ENGLISH
LITERATURE FOR
The Modern &
Post Modern
বিস্তারিত আলোচনা
The Modern & Post Modern
রানী ভিক্টোরিয়ার মৃত্যুর (১৯০১) পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু পর্যন্ত সময়কালকে আধুনিক যুগ (the Modern Period) বলে। এ যুগের ইংরেজি সাহিত্য এবং চিন্তাধারায় সমাজতন্ত্রের (Socialism) প্রভাব পরিলক্ষিত হয়। ১৯১৫ খ্রি. The Guild Socialist League প্রতিষ্ঠিত হয়।
Modern Period কে ছোট ছোট দুটি যুগে ভাগ করা হয়।
(a) Edwardian Period
(b) Georgian Period
Edwardian Period (এডওয়ার্ডীয় যুগ) আধুনিক যুগের প্রথম দশককে এডওয়ার্ডীয় যুগ (Edwardian Period) বলে। সপ্তম এডওয়ার্ড ১৯০১ থেকে ১৯১০ খ্রি. পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তাঁর নামানুসারে এ যুগের নামকরণ করা হয়েছে এডওয়ার্ডীয় যুগ। এ যুগের খ্যাতনামা সাহিত্যিকরা হলেন - Hardy (হার্ডি), Kipling (কিপলিং), G. B. Shaw (জর্জ বার্নার্ড শ), W. B. Yeats (ডব্লিও বি ইয়েটস), J. M. Synge (জে এম সিং), Conrad (কনরাড) প্রমুখ ।
Georgian Period ( জর্জীয় যুগ) ১৯১০ সাল থেকে ১৯৩৬ সাল পর্যন্ত সময়কালকে জর্জীয় যুগ বলে । জর্জ-পঞ্চম (George-V) এর নামানুসারে এ যুগের নামকরণ করা হয়। W. W. Gibson, Rupert Brooke, J.
Masefield, Ralph Hodgson প্রমুখ কবিগণ 'Georgean Poetry' (1911-1922) শিরোনামে চারটি সংকলন (anthologies) প্রকাশ করেন। এজন্য তাদের ‘জর্জীয় কবি' বলা হয়। Georgean poetry (জর্জীয়ান কাব্যগ্রন্থ) তে গ্রাম্য বিষয় (Rural in subject matter), ঐতিহ্যগত গঠন এবং কৌশল (Traditional in form and technique) ফুটে উঠেছে।
Main features (প্রধান বৈশিষ্ট্য)
The breakdown of
established values (প্রতিষ্ঠিত মূল্যবোধের ভাঙ্গন দেখা দেয়)
Doubt,
fear, confusion, frustration and self-centredness in human life. ( মানবজীবনে সন্দেহ, ভয়, দ্বিধা, হতাশা এবং আত্মকেন্দ্রিকতা )
Robert
Bridges (১৮৪৪ - ১৯৩০ খ্রি.)
ব্রিজেস ছিলেন ইংল্যান্ডের রাজকবি (poet laureate)। ১৯১৩ খ্রি. তিনি রাজকবি নির্বাচিত হন। তাঁর কবিতায় রয়েছে সহজ বিশ্বাস, আনন্দ, প্রেম ও সৌন্দর্যের প্রতি অপরূপ প্রকাশ । ব্রিজেস এর গীতিকবিতায় তেমন রোমান্টিকতা ছিল না। ছিল না ভোরের পাখির আনন্দ রব। তিনি ছিলেন প্রশান্তির কবি । তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-
Poem |
The Testament of Beauty (1929) |
The Growth of Love (1876) |
|
Eros and Psyche (1885 ) |
|
Verse Drama |
Nero (1885), an historical tragedy |
The Humours of the Court (1893), a comedy in three acts |
|
Prose |
The Necessity of Poetry (1918) |
The Spirit of Man (1916) |
Oscar Wilde (১৮৫৪ - ১৯০০ খ্রি.)
একজন আইরিশ কবি, নাট্যকার এবং ঔপন্যাসিক। ভিক্টোরিয়ান যুগের লন্ডন শহরের অন্যতম সফল নাট্যকার হিসেবে পরিচিত। এই খ্যাতিমান সাহিত্যিক অনেকগুলো ছোট গল্পও রচনা করেছেন । তিনি ফ্রিম্যাসন্স সোসাইটির সদস্য ছিলেন ।
Novel |
The Picture of Dorian Gray (1890) |
The Importance of Being Earnest (1895) |
|
Essay |
The Decay of Lying (1891) |
Story |
The Happy Prince and Other Tales (1888) |
Fairy Tales |
A House of Pomegranates (1891) |
Play |
Vera, or, The Nihilists (1880) |
The Duchess of Padua (1883 ) |
|
A Woman of No Importance (1893) |
George
Bernard Shaw (১৮৫৬ - ১৯৫০ খ্রি.)
জর্জ বার্নার্ড শ উইলিয়াম শেক্সপিয়র-এর পর সবচেয়ে বিখ্যাত নাট্যকার (The greatest dramatist/playwright
after Shakespeare)। তিনি আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন। ১৮৮৪ সালে তিনি ফেবিয়ান সোসাইটিতে (Fabian Society) যোগ দিলেন। ১৯২৫ সালে লাভ করেন নোবেল পুরস্কার (Nobel Prize)। তিনিই একমাত্র ব্যক্তি যিনি সাহিত্যে নোবেল ও অস্কার দুটোই লাভ করেছেন। তাঁর বিখ্যাত নাটকগুলো (Play) নিম্নরূপ-
Play |
Widowers' Houses, 1892 (উইডোয়ার্স হাউসেস) |
Arms and the Man, 1894 (আর্মস অ্যান্ড দ্য ম্যান) |
|
The Philanderer, 1893 (দ্য ফিলানডারার) |
|
Candida, 1894 (ক্যানডিডা) |
|
You Never Can Tell, 1897 (ইউ নেভার ক্যান টেল) |
|
The Devil's Disciple, 1897 (দ্য ডেভিলস্ ডিসাইপলস) |
|
Caesar and Cleopatra (সিজার অ্যান্ড ক্লিওপেট্রা) |
|
Man and Superman (ম্যান অ্যান্ড সুপারম্যান) |
|
Major Barbara, 1905 (মেজর বারবারা) |
|
The Doctor's Dilemma, 1906 |
|
Pygmalion, 1912–13 (পিগমেলিয়ন) |
|
Heartbreak House, 1919 (হার্টব্রেক হাউস) |
|
Saint Joan, 1923 (সেন্ট জোয়ান) |
Arms and the Man জর্জ বার্নার্ড শ'র একটি কমেডি (Anti-romantic Comedy)। নাটকে ১৮৮৫ সালের সার্বো- বুলগেরিয়ার যুদ্ধের সময়কার চিত্র তুলে ধরা হয়েছে। নাটকে নায়িকা রাইনা পেটকোফ (Raina Petkoff) সারজিয়াস সারানোফের (Sergius Saranoff) প্রেমের সম্পর্কে আবদ্ধ। রাইনা সারজিয়াসকে একজন আদর্শ মানুষ হিসেবে মনে করে। এক রাতে যুদ্ধরত একজন সৈনিক ক্যাপ্টেন ব্লান্টশ্লি (Captain Bluntschli) পালিয়ে জানালা দিয়ে রাইনার ঘরে প্রবেশ করে এবং রাইনাকে ভীতি প্রদর্শনপূর্বক আশ্রয় চায় । রাইনা তাকে রক্ষা করে । সে ক্যাপ্টেন ব্লান্টশির সাথে যুদ্ধ নিয়ে কথা বলে এবং তার মধ্যে ভিন্ন আদর্শ দেখতে পায়। ক্যাপ্টেন ব্লান্টশ্লি কার্তুজের চাইতে অ্যামিউনিশন পটের মধ্যে চকলেট বহন করতো। এ জন্য তাকে বলা হয় the chocolate cream soldier। পরবর্তীতে রাইনার সাথে ব্লান্টশ্লি ও সারজিয়াস এর সাথে লুকার (Louka) মিলন হয় । নাটকে বার্নার্ড শ বীরত্ব এবং প্রেম সম্বন্ধে গতানুগতিক মোহের উপর আক্রমণ করেছেন।
Man and Superman নাটকে জন ট্যানার (John Tanner) অ্যান হোয়াইটফিল্ডের (Ann Whitefield) পিতার উইল অনুযায়ী তার অভিভাবক নিযুক্ত হয়। জন ট্যানার একজন তরুণ যুক্তিবাদী বিপ্লবী। অ্যান তরুণ ট্যানারকে পছন্দ করে এবং সাথী হিসেবে পেতে চায়। এদিকে ট্যানারের বন্ধু অকটাভিয়াস রবিনসন (Octavius Robinson) অ্যানকে পেতে চায়। অকটাভিয়াসের বোন ভায়োলেট (Violet Robinson) হেক্টর মিলনকে (Hector Malone) বিয়ে করে । বাবার অমতে বিবাহ করায় সম্পত্তি হারানোর ভয়ে তাদের বিবাহের খবর গোপন রাখে। ভায়োলেট সন্তানসম্ভবা। সবাই এতে হতবাক হয় । ট্যানার অ্যানকে নিয়ে পালিয়ে যায় এবং পথিমধ্যে দস্যুর হাতে পড়ে বন্দি অবস্থায় একটা স্বপ্ন দেখে যেখানে ‘Life Force' নিম্নে আলোচনা হয়, আর সিদ্ধান্ত হয় সৃষ্টিকে চলমান রাখাই ‘Life Force' এর লক্ষ্য। বুদ্ধিদীপ্ত ও জ্ঞানবান পুরুষ ও নারীর সম্মিলনেই সৃষ্টি হয় Superman । শেক্সপিয়রের কমেডির নায়িকারা অঘটনঘটনপটিয়সী। শ'র নায়িকারাও তাই। এই নাটকে অ্যান সুপারম্যান বা অতিমানবকে পুতুলের স্তরে নিয়ে এসেছে। অন্যান্য নাটকের মধ্যে Man of Destiny এবং Caesar and Cleopatra নাটকে জর্জ বার্নার্ড শ ইতিহাস কর্তৃক স্বীকৃত বীরপুরুষদের বীরত্বহীনতার কথা প্রকাশ করেছেন। Widowers House নাটকে বস্তির জমিদারদের মুখোশ উন্মোচন করেছেন। The Devil's Disciple এবং Major Barbara নাটকে তিনি গতানুগতিক ধর্ম বিশ্বাসকে কটাক্ষ করেছেন। The Doctor's of Dilemma নাটকে তিনি চিকিৎসকদের ওপর আক্রমণ করেছেন। Getting Married নাটকে বিবাহ পদ্ধতির সমালোচনা করেছেন। Pygmalion নাটকে তিনি সামাজিক আচার ব্যবহারের নিন্দা করেন ।
‘Pygmalion' জর্জ বার্নার্ড শ এর একটি রোমান্টিক কমেডি নাটক (Romantic Comedy), যা একটি গ্রিক পৌরাণিক চরিত্রের নামে নামকরণ করা হয় (প্রাচীন গ্রিক পুরাণে, পিগমালিন তার একটি ভাস্কর্যের প্রেমে পড়েন, যা পরবর্তীতে তার জীবনে আসে।)। নাটকটির কাহিনিতে দেখা যায় - এক দরিদ্র, যুবতী মেয়ে যে তার চেহেরা এবং তার উপভাষার কারণে তাকে অসম্মান এবং উপেক্ষা করা হয়েছে। সুযোগ পেয়ে সে সম্মান অর্জন ও সামগ্রিক মর্যাদা উন্নত করার জন্য ভাষা শিক্ষার সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে সে তার চেহারা এবং বক্তৃতা পরিবর্তন করতে সক্ষম হয়েছিল । পাশাপাশি তার নিজের ক্ষমতার উপর আস্থা অর্জন করতেও সক্ষম হয়েছিল। নাটকটির উল্লেখযোগ্য চরিত্রের মধ্যে রয়েছে - Professor Henry Higgins, Colonel
Pickering, Eliza Doolittle, Alfred Doolittle ।
Sir Henry
John Newbolt ( ১৮৬২- ১৯৩৮ )
ইংরেজ এই সাহিত্যিক একাধারে ছিলেন একজন কবি, ঔপন্যাসিক , ও ইতিহাস লেখক। মূলত তিনি তার Vital Lampada' ও Drake's Drum' কবিতাদ্বয়ের জন্য স্মরণীয় । তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-
Poem |
Master and Man |
Vitai Lampada |
|
Drake's Drum |
William
Butler Yeats ( ১৮৬৫ - ১৯৩৮ খ্রি. )
উইলিয়াম বাটলার ইয়েটস একজন আইরিশ কবি। তিনি 'Use of symbolism and mysticism এর জন্য বিখ্যাত। ১৮৬৫ সালের ১৩ জুন আয়ারল্যান্ডের অন্তর্গত তাবলিতে কবি জন্মগ্রহণ করেন। তিনি ১৮৯০ সালে প্রতিষ্ঠিত The Rhymers Club এর সহি সদস্য ছিলেন। আইরিশ লোকগীতির প্রতি ছিল তাঁর বিশেষ ঝোঁক । লেডি গ্রেগরির সহায়তায় তিনি ১৮৯৪ সালে আইরিশ ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন। তিনি ইংল্যান্ডে আইরিশ লিটারারি সোসাইটি তৈরি করেন। ১৯২৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯২৯ সাল পর্যন্ত তিনি আইরিশ ফ্রি-স্টেটের সিনেটর ছিলেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের Songs Offerings (গীতাঞ্জলি) এর ভূমিকা রচনা করেছিলেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-
Poetry |
The Wind among the Reeds, 1899 |
The Wanderings of Oisin, (1889) |
|
In the Seven Woods, 1903 (ইন দ্য সেভেন উডস্) |
|
The Wild Swans at Coole, (1919) |
|
Responsibilities, 1914 (রেসপনসিবিলিটিস) |
|
The Tower, 1928 (দ্য টাওয়ার) |
|
The Winding Stair and Other Poems, (1933) |
|
Play |
The Resurrection, 1927 (দ্য রিজারেকশন) |
Poem |
The Lake Isle of Innisfree (1890) |
The Second Coming (1920) |
|
No Second Troy, (1921) |
|
Long-legged Fly |
|
Sailing to Byzantium (1928) |
|
Easter 1916 (1916) |
|
Death |
|
Among School Children |
The Lake Isle of
Innisfree কবিতাটির বিষয়বস্তু আধুনিক মানব জীবনে অস্থিরতা, হতাশা এবং শান্তির জন্য কোলাহল ত্যাগ করে নির্জনে বসবাস করা । আধুনিক শহুরে জীবন কোলাহলপূর্ণ, তাই কবিতায় কবি শান্তির জন্য কোলাহল ত্যাগ করে ইংল্যান্ডের Sligo কাউন্টির Lough Gill এর নির্জন Isle of Innisfree তে যেতে চান। কবি বলেন-
"I will arise and go now, for always night and day
I hear lake water lapping with low sounds by the shore;
While I stand on the roadway, or on the pavements grey,
I hear it in the deep heart's core."
Sailing to Byzantium কবিতায় কবি বলেন, বৃদ্ধরা যখন উপেক্ষিত, মূল্যবোধ যখন অবহেলিত তখন তিনি এ ধরায় আর থাকতে চান না। তিনি পূত পবিত্রতার জন্য যেতে চান যিশু খ্রিষ্টের জন্মভূমিতে । কবি মনে করেন বাইজান্টিয়ামে তিনি হতাশাকে পিছে ফেলে আবার নতুন আলোয় উজ্জীবিত হবেন।
The
Second Coming কবিতায় কবি দেখিয়েছেন মূল্যবোধের প্রবল ভাঙন, নৈরাজ্যের বিচরণ সর্বত্র, অসাধুতার জয় জয়কার। এমন যুগসন্ধিক্ষণে কবি কোনো অবতারের অর্থাৎ যিশু খ্রিষ্টের পুনরাগম কামনা করছেন। কবি বলেন-
“And what
rough beast, its hour come round at last,
Slouches towards Bethlehem to be born?"
Easter 1916 কবিতায় কবি আইরিশ বিদ্রোহীদের জয়গান গেয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ডের রোষানলের প্রজ্বলিত শিখা কবিকেও স্পর্শ করে। ব্যঙ্গ-বিদ্রুপ, উপহাস এর বিরুদ্ধে লড়ে আইরিশ বিদ্রোহীরা আয়ারল্যান্ডকে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করতে চায়। দেশাত্ববোধক “Eas- ter 1916” কবিতাটি শেষ দুটি চরণ “All changed, changed utterly:/A terrible beauty is born.” এর জন্য বিখ্যাত।
A Prayer for my Daughter কবিতায় কবি প্রচণ্ড ঝড়ের দিনে তাঁর কন্যার জন্য প্রাণ ভরে প্রার্থনা করেছেন যে, সে যেন সারা জীবন রাহুমুক্ত থাকে, সুস্থ সুন্দর থাকে, নিরহংকারী হয় । কবি বলেন,
Are innocence and beauty born?
Ceremony's a name for the rich horn,
And custom for the spreading laurel tree.
No Second Troy অত্যাশ্চর্য সুন্দরী আইরিশ মহিলা Maud Gonne এর প্রতি কবির ভালোবাসা নিয়ে লেখা একটি কবিতা । এটি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ প্রেমের কবিতা (Literary love poem) হিসেবে বিবেচিত।
Rudyard
Kipling (১৮৬৫ - ১৯৩৬ খ্রি.)
রুডইয়ার্ড কিপলিং বোম্বেতে জন্মগ্রহণ করেন । ১৯০৭ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার (Nobel Prize) লাভ করেন । তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম নিম্নরূপ-
Novel |
The Light that Failed (1891 ) |
Kim (1901) |
|
Captains Courageous (1896) |
|
Short Story |
The Jungle Book, 1894 (দ্য জাংগল বুক ) |
The Second Jungle Book, 1895 (দ্য সেকেন্ড জাংগল বুক) |
|
Puck of Pook's Hill, 1906 (পাক অব পোক’স হিল) |
|
Debits and Credits, 1926 (ডেবিটস্ অ্যান্ড ক্রেডিটস্ ) |
H. G. Wells (১৮৬৬ - ১৯৪৬ খ্রি.)
হার্বার্ট জর্জ ওয়েলস্ (Herbert George Wells) এইচ. জি. ওয়েলস্ নামেই পরিচিত। জন্ম ইংল্যান্ডের কেন্ট প্রদেশের অন্তর্গত ব্রোমলে। তিনি প্রাণিবিদ্যায় বি.এস.সি ডিগ্রি অর্জন করেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-
Novel |
The Time Machine, ( science fiction) 1885 (দ্য টাইম মেশিন) |
The Invisible Man, 1897 (দ্য ইনভিজিবল ম্যান) |
|
The Undying Fire, 1919 (দি আনডাইং ফায়ার) |
|
The World Set Free, 1914 (দ্য ওয়ার্ল্ড সেট ফ্রি) |
|
The First Men in the Moon, 1901 (দ্য ফার্স্ট ম্যান ইন দ্য মুন) |
|
The Food of the Gods and How It Came to Earth, 1904 |
|
The Dream, 1924 |
The Time Machine ওয়েলস একটি science fiction । উপন্যাসে ওয়েলস এমন একটি যন্ত্রের কথা বলেছেন যার বোতাম টিপলে অতীতে বা বর্তমানে সহজেই চলে যাওয়া যায় । উপন্যাসটিতে ওয়েলস ভবিষ্যৎ সমাজের চিত্র অঙ্কন করেছেন বা কম্যুনিষ্ট সমাজ ব্যবস্থার মতো। ব্যক্তিগত সমস্ত মালিকানা উঠে গিয়ে তা সরকারিভাবে বন্দোবস্ত করে দিলে মানুষের মধ্যে থাকবে না কোনো অভাব, শোষণ।
J. M. Synge (১৮৭১ – ১৯০৯ খ্রি.)
জন মিলিটন সিং এর পুরো নাম Edmund John Millington Synge জন্ম আমারল্যান্ডের ডাবলিনের অন্তবর্তী রাধা -এ। ১৮৯৯ সালে তাঁর W. B. Yeats এর সঙ্গে সাক্ষাৎ হয়। আটত্রিশ বছর বয়সে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম নিম্নরূপ-
Play |
In the Shadow of the Glen, 1903 ( ইন দ্য স্যাডো অব দ্য গ্লেন ) |
Riders to the Sea, 1904 (রাইডার্স টু দ্য সি) |
|
The Well of the Saints, 1905 (দ্য ওয়েল অব দ্য সেন্টস) |
|
The Tinker's Wedding 1908 ( দ্য টিনকার্স ওয়েডিং) |
Riders to the Sea ইংরেজি সাহিত্যের বিখ্যাত 'Tragic One-Act Play”। নাটকটির পটভূমি ‘Aran Island -এ রচিত। নাটকটিতে দেখা যায় মৌরিয়া (Maurya) সাগরে তার স্বামী এবং তার ছেলেদের হারিয়েছে। সম্প্রতি তার ছেলে মাইকেল (Michael) সাগরে গিয়ে আর ফিরে আসে নাই। বার্টলে (Burtley) মাইকেলকে খোঁজার জন্য সাগরে যেতে চায়। মৌরিয়া ও তার দু মেয়ে - ক্যাথলিন ও (Cathleen) ও নোরা (Nora) তাকে আর সাগরে যেতে দিতে চায় না। মৌরির ভবিষ্যদ্বানী করে যে, সমুদ্র তার শেষ ছেলেটিকেও কেড়ে নিবে। তার এ ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছিল। বার্টলে সাগরে গিয়ে মারা যায়।
W. S. Maugham
(১৮৭৪ - ১৯৬৫ খ্রি.)
উইলিয়াম সমারসেট মম (William Somerset Maugham) একজন বিখ্যাত ছোট-গল্পকার ও ঔপন্যাসিক। তাঁর বিখ্যাত ছোট গল্প ‘দ্য লাঞ্চিয়ন’ (The Luncheon)। মম জন্মগ্রহণ করেছেন প্যারিসে। দশ বছর বয়সে তিনি ইংল্যান্ডে চলে আসেন। হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষালাভ করেন। তিনি লন্ডনের সেন্ট টমাস হসপিটালে কিছুদিন চিকিৎসক ছিলেন । তাঁর বিখ্যাত সাহিত্যকর্ম নিম্নরূপ-
Play |
The Sacred Flame, 1928 (দ্য সেইক্রিড ফ্লেইম) |
Short Story |
The Luncheon |
The Ant and the Grasshopper |
|
The Lotus Eater |
|
Christmas Holiday |
|
Short story collection |
Orientations |
Ah King |
|
The Unconquered |
|
Novel |
Liza of Lambeth, 1897 (লিজা অব ল্যামবেথ) |
The Magician, 1908 (দ্য ম্যাজিশিয়ান) |
|
Mrs. Craddock, 1902 (মিসেস্ ক্রাডক) |
|
The Moon and Sixpence, 1919 (দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স ) |
|
Of Human Bondage, 1915 (অফ হিউমেন বন্ডেজ) |
|
Cakes and Ale, 1930 (কেকস্ অ্যান্ড এল) |
|
The Razor's Edge, 1944 (দ্য রেজার্স এজ) |
|
Then and Now, 1946 (দেন অ্যান্ড নাউ) |
The Ant and the
Grasshopper উইলিয়াম সমারসেট মম এর একটি বিখ্যাত ছোট গল্প। সমারসেট মমকে ছোট বেলায় La Fontaine এর Fables গুলো পড়ানো হয়েছিল এবং সেগুলোর moral তাকে ভালোভাবে বোঝানো হয়েছিল। গল্পগুলোর মধ্যে তিনি ‘The Ant and the Grasshopper' গল্পটি পড়েছিলেন যার শিক্ষা হলো- 'ত্রুটিপূর্ণ পৃথিবীতে পরিশ্রমকে পুরস্কৃত মার অলসতাকে তিরস্কৃত করা হয়'।
The Luncheon বিখ্যাত এই ছোট গল্পে লেখক এক মহিলা অতিথি দ্বারা প্রতারিত হয়েছিলেন। গল্পের বিষয়বস্তু ভিক্টোরিয়ান যুগের মহিলাদের ভিক্টোরিয়ান আদর্শ হতে বিচ্যুতি । গল্পের প্রধান পটভূমি ফ্রান্সের Foyot’s রেস্তোরাঁ।
Irony, Humour এবং Satire এ পরিপূর্ণ গল্পটিতে তরুণ লেখকের এক মহিলা ভক্ত, যে কিনা লেখকের চেয়ে প্রায় বিশ বছরের বড়, তার চাটুকারিতা দিয়ে ফ্রান্সের অন্যতম ব্যয়বহুল রেস্তোরাঁ Foyot's এ লেখকের আতিথেয়তা গ্রহণ করেন। নিজেকে উচ্চশ্রেণির মহিলা দেখিয়ে বার বার বলতে থাকেন যে, তিনি মধ্যাহ্নভোজে তেমন একটা কিছু খান না (“never eat anything for luncheon.”) কিন্তু একের পর এক সব দামি খাবার খেয়ে যান। ভদ্র মহিলা Foyot’s এ সাত (৭) রকমের খাবার খেয়েছিলেন। খাবারগুলো হল - Salmon, Caviare, Champagne,
Asparagus, Ice-cream, Coffee and Peach. পরিশেষে স্বল্প আয়ের লেখক তাঁর আতিথেয়তা পূর্ণ করতে সব টাকা ফুরিয়ে ফেলেন । শেষে অনেক দিন পর লেখক জানতে পারেন যে, মহিলাটির ওজন বেড়ে এখন ২৯৪ পাউন্ড বা ১৩৩.৪ কেজি হয়েছে ।
E. M. Forster
(১৮৭৯ - ১৯৭০ খ্রি.)
এডওয়ার্ড মরগ্যান ফস্টার (Edward Morgan Forster) ই. এম. ফস্টার নামেই পরিচিত । তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ নিম্নরূপ-
Novel |
A Passage to India, (1924) |
Where Angels Fear to Tread (1905) |
|
The Longest Journey (1907) |
|
A Room with a View (1908) |
|
Compiled from a series of lectures |
Aspects of the Novel |
A Passage to India ভারতে ব্রিটিশ রাজ এবং ১৯২০ সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ই এম ফস্টার এর অন্যতম উপন্যাস। Mrs. Moore ও Adela Quested ভারতের প্রকৃত রূপ জানার জন্য ভারতে আসেন যদিও Mrs. Moore এর আরেকটি ইচ্ছা হলো Adela ও Rony Heaslop এর মাঝে পারিবারিকভাবে বিয়ে দেওয়া। কোনো এক মসজিদে ডা. আজিজের সাথে মিসেস মুরের দেখা হয় এবং তাদের মধ্যে বেশ সম্পর্ক গড়ে উঠে। একদিন মিসেস মুর, এডেলা ও ডা. আজিজ ভারতের Marabar গুহায় বেড়াতে যায় । গুহায় এডেলা নিজেকে ডা. আজিজের সাথে একাকী অবস্থায় পায় এবং সে আতঙ্কিত হয়ে গুহা ত্যাগ করে । অভিযোগ করে যে ডা. আজিজ তাকে শারীরিক ভাবে আক্রমণ করার চেষ্টা করেছিল । এতে Rony Heaslop খুবই রাগান্বিত হন এবং তিনি ডা. আজিজকে উচিৎ শিক্ষা দিতে চান। পরবর্তীতে ডা. আজিজ নির্দোষ প্রমাণিত হন।
Virginia
Woolf (১৮৮২-১৯৪১ খ্রি.)
ভার্জিনিয়া উল্ফ আধুনিক যুগের একজন প্রখ্যাত ঔপন্যাসিক। তিনি পরিচিত তাঁর 'presentation of inner realities' এর জন্য। ভার্জিনিয়ার জন্য লন্ডনের হাইড পার্ক গেইট এ। তাঁর স্বামী ছিলেন বিখ্যাত প্রাবন্ধিক ও রাজনৈতিক প্রবন্ধ রচয়িতা লিওনার্ড উলফ। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ নিম্নরূপ-
Novel |
The Voyage Out, 1915 (দ্য ভয়েজ আউট) |
Mrs. Dalloway, 1925 (মিসেস্ ড্যালোওয়ে) |
|
To the Lighthouse, 1927 (টু দ্য লাইট হাউস) |
|
The Waves, 1931 (দ্য ওয়েভস্) |
|
Pilgrimage, 1935 (পিলগ্রিমেজ) |
|
Biography |
Flush: A Biography, 1933 (ফ্লাশ) |
Mrs. Dalloway ভার্জিনিয়া উল্ফের একটি সফল আধুনিক উপন্যাস (modern novel)। লন্ডনবাসী মধ্য বয়সী মিসেস ক্লারিসা ড্যালোওয়ে উপন্যাসটির প্রধান চরিত্র। তাঁকে ঘিরেই উপন্যাসটিতে অন্যান্য চরিত্র আবর্তিত হয়েছে। উপন্যাসটির শুরু পার্টির আয়োজনের মধ্যে দিয়ে আর শেষ হয় পার্টির সমাপ্তির মাধ্যমে। মাত্র একদিনের কাহিনি সমগ্র উপন্যাস জুড়ে। উপন্যাসের অন্যান্য চরিত্রগুলোর মধ্যে রয়েছে- পিটার ওয়ালস ( Peter Walsh), স্যালি সেটন (Sally Seton), সেপ্টিমাস (Septimus Warren Smith), মিসেস ড্যালোওয়ের কন্যা এলিজাবেথ ড্যালোওয়ে (Elizabeth Dalloway), লুক্রেজিয়া ( Lucrezia Smith), ব্র্যাডশ (Sir William Bradshaw) প্রমুখ।
James Joyce (১৮৮২ - ১৯৪১ খ্রি.)
জেমস জয়েস আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত তাঁর বর্ণনামূলক কৌশলের জন্য যা ‘স্ট্রিম অব কনশাসনিস' (Narrative technique known as stream
of consciousness) নামে পরিচিত। তাঁর পুরো নাম James Augustine Aloysius Joyce । তাঁর বিখ্যাত সাহিত্যকর্ম নিম্নরূপ-
Story |
Dubliners, 1914 (ডাবলিনার্স) |
Play |
Exiles, 1918 (একসাইলস্) |
Novel |
A Portrait of the Artist as a Young Man, 1916 |
Ulysses, 1922 (ইউলিসিস) |
|
Finnegans Wake, 1939 |
D. H.
Lawrence (১৮৮৫ - ১৯৩০ খ্রি.)
ভেভিড হার্বার্ট লরেন্স ছিলেন একজন ইংলিশ সাহিত্যিক ও চিত্রশিল্পী। তবে তিনি ঔপন্যাসিক হিসেবেই বেশি পরিচিত। তাঁর পুরো নাম ডেভিড হার্বার্ট রিচার্ডস লরেন্স (David Herbert Richards Lawrence)। তিনি ইংল্যান্ডের নটিংহ্যামশায়ারের অন্তর্গত ইস্টউডে জন্মগ্রহণ করেন। তিনি একজন জার্মান অধ্যাপককে বিয়ে করেছিলেন। স্ত্রীর তাঁর রচনার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তাঁর প্রায় সকগুলো প্রধান চরিত্রেই তিনি তাঁর নিজের চরিত্র চিত্রিত করেছেন। তিনি যক্ষ্মায় আক্রান্ত হয়ে ফ্রান্সের ভেনস্ জাতীয়তা, নিজের রচনার অশ্লীলতা ইত্যাদি কারণে তাঁকে ইংল্যান্ড ছাড়তে হয়েছিল। শহরে মৃত্যুবরণ করেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম -
Story |
The Horse Dealer's Daughter (1922) |
Mother and Daughter (1929 ) |
|
The Fox (1923) |
|
Poetry |
Amores (1916) |
Birds, Beasts and Flowers (1923) |
|
Look! We have come through! (1917) |
|
Novel |
The White Peacock (1911) |
Sons and Lovers (1913) |
|
Women in Love (1920) |
|
Aaron's Rod (1922) |
|
Lady Chatterley's Lover (1928) |
|
The Trespasser (1912) |
|
The Rainbow (1915) |
|
The Lost Girl (1920) |
|
Kangaroo (1923) |
Sons and Lovers উপন্যাসটি আত্মচরিতমূলক । লরেন্স শৈশব হতেই তার মাকে ভালোবাসতেন। পরিণত বয়সে যখন তিনি বিবাহ করেছিলেন তখন তার মার প্রতি ভালোবাসা এবং স্ত্রীর প্রতি দ্বন্দ্ব তার মনে প্রকট হয়ে উঠেছিল। সান্স অ্যান্ড লাভার্সের নায়ক পলের (Paul Morel) মনেও এই সংঘাত দেখা দিয়েছিল। পল মোরেল এর বাবা (Walter Morel) মদ্যপ ও চরিত্রহীন। কিন্তু মা (Gertrude Morel) মার্জিত রুচিশীল একজন শিক্ষয়িত্রী। পলের মা তার বাবাকে ঘৃণা করেন। তাই তিনি তার সমস্ত ভালোবাসা আর স্নেহ সন্তানদের ওপর উজাড় করে ঢেলে দিয়েছেন। পল এবং তার মা পরস্পরের প্রতি আকৃষ্ট । কাহিনির নায়িকা মিরিয়াম লিভার্স (Miriam Leivers) পলকে ভালোবাসে, কিন্তু যৌন সম্পর্কে তার বিরাগ। মাও চান না যে, ছেলে মিরিয়ামকে বিয়ে করুক। কারণ তাহলে তো তার আর ভালোবাসার ধন থাকবে না। হঠাৎ পলের সাক্ষাত হলো একটি কামাতুরা বিবাহিতা নারীর সঙ্গে। সেখানেও পল শান্তি পেল না। তার কারণ মার প্রতি তার যে অনুরাগ ছিল সেই অনুরাগের জন্যই সে প্রেমের জগতে ব্যর্থ ।
Dreams মাত্র দুই স্তবকের এই কবিতায় কবি দুই ধরনের স্বপ্নদর্শীর কথা বলেছেন। প্রথমে বলেছেন যেসব লোক রাতের আঁধারে ঘুমিয়ে স্বপ্নদেখে সকাল হলেই তাদের স্বপ্ন বৃথা হয়ে যায় কিন্তু পরের স্তবকে কবি বলেছেন, যারা দিনের বেলা চোখ খোলা রেখে স্বপ্ন দেখে তারা বেশি একনিষ্ঠ কারণ তারা তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করে । অর্থাৎ এ পি জে আব্দুল কালাম এর ভাষায়, “Dream is not that which you see while sleeping, it is
something that does not let you sleep.” (স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখ, স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমাতে দেয় না)। D. H. Lawrence বলেন-
“All people
dream, but not equally.
Those who dream by night in the dusty recesses of their mind,
Wake in the morning to find that it was vanity.
But the dreamers of the day are dangerous people,
For they dream their dreams with open eyes,
And make them come true."
T. S. Eliot (১৮৮৮ - ১৯৬৫ খ্রি.)
টি. এস. এলিয়টের পুরো নাম টমাস স্টিয়ার্নস এলিয়ট (Thomas Stearns Eliot)। তিনি ‘Theory of objective co-relative' এর জন্য বিখ্যাত। এলিয়ট যুক্তরাষ্ট্রের (USA) মিসৌরি প্রদেশের সেন্ট লুইস এ জন্মগ্রহণ করেন । ১৯২৭ সালে তিনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেছিলেন। তিনি ‘দি ইগোইস্ট' পত্রিকার সহ-সম্পাদক এবং ‘দ্য ক্রাইটেরিয়ান’ পত্রিকার সম্পাদক নিযুক্ত হয়েছিলেন । তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাব্য বিভাগের অধ্যাপকের পদ অলংকৃত করেছিলেন। ১৯৪৮ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ।
Poetry |
Prufrock and Other Observations, (1917 ) |
Poem |
The Love Song of J. Alfred Prufrock, 1915 |
Play |
Murder in the Cathedral (মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল) |
The Waste Land কাব্যগ্রন্থের জন্য T, S. Eliot ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল প্রাইজ (Nobel Prize) লাভ করেন। গ্রন্থটির শিরোনাম (Title) নেয়া হয় Jessie Weston's ‘From Ritual to Romance' নামক গ্রন্থ থেকে। নামটি এলিয়ট প্রদত্ত নাম নয়। তাঁর দেওয়া নামটি ছিল 'He Do the Police in Different Voices',
কবিতাটিতে ১০০০ পাইনের বেশি ছিল। কিন্তু এলিয়ট যখন কবিতাটি তাঁর গুরু Ezra Pound কে দেখালেন তখন এজরা পাউন্ড কবিতাটিকে ৪৩৩ লাইনে নিয়ে আসলেন এবং কবিতাটির নতুন শিরোনাম দিলেন “The Waste Land' (পতিত জমি) । কবিতাটি পাঁচটি ভাগে বিভক্ত। প্রথম ভাগ “The Burial of the Dead অংশে লন্ডন তথা সারা বিশ্ব আজ যান্ত্রিকতায়, অন্তঃসারশূণ্যতায় পূর্ণ। বসন্তকালেই অনুর্বরতা হওয়ার জন্য কবির ক্রন্দন প্রকাশ পেয়েছে। কবির ভাষায়-
"April is the cruellest month, breeding
Lilacs out of the dead land, mixing
Memory and desire, stirring
Dull roots with spring rain.”
দ্বিতীয় ভাগ A Game of Chess অংশে পৃথিবীর মানুষের আধ্যাত্মবোধহীনতা, ধর্মবোধহীনতা, নৈতিকতা বিবর্জিত জীবনকে চিত্রায়িত করা হয়েছে। তৃতীয় ভাগ The Fire Sermon অংশে টেনস নদীকে রূপক ধরে বর্তমান পৃথিবীর নৈতিক ধ্বস, যৌনাচারকে তুলে ধরা হয়েছে। টেনস একদা নিষ্পাপ ছিল পৃথিবীর মতোই। টেমসের মত আজ পৃথিবীও পাপাসিত, দেহ সর্বস্ব যান্ত্রিক যৌনাচারে দূষিত। চতুর্থ ভাগ Death by Water অংশে খ্রিস্টান ধর্মের নৈতিকতার আলোকে মানব প্রকৃতির পুনর্বিকাশের কথা, শুদ্ধতার কথা ও আত্মিক পুনর্জাগরণের ইঙ্গিত দেয়া হয়েছে। পঞ্চম ভাগ What the Thunder Said অংশে মানবতার মুক্তি চাওয়া হয়েছে। উপনিষদ থেকে উৎকলিত করে কবি বললেন,
“Datta,
Dayadhvam. Damyata.
Shantih shantih shantih"
অর্থাৎ দান, সংযম এবং অনুকম্পার মধ্য দিয়েই জীবনের মুক্তি ফিরে পাওয়ার প্রতিশ্রুতি। কবিতাটিতে হিন্দু দর্শনের ইঙ্গিত খুঁজে পাওয়া যায়।
The Four Quartets কাব্যখণ্ডটি চারটি কবিতার সমষ্টি। কবিতাগুলো হল- ‘Burnt Norton’, ‘East
Coker', 'The Dry Salvages', 'Little Gidding'. কবিতাগুলো দার্শনিক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত বহন করে। প্রত্যেকটি কবিতার উপজীব্য বিষয় হল, সীমাবদ্ধ কালের সাথে মহাকালের সম্পর্ক। সীমিত কাল হল মৃত্যু আর জরার প্রতীক। মারার একটা ক্ষুদ্র অংশ সীমিতকাল।
The Hollow Men কবিতায় কবি বর্তমান যুগের কৃত্রিম সভ্যতার সাথে প্রাচীন যুগের বলিষ্ঠ বর্বরতার তুলনা করেছেন। যারা হৃদয় দিয়ে কোনো কিছুই বিশ্বাস করে না। অনুভূতি শক্তি তাদের অসাড়। আধুনিক সভ্যতা ও সাংস্কৃতিক সংকীর্ণতা, নীচতা কবিকে পীড়িত করেছে। তাই তিনি উপসংহারে বলেন, বিশ্ব যখন ধ্বংস হবে তখন ঘ্যান ঘ্যান আওয়াজ (whimper) হবে, কিন্তু কোনো পুরুষোচিত শব্দ (bang) হবে না। কবির ভাষায় -
"This is the way the world ends
Not with a bang but a whimper."
Murder in the Cathedral কাব্যধর্মী নাটকে কবি দেখালেন যে, টমাস বেকেট (Thomas Becket) জীবন দিয়ে শহিদ হয়েছে। কিন্তু কবি মনে করেন, জীবন দিয়ে শহিদ হওয়ার চেয়ে ঈশ্বরের চরণে নিজের ইচ্ছা বলি দেওয়া অনেক বড় কাজ ।
The Love Song of J. Alfred
Prufrock এই কবিতাটি টি এস এলিয়টকে প্রথম বিশ্বখ্যাতি এনে দেয়। কবিতাটি সাধারণত ‘Prufrock' নামেই পরিচিত। কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯১৫ সালে। পরবর্তীতে এই কবিতা সহ বারটি কবিতা নিয়ে এলিয়ট ‘Prufrock and Other Observations' নিয়ে একটি ‘Pamphlet’
প্রকাশিত করেন ১৯১৭ সালে ।
Aldous Huxley
(১৮৯৪ - ১৯৬৩ খ্রি.)
অলডাস হাক্সলি একজন প্রখ্যাত ঔপন্যাসিক ও প্রবন্ধকার। তাঁর জন্ম ইংল্যান্ডের চ্যাটার হাউসে । তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-
Novel |
Antic Hay, 1923 (অ্যানটিক হে) |
Point Counter Point, 1928 |
|
Brave New World, 1932 |
|
Eyeless in Gaza, 1936 (আইলেস ইন গাজা) |
|
Time Must Have a Stop, 1944 |
Brave New World (ব্রেভ নিউ ওয়ার্ল্ড) উপন্যাসটির নামকরণ করা হয়েছে উইলিয়াম শেক্সপিয়র এর টেম্পেস্ট (Tempest) নাটক থেকে। The Tempest নাটকে Hippolito says, “O brave new World that has such people
in 't!”
George Orwell
(১৯০৩ - ১৯৫০ খ্রি.)
এরিক আর্থার ব্লেয়ার (Eric Arthur Blair) জর্জ অরওয়েল ছদ্মনামে লিখতেন। তিনি ভারতের বিহারের অন্তর্গত মতিহারিতে জন্মগ্রহণ করেন। স্পেনের যুদ্ধে তিনি সমাজতন্ত্রীদের হয়ে যুদ্ধ করেছিলেন। তিনি ছিলেন সিভিল সার্ভেন্ট । তিনি বার্মায় (মায়ানমার) পুলিশ অফিসার (Police Officer) হিসেবে কাজ করেছেন। তাঁর সাহিত্যকর্ম নিম্নরূপ-
Novel |
Animal Farm (1945) |
Nineteen Eighty-Four, 1949 |
|
Burmese Days, 1934 |
|
Short Story |
Shooting an Elephant, 1936 |
Animal Farm (অ্যানিমাল ফার্ম) জর্জ অরওয়েলের বিখ্যাত রাজনৈতিক রূপক উপন্যাস। উপন্যাসটি রাশিয়ার বিপ্লব পরবর্তী সমাজ ব্যবস্থাকে কটাক্ষ করে রচিত। উপন্যাসে দেখানো হয়েছে কিভাবে একটি পশু খামারের মালিককে তাড়িয়ে নিজেরাই খামার দখল করে। Manor Farm এর বয়স্ক শুকর Old Major ফার্মের সকল পশুকে ডেকে মিটিং করে যেখানে সে মানুষকে পরাশ্রয়ী হিসেবে উল্লেখ করে তাদেরকে এক বিপ্লবী সংগীত ‘Beasts of England' শিক্ষা দেয়। বয়স্ক মেজর মরে গেলে দুই তরুণ শুকর ছানা Snowball ও Napoleon বিপ্লবের জন্য অন্যদেরকে প্রস্তুত করার দায়িত্ব নেয়। তারা বিদ্রোহ ঘোষণা করে মাতাল ও অবিবেচক চাষী Mr. Jones কে তাড়িয়ে দেয়। এ ঘটনা বাইরে ছড়িয়ে পড়লে অন্যান্য খামারের পশুরাও বিদ্রোহ করতে শুরু করে। এতে খামার মালিকরা শঙ্কিত হয়ে পড়ে এবং খামার মালিকদের সাথে পশুদের কয়েক দফা যুদ্ধও সংঘটিত হয়। পশুরা সাতটি মূলনীতি মেনে চলে। মূলনীতিগুলো হলো-
1. Whatever goes upon two legs is an enemy.
2. Whatever goes upon four legs, or has wings, is a friend.
3. No animal shall wear clothes.
4. No animal shall sleep in a bed.
5. No animal shall drink alcohol.
6. No animal shall kill any other animal.
7. All animals are equal.
মূলনীতিগুলোর
মধ্যে অন্যতম হলো 'সকল পশুই সমান'। এর নেতৃত্বে শুকরদের প্রাধান্য বেড়ে যায় এবং পশুদের নেতা নেপোলিয়ন সভ্য জগতের মানুষদের সাথে সখ্যতা গড়ে খামারে একনায়কতন্ত্র স্থাপন করে। ফার্মে Windmill স্থাপন নিয়ে কলহ দেখা দিলেও Windmill বসানো হলে তাদের আয় বেড়ে যায় ৷ পরে তারা ফার্মটিকে পূর্বের নাম Major Farm বহাল করে। কারণ তারা মনে করে মানুষ ও তাদের মাঝে তেমন কোনো পার্থক্য নেই ।
Shooting an Elephant (শুটিং অ্যান এলিফ্যান্ট) ছোট গল্পে লেখক বার্মায় পুলিশ অফিসার থাকাকালে এক অসহনীয় অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। গল্পে দেখা যায়, প্রজনন ঋতুতে উন্মাদ হয়ে একটা হাতি লোকালয়ে ঢুকে পড়ে একজন দ্রাবিড় কুলিকে পা মাড়িয়ে মেরেছিল এবং কিছু ঘরবাড়ি ও ফসলের মাঠ নষ্ট করেছিল। মহকুমা পুলিশ অফিসার হিসেবে অরওয়েলের ওপর দায়িত্ব আসে এবং তিনি ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে শান্ত অবস্থায় দেখতে পান। হাজার হাজার বার্মিজ জনতা তখন হাতিটিকে হত্যার দৃশ্য দেখার জন্য উৎসুক। ঘটনাস্থলে শান্ত নিরীহ অবস্থায় ঘাস খেতে দেখে অরওয়েল ভাবলেন এ বিরাট মূল্যবান প্রাণীটিকে হত্যা করা নিরর্থক। কিন্তু জনতার ইচ্ছার চাপের সামনে, শ্বেতাঙ্গদের মর্যাদা রক্ষার স্বার্থে তিনি শেষ পর্যন্ত হাতিটিকে গুলি করতে বাধ্য হন । নিজের ইচ্ছার বিরুদ্ধে, হলদে মুখো বার্মিজদের ইচ্ছার কাছে আত্মসমর্পন করে অরওয়েল হাতিটিকে হত্যা করে অস্থির বোধ করছিলেন । এ ঘটনাটি অরওয়েলকে ভীষণভাবে বিচলিত করে এবং তার মর্মপীড়ার কারণ ঘটায় ।
Henry Graham
Greene (১৯০৪ – ১৯৯১ খ্রি.)
ডাক নাম Graham Greene এ বেশি পরিচিত এই সাহিত্যিক ছিলেন ২০শতকের একজন অন্যতম ইংরেজ ঔপন্যাসিক। ১৯৬৫ ও ১৯৬৭ সালে নোবেল পুরস্কার মনোনয়নের সংক্ষিপ্ত তালিকায় থাকা এই সাহিত্যিক ২৫টি উপন্যাস রচনা করেছেন । তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-
Novel |
The Man Within (1929 ) |
A Gun for Sale (1936) |
|
The Comedians (1966) |
|
The Tenth Man (1985) |
|
Short story |
The Last Word (1990) |
Samuel
Beckett (১৯০৬ - ১৯৮৯ খ্রি.)
স্যামুয়েল বেকেট একজন আইরিশ নাট্যকার (Irish Dramatist)। পুরো নাম Samuel Barclay Beckett। তিনি এন্ড্রু বেলিস ( Andrew Belis) ছদ্মনামে লিখতেন । ১৯৬৯ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন । তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-
Play |
Waiting for Godot (1952) |
Come and Go (1966) |
|
Words and Music |
|
Endgame (1955) |
|
Happy Days (1963) |
|
Play (1963) |
|
Not I (1972) |
|
Breth (1969) |
|
Novel |
Watt (1953) |
Waiting for Godot স্যামুয়েল বেকেটের সুবিখ্যাত Absurd play। বেকেট নাটকটি প্রথমে ফরাসি ভাষায় রচনা করেন। পরে তিনি নাটকটির ইংরেজি অনুবাদ করেন । ২০টিরও বেশি ভাষায় নাটকটি অনূদিত হয়েছে । নাটকটি দুই অঙ্ক বিশিষ্ট । জীবন সম্পর্কে বিশেষ উপলব্ধি এবং চেতনাকে তিনি অসামান্য দক্ষতার সাথে নাটকে চিত্রিত করেছেন। নাটকটির প্রধান চরিত্রগুলোর মধ্যে রয়েছে- ভ্লাডিমির (Vladimir), এস্ট্রাগন (Estragon), লাকি (Lucky) এবং পোজো (Pozzo) । কাহিনিতে দেখা যায়, দুই বৃদ্ধ Estragon ও Vladimir সন্ধ্যায় একটি গাছের নীচে দাঁড়িয়ে Godot এর জন্য অপেক্ষারত। সেখানে আরও দুজন লোক Pozzo ও Lucky আসে যারা সম্পর্কে পরস্পর মালিক ও গোলাম। তাদের প্রস্থানের পর একটি ছেলে এসে Estragon ও Vladimir কে জানায় Godot আজ নয় আগামীকাল আসবে । বালকটি বলে গেলেও তারা অপেক্ষা করতে থাকে। পরের দিন তারা একই স্থানে একই সময়ে অপেক্ষা করতে থাকে শুধু তারা যে গাছের নিচে অপেক্ষা করছিল তার দু'তিনটি পাতা গজায় এবং Pozzo অন্ধবেশে ও Lucky বোবাবেশে হাজির হয়ে কিছু আলাপচারিতার পর তারা চলে যায় এবং আবারো বালকটি হাজির হয়ে একই কথা শোনায়। আর Estragon ও Vladimir পূর্বের ন্যায় অপেক্ষা করতে থাকে ।
Wystan Hugh
Auden (১৯০৭ - ১৯৭৩ খ্রি.)
২০ শতকের ইংল্যান্ডের অন্যতম কবিদের মধ্যে একজন। জন্ম ইংল্যান্ডে হলেও মার্কিন নাগরিকত্ব গ্রহণকারী এই কবিকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। লেখকের চারুত্ব, কৌশলগত দক্ষতা, রাজনৈতিক ও নৈতিকতা সংক্রান্ত বিষয়গুলির উপস্থিতি এবং গঠন ও উপাদানের বৈচিত্র্যের জন্য তাঁর রচনা প্রসিদ্ধ । তাঁর কবিতার বিষয়বস্তু হলো প্রেম, রাজনীতি ও নাগরিকত্ব, ধর্ম ও নীতিবোধ, অদ্বিতীয় মানবসত্ত্বা ও নামহীন বা ব্যক্তিত্বহীন প্রকৃতির পারস্পরিক সম্পর্ক। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-
Poem |
Lullaby |
Night Mail |
|
The Fall of Rome |
|
September 1, 1939 |
|
The Shield of Achilles |
|
Musée de Beaux Arts |
|
Poetry |
Look, Stranger ! |
Travel book |
Journey to a War |
September 1,
1939 : আধুনিক সমাজের নিষ্ফলতা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদ্বিগ্নতাকে কেন্দ্র করে লেখা সম্পূর্ণ মানসিক ঘটনায় পরিপূর্ণ একটি রাজনৈতিক Elegy। Raconic Style এ লেখা এ কবিতাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপের চিত্র প্রতিফলিত করে।
William
Golding (১৯১১ - ১৯৯৩ খ্রি.)
উইলিয়াম জেরাল্ড গোল্ডিং এর উপন্যাসকে ক্ল্যাসিক হিসেবে বিবেচনা করা হয় (Lord of the Flies is regarded as
classic)। ১৯৮৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-
Novel |
Lord of the Flies, 1954 (লর্ড অব দ্য ফ্লাইস) |
The Inheritors, 1955 (দ্য ইনহেরিটরস্) |
|
Free Fall, 1959 (দ্য ফ্রি ফল) |
|
The Pyramid, 1967 (দ্য পিরামিড) |
|
The Scorpion God, 1971 (দ্য স্কোরপিয়ন গড) |
|
Darkness Visible, 1979 (ডার্কনেস ভিজিবল) |
Lord of the Flies উপন্যাসে দেখা যায়, শিশু-কিশোরের একটি দল জনমানবহীন একটি অরণ্যবেষ্টিত দ্বীপে অবস্থান করছে। প্রধান চরিত্র রালফ (Ralph, the novel's protagonist) ও পিগি (Piggy, Ralph’s “lieutenant.”) নামের দুই কিশোর একটি সামুদ্রিক শঙ্খে ফুঁ দিয়ে সবাইকে একত্রিত করে এবং ভোটাভুটির মাধ্যমে রালফ নেতা নির্বাচিত হয়। কিন্তু জ্যাকের (Jack, the novel's antagonist) এটা মোটেও পছন্দ হলো না, কারণ তার নেতা হবার ইচ্ছা ছিল । রালফ পাহাড়ের চূড়ায় আগুন জ্বেলে ধোঁয়া তৈরির নির্দেশ দেয়, যাতে দূর থেকে কোনো জাহাজ তাদেরকে উদ্ধারে এগিয়ে আসে। কিন্তু জ্যাক তার কথা না শুনে একটি শিকারি দল গঠন করে এবং তারা শিকারে মত্ত থাকে । এই নিয়ে রালফ ও জ্যাকের মধ্যে মতভেদ শুরু হয় এবং পরে তা আরো ভয়াবহ রূপ লাভ করে। জ্যাক দলে ভারী হয়ে দুজনকে হত্যা করে রালফকে হত্যার জন্য খুঁজতে থাকে । দ্বীপজুড়ে জ্যাক ত্রাসের রাজত্ব কায়েম করে । রালফ মৃত্যু ভয়ে পালিয়ে বেড়াতে থাকে।
Dylan Thomas
(১৯১৪ - ১৯৫৩ খ্রি.)
ডিলান টমাসের পুরো নাম Dylan Marlais Thomas. তিনি ওয়েলসে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি কল্পনা প্রবণ ও স্বপ্নাবিষ্ট। বিদ্যাবুদ্ধি ছিল অসাধারণ। স্কুলের ম্যাগাজিন সম্পাদনার সময় তিনি সম্পাদিকীয় প্রবন্ধ, ছোটগল্প এবং কবিতা সবই লিখতেন। বাইবেল ছিল তাঁর অবশ্য পাঠ্যগ্রন্থ অসীম সমুদ্র ও আকাশের নীলিমা তাঁর মনকে মুগ্ধ করেছিল। তাঁর কাব্যে রয়েছে বাইবেল থেকে গৃহীত চিত্রকল্পের সমাবেশ। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো-
Poetry |
The Map of Love |
Deaths and Entrance |
|
The World I Breathe (1939) |
|
New Poems |
|
Poem |
Fern Hill (1945) |
"Do not go gentle into that good night |
|
Poem in October |
|
And death shall have no dominion |
|
Play |
Under Milk Wood |
Fern Hill কবিতাটিতে রয়েছে কবির শৈশব ও কৈশোরের স্মৃতি। কবি তাঁর শৈশবের দিগন্ত। বিস্তৃত খেলার মাঠ, খড়ের গাদা, গরু বাছুরের পিছু ছোটা, খড়বাহী গাড়িতে চেপে বসা, এসব বিষয়বে নিজ স্মৃতির রঙে রাঙিয়ে স্বপ্নীল করে পরিবেশন করেছেন। রাতে ঘুমের মধ্যেও কবির মানসপটে এসব স্মৃতি ভেসে উঠে। স্বপ্নে কবি যে প্রান্তর, চারণভূমি, খড়ের গাদার ঘর, আস্তাবলকে উধাও হতে দেখেছিলেন, জেগে দেখেন সবই ঠিক আছে, শুধু হারিয়ে গেছে কবির মধুর স্মৃতির শৈশব। প্রাপ্তব্যস্থ মানুষ নিজেকে শিকলে বেঁধে রাখে, কারণ জীবনের দায়িত্ব ও কর্তব্য এই পৃথিবীকে এক ধরণের কারাগার করে তোলে। কিন্তু কবি এখনও শৈশবের স্মৃতি মনে করে সমুদ্রতরঙ্গের মত গান করছেন। তাইতো কবি বলেন -
"Time held me green and dying
Though I sang in my chains like the sea.”
Poem in
October কবিতাটি কবির ত্রিশতম জন্মদিনকে কেন্দ্র করে রচিত। জীবনের ত্রিশ বছর পেরিয়েও কবি অবিকল শৈশবের দিনগুলো ধরে রেখেছেন স্মৃতিতে। কবি বলেন-
"It was my thirtieth year to heaven
Woke to my hearing from harbour and neighbour wood"
তিনি শৈশবের সমস্ত স্মৃতিগুলোকে প্রাণবন্ত করে বর্ণনা করেছেন। বর্তমানের কথাও বলেছেন, তবে ভাস্বর অতীত স্মৃতিই কবিকে আলোড়িত করে। বর্তমান জীবন প্রবাহ, দুঃখ আনন্দ কবির কাছে গৌণ, মুখ্য হল তাঁর অতীত ও শৈশব।
Arthur Miller
(১৯১৫ - ২০০৫ খ্রি.)
পুরো নাম Arthur Asher Miller, একজন মার্কিন নাট্যকার, প্রবন্ধকার ও লেখক। ছাত্রজীবনে নাটক লিখে অনেক পুরস্কারপ্রাপ্ত এই নাট্যকার ১৯৪৬ সালে ইহুদি বিরোদী মতবাদ সম্পর্কে রচিত উপন্যাস Focus রচনা করেন। তাঁর আরো জনপ্রিয় সাহিত্যকর্ম গুলো-
Play |
All My Sons (1947) |
The Crucible (1953) |
|
Death of a Salesman (1949) |
|
A View from the Bridge (1955) |
Death of a Salesman ১৯৪৯ সালে পুলিত্জার পুরস্কার প্রাপ্ত এই জনপ্রিয় নাটকের প্রধান চরিত্র Willy Loman একজন পণ্য বিক্রেতা, স্ত্রী Linda এবং দুই ছেলে Biff ও Happy কে নিয়ে গড়ে ওঠা সংসারে ব্যর্থতা ও সাফল্যের কল্পনাকে কেন্দ্র করে কাহিনী অগ্রসর হয়ে Willy'র করুণ আত্মদানের মাধ্যমে শেষ হয় । নাটকটিতে আমেরিকার পুঁজিবাদী সমাজের বাস্তব চিত্র চিত্রিত হয়েছে।
Doris May
Lessing (১৯১৯ - ২০১৩ খ্রি.)
একজন
British-Zimbabwean (Rhodesian) ঔপন্যাসিক। উপন্যাস ছাড়াও সাহিত্যের অন্যান্য শাখায় তাঁর পদচারণা রয়েছে। ব্রিটিশ এই সাহিত্যিক একাধারে ঔপন্যাসিক, নাট্যকার, জীবনীলেখক এবং ছোটগল্পকার। জন্ম ইরানে হলেও জীবনের তাগিদে তাঁর পরিবার ১৯২৫ সালে ব্রিটিশ কলোনী তৎকালীন দক্ষিণ রোডেশিয়া (বর্তমানে জিম্বাবুইয়ে) তে পাড়ি জমান । সেখানে বর্ণবাদসহ স্থানীয়দের প্রতি ইউরোপীয়দের বৈষম্যমূলক আচরণ ও তাদের প্রতি অত্যাচারের চিত্র তিনি ছোটবেলাতেই অবলোকন করেন আর সেই অভিজ্ঞতা থেকেই তিনি তাঁর বিখ্যাত উপন্যাস The Grass Is Singing রচনা করে লেখক সমাজে খ্যাতি অর্জন করেন। তিনি ২০০৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-
Novel |
The Grass Is Singing (1950) |
The Golden Notebook (1962) |
|
Memoirs of a Survivor (1974) |
|
The Good Terrorist (1985) |
The Grass Is Singing উপন্যাসটি আফ্রিকার রোডেশিয়ার (বর্তমান জিম্বাবুয়ে) পটভূমিতে লেখা । উপন্যাসটিতে ঘৃণা, অপমান, প্রতিশোধ, হতাশার প্রতিফলন দেখা যায় । একজন শ্বেতাঙ্গ বসতি স্থাপনকারী এবং তার স্ত্রী ও কৃষ্ণাঙ্গ গৃহভৃত্যের জীবনের বিয়োগান্তক কাহিনি নিয়ে উপন্যাসটি রচিত। হতদরিদ্র শ্বেতাঙ্গ পরিবারে জন্মগ্রহণ করে Mary Turner শৈশব থেকেই দুঃখ-কষ্টে মানুষ হয়েছিল। তার মা-বাবার মধ্যে নিরন্তর ঝগড়া- বিবাদ দেখে বিয়ে সম্বন্ধে তার নেতিবাচক ধারণার জন্ম নিয়েছিল। লেখাপড়া ও চাকরির সুবাদে বাইরে থাকার কারণে সে কিছুটা ভালই ছিল। বিবাহ না করার কারণে তার বন্ধু-বান্ধবরা সমালোচনা করতে লাগল । সেই সময়ে তার পরিচয় হল ডিকের (Dick Turner) সাথে যে নিজেও নিঃসঙ্গতা ঘুচানোর জন্য একজন মেয়ের খোঁজ করছিল। তাদের বিবাহের পর মেরি ডিকের খামারে এসে দেখল প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে বিস্তর ফারাক। চরম দারিদ্র্য, হতাশা এবং গরমের অত্যাচারে পাগল-প্রায় মেরি ডিককে তার ফার্ম বিক্রি করে দিতে বলে কারণ ফার্মটি লাভজনক ছিল না। মেরি অসুস্থ হয়ে যায়। এমনি সময়ে মোজেজ (Moses মেরির চাকর এবং মেরি তার নাকে আঘাত করে রক্তাক্ত করেছিল) তাকে হত্যা করে প্রতিশোধ নেয় ।
Harold Pinter
(১৯৩০ - ২০০৮ খ্রি.)
বিখ্যাত ব্রিটিশ সাহিত্যিক এবং মঞ্চ নির্দেশক। ১৯৫৭ সালে তার প্রথম নাটক The Room প্রকাশের মধ্য দিয়ে তাঁর সাহিত্যিক জীবন শুরু হয়। তাঁর প্রথম দিকের নাটকগুলোকে Comedy of menace এবং শেষের দিকের নাটকগুলোকে memory play বলা হয়। তিনি ২০০৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-
Play |
The Birthday Party (1957) |
The Caretaker (1960) |
|
Betrayal (1978) |
|
The Homecoming (1964) |
John James
Osborne (১৯২৯ - ১৯৯৪ খ্রি.)
ইংরেজ এই সাহিত্যিক একাধারে ছিলেন নাট্যকার, চিত্রনাট্যকার ও অভিনেতা। মূলত সামাজিক ও রাজনৈতিক আদর্শের প্রতি তাঁর উজ্জ্বল গদ্য ও তীব্র সমালোচনামূলক অবস্থানের জন্য তিনি অধিক পরিচিত। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-
Play |
Look Back in Anger (1956) |
Luther (1961) |
|
The Entertainer (1957) |
|
Inadmissible Evidence (1964) |
|
Time Present (1968) |
Ted Hughes (১৯৩০ - ১৯৯৮ খ্রি.)
টেড হিউজেস এর পুরো নাম এডওয়ার্ড জেমস্ হিউজেস (Edward James Hughes)। তিনি ইংল্যান্ডের রাজকবি ছিলেন (Poet Laureate of England) । কবিতার বিষয়বস্তুর জন্য তাঁকে জু লরিট (Zoo Laureate) পোয়েট বলা হয় । তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-
Poetry |
The Hawk in the Rain (1957) |
Wodwo (1967) |
|
Cave Birds (1975) |
|
Lupercal (1960) |
|
Crow (1970) |
|
Moortown (1979) |
|
Poem |
The Jaguar |
Pike |
|
Flowers and Insects |
|
The Thought Fox |
Julian
Patrick Barnes (১৯৪৬ খ্রি.--)
ছদ্মনাম Dan
Kavanagh ইংরেজ এই সাহিত্যিক তাঁর The Sense of an Ending উপন্যাসের জন্য ২০১১ সালে Man Booker Prize লাভ করেন। তাঁর আরো উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-
Novel |
Flaubert's Parrot (1984) |
England, England (1998) |
|
Arthur & George (2005) |
J. K. Rowling
(১৯৬৫ খ্রি. --)
প্রকৃত নাম Joanne “Jo” Rowling, তবে ছদ্মনাম J. K. Rowling এবং Robert Galbraith তেই অধিক পরিচিত একজন ব্রিটিশ ঔপন্যাসিক, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র প্রযোজক এবং সবচেয়ে বেশি তিনি পরিচিত হ্যারি পটার ফ্যান্টাসি সিরিজের লেখিকা হিসেবে। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-
Harry Potter (fantasy series) |
The Cuckoo's Calling (2013) |
The Casual Vacancy (2012) |
The Silkworm ( 2014 ) |
Harry Potter উপন্যাসের প্রধান চরিত্র এক কিশোর যাদুকর Harry Potter ও তার বন্ধুদের বিভিন্ন অ্যাডভেঞ্চারে অংশগ্রহণ এবং কালো যাদুকর লর্ড ভলডেমর্ট এর বাবুর সাম্রাজে প্রতিপত্তি লাভের উদ্দেশ্যে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রচিত। ৬৪ টিরও বেশি ভাষায় অনূদিত সাতখন্ডের এই শিশুতোষ উপন্যাস সিরিজের প্রথম খণ্ড প্রকাশিত হয় ১৯৯৭ সালে এবং সর্বশেষ ২০০৭ সালে।