জ্ঞানবৃক্ষের নিষিদ্ধ ফল আহার করার জন্য স্বর্গ থেকে বিতাড়নের কাহিনি নিয়ে তাঁর প্যারাডাইস লস্ট মহাকাব্যটি রচিত কাহিনির মূলে এডাম ইভ এর ঘটনা থাকলেও এখানে ঈশ্বর শয়তানের বিবাদকে কেন্দ্র করেই কাহিনি আবর্তিত হয়েছে। মহাকাব্যটিতে শয়তানের বিখ্যাত উক্তি Better to reign in Hell, than to serve in Heaven”, মিল্টন রাজতন্ত্রের দুঃসহ ব্যথা নিয়ে ঈশ্বরের বিধিবিধানকে স্মরণ করেছেন To justify the ways of God to man'

Paradise Regained জন মিল্টন এর শেষ কাব্য মিল্টনের বন্ধু টমাস এউড (Thomas Ellwood) 'Paradise Lost' এর পাণ্ডুলিপি পড়বার সময় জিজ্ঞেস করে বলেছিলেন, স্বর্গ থেকে এ্যাডাম ঈভ নির্বাসিত হলেন। কিন্তু তারা কবে আবার স্বর্গে ফিরে যেতে পারবেন? এই প্রশ্নের উত্তর Paradise Regained' চারটি স্বর্গে মহাকাব্যটি রচিত কাহিনি মূলত বাইবেল অবলম্বনে লেখা। এখানে যীশুখ্রীষ্টের আগমন তার সাধনা মানবমুক্তির পথ প্রশস্ত করল যীশুখ্রীষ্টের জীবনের মধ্য দিয়েই স্বর্গ জয় প্রাপ্তির দৃষ্টান্ত দেখানো হয়েছে শয়তান এখানে হতবিহবল একটি বিকলাঙ্গ চরিত্র কিন্তু কৌশলী। 'Paradise Lost' এর মত শয়তানের বলিষ্ঠ ব্যক্তিত্ব এখানে অনুপস্থিত

Lycidas জন মিল্টন এর একটি শোককাব্য। মিল্টনের কলেজ জীবনের বন্ধু এডওয়ার্ড কিং (Edward King) আইরিশ সমুদ্রে ডুবে মারা যান। এডওয়ার্ড কিং কবির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন না। তাই তার মৃত্য উপলক্ষে রচিত শোককাব্যে কবির ব্যক্তিগত বেদনা বা অনুভূতি এমন কিছু প্রকাশ পায়নি। লিসিডাস একজন মেষপালক। মিল্টন তার রাখালিয়া শোকগীতিতে সমসাময়িক পুরোহিত এবং ধর্মযাজকদের তীব্রভাবে আক্রমণ করেছেন।

.

Andrew Marvell (১৬২১ - ১৬৭৮ খ্রি.)

এন্ড্রু মার্ভেলকে 'মেটাফিজিক্যাল স্কুল' (Metaphysical School) এর সর্বশেষ কবি বলা হয়। তিনি ছিলেন কবি মিল্টনের ল্যাটিন সেক্রেটারি। রাজরোষ থেকে তিনি অনেক সময় মিল্টনকে বাঁচিয়েছেন। মৃত্যুর পর তাঁর কবিতাগুলো Miscellaneous' নামে প্রকাশিত হয়। তাঁর বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে- 'To His Coy Mistress', 'The Definition of Love'.

To His Coy Mistress কবিতায় Andrew Marvell তাঁর প্রেমিকার সাথে জীবনের দীর্ঘ সময় কী করে কাটাবেন সে বিষয়ে নানা দিকের আলোকপাত করেছেন। কবি তাঁর প্রেমিকাকে ভালোবাসতে শুরু করেছেন নূহের প্লাবনের দশ বছর আগে থেকে। কবি তাঁর প্রেমিকার আখিবন্দনা করতেন, গুণের পূজা করতেন আর পুরো শরীরটার পূজা করতেন ত্রিশ হাজার বছর ধরে। কিন্তু কবি শংকিত এই ভেবে যে, তাঁর পিছনে সময় রথের চাকার ঘর্ঘর ধ্বনি শোনা যাচ্ছে। কবির ভাষায়-
"But at my back I always hear
Time's winged chariot hurrying near;"
কবি মনে করেন তাঁর প্রেমিকার রূপটি হয়তো তিনি আর দেখতে পাবেন না। কবি কারণে তাঁর প্রিয়ার সাথে কিছুটা সময় খেলা করতে চান।

The Definition of Love কবিতায় Andrew Marvell তাঁর আধ্যাত্মিক প্রেমের দিকটি উন্মোচন করেছেন। কবি বলেন, তাঁর ভালোবাসা অনন্ত অসীম এক দুর্লভ ভালোবাসা। দুর্বল কামনা তাঁর ভালোবাসাকে স্পর্শ করতে পারে না। ভালোবাসাকে তিনি স্বর্গীয় বিষয় বলে মনে করেন। ভালোবাসায় আছে অনন্ত চিরতৃষ্ণা আর হতাশার মিশ্রণ। কবি বলেন-
"My love is of a birth as rare
As 'tis for object strange and high;
It was begotten by Despair
Upon Impossibility."
নিয়তি কবি তাঁর প্রেমিকাকে দুমেরুতে রেখেছে, দুজনকে মিলতে দেয় না কখনো। কবি তাঁর প্রেমিকা দুজনে দুটি সরলরেখায় অবস্থান করছেন এজন্য তাঁরা মিলতে পারছেন না। বক্ররেখা দ্বারা কবি শারীরিক প্রেমের কথা বলেছেন আর সরলরেখা দ্বারা তিনি আধ্যাত্মিক প্রেমের কথা বলেছেন। কবির ভাষায়-
"As lines, so loves oblique may well
Themselves in every angle greet;
But ours so truly parallel,
Though infinite, can never meet."

 

Henry Vaughan (১৬২১ - ১৬৯৫ খ্রি.)

হেনরি ভন্ একজন Metaphysical কবি। The Retreat' কবিতায় তিনি শিশুর মধ্যে স্বর্গের সারল্য সৌন্দর্য চিত্রিত করেছেন যা William Wordsworth কে প্রভাবিত করেছিল। তাঁর রচিত গ্রন্থ হল- Olor Iscanus (ওলর ইসকানুস) or The Swan of the Usk, Silex Scintilans (fib), Flores Solitudinis.

 

The Commonwealth Period

কমনওয়েল্থ যুগ পিউরিটান যুগের অন্তর্গত। ইংরেজি সাহিত্যের ইতিহাসে ১৬৪৯ থেকে ১৬৬০ খ্রি. পর্যন্ত সময়কাল The Commonwealth Period নামে পরিচিত। সময় Oliver Cromwell ইংল্যান্ডের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন। ইংল্যান্ডে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে গণতন্ত্র চালু হয়। কমনওয়েল্থ যুগের কবিতা মানেই Metaphysical কবিতা

Main writers and their works-

Writers

Works

Thomas Hobbes (1588-1679)

Leviathan, 1651

Jeremy Taylor (1613-1667)

Holy Living (1650) ( a sermon in prose )

Holy Dying (1651) ( a sermon in prose )