ENGLISH LITERATURE (LECTURE 8)

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি (BCS) Preliminary Test 200 Marks English Literature (ইংরেজি সাহিত্য)

 

ENGLISH  LITERATURE  FOR BCS BANK AND JOB

 

যা যা থাকছে

Foreign Literature

 

 

 

Foreign Literature

ইংরেজদের মাতৃভাষা ইংরেজি এবং তাদের সাহিত্যকর্ম ইংরেজিতে রচিত হলেও যুগে যুগে ইংরেজি ভাষাতে বিশ্বের বিভিন্ন দেশে সাহিত্যকর্ম রচিত হয়ে আসছে। কিছু বিখ্যাত সাহিত্যকর্ম অন্য ভাষাতে রচিত হলেও কোনো এক সময়ে সেগুলি ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে, যা ইংরেজি সাহিত্যের সম্ভারকে আরো সমৃদ্ধ করেছে। নিচে বিভিন্ন দেশের সাহিত্যিক তাঁদের সাহিত্যকর্ম সম্পর্কে আলোকপাত করা হলো-

American

যুক্তরাষ্ট্রে বিভিন্ন ভাষার ব্যবহার থাকলেও সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা ইংরেজি (American English), তাই তাঁদের সাহিত্যকর্মও ভাষাতে রচিত নিচে কিছু খ্যাতিমান আমেরিকান সাহিত্যিক তাঁদের সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা করা হলো-

Harriet Elisabeth Beecher Stowe (১৮১১ - ১৮৯৬ খ্রি.)

Beecher পরিবার থেকে আসা এই আমেরিকান সাহিত্যিক ছিলেন নিগ্রো দাসপ্রথা বিলোপের পক্ষে। গ্রেট ব্রিটেন আমেরিকাতে প্রভাব বিস্তারকারী এই লেখক মূলত তাঁর Uncle Tom's Cabin উপন্যাসের জন্য বিখ্যাত। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Novel

The Minister's Wooing, 1859

Pink and White Tyranny, 1871

Old Town Folks, 1869

Queer Little Folks, 1897

 

Herman Melville (১৮১৯ - ১৮৯১ খ্রি.)

হারমান মেলভিল ছিলেন আমেরিকান নবজাগরণ যুগের ঔপন্যাসিক, ছোটগল্পকার কবি। তিনি Typee (1846) Moby Dick (1851) উপন্যাস দুটির জন্য সর্বাধিক পরিচিত। Typee ছিল তাঁর পলিনেশিয়ান জীবনের অভিজ্ঞতাগুলির একটি রোমান্টিক বিবরণ। অন্যদিকে Moby Dick or, The Whale ছিল একটি দুঃসাহসিক কল্পকাহিনী ভিত্তিক তিমি শিকার-সংক্রান্ত উপন্যাস Walter “Walt” Whitman একজন মার্কিন কবি, প্রাবন্ধিক সাংবাদিক তাঁকে গণতন্ত্রের কবি বলা হয়। মানবতাবাদী হিসেবে প্রসিদ্ধ হুইটম্যান তাঁর রচনায় বাস্তবতাবাদের সমন্বয় ঘটিয়েছেন। হুইটম্যান আমেরিকার জীবনযাত্রা, এর নদ-নদী, প্রকৃতি, প্রেইরি অঞ্চল, মানুষের কর্মচাঞ্চল্য সবই অনুসন্ধানী দৃষ্টিতে প্রত্যক্ষ করেছেন। আমেরিকাকে তিনি মনে প্রাণে ভালোবেসেছেন, আমেরিকাই ছিল তাঁর ধ্যানজ্ঞান। তাই তাঁর সম্বন্ধে বলা হয় - If he had any love, it was America - America of his dream.” তাঁকে মুক্তছন্দের (Free verse) জনকও বলা হয়। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Poetry

Franklin Evans (1842)

Drum-Taps (1865)

Leaves of Grass (1855)

Poem

O Captain! My Captain!

Crossing Brooklyn Ferry

 

Emily Dickinson (১৮৩০ - ১৮৮৬ খ্রি.)

অন্যতম আমেরিকান কবি। কবি আমেরিকার আমহার্স্ট নামক ছোট শহরে জন্মগ্রহণ করেন। এমিলি ডিকিনসনের কবিতায় মধুর এক গীতিধর্মিতা সর্বদা খেলা করে। সাধারণ চোখে দেখা একটি বিষয়কেও তিনি অসাধারণত্ব দান করেছেন। ১৮৬২ সাল তাঁর জন্য এক উল্লেখযোগ্য সময়। কারণ সময় কম করে হলেও ৩৬২টি কবিতা লেখা হয়। ১৮৬১ সাল হতে ১৮৬৪ সালের মধ্যে তিনি প্রায় সাতশত পঞ্চাশটি কবিতা রচনা করেন এমিলি জীবিতকালে তাঁর কোনো কবিতা প্রকাশ করেননি। ১৯২৪ সালে মার্থা বিয়ানচি (Martha Dickinson Bianchi) এমিলির কবিতাগুলো থেকে বেশ কিছু কবিতা বাছাই করে একটি নির্ধারিত কবিতার সংকলন প্রকাশ করেন। ১৯৪৫ সালে এমিলির প্রতিবেশী মিসেস মাবেল টড (Mabel Loomis Todd) তার কন্যা মিলিসেন্ট টড (Millicent Todd) বোল্টস অব মেলোডি (Bolts of melody)' নামে ছয়শত আটষট্টিটি কবিতা নিয়ে একটি সংকলন প্রকাশ করেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Poem

High idealism

Yearning for companionship

"Because I could not stop for Death"

Gradually give way to

I Died For Beauty

Success is Counted Sweetest

 

I Died For Beauty কবিতায় কবি পাশাপাশি দুটি কবরে দুজন মৃত মানুষের কথোপকথনের মাধ্যমে দু'জনার মৃত্যুর কারণ জানিয়েছেন। প্রথমজন সৌন্দর্যের কারণে এবং দ্বিতীয়জন সত্যের কারণে। তারপর তিনি দেখিয়েছেন সৌন্দর্য সত্য একই জিনিস এবং তারা পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। কবির ভাষায়-
"He questioned softly "Why I failed"?
"For Beauty", I replied-
"And I for Truth Themself are One-
We Bretheren, are", He said-"
তারপর তারা আশা প্রকাশ করে যতদিন না শৈবাল তাদের নামফলক ঢেকে দেয় ততদিন তারা পাশাপাশি থেকে কথা বলে যাবে।

 

Mark Twain (১৮৩৫ - ১৯১০ খ্রি.)

প্রকৃত নাম Samuel Langhorne Clemens, তবে ছদ্ম নামেই বেশি পরিচিত। তিনি একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক প্রভাষক। The Adventures of Tom Sawyer, 1876 এবং Adventures of Huckleberry Finn, 1885 উপন্যাস দুটি তাঁর সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম। এই উপন্যাসদ্বয় বিশ্ব সাহিত্যে ক্ল্যাসিকের মর্যাদা লাভ করে। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Novel

The Gilded Age : A Tale of Today, 1873

The Mysterious Stranger, 1916

The American Claimant, 1892

Quotation

‘Classic.’ A book which people praise and don't read.

 

O' Henry (১৮৬২ - ১৯১০ খ্রি.)

প্রকৃত নাম William Sydney Porter, তবে মার্কিন এই বিখ্যাত (great) আধুনিক ছোটগল্পকার ছদ্মনাম O' Henry (Oliver Henry) তেই বেশি পরিচিত। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Short story

The Gift of the Magi, 1905

The Cop and the Anthem, 1904

The Last Leaf, 1907

Novel

Cabbages and Kings, 1904

 

Gift of the Magi গল্পে জিম (James, known as Jim) ডেলা (Della Dillingham) দম্পতি। তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসে। ক্রিসমাস উপলক্ষে জিমকে ভালো একটি উপহার দেওয়ার জন্য ডেলা অনেক দিন ধরে একটু একটু করে সঞ্চয় করছিল। কিন্তু তা অতি সামান্য। ডেলা সিদ্ধান্ত নেয় তার সুন্দর চুল বিক্রি করে সে জিমের জন্য ভালো একটি উপহার কিনবে। তাই সে Mrs. Sofronie এর চুলের দোকানে গিয়ে বিশ ডলারের (Twenty dollars) বিনিময়ে তার সুন্দর অপূর্ব চুল বিক্রি করে এবং জিমের জন্য একটি সোনার তৈরি ঘড়ির চেইন কেনে। জিমের ঘড়িটা দামি হলেও চেইনটা সুন্দর ছিল না। জিম লুকিয়ে লুকিয়ে সময় দেখে নিত। জিম ঘরে ফিরলে ডেলা জিমকে জানিয়ে দেয় যে, সে তার চুল বিক্রি করে দিয়েছে তাকে ক্রিসমাস উপলক্ষে একটা সুন্দর উপহার দেওয়ার জন্য। সে হতভম্ব হয়ে গিয়েছিল কারণ সে ডেলার জন্য রত্নখচিত চিরুনি সেট কিনেছিল নিরাশ জিমকে আশ্বস্ত করতে ডেলা বলল, তার চুল খুব দ্রুত বাড়ে। সে আনন্দচিত্তে সোৎসাহে জিমের জন্য আনা উপহারটি তাকে দেখাল। সে জিমের কাছে তার ঘড়িটি চাইল, চেইনটা লাগিয়ে দেখার জন্য জিম ডেলাকে বলল, সে ঘড়িটি বিক্রি করে দিয়েছে তার চিরুনি কেনার জন্য মেইজাইরা প্রথম ক্রিসমাস উপলক্ষে পূর্বদেশ হতে শিশু যিশুর জন্য উপহার নিয়ে এসেছিল। তাঁরা ছিলেন বিজ্ঞ আর তাঁদের উপহার সামগ্রীও ছিল বিজ্ঞজনোচিত। জিম ডেলার উপহার সামগ্রীও মেইজাইদের তুলনায় কোনো অংশে কম নয়

 

Robert Frost (১৮৭৪ - ১৯৬৩ খ্রি.)

কবি রবার্ট ফ্রস্ট যুক্তরাষ্ট্রের (USA) সানফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন গ্রামীণ জীবনের বাস্তব বর্ণনা আমেরিকান কথ্য ভাষার ওপর তাঁর অগাধ পাণ্ডিত্য ছিল কবিতায় তিনি চারবার পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Poems

Out, Out

Fire and Ice

After Apple-Picking

The Death Of The Hired Man

Tree at My Window

Stopping by Woods on a Snowy Evening

Birches

Mending Wall

The Road Not Taken

Out, Out কবিতাটির শিরোনাম William Shakespeare এর Macbeth নাটকের Macbeth এর soliloquy থেকে নেওয়া। কবিতাটির বিষয়বস্তু শিল্পযুগে মানবজীবনের অনিশ্চয়তা এবং এর পটভূমি নিউ ইংল্যান্ড। কবিতায় এক বালক করাত কলে কাঠ কাটছিল। দিনের প্রায় শেষে যখন তার বোন তাকে বলে যে এখন ডিনারের সময় হয়েছে, তখন উত্তেজনা বসত দুর্ঘটনা ক্রমে সে তার হাত কেটে ফেলে। সে তার বোনকে অনুরোধ করে, ডাক্তার যেন তার হাতটি বিচ্ছেদ না করে ছেলেটির কষ্ট লাঘব করার জন্য- The doctor put him in the dark of ether. যখন ছেলেটি মারা যায়, তখন আবার সবাই সবার কাজে ফিরে যায়। কবির ভাষায়-
They listened at his heart.
Little-less-nothing!-and that ended it.
No more to build on there. And they, since they
Were not the one dead, turned to their affairs."

 

The Death of the Hired Man কবিতাটিতে সাইলাস কেন্দ্রীয় চরিত্র। সাইলাস, ওয়ারেন ম্যারী দম্পতির খামার শ্রমিক ওয়ারেন সাইলাসের প্রতি রূঢ়, কারণ সে মনে করে সাইলাস কর্তব্যে অসচেতন, অলস। কিন্তু ম্যারী তার প্রতি দয়ালু। ওয়ারেন তাকে তাড়িয়ে দিবে কিন্তু সাইলাস অন্য কারোর শরণাপন্ন হবে না। সে ওয়ারেন দম্পতির খামারেই স্বাধীনভাবে কাজ করবে। অত্যন্ত আত্মমর্যাদাশীল স্বাধীনচেতা সাইলাস ওয়ারেন দম্পতির অজান্তেই মারা যায়

 

Mending Wall কবিতাটিতে কবি দেখিয়েছেন মানুষে মানুষে বিভেদই মানুষের ঐক্যের সূত্র। বর্ণে, ধর্মে, দেশে মানুষ ভিন্ন আর এই ভিন্নতাই মানুষে মানুষে সামগ্রিক ঐক্য গড়ে তোলে। কবি বলেন-
He will not go behind his father's saying,
And he likes having thought of it so well
He says again, "Good fences make good neighbours."

 

Stopping by Woods on a Snowy Evening কবিতাটিতে কবি একদিন ঘোড়ায় চড়ে ভ্রমণ করতে করতে একটি বনের কাছে এসে থামেন। কারণ বনটি ছিল গভীর, সুন্দর এবং অন্ধকারময়। কবি বনের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আরও একটু সময় থাকার মনবাসনা করছেন কিন্তু তখনই তার মনে পড়ে-
The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep."

 

Tree at My Window কবিতায় কবি প্রকৃতির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেছেন। কবির শোবার ঘরের জানালার পাশে রয়েছে একটি গাছ। রাতে কবি জানালাটা বন্ধ করে দেন ঠাণ্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু কবির চাওয়া চেতন, অবচেতন মনে জুড়ে থাকে গাছটি। গাছটির সাথে কবির মিল রয়েছে। প্রবল বাতাসে যেমন গাছটি হেলতে দুলতে থাকে, তেমনি কবির হৃদয়ও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর জীবনের নানাবিধ দ্বন্দ্ব, দুঃখ-কষ্ট মানাসিক পীড়ন দ্বারা প্রকৃতির পীড়ন শুধু বাহ্যিক, এর মানসিক পীড়ন নেই কিন্তু মানুষের পীড়ন মানসিক, যা প্রকৃতি পড়তে পারে না। কবি বলেন-
"That day she put our heads together,
Fate had her imagination about her,
Your head so much concerned with outer,
Mine with inner, weather
"

 

Eugene Gladstone O'Neill (১৮৮৮ - ১৯৫৩ খ্রি.)

Eugene O'Neill (ইউজিন ওনিল) ছিলেন একজন সাহিত্যে নোবেলজয়ী মার্কিন নাট্যকার। তাঁর বিখ্যাত নাটক Desire Under the Elms, Mourning Becomes Electra Anna Christie প্রভৃতি।

Pearl S Buck (১৮৯২ - ১৯৭৩ খ্রি.)

প্রকৃত নাম Pearl Sydenstricker Buck মার্কিন এই সাহিত্যিকের চৈনিক নাম Sai Zhenzhu চীনে প্রান্তিক কৃষকদের জীবনী নিয়ে সমৃদ্ধশালী এবং সত্যিকারের মহাকাব্যিক বর্ণনায় রচিত উপন্যাস The Good Earth এর জন্য তিনি প্রথম মার্কিন নারী হিসেবে ১৯৩৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Novel

East Wind: West Wind (1930)

The Good Earth (1931)

Dragon Seed (1942)

The Hidden Flower (1952)

Imperial Woman (1956)

Pavilion of Women (1946)

Autobiography

My Several Worlds, A Bridge for Passing

 

Marjorie Kinnan Rawlings (১৮৯৬ - ১৯৫৩ খ্রি.)

মার্জরি কিনান রলিংস একজন আমেরিকান লেখক। তিনি আমেরিকার ফ্লোরিডায় বসবাস করতেন তার উপন্যাসগুলো গ্রামীণ প্রেক্ষাপটে রচিত তার সর্বশ্রেষ্ঠ উপন্যাস 'ইয়ার্লিং' (The Yearling), যার জন্য তিনি ১৯৩৯ সালে পুলিত্জার (Pulitzer Prize) পুরস্কার লাভ করেন। পরবর্তীতে তার উপন্যাসটিকে চলচ্চিত্রে চিত্রায়ণ করা হয়। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Short Stories

Hyacinth Drift (1933)

The Pardon (1934)

Varmints (1936)

In The Heart (1940)

The Provider (1941)

The Friendship (1949)

Alligators (1933)

A Mother in Mannville (1936)

Mountain Rain (1938)

The Enemy (1940)

Shell (1944)

Novels

South Moon Under (1933)

The Yearling (1938)

Cross Creek (1942)

Jacob's Ladder (1950)

The Secret River (1955)

Golden Apples (1935)

When the Whippoorwill (1940)

Cross Creek Cookery (1942)

The Sojourner (1953)

 

A Mother in Mannville ছোট গল্পটি অত্যন্ত হৃদয়স্পর্শী যা বর্ণনাকারী এতিম অনাথ বালক জেরিকে (Jerry) কেন্দ্র করে রচিত। গল্পের লেখিকা মারজারি নর্থ ক্যারোলিনা মাউনটেইন অবস্থিত একটি অনাথ বাচ্চাদের আশ্রমে (Orphanage) কিছুদিন কাটান। সেখানে জেরি নামক এক বারো বছরের বালকের সাথে তার পরিচয় হয়। সে চার বছর থেকে অনাথ আশ্রমে আছে। সে লেখিকার উনুনের কাঠি সংগ্রহ করে দিত। সে ছিল প্রত্যয়ী, পরিশ্রমী অত্যন্ত মেধাবী। আলাপের এক পর্যায়ে জেরি লেখিকাকে জানায়, তার মা জীবিত এবং মাঝেমাঝে উপহার সামগ্রী নিয়ে তার সাথে দেখাও করতে আসে। গল্পের শেষ পর্যায়ে লেখিকা আশ্রমে চাকুরিরত জনৈক এক মহিলার কাছে জানতে পারেন যে, জেরির মা বাবা কেউই জীবিত নেই। জেরি অনাথ বালক হিসেবে কারও করুণা বা সহানুভূতি নিতে চায়নি। লেখিকাকে দেখে তার মায়ের কথা মনে পড়েছে, তাই নিজের একাকিত্ব অসহায়ত্বকে চেপে রাখতে সে কল্পনায় একজন মাকে সৃষ্টি করেছে।

 

William Cuthbert Faulkner (১৮৯৭ - ১৯৬২ খ্রি.)

উইলিয়াম ফকনার, আমেরিকার মিসিসিপিতে জন্ম নেওয়া একমাত্র নোবেল পুরস্কার (১৯৪৯) প্রাপ্ত এই সাহিত্যিক প্রধানত ছোটগল্প উপন্যাসের জন্য বিখ্যাত হলেও রচনা করেছেন অনেক কবিতা, নাটক, প্রবন্ধ চলচিত্রের পাণ্ডুলিপি। তাঁর দুটি সাহিত্যকর্ম, A Fable (1954) এবং তাঁর শেষ উপন্যাস The Reivers (1962) পুলিত্জার পুরস্কারে ভূষিত হয়। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Novel

The Sound and the Fury, 1929

Light in August, 1932

As I Lay Dying, 1930

Absalom, Absalom! 1936

Short Story

A Rose for Emily, 1930

 

Ernest Hemingway ( ১৮৯৯ - ১৯৬১ খ্রি.)

আর্নেস্ট মিলার হেমিংওয়ে বিশ শতকের একজন শ্রেষ্ঠ মার্কিন ঔপন্যাসিক (Novelist) এবং সাংবাদিক। ১৮৯৯ সালে তিনি যুক্তরাষ্ট্রের শিকাগোর ইলিনয়ের ওক পার্কে জন্মগ্রহণ করেন। রেডক্রসের কার্যক্রমে সাড়া দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে তিনি ইতালিয়ান ফ্রন্টে অ্যাম্বুলেন্স চালক হিসেবে যোগদান করেন। কিন্তু ১৯১৮ সালে মারাত্মক আহত হয়ে নিজ দেশে ফিরে আসেন। তার যুদ্ধকালীন অভিজ্ঞতাই A Farewell to Arms' উপন্যাসটি রচনা করতে সহায়তা করে। যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে রচিত তাঁর আরও একটি বিখ্যাত উপন্যাস 'For Whom the Bell Tolls' রেডক্রসে থাকাকালীন সময়ে তিনি রেডক্রসের একজন নার্স অ্যাগনেস ভন কুরোভস্কির (Agnes von Kurowsky) প্রেমে পড়েন। কয়েক মাসের মধ্যে তারা বিয়ে করার পরিকল্পনাও করেছিলেন। কিন্তু অ্যাগনেস একজন ইতালীয় অফিসারকে বিয়ে করে ফেলেন। এই ঘটনায় বিধ্বস্ত হেমিংওয়ে রচনা করেন A Very Short Story' এক বৃদ্ধ জেলের সমুদ্রে অসীম ধৈর্যের সঙ্গে প্রকৃতির বিরুদ্ধে দুঃসাহসিক সংগ্রামের কাহিনী নিয়ে তাঁর রচিত 'The Old Man and the Sea' উপন্যাসটি ১৯৫৩ সালে পুলিত্জার পুরস্কার লাভ করে। ১৯৫৪ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৬১ সালে হেমিংওয়ে আত্মহত্যা করেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম নিম্নরূপ-

Novel

The Sun Also Rises, 1926

A Farewell to Arms, 1929

The Garden of Eden

For Whom the Bell Tolls, 1940

The Old Man and the Sea, 1951

To Have and Have Not

Short story

The Old Man at the Bridge, 1938

 

The Old Man at the Bridge গল্পটি ১৯৩৮ সালে এপ্রিল মাসে স্পেনের গৃহযুদ্ধ চলাকালিন Easter Sunday এর সময়ে Ebro নদীর তীরে যাত্রাবিরতিকে ভিত্তি করে লেখা গল্পের বিষয়বস্তু মানুষের কর্তব্যজ্ঞান (sense of duty) এখানে প্রধান চরিত্র এক ক্লান্ত বৃদ্ধ, যে বারো কি. মি. পথ পাড়ি দিয়ে নিজ গ্রাম ছেড়ে আসা সর্বশেষ মানুষ। সে শুধু তার কয়েকটা পোষা প্রাণীর প্রাণ রক্ষার জন্য নিজের ভাগ্যকে মেনে নেয়।

 

Langston Hughes (১৯০২ - ১৯৬৭ খ্রি.)

পুরোনাম James Mercer Langston Hughes, ছিলেন একজন আমেরিকান কবি, সমাজকর্মী, ঔপন্যাসিক, নাট্যকার কলামিস্ট। তিনি ছিলেন jazz poetry উদ্ভাবনের প্রথমদিকের একজন উদ্ভাবক। তিনি মূলত নিউ ইয়র্ক সিটিতে Harlem Renaissance এর নেতা হিসেবে বেশি পরিচিত। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Poem

Let America Be America Again, 1935

“I, Too, Sing America" (1945)

"The Negro Speaks of Rivers" (1921)

"The Weary Blues" (1925)

Harlem

"Life is Fine" (1949)

“Dreams” (1922)

"Mother to Son” (1922)

Novel

Not Without Laughter, 1930

 

Dreams ছোট্ট কবিতাটিতে কবি স্বপ্নকে আশার আলো হিসেবে দেখিয়েছেন। কবির ভাষায় স্বপ্নহীন মানুষ অনেকটা ডানা ভাঙ্গা পাখির মতো যা কখনো উড়তে পারেনা। কবি আরো বলেছেন যখন স্বপ্ন চলে যায় তখন জীবন অনেকটা ঊষর ভূমি বা প্রাণহীন বরফের মতো হয়ে যায়। কবিতাটি নিম্নরূপ-

Dreams
Hold fast to dreams
For if dreams die
Life is a broken-winged bird
That cannot fly.

Hold fast to dreams
For when dreams go
Life is a barren field
Frozen with snow.

 

Alex Haley (১৯২১ - ১৯৯২ খ্রি.)

একজন মার্কিন সাহিত্যিক। তাঁর Roots : The Saga of an American Family (1976) উপন্যাসটি আমেরিকাতে আফ্রিকান আমেরিকানদের ইতিহাস সম্পর্কে সচেতনতা এবং বংশানুক্রম পারিবারিক ইতিহাস সম্পর্কে ব্যাপক আগ্রহ উৎসাহ বয়ে এনেছিল।

Toni Morrison (১৮ ফেব্রুয়ারি ১৯৩১ - আগস্ট ২০১৯ খ্রি.)

টনি মরিসনের আসল নাম ক্লো আর্দেলিয়া উফোর্ড। মার্কিন এই ঔপন্যাসিক একাধারে সম্পাদিকা এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক। ১৯৯৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Novel

The Bluest Eye, 1970

Song of Solomon, 1977

God Help the Child, 2015

Beloved, 1987

A Mercy, 2008

Sula, 1973

 

Beloved টনি মরিসনের বিখ্যাত উপন্যাস 'বিলাভড়' যা ১৯৮৭ সালে প্রকাশিত হয়। ১৯৮৮ সালে উপন্যাসটি পুলিৎজার পুরস্কার (Pulitzer Prize for Fiction) লাভ করে। ১৯৯৮ সালে উপন্যাসটি নিয়ে একই নামে চলচ্চিত্র নির্মিত হয় এবং এখানে অভিনয় করেন বিখ্যাত উপস্থাপিকা অপরাহ উইনফ্রে (Oprah Winfrey) উপন্যাসটি ১৮৬১ থেকে ১৮৬৫ সাল পর্যন্ত আমেরিকার গৃহযুদ্ধ পরবর্তী পটভূমিতে রচিত। আফ্রিকান-আমেরিকান ক্রীতদাস মার্গারেট গার্নারের (Margaret Garner) জীবনী দ্বারা অনুপ্রাণিত হয়ে উপন্যাসটি লেখা হয়। উপন্যাসের মূল চরিত্র সেথ (Sethe) অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে - Beloved, Paul D, Denver, Baby Suggs, Halle, etc.

 

Dan Brown (১৯৬৪ খ্রি. --)

প্রকৃত নাম Daniel Gerhard Dan Brown একজন মার্কিন রোমাঞ্চকর উপন্যাস লেখক পৃথিবীব্যাপী আলোড়ন সৃষ্টিকারী উপন্যাস The Da Vinci Code এর লেখক হিসেবে তিনি অধিক পরিচিত। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Novel

Inferno, (2013)

Angels & Demons, (2000)

The Da Vinci Code, (2003)

 

Gabriel García Márquez ( মার্চ ১৯২৭ - ১৭ এপ্রিল ২০১৪ খ্রি.)

গাব্রিয়েল গার্সিয়া মার্কেস একজন Colombian সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক রাজনীতিবিদ। তিনি Gabo বা Gabito নামেও পরিচিত। তিনি বিংশ শতাব্দির অন্যতম শ্রেষ্ঠ লেখক বিশেষকরে Spanish ভাষার One Hundred Years of Solitude (1967) উপন্যাসের লেখক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। তিনি ১৯৮২ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।

 

European

Greek

 

Homer প্রাচীন মহাকাব্যিক গ্রিক কবি (bard) তিনি গ্রিক সাহিত্যের কেন্দ্রীয় সাহিত্যকর্ম Iliad এবং Odyssey মহাকাব্যের (Epic) রচয়িতা। হোমারের মহাকাব্যগুলো থেকেই পাশ্চাত্য সাহিত্য- ধারাটির সূচনা হয়েছিল।

Iliad একটি প্রাচীন গ্রিক মহাকাব্য। প্রাচীন ট্রয় নগরীর অপর নাম ইলিয়াম থেকে এর নামকরণ করা হয়। ট্রয়ের যুদ্ধকে কেন্দ্র করে গ্রিক ভাষায় রচিত এই মহাকাব্যে ২৪ টি স্বর্গ প্রায় ষোল হাজার হেক্সামিটারের পংক্তি আছে। ট্রয়ের যুদ্ধের দশম বছরের শেষ একান্ন দিনের ঘটনা অবলম্বনে এটি রচিত। ট্রয় রাজকুমার প্যারিস (Paris) কর্তৃক মেনেলাউসপত্নী (Menelaus's wife) গ্রিক সুন্দরী হেলেন (Helen) অপহরণ গ্রিক বাহিনী কর্তৃক হেলেন উদ্ধারের জন্য ট্রয় অভিযান হলো এটির কাহিনি ভিত্তি মহাকাব্যটিতে একমাত্র ট্রাজানরাজা প্রায়ামই (Priam) কখনো হেলেনকে দোষারোপ করেননি এবং সব সময় তার সাথে সদয় ভদ্র আচরণ করেছেন। মহাকাব্যটির Theme গ্রিক যোদ্ধা (Greek fighter) একিলিসের ক্রোধ (Wrath of Achilles) থেকে কাহিনির শুরু এবং হেক্টর বধে কাহিনির সমাপ্তি

 

Sophocles (৪৯৭/ - ৪০৬/ খ্রি. পূ.)

সফোক্লিস, ইউরিপিডিস (Euripides) ইস্কিলাস (Aeschylus) - প্রাচীন গ্রিক সাহিত্যের এই তিন বিখ্যাত ট্র্যাজেডিয়ানের মধ্যে সফোক্লিস ছিলেন অন্যতম। তিনি তাঁর সময়ে প্রায় পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাট্যকার ছিলেন। ধারণা করা হয় তাঁর রচিত নাটকের সংখ্যা ১২০ হলেও বর্তমানে টিকে আছে মাত্র ৭টি। তাঁর নাটক গুলো-

Play

Ajax

Electra

Oedipus at Colonus

The Women of Trachis

Antigone

Philoctetes

Oedipus Rex

 

Oedipus Rex কিং ঈডিপাস (King Oedipus) গ্রিক নাট্যকার সফোক্লিস রচিত ত্রয়ী নাটকের দ্বিতীয় নাটক বিখ্যাত ট্র্যাজেডির একটি। রহস্যে ভরা নাটকটিতে দেখানো হয়েছে মানবের ভাগ্যের নির্মম পরিহাস ডেলফির দৈববাণী (Delphic Oracle) অনুযায়ী থিবিসের রাজা লেইয়াস (Laius) রানী জোকাস্টা (Jocasta) একটি পুত্র লাভ করবে এবং তাদের সে পুত্র পিতাকে হত্যা মাকে বিয়ে করবে। লেইয়াস এটা থেকে বাঁচার জন্য শিশু পুত্র ঈডিপাসকে পাহাড়ের পাদদেশে ফেলে আসার নির্দেশ দেন কিন্তু ভাগ্যের ফেরে ঈডিপাস বেড়ে ওঠে পার্শ্ববর্তী দেশ করিন্থের (Corinth) রাজা পলিবাস (Polybus) রানী মেরোপির (Merope) কাছে। ঈডিপাস তাঁর পরিচয় খুঁজতে গিয়ে ডেলফির ভবিষ্যদ্বাণী প্রাপ্ত হয় এবং তার ভাগ্যের পরিহাস থেকে বাঁচার জন্য পালক পিতামাতাকে নিজের পিতামাতা মনে করে করিন্থ ছেড়ে থিবিসের উদ্দেশ্যে যাত্রা করে এবং পথিমধ্যে লেইয়াসের মুখোমুখি হয় ক্ষণিক উত্তেজনার বসে লেইয়াসকে হত্যা করে। ঈডিপাস স্ফিংস (Sphinx) নামক দানবের ধাঁধার উত্তর দিয়ে থিবিসকে রক্ষা করে প্রথানুযায়ী থিবিসের রাজা হন এবং রানী জোকাস্টাকে বিয়ে করে। যার ঔরসে জন্ম হয় দুই ছেলে দুই মেয়ের। সুখে শান্তিতে বসবাসরত রাজ্যে হঠাৎ দুর্ভিক্ষের দেখা দিলে ঈডিপাস কেনানকে (Creon) টিরেসিয়াসের (Tiresias) কাছে পাঠায়। ক্রেয়ন ভবিষ্যৎ, প্রবক্তা টিরেসিয়াসের কাছে এর কারণ জানতে চাইলে তিনি বলেন দেশে অজাচারী (Unclean Thing) বাসের কারণে এর উদ্ভব। টিরেসিয়াস সব জানতো। টিরেসিয়াস তাই দুঃখ করে বলেন- "When wisdom brings no profit to be wise is to suffer." ("যখন জ্ঞানীর জ্ঞান কাজে আসেনা, তখন জ্ঞানীকে কষ্ট ভোগ করতে হয়') ঈডিপাস সব জেনে যায়, জোকাস্টা সব জেনে আত্মহত্যা করে, ঈডিপাস জোকাস্টার বৌচ দিয়ে নিজের চোখ উপড়ে ফেলে। ঈডিপাস মনে করে অন্ধ হয়ে বেঁচে থাকাটাই তাঁর পাপের একমাত্র প্রায়শ্চিত্ত।

 

Aristotle (৩৮৪ - ৩২২ খ্রি. পূ.)

এরিস্টটল ছিলেন জগদ্বিখ্যাত দার্শনিক বিজ্ঞানী। প্লেটোর একাডেমিতে (Plato's Academy) প্রায় কুড়ি বছর শিক্ষা লাভ করা গ্রিক বিদ্বানের প্রায় প্রতিটি বিষয়ে সুবৃহৎ অবদান রয়েছে। এখন পর্যন্ত তাঁকে পদার্থ, জীববিজ্ঞান, প্রাণিবিদ্যা, অধিবিদ্যা, যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, নন্দনতত্ত্ব, কাব্যকলা, নাট্যশালা, সঙ্গীত, অলঙ্কার- বিদ্যা, মনোবিদ্যা, ভাষাতত্ত্ব, সরকার রাজনীতি ইত্যাদি বিষয়ের একজন মহান চিন্তাবিদ হিসেবে গণ্য করা হয়। লাইসিয়ামের প্রতিষ্ঠাতা গ্রিক দার্শনিক ৩২২ খ্রি. পূ. মৃত্যুবরণ করেন।

Poetics (সাহিত্যতত্ত্ব) কবিতা লেখার বিষয়ে বৈজ্ঞানিক অধ্যায়ন হলো পোয়েটিক্স। যেখানে এরিস্টটল মহাকাব্য ট্র্যাজেডি নিয়ে ব্যাপক পর্যবেক্ষণ, বিশ্লেষণ সংজ্ঞায়িত করেছেন। দর্শনের তুলনায়, কবিতা, (যা ধারণা উপস্থাপন করে) হচ্ছে ছন্দ তাল মিলিয়ে ভাষার আদর্শানুযায়ী ব্যবহার, যেখানে জাগতিক বিষয়ের ঘটনা উদ্দেশ্য থাকে এরিস্টটল এখানে নাটকের কাহিনি তৈরির ভিত্তি, চরিত্র উন্নয়ন পালা নিয়েও বিশ্লেষণ করেছেন।

Aeschylus ইস্কিলাস, সম্ভবত তিনিই প্রথম ত্রয়ী (Oresteia) নাটকের উপস্থাপক, একজন গ্রিক নাট্যকার বিখ্যাত তিনজন নাট্যকারের (সফোক্লিস, ইউরিপিদিস ইস্কিলাস) একজন এবং ট্র্যাজেডির স্রষ্টা। ইস্কিলাসই প্রথম নাটকে অভিনেতা যুক্ত করেন এবং এটাকে প্রাণবন্ত রূপ দান করেন।

Agamemnon আগামেমনন, ইস্কিলাসের ত্রয়ী নাটক ওরেস্টিয়ার প্রথম নাটক। নাটকে ইস্কিলাস, আরগোসের রাজা আগামেমননের ট্রয় যুদ্ধ থেকে বিজয়ী বেশে ঘরে ফেরার কাহিনি বর্ণনা করেছেন। রাজপ্রাসাদে ফেরার পর স্বীয় কন্যা ইফিজিনিয়াকে (Iphigenia) উৎসর্গ করার প্রতিশোধ হিসেবে রানী ক্লাইটেমনেস্ট্রার (Clytemnestra) স্বামী হত্যার মাধ্যমে নাটকটির যবনিকাপাত করেছেন।

 

French

 

Alexandre Dumas (১৮০২ - ১৮৭০ খ্রি.)

আলেকজান্ড্রা ডুমাস বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক। তিনি মূলত ইতিহাস আশ্রিত উপন্যাসের লেখক হিসেবে বিখ্যাত। তাঁর লেখা উপন্যাস প্রায় ১০০টি ভাষায় অনূদিত হয়েছে। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Novel

Captain Paul

Man in the Iron Mask

The Three Musketeers

The Fencing Master

Twenty Years After

 

Jules Verne (১৮২৮ - ১৯০৫ খ্রি.)

জুল ভার্ন, ফরাসি এই সাহিত্যিক একাধারে ঔপন্যাসিক, কবি এবং নাট্যকার। তিনি রোমাঞ্চকর উপন্যাস এবং বৈজ্ঞানিক কল্পকাহিনি লেখক হিসেবে অধিক পরিচিত। তাঁর 'Around the World in Eighty Days' বিখ্যাত রচনা। তাঁর ইতিহাস আশ্রিত Tigers and Traitors উপন্যাসে অবিভক্ত ভারতবর্ষ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নিখুঁত বর্ণনা পাওয়া যায় H. G. Wells এবং Hugo Gernsback এর মতো তাঁকেও The father of the Science Fiction' বলা হয়

Gustave Flaubert (১৮২১- ১৮৮০ খ্রি.)

প্রস্তাভ ক্লোবার্ট ফরাসি এই ঔপন্যাসিক মূলত তাঁর প্রথম উপন্যাস Madame Bovary (1857) এর জন্য বিখ্যাত। প্রখ্যাত ছোট গল্পকার Guy de Maupassant ছিলেন তাঁর অনুগ্রহভাজন

Guy de Maupassant (১৮৫০- ১৮৯৩ খ্রি.)

গি দ্য মোপাসঁ, A master of the short story খ্যাত ফরাসি এই সাহিত্যিক, একাধারে ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং কবি। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Short Story

Suicides, 1880

Ball of Fat, 1880

The Diamond Necklace, 1884

Novel

Une Vie, 1883

Bel - Ami, 1885

 

Victor Hugo (১৮০২ - ১৮৮৫ খ্রি.)

ভিক্টর হুগো একজন ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ মানবাধিকার কর্মী। তাকে উনিশ শতকের সবচেয়ে প্রভাব বিস্তারকারী রোমান্টিক লেখক বলা হয়। তাঁর সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে উপন্যাস Les Misérables, 1862, এবং The Hunchback of Notre Dame, 1831.

Jean-Paul Sartre (১৯০৫ - ১৯৮০ খ্রি.)

পুরো নাম Jean-Paul Charles Aymard Sartre' জ্যঁ-পল সার্ত্র ছিলেন ফরাসি অস্তিত্ববাদী দার্শনিক, নাট্যকার, ঔপন্যাসিক সাহিত্য সমালোচক। তিনি বিংশ শতাব্দীর ফরাসি দর্শন মার্ক্সবাদের একজন অত্যন্ত প্রভাবশালী দার্শনিক। আধুনিক অস্তিত্ববাদ (Existentialism), দার্শনিক মতবদের প্রবক্তা সার্ত্র ১৯৬৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে মনোনীত হন, তবে এই পুরস্কার গ্রহণে তিনি অস্বীকৃতি জানান। কারণ তাঁর মতে, একজন লেখককে কখনই নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত হতে দেওয়া উচিত নয়। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Novel

Nausea (1938)

The Reprieve (1945)

The Wall (1939)

Troubled Sleep (1949)

The Age of Reason (1945)

The Flies (1943)

Play

Dirty Hands (1948)

The Devil and the Good Lord (1951)

German

 

Goethe (১৭৪৯ - ১৮৩২ খ্রি.)

গ্যোটের প্রকৃত নাম Johann Wolfgang von Goethe জার্মানের সেরা গুণী ব্যক্তি এবং পৃথিবীর শেষ সত্যিকারের বহুশাস্ত্রজ্ঞ খ্যাত এই জার্মান সাহিত্যিক একাধারে সাহিত্য, ধর্মতত্ত্ব, মানবতাবাদ এবং বিজ্ঞানে অবদান রেখেছেন গ্যোটের বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা রত্ন খ্যাত দুইখণ্ডে রচিত Faust নাটকটি তাঁর সেরা সাহিত্যকর্ম। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Play

Egmont (1788)

Novel

The Sorrows of Young Werther (1774)

 

Franz Kafka (১৮৮৩ - ১৯২৪ খ্রি.)

বিংশ শতাব্দীর সর্বাধিক প্রভাবশালী লেখক হিসেবে বিবেচিত জার্মান ভাষার এই ঔপন্যাসিক ছোট গল্পকার জন্মগ্রহণ করেন এক জার্মান ভাষী ইহুদী পরিবারে। তিনি তাঁর The Trail উপন্যাসের জন্য জগদ্বিখ্যাত

Gunter Grass (১৯২৭ - ২০১৫ খ্রি.)

১৯৯৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত এই জার্মান সাহিত্যিক একাধারে ছিলেন ভাস্কর গ্রাফিক ডিজাইনার। ১৯৫০ এর দশকে লেখালেখি শুরু করা এই কথা সাহিত্যিকের সাহিত্যকর্মে তার শৈশবের শহর ড্যানিজং এর উল্লেখ রয়েছে তিনি হিটলারের প্যারা মিলিটারি বাহিনীতে কাজ করার কথা স্বীকার করেছেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Novel

The Tin Drum, 1959

Dog Years, 1965

Novella

Cat and Mouse, 1963

 

Bertolt Brecht (১৮৯৮ - ১৯৫৬ খ্রি.)

বের্টোল্ট ব্রেশ্ট বিংশ শতাব্দীর একজন জার্মান কবি, নাট্যকার মঞ্চনির্দেশক। জার্মানির বায়ার্ন রাজ্যে জন্ম নেওয়া এই সাহিত্যিকের জীবনের প্রথম অংশ দেশে কাটলেও ১৯৩৩ সালে নাৎসিদের অত্যাচারে তাকে দেশ ছাড়তে হয় তিনি ১৯৪৪ সালে যখন যুক্তরাজ্যে অবস্থান করছিলেন তখন তিনি তার নাটক The Caucasian Chalk Circle রচনা করেন। কিছুদিন হলিউডে কাজ করলেও পশ্চিমে তিনি নিন্দিত হয়েছেন কট্টর মার্ক্সবাদী হিসেবে। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Play

Drums in the Night (1922)

The Caucasian Chalk Circle (1948)

Polish

 

Joseph Conrad (১৮৫৭ - ১৯২৪ খ্রি.)

জোসেফ কনরাড ছিলেন আধুনিক যুগের একজন অন্যতম ঔপন্যাসিক। তিনি জন্মগ্রহণ পড়াশুনা করেন পোল্যান্ডে। সমুদ্রের প্রতি ছিল তাঁর প্রবল আগ্রহ। প্রায় ১৫ বছর তিনি সমুদ্র ভ্রমণ করে দেখেছেন অস্ট্রেলিয়া পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম নিম্নরূপ-

Novel

Almayer's Folly, 1895 (অলমায়ার্স ফলি)

The Nigger of the Narcissus, 1898

Lord Jim : A Tale, 1900 (লর্ড জিম)

Heart of Darkness, 1902 (হার্ট অব ডার্কনেস)

Typhoon, 1903 (টাইফুন)

Nostromo, 1904 (নসট্রোমো)

The Secret Agent, 1907 (দ্য সিক্রেট এজেন্ট)

 

Heart of Darkness (হার্ট অব ডার্কনেস) জোসেফ কনরাডের কালজয়ী উপন্যাস। এখানে শ্বেতাঙ্গ ইউরোপীয়দের আফ্রিকার কৃষ্ণাঙ্গদের ধার্মিক, শিক্ষিত সভ্য করার অন্তরালে কৃষ্ণাঙ্গদের প্রতি তাদের অত্যাচার, শোষণ, হত্যা, ধ্বংস, নৃশংসতার চিত্র উপন্যাসটিতে ফুটে উঠেছে। উপন্যাসটির মূলবিষয় অর্থ, ক্ষমতা এবং নারীদেহের প্রতি লোভ উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র মি. কুর্টজ (Mr. Kurtz) এবং মার্লো (Marlow) বর্ণনাকারী (the narrator)

 

Norwayan

 

Henrik Johan lbsen (১৮২৮ - ১৯০৬ খ্রি.)

হেনরিক যোহান ইব্সেন একজন স্বনামধন্য নরওয়েজীয় নাট্যকার। তিনি বস্তুবাদী নাটকের সূত্রপাত করেছেন। এজন্য তাকে প্রায়ই বলা হয় The Father of Realism' তার প্রথম উপন্যাস 'ক্যাটিলিন' (Catiline, 1850) একটি বিয়োগান্তক উপন্যাস। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Novel

Catiline (1850)

Play

The Burial Mound (1850)

A Doll's House (1879), a three act play

The Lady from the Sea (1888)

Love's Comedy (1862)

Ghosts (1881)

The Pretenders (1863 )

The Wild Duck (1884)

 

 

Austrian

 

Peter Handke (১৯৪২ খ্রি. - ....)

পেটার হান্ডকে বিংশ শতাব্দীর একজন জার্মানভাষী অস্ট্রীয় (Austrian) সাহিত্যিক। তিনি একই সঙ্গে একজন ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, কবি, প্রবন্ধকার অনুবাদক। এছাড়াও তিনি একজন চলচ্চিত্র নির্মাতা। ১৯৬৬ সালে The Hornets নামক উপন্যাস প্রকাশের মধ্য দিয়ে তাঁর লেখক হিসেবে আত্মপ্রকাশ তিনি ২০১৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন

Turkish

 

Orhan Pamuk (১৯৫২ খ্রি. - ....)

ওরহান পামুক একজন তুর্কি (Turkish) ঔপন্যাসিক, চিত্রনাট্যকার, শিক্ষক। তিনি তুরস্কের অন্যতম প্রধান লেখক তার বই বিশ্বের ৬০টিরও অধিক ভাষায় ভাষান্তরিত হয়েছে এবং ১১ মিলিয়নের বেশি বই বিক্রি হয়েছে। তুর্কি এই লেখক ২০০৬ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন তাঁর বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে - Silent House, The White Castle, The Black Book, The New Life, My Name Is Red, Snow, Istanbul: Memories and the City, The Museum of Innocence, A Strangeness in My Mind and The Red-Haired Woman.

Asian

Bangladeshi

 

Kaiser Haque (১৯৫০ খ্রি. -- )

কায়সার হক একজন বাংলাদেশি কবি, অনুবাদক প্রাবন্ধিক। তিনি ১৯৭৫ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করে আসছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ইউনিভার্সিটি অব লন্ডনের, স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ সংস্থায় তিনি ২০০২-২০০৩ সালে রয়াল লিটারারি ফান্ড ফেলো হিসেবে কাজ করেন এবং ২০০৩ সালে যুক্তরাজ্যের পয়েছি ক্যাফেতে রেসিডেন্ট কবি হিসেবে কাজ করেন। তিনি ২০১৪ সালে সাহিত্যে বাংলা একাডেমি (Bangla Academy Literary Award) পুরস্কার লাভ করেন।

Poetry

Starting Lines, 1978

A Happy Farewell, 1994

A Little Ado, 1978

Black Orchid, 1996

Poem

Learning Grief

Ode on the Lungi

Prose

Quartet, 1993

The Wonders of Vilayet

The Triumph of The Snake Goddess (2015)

 

Monica Ali (১৯৬৭ খ্রি. --)

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা ঔপন্যাসিক। ২০০৩ সালে তাঁর প্রথম উপন্যাস Brick Lane প্রকাশিত হয় এবং তিনি 'Best of Young British Novelists' নির্বাচিত হন। বইটি 'Man Booker Prize এর জন্য মনোনীত হয়েছিল। তাঁর আরো উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Novel

Alentejo Blue, 2006

Untold Story, 2011

 

Tahmima Anam (১৯৭৫ খ্রি. --)

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশী লেখিকা ঔপন্যাসিক। Commonwealth Writers' Prize (2008) প্রাপ্ত তিনিই প্রথম বাংলাদেশী যিনি ইংরেজি ভাষায় উপন্যাস রচনায় তাঁর প্রতিভার প্রমাণ রেখেছেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Novel

A Golden Age, 2007

The Good Muslim, 2011

The Bones of Grace, 2016

 

Zia Haider Rahman

বাংলাদেশে জন্মগ্রহণ করা একজন ব্রিটিশ ঔপন্যাসিক। যুক্তরাজ্যে বেড়ে ওঠা এই লেখকের প্রথম উপন্যাস In the Light of What We Know (2014) তিনি ২০১৫ সালে ব্রিটেনের সবচেয়ে পুরনো সাহিত্য পুরস্কার James Tait Black Memorial Prize লাভ করেন

Indian

 

Nirad C. Chaudhuri (১৮৯৭ - ১৯৯৯ খ্রি.)

নীরদ সি চোধুরী একজন খ্যাতনামা বাঙালি মননশীল লেখক বিশিষ্ট চিন্তাবিদ। তিনি ময়মনসিংহের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি সাহিত্য জীবন শুরু করেন আলোচিত বিদ্রূপাত্মক পত্রিকা শনিবারের চিঠিতে লেখালেখির মধ্য দিয়ে। বাংলা ভাষায় ০৪টি বই লিখলেও তাঁর প্রধান পরিচিতি ইংরেজি ভাষার লেখক হিসাবেই। আত্মঘাতী বাঙালী, বাঙালী জীবনে রমণী, The Autobiography of an Unknown Indian, A Passage to England প্রভৃতি গ্রন্থে তাঁর প্রকাশিত বক্তব্য দৃষ্টিভঙ্গি আজও তাঁকে আলোচিত এবং প্রাসঙ্গিক করে রেখেছে।

R. K. Narayan (১৯০৬ - ২০০১ খ্রি.)

আর. কে. নারায়ণ একজন ভারতীয় লেখক। তার পুরো নাম রাসীপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণস্বামী ( Rasipuram Krishnaswami Iyer Narayanaswami) নারায়নের গল্পগুলোর অধিকাংশেরই পটভূমি মালগুড়ি নামক এক কাল্পনিক শহর। তিনি Swami and Friends' উপন্যাসে এই শহরের নামটি প্রথম উল্লেখ করেন তার গল্পগুলোতে সামাজিক ঘটনাবলী আলোচিত হয়েছে আর. কে. নারায়ণকে উইলিয়াম ফকনার এর সাথে তুলনা করা হয়। কারণ উইলিয়াম ফকনারও সত্যিকার শহরের আদলে এক কাল্পনিক শহর গড়ে তুলেছিলেন। আর. কে. নারায়ণ তার The Guide' উপন্যাসটির জন্য সাহিত্য আকাডেমি (Akademi Award) পুরস্কার লাভ করেন

Novels

Swami and Friends (1935)

The Dark Room (1938)

A Tiger for Malgudi (1983)

The Bachelor of Arts (1937)

Waiting for the Mahatma (1955)

The Guide (1958)

Non-Fiction

Next Sunday (1960)

Mysore (1944)

My Dateless Diary (1960)

My Days (1974)

Short Story

Malgudi Days (1942)

A Horse and Two Goats (1970)

Under the Banyan Tree and Other Stories (1985)

 

Nissim Ezekiel (১৯২৪ - ২০০৪ খ্রি.)

আধুনিক ধারার প্রবর্তন কৌশল প্রয়োগ করে ভারতীয় ইংরেজি কাব্যকে সমৃদ্ধি দানকারী ভারতীয় (Indian) সাহিত্যিক। ইংরেজি ভাষায় সাহিত্য রচনাকারী এই সাহিত্যিক ছিলেন ব্রিটিশ পরবর্তী ভারতীয় সাহিত্যের ভিত্তিস্বরূপ ব্যক্তিত্ব। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Poetry

Time To Change (1952)

The Discovery of India (1956)

The Unfinished Man (1960)

Latter-Day Psalms (1982)

 

V. S. Naipaul (১৯৩২ খ্রি.--)

জগদ্বিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত ত্রিনিদাদীয় সাহিত্যিক। মূলত ইংরেজি ভাষায় সাহিত্য রচনাকারী এই সাহিত্যিক ২০০১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Novel

The Mystic Masseur (1957)

A House for Mr Biswas (1961)

The Enigma of Arrival (1987)

 

Salman Rushdie (১৯৪৭ খ্রি. --)

একজন ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক প্রাবন্ধিক। বলা হয়ে থাকে তিনি যাদু বাস্তবতার সাথে ঐতিহাসিক কল্প কাহিনী একত্রিত করে লেখেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Novel

Midnight's Children (1981)

The Satanic Verses (1988)

 

Vikram Seth (১৯৫২ খ্রি. --)

ভারতীয় বংশোদ্ভুত কবি সাহিত্যিক। পদ্মশ্রী পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত এই সাহিত্যিক ভারতীয় সাহিত্যের ইংরেজি কবিতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Novel

The Golden Gate, 1986

A Suitable Boy, 1993

Poetry

Mappings, 1980

Beastly Tales, 1991

 

Amitav Ghosh (১৯৫৬ খ্রি. --)

একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক। তিনি তাঁর ইংরেজি সাহিত্য কর্মের জন্য সমধিক পরিচিত। পদ্মশ্রী পুরস্কারে ভূষিত এই সাহিত্যিকের সর্বশেষ প্রকাশিত উপন্যাস Sea of Poppies (2008) এর পটভূমি ব্রিটিশ-চীনের আফিমের যুদ্ধ তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম

Novel

The Glass Palace, 2000

 

Arundhati Roy (১৯৬১ খ্রি. --)

একজন ভারতীয় ঔপন্যাসিক রাজনৈতিক আন্দোলনকারী তিনি মূলত তাঁর উপন্যাস The God of Small Things (1997) এর জন্য বিখ্যাত উপন্যাসটি ১৯৯৭ সালে ম্যান বুকার পুরস্কার লাভ করে। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Novel

The Ministry of Utmost Happiness (2017)

 

Jhumpa Lahiri (১৯৬৭ খ্রি. --)

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান লেখিকা। ১৯৯৯ সালে তাঁকে ছোট গল্পের জন্য আমেরিকান O Henry Award' দেওয়া হয়। লাহিড়ী তাঁর ছোট গল্প সংকলন Interpreter of Maladies (1999) এর জন্য ২০০০ সালে পুলিৎজার পুরস্কার লাভ করে। ২০১৪ সালে তাকে জাতীয় মানবিক পদক দেওয়া হয়েছিল। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Story

Unaccustomed Earth (2008)

Novel

The Namesake (2003)

The Lowland (2013)

 

Kiran Desai (১৯৭১ খ্রি. --)

একজন ভারতীয় ঔপন্যাসিক। তাঁর The Inheritance of Loss উপন্যাসটি ২০০৬ সালে ম্যান বুকার পুরস্কার লাভ করে

Aravind Adiga (১৯৭৪ খ্রি. --)

একজন ইন্দো-অস্ট্রেলিয়ান লেখক সাংবাদিক। তাঁর প্রথম উপন্যাস The White Tiger (২০০৮) ম্যান বুকার পুরস্কার লাভ করে।

 

Russian

 

Alexander Pushkin (১৭৯৯ - ১৮৩৭ খ্রি.)

আলেক্সান্দর পুশকিন, রাশিয়ার সর্বশ্রেষ্ঠ কবি খ্যাত রোমান্টিক ধাঁচের এই কবিকে আধুনিক রুশ সাহিত্যের জনক বলা হয়। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Novel

Eugene Onegin (novel in verse)

Play

Boris Godunov

 

Fyodor Dostoevsky (১৮২১- ১৮৮১ খ্রি.)

ফিওদোর দস্তয়েভস্কি একজন বিখ্যাত রুশ সাহিত্যিক। তাঁর অনেক রচনাই বিশ্বসাহিত্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয়ে থাকে। তাঁর The Notes from Underground রচনা অস্তিত্ববাদী দর্শনের ভিত্তি গড়তে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Novel

Crime and Punishment (1866)

The Idiot (1869)

Demons (1872)

The Brothers Karamazov (1880)

 

Leo Tolstoy (১৮২৮ - ১৯১০ খ্রি.)

সর্বকালের অন্যতম সাহিত্যিক' খ্যাত এই রাশিয়ান সাহিত্যিকের প্রকৃত নাম Count Lev Nikolayevich Tolstoy রাশিয়ায় নেপোলিয়ন বেনাপোর্টের আগ্রাসন এবং যুদ্ধের ভয়াবহতা শান্তির জন্য মানুষের সংগ্রামকে কেন্দ্র করে রচিত তার বিখ্যাত উপন্যাস War and Peace. মহাকাব্যিক এই উপন্যাসে স্থান পায় ঐতিহাসিক কাল্পনিক ৫৮০টি চরিত্র। যার জন্য তিনি সাহিত্য জগতে অমর হয়ে আছেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Novel

War and Peace (1869)

The Resurrection (1899)

Anna Karenina (1877)

Family Happiness (1859)

 

Maxim Gorky (১৮৬৮ - ১৯৩৬ খ্রি.)

মাক্সিম গোর্কির প্রকৃত নাম Alexei Maksimovich Peshkov, তবে সমাজতান্ত্রিক বস্তুতন্ত্রবাদ (Socialist realism) এর জনক এই রাশিয়ান সাহিত্যিক ছদ্ম নামেই বেশি পরিচিত। সাহিত্য জগতে তাঁর রুশ ভাষায় রচিত উপন্যাস The Mother (মা, ১৯০৭) এর জন্য তিনি অমর হয়ে আছেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Play

The Lower Depths (1902)

Children of the Sun (1905)

Short story

Twenty-six Men and a Girl (1899 )

 

Boris Pasternak (১৮৯০ - ১৯৬০ খ্রি.)

বরিস পাস্তের্নাক রুশ সাহিত্যের বিখ্যাত কবি, ঔপন্যাসিক এবং অনুবাদক। তাঁর প্রথম কবিতার বই My Sister, Life রুশ ভাষায় রচিত সবচেয়ে প্রভাব বিস্তারকারী বই। রাশিয়ার বাইরে তিনি তাঁর Doctor Zhivago উপন্যাসের জন্য বিখ্যাত। উপন্যাসের জন্য তিনি ১৯৫৮ সালে নোবেল পুরস্কারে মনোনীত হন কিন্তু এটি সমাজতান্ত্রিক রাষ্ট্রচিন্তার আদর্শের সাংঘর্ষিক হওয়ায় সোভিয়েত সরকার তা ভালোভাবে নেয়নি। ফলে তিনি সরকারি চাপে পুরস্কার বর্জন করেন।

Poetry

My Sister, Life, 1922

Novel

Doctor Zhivago, 1957

 

Aleksandr Isayevich Solzhenitsyn (১৯১৮ - ২০০৮ খ্রি.)

রাশিয়ান এই নোবেল পুরস্কার (১৯৭০) প্রাপ্ত সাহিত্যিক একাধারে ঔপন্যাসিক, ইতিহাসবিদ ছোট গল্পকার। তিনি ১৯৪৫ সালে তদানিন্তন জোসেফ স্ট্যালিন সরকারের সমালোচনা করায় সুদূর সাইবেরিয়াতে নির্বাসিত হন এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯৪ সালে রাশিয়াতে ফিরে আসেন। সোভিয়েত ইউনিয়ন থেকে প্রকাশিত তাঁর একমাত্র বই- One Day in the Life of Ivan Denisovich (1962) তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-

Novel

In the First Circle (1968)

Cancer Ward (1970)

The Gulag Archipelago (1973)

Two Hundred Years Together (2002)

Afghan

 

Khaled Hosseini (১৯৬৫ খ্রি. --)

আফগান বংশোদ্ভূত এই মার্কিন ঔপন্যাসিক কর্মজীবন শুরু করেন একজন চিকিৎসক হিসেবে। এক আফগান বালক আমীর, উপন্যাসটির প্রধান চরিত্রকে কেন্দ্র করে রচিত তাঁর প্রথম উপন্যাস The Kite Runner (2003) ব্যাপক সাফল্য পাওয়ার পর চিকিৎসা পেশা ত্যাগ করে তিনি লেখালেখিকেই পেশা হিসেবে গ্রহণ করেন। তাঁর রচিত অন্যান্য উপন্যাস গুলো-

Novel

A Thousand Splendid Suns (2007)

And the Mountains Echoed (2013)

Nigerian

 

Chinua Achebe (১৯৩০ - ২০১৩ খ্রি.)

চিনুয়া আচেবে নাইজেরিয়ার প্রখ্যাত সাহিত্যিক আফ্রিকার আধুনিক সাহিত্যের জনক। তিনি ২০০৭ সালে তাঁর বিখ্যাত উপন্যাস Things Fall Apart (ইংরেজি ভাষায় রচিত) এর জন্য ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে - No Longer at Ease (1960), Arrow of God (1964), A Man of the People (1966) |

Wole Soyinka (১৯৩৪ খ্রি. --)

ওলে সোয়েনকা, পুরো নাম Akinwande Oluwole Wole Babatunde Soyinka. আফ্রিকা হতে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার (১৯৮৬) প্রাপ্ত এই নাইজেরিয়ান সাহিত্যিক, ইংল্যান্ডের লীডস্ বিশ্ববিদ্যালয় হতে উচ্চ শিক্ষা গ্রহণ করে লন্ডনে নাট্যশিল্প বিষয়ে পড়াশুনা করেন। তাঁকে নাইজেরিয়ার নাট্যশিল্পের রূপকার বলা হয়। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে - The Lion and the Jewel (1959), A Dance of the Forests (1960), The Strong Breed (1964), etc.