ENGLISH
LITERATURE FOR
Quotation
of English literature
Quotation of English literature
Person |
Quotation |
Alfred Tennyson |
To strive, to seek,
to find, and not to yield. |
Knowledge comes, but
wisdom lingers. |
|
A lie that is
half-truth is the darkest of all lies. |
|
I am a part of all
that I have met. |
|
Alexander Pope |
Fools rush in where
angels fear to tread. |
Order is heaven's
first law. |
|
To be angry is to
revenge the faults of others on ourselves. |
|
The proper study of
Mankind is Man. |
|
Christopher Marlowe |
Above our life we
love a steadfast friend. |
Jigging veins of
rhyming mother wits. |
|
Who ever loved that
loved not at first sight ? |
|
Honour is purchas'd
by the deeds we do. |
|
All live to die, and
rise to fall. |
|
Virtue is the fount
whence honor springs. |
|
Ernest Hemingway |
Never go on trips
with anyone you do not love. |
There is no friend
as loyal as a book. |
|
Never mistake motion
for action. |
|
Francis Bacon |
A wise man will make
more opportunities than he finds. |
Histories make men
wise; |
|
Small amounts of
philosophy lead to atheism, but larger amounts bring us back to God. |
|
It is impossible to
love and be wise. |
|
Silence is the sleep
that nourishes wisdom. |
|
Money makes a good
servant, but a bad master. |
|
Henry David Thoreau |
The government is
the best which governs least. |
All good things are
wild, and free. |
|
John Donne |
She is all states,
and all princes, I. Nothing else is. |
Be thine own palace,
or the world's thy jail. |
|
G. B. Shaw |
"There is no
sincerer love than the love of food." (Man and Superman) |
"Hell is full
of musical amateurs." (Man and Superman) |
|
"Those who
cannot change their minds cannot change anything." (The Wit and Wisdom) |
|
Life isn't about
finding yourself. Life is about creating yourself. |
|
Horatio Nelson |
England expects
every man to do his duty. |
George Herbert |
The best mirror is
an old friend. |
Love and a cough
cannot be hid. |
|
The eyes have one
language everywhere. |
|
John Keats |
Heard melodies are
sweet, but those unheard are sweeter. |
Scenery is fine -
but human nature is finer. |
|
Time, that aged
nurse. |
|
Julius Caesar |
'Veni, vidi, vici' |
Experience is the
teacher of all things. |
|
Men willingly
believe what they wish |
|
James Joyce |
Love loves to love
love. (Ulysses) |
God made food; the
devil the cooks. (Ulysses) |
|
To learn one must be
humble. But life is the great teacher. (Ulysses) |
|
Let my country die
for me. (Ulysses) |
|
As you are now so
once were we. (Ulysses) |
|
Lord Byron |
Always laugh when
you can. It is cheap medicine. |
Fame is the thirst
of youth. |
|
Lord Justice Denning |
Be ye never so high,
the law is above you. |
John Milton |
A good book is the
precious lifeblood of a master spirit. |
The childhood shows
the man, |
|
Norman Cousins |
Laughter is inner
jogging. |
Wisdom consists of
the anticipation of consequences. |
|
History is a vast
early warning system. |
|
Life is an adventure
in forgiveness. |
|
Lord Acton |
Power tends to
corrupt and absolute power corrupts absolutely. |
Oscar Wilde |
Experience is simply
the name we give our mistakes. |
Women are made to be
loved, not understood. |
|
I can resist
everything except temptation. |
|
Life is too
important to be taken seriously. |
|
I have nothing to
declare except my genius. |
|
P. B. Shelley |
Our sincerest laughter
With some pain is fraught; (To a Skylark) |
Poets are the
unacknowledged legislature of the word. |
|
Queen Elizabeth |
Good face is the
best letter of recommendation. |
Grief is the price
we pay for love. |
|
I myself prefer my
New Zealand eggs for breakfast. |
|
John Fletcher |
Death hath so many
doors to let out life. |
Charity and treating
begin at home. |
|
Let them learn first
to show pity at home. |
|
Edward Young |
Procrastination is
the thief of time. |
Samuel Johnson |
Patriotism is the
last refuge of a scoundrel. |
Words are but the
signs of ideas. |
|
Robert Frost |
A poem begins in
delight and ends in wisdom. |
Something there is
that doesn't love a wall. |
|
Good fences make
good neighbors. |
|
Freedom lies in
being bold. |
|
I am not a teacher,
but an awakener. |
|
To be social is to
be forgiving. |
|
Robert Herrick |
Fair Daffodils! we
weep to see You haste away so soon, |
A spark neglected
makes a mighty fire. |
|
Give me a kiss, and
to that kiss a score; |
|
Wealth cannot make a
life, but Love. |
|
Thomas Gray |
Full many a flower
is born to blush unseen, And waste its sweetness in the desert air; |
The paths of glory
lead but to the grave. |
|
Commerce changes the
fate and genius of nations. |
|
S. T. Coleridge |
Water, water
everywhere, nor a drop to drink. |
He prayeth best who
loveth best All things both great and small. (The Ancient Mariner) |
|
Friendship is a
sheltering tree. |
|
Silence does not
always mark wisdom. |
|
"Common sense
in an uncommon degree is what the world calls wisdom." (The Ancient
Mariner) |
|
"He who is best
prepared can best serve his moment of inspiration." (The Ancient
Mariner) |
|
I have seen gross
intolerance shown in support of tolerance." (The Ancient Mariner) |
|
Good and bad men are
less than they seem. |
|
Nothing is so
contagious as enthusiasm. |
|
T. S. Eliot |
Only those who will
risk going too far can possibly find out how far one can go. |
Immature poets
imitate; mature poets steal. |
|
I have measured out
my life with coffee spoons. |
|
Walter Pater |
'Mona Lisa' as older
than rocks among which she sits; |
William Ewart Gladstone |
Justice delayed is
justice denied. |
Selfishness is the
greatest curse of the human race. |
|
William Shakespeare |
Better hours too
soon than a minute too late. |
What light through
yonder window breaks. |
|
Shall I compare thee
to a summer's day? (Sonnet 18) |
|
Corruption wins not
more than honesty. (Henry VIII) |
|
Virginia Woolf |
Language is wine
upon the lips. |
You cannot find
peace by avoiding life. |
|
Ted Hughes |
You are who you
choose to be. (The Iron Man) |
Leo Tolstoy |
The two most
powerful warriors are patience and time. |
Wordsworth (Lyrical
Ballads) |
The ocean is a
mighty harmonist. |
Faith is a
passionate intuition. |
|
The flower that
smells the sweetest is shy and lowly. |
|
Sheridan |
Fertilizer does no
good in a heap but a little spread around works miracles all over' |
William Wordsworth |
All at once I saw/a
crowd, a host of golden daffodils. |
Child is the father
of a man. |
|
My heart leaps up
when I behold A rainbow in the sky. |
|
Love betters what is
best. |
|
Fill your paper with
the breathings of your heart. |
|
Rest and be
thankful. |
|
W. B. Yeats |
Do not wait to
strike till the iron is hot; but make it hot by striking. |
William Blackstone |
It is better that
ten guilty persons escape than one innocent suffer. |
J. K. Rowling |
It matters not what
someone is born, but what they grow to be. |
Literary
terms বা সাহিত্য কোষ লেখক এবং বক্তাদের দ্বারা তাদের রচনাগুলিকে দক্ষতার সাথে বর্ণনা, অলঙ্কৃত করা বা শক্তিশালী করার জন্য ব্যবহৃত কৌশল, শৈলী এবং বিন্যাসকে বোঝায়। সাহিত্য বা লিখন শিল্পের একমাত্র মাধ্যম ভাষা (language)। লেখকগণ তাদের যৌক্তিক এবং সংবেদনশীল চিন্তাভাবনা দিয়ে সেই ভাষা প্রয়োগের মাধ্যমে আমাদের প্রতিদিনের চিন্তাভাবনার পদ্ধতিকে চ্যালেঞ্জ করে।
Literary terms এর মধ্যে শক্তিশালী রূপক ভাষাও অন্তর্ভুক্ত রয়েছে যা লেখকরা বিভিন্ন আঙ্গিকে প্রয়োগ করে থাকেন । কবিতা, গান এবং গদ্যকে একইভাবে, ছন্দ ও সঙ্গীতের মতো করে শব্দ সাজানো যেতে পারে। তারা এমন বিশদ বিবরণ, চরিত্রের বিকাশ এবং ক্রিয়াকলাপের সাথে একটি গল্পকে অ্যানিমেট করতে পারে যে পাঠক হিসাবে, আমরা একটি গল্প দ্বারা গৃহীত হই এবং বাস্তব বলে মনে করি। কবির সৌন্দর্য থেকে শুরু করে বক্তার অনুপ্রেরণা, ঔপন্যাসিকের গল্পের বিকাশ পর্যন্ত সাহিত্যের কোষগুলির বিস্তৃত প্রয়োগ রয়েছে।
ফরাসি ভাষা থেকে আসা এই শব্দটি সাহিত্যের বিভিন্ন শাখা
(Form) বা বিভাগ বোঝাবার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ Genre is a particular type or style of literature, art, film or
music that we can recognize because of its special features. সারা পৃথিবীর সকল সাহিত্যকর্মকে বিভিন্ন Genre
এ বিভক্ত করা হয়। রেনেসাঁ থেকে অষ্টাদশ শতকের অনেকখানি সময় পর্যন্ত প্রধান কাব্যিক Genre গুলোকে সুস্পষ্ট শৈল্পিক ধরণরূপে বিবেচনা করা হতো এবং মর্যাদার দিক থেকেও বিভিন্ন শ্রেণির একটি স্তর বিন্যাস ছিল। তবে এই শ্রেণিকরণের ভিত্তি, সূত্র এবং মানদণ্ড খুব সুস্পষ্ট সীমারেখা দ্বারা চিহ্নিত নয় । ইংরেজি সাহিত্যে বিভিন্ন Genre
গুলি হলো- Drama, Poetry, Fiction, Non-Fiction, Criticism ইত্যাদি।
বিভিন্ন সাহিত্যিক বিভিন্ন সময়ে Poetry
(কাব্য) কে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছেন । নিচে তাদের কিছু বিখ্যাত উক্তি দেওয়া হলো-
"Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its
origin from emotion recollected in tranquility.” অর্থাৎ কাব্য হচ্ছে শক্তিশালী অনুভূতির স্বতঃস্ফুর্ত প্রবাহ, যা আবেগের প্রশান্তি থেকে উদিত হয়।
(William Wordsworth)
Poetry is "a speaking picture- with this end, to teach and delight"
(Sir Philip Sidney :An Apology for Poetry)
Poetry is “a criticism of life” (Matthew Arnold: The Study of Poetry)
Poetry: the best words in the best order. (Samuel Taylor Coleridge.)
Poetry is when an emotion has found its thought and the thought has found
words. (Robert Frost )
কবিতা হলো এক ধরনের সাহিত্যকর্ম যার শব্দগুলো তার ধ্বনি ও চিত্রের ওপর নির্ভর করে চয়ন করা হয়, কোনো একক অর্থের ওপর নয়। কবিতাতে শব্দগুলো সাধারণত পৃথক পৃথক চরণে পুনরাবৃত্তির তালে এবং প্রায় সব লাইনের শেষে অন্তমিলের মাধ্যমে শেষ হয়। এই শেষের ধ্বনির সাদৃশ্যকে rhyme
বা অন্তমিল বলা হয় ।
A kind of short narrative
poem which tells a story./ ছোট বর্ণনামূলক কবিতা যা কোন গল্প বর্ণনা করে । Ballad মূলত অলিখিত এবং মুখে গাওয়ার জন্য রচিত হয়েছিল।
Ballad প্রধানত দুই প্রকার । যথা- The Folk or Popular Ballad & The Literary
Ballad. চার লাইনের Ballad
stanza সবচেয়ে পরিচিত স্তবক বিন্যাস। এখানে দ্বিতীয় এবং চতুর্থ লাইনে অন্তমিল থাকে ।
All in a hot and copper sky!
The bloody Sun, at noon,
Right up above the mast did stand,
No bigger than the Moon.
The Rime of the Ancient Mariner by Coleridge
Epic
is a long narrative poem that tells a story about hero or exciting events or
adventures. Epic হলো সুদীর্ঘ বর্ণনাত্মক কাহিনিকাব্য যেখানে মানবিক বা অর্ধ-স্বর্গীয় চরিত্রের গৌরবদীপ্ত সাহসিকতার বর্ণনা করা হয় গাম্ভীর্যব্যঞ্জক ভাষার মাধ্যমে। Epic কে বিভিন্ন অংশে ভাগ করা হয় যাকে Canto
(সর্গ) বলে। Epic দুই প্রকার-
I)
Primary Epic or Traditional Epic : প্রাচীন ইতিহাস বা রূপকথা বা লোককাহিনির উপাদানকে আশ্রয় করে যে মহাকাব্য গড়ে উঠেছে, তা
Primary Epic | Primary Epic প্রথমে মূলত মৌখিকভাবে রচিত হয়। এখানে যুদ্ধবিগ্রহ
(mighty battles) ও বীররসাত্মক (a central hero of superman quality / heroic deeds) কার্যকলাপই মুখ্য।
Beowulf, Iliad, Odyssey, etc. Primary Epic এর উদাহরণ ।
II)
Secondary Epic or Literary Epic : কবি যখন সচেতনভাবে
traditional structure কে অনুসরণ করে গ্রন্থাকারে মহাকাব্য রচনা করেন তখন তাকে
Secondary Epic or Literary Epic বলে। যেমন-
Milton's Paradise Lost.
Mock-epic: A work in verse which employs
the lofty manner, the high and serious tone and the supernatural machinery of
epic to treat of a trivial subject and theme in such a way as to make both
subject and theme ridiculous. Epic এর সবকয়টি উপাদানকে নিয়ে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে রচিত, ব্যঙ্গাত্মক কোন দীর্ঘ বর্ণনামূলক কবিতাকে
Mock-epic বলে। যেমন- Alexander Pope's The Rape of the Lock একটি
Mock-epic.
Metrical Romance : A
romance in verse অর্থাৎ যখন romance কে শ্লোক আকারে রচনা করা হয় তখন তাকে Metrical Romance বলে। যেমন- Sir
Gawain and the Greek Knight By an anonymous writer.
গ্রিক লেখকেরা Lyre বা বীণাবাদনের সাথে গাওয়ার জন্য Lyric
রচনা করতেন। Lyric হলো (a short poem expressing a person's personal feelings and
thoughts) ছোট কবিতা যা কোন কাহিনি বা গল্প বর্ণনা করেনা, যার মাধ্যমে একজন মানুষের মনের ভাব, অনুভূতি বা চিন্তাধারার স্বচ্ছন্দ প্রকাশ ঘটে ।
Elegy
is a long narrative poem that begins with sad theme but ends in consolation. অর্থাৎ Elegy
হলো সুদীর্ঘ বর্ণনাত্মক কবিতা যা শুরু হয় কোন শোকগাথার (poem of lamentation/mourning) মধ্য দিয়ে কিন্তু শেষ হয় সান্ত্বনার মাধ্যমে। সাধারণত কোন প্রিয়জনের মৃত্যুকে কেন্দ্র করে কবি Elegy
রচনা করেন। যেমন- Elegy Written in a Country Churchyard by Thomas Gray.
Sonnet
is a lyric poem of fourteen iambic pentameter lines. অর্থাৎ সনেট হলো এক ধরনের গীতিকবিতা
(lyric) যাতে রয়েছে চৌদ্দ পঙ্ক্তি ও বিশেষ ছন্দরীতি। ইতালীয় ‘সনেটো
(Sonetto)' শব্দ থেকে সনেট (Sonnet) কথাটির উদ্ভব এবং ইতালীয় ভাষাতেই সনেটের প্রথম বিকাশ ঘটেছিল । ফ্রান্সেসকো পেত্রার্ককে (১৩০৭ - ১৩৭৪ খ্রি.) সনেটের জনক বলে বিবেচনা করা হয় ।
Sonnet তিন (০৩) ধরনের। যথা-
(a) Petrarchan (পেত্রার্কীয়) or Italian : পেত্রার্কীয় সনেটের প্রথম ভাগের আট পঙ্ক্তিকে অষ্টক
(Octave) ও শেষ ছয় পঙ্ক্তিকে ষট্ক
(Sestet) বলে।
(b) Shakespearean (শেক্সপিরীয়) or English
(c) Spenserian (স্পেনসারীয়)।
Ode গ্রিক সাহিত্য থেকে উদ্ভূত। প্রাচীনকালে গ্রিসে রঙ্গমঞ্চে কোরাসে বিভিন্ন সুরে নানা অঙ্গভঙ্গি দ্বারা সঙ্গীত ও নাচের মাধ্যমে যে গান গাওয়া হতো তাকে Ode বলা হতো। ওড একক বা সমবেত কণ্ঠে গাওয়া চলত। বৰ্তমানকালে প্রশস্তিমূলক গীতিকবিতায় কোন গম্ভীর বিষয়বস্তু বা উপাদানের মাধ্যমে কবির মনের অনুভূতির ভাবমূর্তির প্রকাশ Ode নামে আখ্যায়িত করা হয়। (A
poem that speaks to a person or thing or celebrates a special event) - Ode to a
Nightingale by John Keats; Ode to the West Wind by P. B. Shelley.
A poem
in which there is one imaginary speaker addressing an imaginary audience. গোটা কবিতা জুড়ে এক ব্যক্তি কথা বলেন এবং তিনি নিজে কবি নন। তবে এটি নিজের প্রতি উচ্চারিত কোন স্বগতোক্তি নয় । কথা বলা হয় এক বা একাধিক ব্যক্তিকে উদ্দেশ্য করে যাদের উপস্থিতি বোঝা যায় এবং তারা সাধারণত নীরব থাকেন। যেমন- My
Last Duchess by Robert Browning.
A song
of praise, especially one praising God and sung by Christians. এক ধরনের গীতিকবিতা
(lyric) বা ধর্মীয় ও পবিত্র গান যা কোনো ঈশ্বর, দেবতা বা কোন বীরকে উচ্চ প্রশংসা করে রচনা করা হয়। যেমন- Hymn of Apollo by P. B Shelley.
A kind
of lyric poem written to celebrate a wedding. এক ধরনের গীতিকবিতা
(lyric) যা কোনো বিয়ে উদযাপনকে কেন্দ্র করে লেখা হয়। নিজের বিয়ে উদযাপনকে কেন্দ্র করে Edmund Spenser তাঁর বিখ্যাত কবিতা
Epithalamion লিখেছিলেন।
A
light or humorous/funny form of five chiefly anapestic verses of which lines
one, two and five are of three feet and lines three and four are of two feet,
with a rhyme scheme of aabba. পাঁচ পঙ্ক্তির একটি নির্ধারিত ছকে, প্রধানত লঘু সুরে রচিত ছোট কবিতা । পাঁচ লাইনের মধ্যে মিল থাকে প্রথম, দ্বিতীয় ও পঞ্চম লাইনে আবার তৃতীয় ও চতুর্থ লাইনে । তৃতীয় ও চতুর্থ লাইনে ঈষৎ হ্রস্ব হয়।
নাটক হচ্ছে মঞ্চে অভিনয়ের জন্য সংলাপনির্ভর সাহিত্যকর্ম
[Drama is a literary form which is to be performed on a stage through action
and dialogues (discourse between two people)]। ধারণা করা হয় পঞ্চম শতাব্দীতে গ্রিসে আনন্দ ও মদের দেবতা
Dionysus এর উপাসনা থেকে Drama এর সূচনা হয়। নাট্যকার (playwright) নাটকের শুরুতেই একটি বক্তব্যের মাধ্যমে নাটক সম্পর্কে সূচনাপাত করেন যাকে
Prologue বলে। নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান Plot । Plot ছাড়া কোনো নাটক রচনা সম্ভব নয় । অভিনয়ের সুবিধার্থে নাটককে কয়েকটি প্রধান অংশ Act (অঙ্ক) এ ভাগ করা হয়। নাটকে সাধারণত একটি প্রধান চরিত্র
(Protagonist) থাকে। Chorus (A group of singers who stand alongside the stage in a
drama) নাটকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Chorus নাটকের mood ও atmosphere এর ওপর নির্ভর করে
dialogues এবং action এ অংশগ্রহণ করে। মঞ্চে dialogues বিহীন শুধু মুখাভিনয়ের মধ্য দিয়ে ফুটে তোলা নাটককে
Pantomime বলে । নাটকের মহামুহূর্ত (Climax) এ গল্পের গুরুত্ব সর্বোচ্চ পর্যায়ে (at the height) পৌঁছায়। নাটকের শেষে দর্শকের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যকেই
Epilogue (A closing speech in a play, often delivered after the completion of
the action) বলে ।
A
speech in a play in which a character, who is alone on the stage, speaks his or
her thoughts; the act of speaking thoughts in this way/ নিজের সাথে কথা বলা
(talking to oneself)। মঞ্চে উপস্থিত কোনো চরিত্র একাকী তার মনের গোপন উদ্দেশ্য, মানসিক অবস্থার কথা আপন মনে সরবে উচ্চারণ করে ।
A long
speech by one person during a conversation that stops other people from
speaking or expressing an opinion./ যখন দীর্ঘ
dialogue এর মাধ্যমে কোনো চরিত্র অন্যের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে নিজের একক মন্তব্য প্রকাশ করে ।
The term soliloquy is distinct from a monologue, a monologue is a speech where
one character addresses other characters.
নাটকের বিষয়বস্তু ও উৎপত্তিকে কেন্দ্র করে নাটককে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন-
Melodrama: A play that is full of
exciting events and in which the characters and emotions seem to exaggerated to
be real./ এক ধরনের নাটক যা উত্তেজনাপূর্ণ ঘটনায় পরিপূর্ণ এবং যেখানে চরিত্র ও আবেগকে অতিনাটকীয় আতিশয্য দেখা যায় ।
Miracle Play: A
medieval dramatic form dealing with religious subjects such as Biblical stories
or saints' lives/ এক ধরনের মধ্যযুগীয় নাটক যার বিষয়বস্তু বাইবেলের ঘটনা অথবা সাধুসন্তদের জীবন ।
Mysterious Play: A
medieval form of play which based on Biblical stories/ বাইবেলের গল্প কাহিনি নিয়ে রচিত মধ্যযুগীয় এক ধরনের নাটক ।
Morality Play: A
medieval dramatic form which allegorically presents the ideal christian life on
stage/ এক ধরনের মধ্যযুগীয় নাটক যা মঞ্চে রূপকের মাধ্যমে আদর্শ খ্রিষ্টান জীবন উপস্থাপন করে ।
Monodrama: A theatrical or
operatic piece played by a single actor or singer, usually portraying one
character. সাধারণত মাত্র একজন অভিনেতা, অভিনেত্রী বা শিল্পীর মাধ্যমে পূর্ণ করা নাটককে Monodrama বলে । এখানে মূলত একটি চরিত্রই চিত্রায়িত হয় ।
Interlude: A short play (theatre) or, in
general, any representation between parts of a larger stage production/ বড় কোন মঞ্চানুষ্ঠানের দুটি অংশের মাঝে যখন কোন ছোট নাটিকা পরিবেশন করা হয় তখন তাকে
Interlude বলে ।
Absurd Drama: A kind
of drama growing out of the philosophy of Existentialism and flourishing in
Europe and America in the 1950s and 1960s. অস্তিত্ববাদের ওপর ভিত্তি করে ১৯৫০ থেকে ১৯৬০ এর দশকের মধ্যে ইউরোপ ও আমেরিকাতে এ ধরনের নাটক বিস্তৃতি লাভ করে। যেমন-
Samuel Beckett's Waiting for Godot; Harold Pinter's The Caretaker.
Comedy is a play to entertain its audiences with a happy ending
y এক ধরনের নাটক যার বিষয়বস্তু দর্শক-শ্রোতাদেরকে উৎফুল্ল করে। কমেডি বিভিন্ন ধরনের হতে পারে। যথা-
Romantic Comedy : A form
of comedy which deals with love, often love at first sight, as its main theme. এক ধরনের কমেডি যা প্রেমকে কেন্দ্র করে রচিত হয়। সাধারণত প্রথম দর্শনে প্রেম এটার প্রধান বিষয়বস্তু।
Romantic Comedy শুরু হয় কোনো সমস্যার মধ্য দিয়ে এবং সমস্যা সমাধান শেষে প্রেমিক প্রেমিকার মিলনের মাধ্যমে শেষ হয়। যেমন- As You Like It by William Shakespeare.
Comedy of Humours : A
comedy in which characters behave accord- ing to their respective humours
(temperaments). এটি এক ধরনের কমেডি যেখানে প্রত্যেক চরিত্র তাদের নিজ নিজ মানসিক অবস্থা (বিরক্তি, বিষাদপূর্ণ, আশাবাদী, শান্ত ইত্যাদি) অনুযায়ী আচরণ করে । Comedy of Humours কে
medical theory সাথে তুলনা করা হয়। যেমন- Every Man in His Humour by Ben Jonson.
Comedy of Manners: A
comedy which portrays the ridiculous behaviour pattern of the individuals of an
aristocratic society. এ ধরনের কমেডিতে সমাজের উচ্চ শ্রেণির মানুষের অদ্ভুত জীবন ব্যবস্থাকে চিত্রায়িত করা হয়। সাধারণত কৃত্রিম সমাজ ব্যবস্থার নাস্তিকতা, চক্রান্ত, দুশ্চরিত্রতা, ঈর্ষাকাতরতা ইত্যাদি বিষয় চিত্রায়িত করা হয়। যেমন- The
Way of the World by William Congreve.
Black-Comedy or Dark-Comedy: A kind
of drama which portrays the meaninglessness of human existence. এ ধরনের নাটকে মানুষের অস্তিত্বের অর্থহীনতাকে চিত্রায়িত করা হয় । এটি প্রতিফলিত করে যে জীবন হচ্ছে- ‘দুঃখজনক প্রহসন' কারণ এটি ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত। তাই এ ধরনের নাটকে কোনো তিক্ত হতাশাকে গোপন করে মানুষের দুর্দশাকে উপহাস করা হয়। যেমন-
Merchant of Venice by William Shakespeare.
Comedy of Ideas: A form
of comedy which presents certain ideas or theories in dramatic form. এটি এক ধরনের কমেডি যেখানে কোনো তত্ত্ব বা ধারণাকে নাটকীয় রূপে উপস্থাপন করা হয়। G. B.
Shaw হচ্ছেন Comedy of Ideas এর প্রবর্তক। যেমন- Man
and Superman by G. B. Shaw.
Tragedy
is a form of drama which presents the downfall of a superior human being for
some error in judgement, weakness of character te বিচারের ত্রুটি বা চারিত্রিক দুর্বলতা প্রভৃতি কারণে যে নাটকের পরিসমাপ্তিতে প্রধান চরিত্রের চরম বিপর্যয় এমনকি মৃত্যু ডেকে আনে তাকে ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক বলে। নায়ক-নায়িকার ভয়াবহ পরিণতি বা মহৎ চরিত্রের চূড়ান্ত পতন দর্শক-পাঠকচিত্তে ভীতি ও করুণার জন্ম দেয়, যাকে
Cathersis (বিমোক্ষণ) বলে। কমেডিতে কোনো catharsis থাকে না। কোন নাটকের
Tragic সমাপ্তিই তার Catastrophe (বিপর্যয়)। ট্র্যাজেডি বিভিন্ন ধরনের হতে পারে। যথা-
Heroic tragedy: A kind
of drama written in grand and lofty style to show a disastrous end of a
conflict between love and honour or love and duty. এটি একটি মহৎ ও উচ্চমাত্রার ধাঁচে রচিত নাটক যেখানে প্রেম ও সম্মান অথবা প্রেম ও কর্তব্যের মধ্যে ধ্বংসাত্মক দ্বন্দ্বের মাধ্যমে শেষ হয়। John
Dryden এ ধরনের নাটকের প্রবর্তক। The Indian Emperor, All for Love Heroic tragedy.
Tragi-Comedy: In a
tragi-comedy, the tragic and comic scenes are mingled অর্থাৎ ট্র্যাজি-কমেডিতে ট্র্যাজেডি ও কমেডির উপাদানগুলোর মিশ্রণ থাকে ।
Tragedy ও Comedy এর সমন্বয়ে রচিত নাটককে Tragi - Comedy বলে । যেমন -
William Shakespeare's Winter's Tale, Cymbeline, etc.
Senecan tragedy : এক ধরনের প্রাচীন রোমান ট্র্যাজেডিকে
Senecan tragedy বলে । যার মাত্র দশটি নাটক এখনো বিদ্যমান এবং তার আটটিই Lucius Annaeus Seneca রচিত।
Revenge tragedy: A
style of drama, in which the basic plot was a quest for vengeance and which
typically featured scenes of carnage and mutilation. অর্থাৎ এটি এক ধরনের ট্র্যাজিক নাটক যার plot মূলত প্রতিশোধ নেওয়াকে কেন্দ্র করে গড়ে ওঠে, যেখানে অনেক হত্যাযজ্ঞ ও অঙ্গহানির দৃশ্য বিদ্যমান। যেমন-
Thomas Kyd's The Spanish Tragedy and John Webster's The Duchess of Malfi.
A type
of literary work that describes imaginary events. অর্থাৎ এক প্রকার সাহিত্য কর্ম যা কোনো কাল্পনিক ঘটনাকে বর্ণনা করে । প্রকৃতপক্ষে লেখকের কল্পনা থেকে সৃষ্ট যে কোন কাহিনিকেই
Fiction বলে ।
Romance বা রম্যোপন্যাস : A form of medieval narrative
in which a brave and chivalric knight moves from place to place in search of
extravagant ad- ventures and finally wins the favour of a court lady. এটি একটি মধ্যযুগীয় আখ্যান যেখানে একজন সাহসী ও বিনয়ী নাইট বিভিন্ন রোমাঞ্চকর অভিযানে অংশগ্রহণ করে জয়লাভ করেন এবং শেষে রানীর অনুগ্রহ লাভ করেন। যেমন- Sir
Thomas Malory's Morte d' Arther.
Short Story বা ছোটগল্প : A short fictional narrative in
prose that can be read in one sitting. গদ্যে রচিত কথাসাহিত্য (প্রায় ছয় থেকে দশ হাজার শব্দের) যা এক বৈঠকে পড়ে শেষ করা যায়। এটি অকস্মাৎ শুরু হয়ে
Climax এ পৌঁছায় এবং অপরিপূর্ণতার রেশ রেখেই শেষ হয়ে যায়। Short
Story কে short-fictionও বলা হয়। ইংরেজি সাহিত্যে Edgar
Allan Poe কে Short Story এর জনক বলা হয়। যেমন- O'
Henry's The Gift of the Magi, Somerset Maugham's The Luncheon.
Novel বা উপন্যাস : A story long enough to fill a
complete book, in which the characters and events are usually imaginary. Novel শব্দের অর্থ ‘নতুন কিছু । শব্দটি Latin
ভাষা থেকে গৃহীত। Novel মূলত দীর্ঘ আকারের গদ্যে রচিত কথা সাহিত্য । কবিতার যেমন একজন speaker বা বক্তা থাকে তেমনি Novel এ একজন narrator বা বর্ণনাকারী থাকে । Narrator যখন সব কিছু (সব চিন্তা, অনুভুতি, কর্ম ইত্যাদি) অবগত থাকে তখন তাকে Third Person Omniscient বলে। Novel
কখনো ছন্দাকারে লেখা হয় না ।
Picaresque Novel: A
genre of prose fiction which depicts the adventures of a roguish hero/heroine
of low social class who lives by his or her wits in a corrupt society. এ ধরনের উপন্যাসে বদমাস বা প্রতারকদের গল্প বলা হয় যারা বিভিন্ন জায়গায় তাদের রোমাঞ্চকর অভিযানের জন্য ঘুরে বেড়ায় এবং তাদের প্রতিপক্ষের সাথে যুদ্ধ করে। পদ্ধতিগত দিক থেকে এটি বাস্তবিক কিন্তু উদ্দেশ্যগত দিক থেকে এটি প্রহসন মূলক। যেমন- Tom
Jones by Henry Fielding.
Epistolary Novel (পত্রোপন্যাস) : A novel written as a series of
documents. The usual form is letters, although diary entries, newspaper
clippings and other documents are sometimes used. চিঠি আকারে রচিত উপন্যাসকে
Epistolary Novel বলে । যেমন- Pamela by Richerdson একটি বিখ্যাত
Epistolary Novel.
Regional Novel (আঞ্চলিক উপন্যাস) : A novel attempts to depict a
specific geographic region and the people that inhabit it. যে উপন্যাসের Plot কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষের জীবনযাত্রা, ভাষা, প্রথা ইত্যাদি নিয়ে রচনা করা হয় তাকে
Regional Novel বলে। যেমন- Thomas Hardy's Wessex.
Non-fiction Novel: A novel which, broadly
speaking, depicts real historical figures and actual events woven together with
fictitious conversations and using the storytelling techniques of fiction. সত্য ঘটনা বা চরিত্রকে কেন্দ্র করে রচিত উপন্যাসকে
Non-fiction Novel বলে। এ ধরনের উপন্যাস Journalistic tone এ রচিত হয় এবং এখানে আবেগের স্পর্শের ঘাটতি পরিলক্ষিত হয়। যেমন-
Truman Capote's In Cold Blood.
Gothic Novel: A form of prose narrative
which comprises a medieval setting, wild and horrific incidents and mysterious
occurrences. এটি মধ্যযুগীয় বিন্যাসে বিভিন্ন বর্বর ও হিংস্র এবং রহস্যময় ঘটনা নিয়ে রচিত উপন্যাস। যেমন- Wuthering Heights by Emily Bronte.
Historical Novel (ঐতিহাসিক উপন্যাস)
: A
novel that attempts to re-create an historically significant personage or
series of events. কোনো ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা ঘটনাবলির পুনর্গঠনের রূপ দিয়ে রচিত উপন্যাস। অর্থাৎ ইতিহাসকে কেন্দ্র করে রচিত উপন্যাসকে
(Historical Novel) ঐতিহাসিক উপন্যাস বলা হয়। এ উপন্যাসের প্রধান চরিত্র হতে পারে ইতিহাসের সত্যিকারের কোনো চরিত্র অথবা কাল্পনিক। যেমন- War and Peace By Leo Tolstoy.
Novelette (উপন্যাসিকা ) : A short novel usually of
thirty to forty thousand words. ক্ষুদ্র আকৃতির উপন্যাস সাধারণত ৩০-৪০ হাজার শব্দের। এ ধরনের উপন্যাস সাধারণ উপন্যাসের চেয়ে ছোট এবং ছোটগল্পের চেয়ে বড় হয়। যেমন-
Joseph Conrad's Heart of Darkness
Fable (নীতিগল্প, পশুপাখির উপাখ্যান) : A traditional short story that
teaches a moral lesson, especially one with animals as characters; these
stories con- sidered as a group. কবিতা বা গদ্যে রচিত সংক্ষিপ্ত কাল্পনিক গল্প যাতে শিক্ষণীয় একটি নৈতিক উপদেশ
(moral) থাকে। Fable এ সাধারণত পশুপাখি বা নিস্প্রাণ বস্তু বিভিন্ন চরিত্রে অভিনয় করে। Aesop এর গল্পগুলি Fable এর উৎকৃষ্ট উদাহরণ।
Parable: An allegorical short story of
human characters which teaches a moral or spiritual lesson, especially one of
those told by Jesus as recorded in the Bible. গদ্যে রচিত সংক্ষিপ্ত কাল্পনিক গল্প যাতে শিক্ষণীয় একটি নৈতিক উপদেশ
(moral) থাকে । Human Being বিভিন্ন চরিত্রে অভিনয় করে। Bible
এ উল্লেখিত গল্পগুলি Parable এর উৎকৃষ্ট উদাহরণ ।
Fantasy : An imaginary story অর্থাৎ এক প্রকার কল্প সাহিত্য যেখানে যাদু বা অতিপ্রাকৃত উপাদান গুলো প্রধান plot,
theme বা setting হিসেবে ব্যবহৃত হয়। যেমন Harry Potter by J. K. Rowling
Dirge: A song expressing grief, lamentation and mourning that sung in
the past at a funeral or for a dead person- অর্থাৎ কোন মৃত ব্যক্তির শেষকৃতানুষ্ঠানে দুঃখ, বিলাপ এবং শোক প্রকাশ করে গাওয়া গান। যেমন-
'Ring out your bells, let mourning shows be spread;' (Arcadia by Sir Philip
Sidney)
Eulogy ( উচ্চপ্রশংসা): A formal composition or speech in high praise of someone or something. অর্থাৎ উচ্চপ্রশংসাসমৃদ্ধ
রচনা বা বক্তৃতাকে ইংরেজিতে
Eulogy বলে। যেমন-
levon This was the noblest Roman of them all:
All the conspirators save only he,
Did that they did in envy of great Caesar;'
(Julius Caesar by W. Shakespeare)
Essay ( প্রবন্ধ ): A short piece of non-fiction
that expresses the writer's opinion or shares information about a subject. গদ্যে রচিত কোনো ছোট সাহিত্যকর্ম যেখানে লেখক কোনো বিষয়ের ওপর তাঁর নিজের ধারণা বা তথ্য বা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করেন। যেমন- ‘Essays of Elia' is a
collection of essays by Charles Lamb.
Pamphlet: A very thin book with a paper
cover, containing information about a particular subject অর্থাৎ একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে তথ্য ধারণকারী খুব পাতলা কাগজের বই ।
Autobiography (আত্মজীবনী) : The story of a person's life,
written by that person. কোনো লেখক যখন তার নিজের জীবনী নিয়ে গ্রন্থ রচনা করেন সেই রচনাকে Autobiography বলে। যেমন- The
Diary of a Young Girl by Anne Frank.
Biography (জীবনী) : Biography শব্দের অর্থ জীবন-ইতিহাস/কড়চা । কোনো লেখক যখন অন্যের জীবনী নিয়ে গ্রন্থ রচনা করেন তাকে Biography
বলে (The story of a person's life written by somebody else.) - Life
of Charlotte Bronte by Elizabeth Gaskell.
Travelogue (ভ্রমণকাহিনি) : A film/movie, broadcast or
piece of writing about travel. ভ্রমণ সম্পর্কে কোনো লেখনীকে
Travelogue বলে। যেমন- In a Sunburned Country by Bill Bryson.
Criticism (সমালোচনা) : The classification,
interpretation, analysis, and evaluation of works of literature. যার সাহায্যে সাহিত্যকর্মের শ্রেণিকরণ, ব্যাখ্যা এবং মূল্যায়ন করা হয় তাকে
Criticism বলে। যেমন- An Apology for Poetry by Philip Sidney.
Memoir (স্মৃতিকথা) : কোনো লেখকের জীবনের কোনো একক সময়ের স্মৃতিকথা। বিশেষ করে লেখকের জীবনের নির্দিষ্ট সময়ে ঘটে যাওয়া কোনো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ঘটনাকে কেন্দ্র করে লেখা স্মৃতিকথা। যেমন-
Henry Thoreau's memoir, Walden.
Rhetoric
শব্দটি এসেছে গ্রিক শব্দ Rhetor থেকে যার অর্থ বক্তা (Public Speaker)। প্রকৃতপক্ষে কোনো বক্তব্য বা লেখনির মাঝে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাষা ব্যবহারের নৈপণ্যতাকে
Rhetoric (The art of persuasion, in speaking or writing) বলে।
Figures of Speech (বাক্যালঙ্কার) : Figures of Speech কে ভাষার অলঙ্কার বলা হয় । সাধারণত
Figures of Speech কোনো শব্দ বা শব্দগুচ্ছ যা আভিধানিক বা আক্ষরিক অর্থের সাথে পার্থক্য ঘটিয়ে বিশেষ অর্থ প্রদান করে। ভাষার সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত এই Figures of Speech এর বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন-
Allegory বা প্রতিকাশ্রয়ী/রূপক কাহিনি : An extended narrative in prose
or verse, which has a meaning behind the surface meaning অর্থাৎ কথাসাহিত্যের একটি আঙ্গিক যার মাধ্যমে চরিত্র, ঘটনা এবং পরিবেশ নিজেদের আপাত অর্থকে অতিক্রম করে এবং সমান্তরালভাবে অন্য চরিত্র, ঘটনা এবং পরিবেশ তুলে ধরে।
অর্থাৎ
Allegory কে বলা হয় - ‘A
story within a story / a story of double meaning.' যেমন-
Dryden's Absalom and Achitophel. এখানে রাজা ডেভিড এবং অ্যাবসালোম হলেন যথ ক্রিমে রাজা দ্বিতীয় চার্লস এবং তার অবৈধ সন্তান ডিউক অব মানমাউথ। বাইবেলের গল্পকে অবলম্বন করে ড্রাইডেন প্রকৃতপক্ষে রচনা করেন সমকালীন ইংল্যান্ডের রাজনৈতিক সংকটের একটি ব্যাঙ্গাত্মক ইতিবৃত্ত।
Simile
(উপমা) : A simile is an explicit/open comparison between two
different /unlike objects using ‘like' or ‘as' অর্থাৎ
simile হলো দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে ‘like’ অথবা ‘as’ব্যবহার করে সুস্পষ্ট তুলনা। যেমন- You
are like a tiger.
Metaphor
(রূপক ) : A metaphor is an implicit comparison between two different
objects without using ‘like'
or ‘as' অর্থাৎ
metaphor হলো দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে ‘like’ অথবা ‘as’ ব্যবহার না করে পরোক্ষভাবে/রূপকার্থে তুলনা। যেমন- You
are a tiger.
Alliteration
বা অনুপ্রাস The use of the same letter or Consonant sound at the beginning
of words অর্থাৎ শব্দের শুরুতে একই ধরনের বর্ণ বা শব্দের পৌনঃপুনিক ব্যবহার। যেমন- Jingle-jangle, melodious murmur
Onomatopoeia বা অনুকারশব্দ : The fact of words containing sounds similar to the
noises they describe. বাক্যে ব্যবহৃত শব্দ বা শব্দগুচ্ছের ধ্বনিই যখন তার অর্থ প্রকাশ করে তখন তাকে Onomatopoeia - boom, buzz, crackle, gurgle, hiss,
pop, sizzle, snap, swoosh, whir, zip, etc.
It cracked and growled, and roared and howled ,
(The Rime of the Ancient Mariner by S. T Coleridge)
Pun বা শ্লেষালঙ্কার : The clever or humorous use of
a word that has more than one meaning, or of words that have different meanings
but sound the same. effe থেকে একই কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন শব্দের চাতুর্যপূর্ণ বা কৌতুকপূর্ণ ব্যবহার । যেমন-
For my part, I had rather bear with you than bear you. Yet I should bear no
cross if I did bear you, I think you have no money in your purse.
(William Shakespeare: As You Like It)
Allusion বা পরোক্ষ উল্লেখ : Something that is said or written that refers to or
mentions another person or subject in an indirect way. অর্থাৎ কোনো ব্যক্তি, স্থান, ঘটনার প্রতি বা অন্য কোনো সাহিত্যকর্ম বা তার কোনো বিশেষ অংশের প্রতি পরোক্ষ বা প্রায় প্রত্যক্ষভাবে বা ইঙ্গিতে দৃষ্টি আকর্ষণ করা। যেমন-
'The Chair she sat in, like a burnished throne,
Glowed on the marble,'
[The Waste Land (1922) by T. S. Eliot]
এখানে প্রসাধনরত আধুনিক রমণীর চিত্রের মধ্য দিয়ে T. S. Eliot অ্যালিউশন টেনেছে
Shakespeare এর Antony and Cleopatra (1606-07) নিম্নোক্ত দু'টি চরণের-
The barge she sat in, [that] like a burnished throne
Burn'd on the water
Metonymy
: The
act of referring to something by the name of something else that is closely
connected with it. পরস্পর সম্পর্কযুক্ত একটি বস্তু বা বিষয় যখন অপর বস্তু বা বিষয়ের পরিবর্তে ব্যবহার করা হয় তখন তাকে
Metonymy বলে। যেমন- রাজার পরিবর্তে মুকুট বা নাট্যশালার পরিবর্তে মঞ্চ ।
— Look
on my works, ye Mighty, and despair. '
( Ozymandious by P. B. Shelley)
Synecdoche বা প্রতিরূপক : A word
or phrase in which a part of something is used to represent a whole, or a whole
is used to represent a part of something. অর্থাৎ এক ধরনের বাক্যালঙ্কারবিশেষ যাতে কোনো অংশ সমগ্রকে নির্দেশ করে অথবা সমগ্রটি কোনো অংশকে নির্দেশ করে। যেমন-
The lone and level sands stretch far away
( Ozymandious by P. B Shelley )
এখানে, sands (বালি) শব্দটি desert (মরুভূমি) নির্দেশ করে ।
Antithesis বা বিরোধালঙ্কার : The complete opposite of
something. অর্থাৎ পরস্পরের কাছাকাছি সন্নিবেশিত শব্দগুচ্ছ দ্বারা সম্পূর্ণ বিপরীত ভাব ও অর্থের প্রকাশ। যেমন-
Man proposes, God disposes
Anti-Climax / Bathos : A
statement in which there is a sudden fall from the serious to the trivial or
from the sublime to the ridiculous. অর্থাৎ কোনো বর্ণনায় কোনো গুরুগম্ভীর ভাব বা উচ্চাঙ্গের শৈলী থেকে হঠাৎ তারল্যে বা তুচ্ছতায় অবনমন। যেমন-
He lost his family, his car and his cell phone.
Epigram : A poem is called an
epigram if it is short (usually no longer than six lines) and it makes a witty
observation. অর্থাৎ প্রজ্ঞাদীপ্ত ও মজাদার উপায়ে কোন ভাবকে ছোট কবিতা বা
phrase আকারে প্রকাশকে Epigram বলে।
'Our sweetest songs are those that tell of saddest thought'
(Ode: To a Skylark by P. B. Shelley)
Climax বা মহামুহূর্ত : The peak of importance in a
play or in a story. অর্থাৎ কোনো নাটক বা গল্পের মহামুহূর্তকে Climax বলে । এই বিন্দুতে গল্পের Action
সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং এর পরপরই Fall শুরু হয়। যেমন- He smiles, he laughs and roars.
Paradox : A statement in which a seeming
contradiction may reveal an unexpected truth. কোনো উক্তি যাকে আপাতদৃষ্টিতে মনে হয় পরস্পর বিরোধী ও উদ্ভট, কিন্তু যার মধ্যে পরে একটি যুক্তিগ্রাহ্য অর্থ আবিষ্কৃত হয়। যেমন-
One short sleep past, we wake eternally
And death shall be no more; Death, thou shalt die.
(Death Be Not Proud By John Donne)
Oxymoron : A phrase that combines two
words that seem to be the opposite of each other. পরস্পর বিপরীতার্থক দুটি শব্দের সম্মিলনে গঠিত
phrase এর ব্যবহারকেই Oxymoron বলে । যেমন-
All changed, changed utterly:
A terrible beauty is born.
(Easter 1916 by W.B. Yeats)
Apostrophe : কোনো ব্যক্তি, বস্তু বা বিমূর্ত ধারণাকে প্রত্যক্ষ করে সম্বোধন করা, যেখানে প্রায়শ মৃতকে জীবন্ত, অনুপস্থিতকে উপস্থিত, অমানবীয়কে মানবীয় রূপে বিবেচনা করা হয়। সাধারণত এখানে উচ্চস্বরে “O” দিয়ে সম্বোধন করা হয়। যেমন-
'...O Wind,
If Winter comes, can Spring be far behind?'
(PB Shelley: Ode to the West Wind)
Hyperbole বা অত্যুক্তি : A purposeful exaggeration for
emphasis or humor. অর্থাৎ কোন বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য অথবা হাস্যকর করার জন্য অতিশয়োক্তি করা। যেমন-
‘All
the perfumes of Arabia will not sweeten this little hand. Oh, Oh, Oh!'
(Macbeth by Shakespeare)
'Ten thousand saw I at a glance'
(Daffodils by William Wordsworth)
Personification বা নরত্বারোপ : The description of an object
or an idea as if it had human characteristics. অর্থাৎ নিষ্প্রাণ ও জড় কোনো বস্তু বা বিষয় বা বিমূর্ত কোন দোষ বা গুণ প্রভৃতির মধ্যে মনুষ্য বৈশিষ্ট্য আরোপ করা । যেমন-
'And joy, whose hand is ever at his lips.
' (Keats: Od on Melancholy)
Euphemism বা সুভাষণ : An indirect word or phrase
that people often use to refer to something embarrassing or unpleasant,
sometimes to make it seem more acceptable than it really is. নিরানন্দ, ভয়ঙ্কর, অতৃপ্তিদায়ক বা বিশ্রী কিছু বোঝানোর লক্ষ্যে সচেতনভাবে মোলায়েম করে, অস্পষ্ট ভাবে ঘুরিয়ে বলা। যেমন-
TorqShe is at rest. (meaning, she's dead.)
Irony বা বক্রাঘাত : The use of words that say the
opposite of what you really mean, often as a joke and with a tone of voice that
shows this. অর্থাৎ কোনো বিবৃতি বা অবস্থা বা কর্মে খোলামেলা ভাবে যা বলা হয় তার অন্তরালে বিপরীতধর্মী (Disguisedly sarcastic) একটি সত্য থাকে। যেমন-
Pride And Prejudice by Jane Austen এর প্রথম বাক্য ‘It is a true universally
acknowledged, that a single man in possession of a good fortune, must be in
want of a wife.'। অর্থাৎ এটা চিরন্তন সত্য যে, সৌভাগ্যবান বিত্তবান পুরুষের প্রয়োজন হয়। কিন্তু প্রকৃতপক্ষে সৌভাগ্যবান বিত্তবান পুরুষের স্ত্রীর অভাব হয় না। আয়রনির সাহায্যে লেখিকা বোঝাতে চেয়েছেন, কুমারী নারীর যথার্থই একজন বিত্তবান স্বামী প্রয়োজন ।
Litotes : The use of a negative or weak
statement to emphasize a positive meaning. অর্থাৎ নেতিবাচক বা দুর্বল কোনো বর্ণনা ব্যবহার করে জোর দিয়ে কোনো ইতিবাচক অর্থ প্রকাশ করাকে
Litotes বলে। যেমন-
He wasn't slow to accept the offer. (= He was quick to accept the offer.)
Sarcasm বা শ্লেষোক্তি : Sarcasm is a sharp, bitter, or
cutting expression or remark; a bitter gibe or taunt অর্থাৎ অনুভূতিকে আহত করার উদ্দেশ্যে ব্যবহৃত তিক্ত মন্তব্য এবং এরূপ মন্তব্যের ব্যবহার ।
Digression : কোনো সাহিত্যকর্মের প্রধান বিষয়বস্তুর সাথে প্রায় অপ্রাসঙ্গিক বিষয়বস্তুর সংযোজন বা অবতারণাকে
Digression বলে ।
Parody : A piece of writing,
music, acting, etc. that deliberately copies the style of somebody/something in
order to be amusing. অর্থাৎ এক ধরনের কৌতুককর লেখা, সঙ্গীত, অভিনয় যা সচেতনভাবে অন্য কোনো ব্যক্তির শৈলীর অনুকরণে করা হয় ।
Poetic Licence : সাহিত্যকর্ম রচনার ক্ষেত্রে কোনো লেখক প্রচলিত ধারার লেখনির নিয়মের বাইরে গিয়ে লেখকের নিজস্ব ধারার লেখা প্রয়োগ করার অধিকারকে
Poetic Licence বলে। অর্থাৎ- the right assumed by poets to alter or invert standard syntax
or depart from common diction or pronunciation to comply with the metrical or
tonal requirements of their writing.
Pleonasm : The use of more words
than are necessary to express a meaning. অর্থাৎ অর্থ প্রকাশের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত শব্দের ব্যাবহারকে
Pleonasm বলে । যেমন- ‘see
with your eyes' এখানে see শব্দ দিয়েই পূর্ণ অর্থ প্রকাশ হতো।
Farce বা প্রহসন : A funny play for the theatre
based on ridiculous and unlikely situations and events. অর্থাৎ মঞ্চে কোনো অসম্ভব্য পরিস্থিতি ও ঘটনার উপর ভিত্তি করে রচিত এক ধরনের হাস্যকর নাটক । Farce
কে সাধারণত comedy 'র একটি উপাদান হিসেবে গুণ্য করা হয় । Farce এর বৈশিষ্টগুলি উপন্যাসেও প্রতীয়মান হতে পারে।
Lullaby or Cradle song বা ঘুমপাড়ানি গান : A soft gentle song is sung to make a child go to
sleep. অর্থাৎ শিশুকে ঘুমপাড়ানোর জন্য নরম সুরে গাওয়া গান। যেমন--
Twinkle twinkle little star -
How I wonder what you are -
Up above the world so high -
Like a diamond in the sky....
Refrain বা ধ্রুবক : A phrase, line or lines
repeated at intervals during a poem and especially at the end of a stanza অর্থাৎ কবিতায় স্তবকের শেষে কোনো শব্দগুচ্ছ, লাইন বা শ্লোক পুনরাবৃত্তি।
Satire বা ব্যঙ্গরচনা : Writing that comments
humorously on human flaws, ideas, social cus- toms, or institutions in order to
change them অর্থাৎ এক ধরনের রচনা যা আলোচ্য বিষয়কে লঘু ও তুচ্ছ করে তার প্রতি অবজ্ঞা, ঘৃণ্য, ক্রোধ বা কৌতুকের মনোভাব জাগিয়ে তোলে। The hungry judges soon the sentence sign, and wretches hang
that jurymen may dine. (Alexander Pope)
Subjectivity বা আত্মমাত্রিকতা : The
fact of being influenced by personal ideas, opinions or feelings, rather than
facts. অর্থাৎ কোন অভিব্যক্তির বহিঃপ্রকাশে লেখকের যে ব্যক্তিগত অনুভূতি, মতামত বা ধারণা প্রকাশ পায় ।
Symbol বা প্রতীক : A person, an object, an event,
etc. that represents a more general quality or situation. অর্থাৎ একটি বিষয়ের পরিবর্তে অপর কোন বস্তু বা বিষয়কে প্রতীক রূপে ব্যবহার করাকে
Symbol বলে। যেমন- The Scarlet Letter by Nathaniel Hawthorne উপন্যাসে A অক্ষরটি
Adultery এর Symbol.
ছন্দোময় গঠনের নিয়মানুগ অধ্যয়ন বা ছন্দঃপ্রকরণকে
Prosody বলে (Prosody is the study of versification; especially the
systematic study of metrical structure) | Prosody তে কবিতার বিভিন্ন গাঠনিক উপাদান নিয়ে আলোচনা করা হয়। নিচে বিভিন্ন প্রকার উপাদান সম্পর্কে আলোচনা করা হলো-
Rhythm : ভাষাকে শ্রুতিমধুর করার অভিপ্রায়ে সুনিয়মিত ও সুপরিমিতভাবে ধ্বনিবিন্যাস করার বিভিন্ন প্রণালীর নামকে
Rhythm বা ছন্দ বলে ।
Verse : কবিতার যেমন ছন্দ থাকে, গদ্যেরও তেমনি ছন্দ থাকে। কবিতার একটি লাইন, কবিতা বা কাব্যের নির্দিষ্ট metrical pattern এ সাজানো অংশকে Verse
বলা হয়।
Free Verse : Verse এ যখন কোনো নির্দিষ্ট metre
pattern, rhyme বা musical pattern ব্যবহৃত হয় না তখন তাকে Free
Verse (মুক্তছন্দ) বলা হয় ।
Blank verse : মিলহীন আয়াম্বিক পেন্টামিটারে চরণসংবলিত পদ্য ছন্দকে
(Poetry written in unrhymed iambic pentameter) Blank verse বা অমিত্রাক্ষর ছন্দ বলে ।
Stanza : কবিতার লাইনগুলোকে বিভিন্ন stanza
বা স্তবকে ভাগ করা হয়। এটি কবিতার কাঠামোর একক । কিছু কিছু ক্ষেত্রে (stanza) স্তবক কবিতার চিন্তার একক হিসেবে ব্যবহৃত হয়।
Quatrain : দুই লাইনের
stanza কে couplet এবং চার লাইনের stanza কে Quatrain বলা হয়।
Metre : একটি কবিতার কয়েকটি লাইনের একই ধরনের stress
pattern এর পুনরাবৃত্তিকে Metre (The arrangement of 'feet’) বলে। তিনটি Metre
সংবলিত কবিতার লাইনকে trimeter এবং পাঁচটি Metre সংবলিত কবিতার লাইনকে pentameter বলে ।
Assonance (স্বরাণুপ্রাস): একই চরণে বা কবিতার ভিন্ন ভিন্ন অংশে একই রকম ধ্বনিবিশিষ্ট স্ববর্ণের ব্যবহার দ্বারা শৈলগত আবহনির্মাণ প্রক্রিয়াকে
Assonance বলে । এটি চরণের শেষে বা মাঝখানেও হতে পারে ।
The sounding furrows; for my purpose holds
(Ulysses, Alfred Tennyson)
Consonance (ধ্বনিব্যঞ্জনা): শব্দে স্বরবর্ণের ব্যবহারের সাদৃশ্য না রেখেই দুই বা ততোধিক শব্দে বঞ্জনবর্ণের পুনরাবৃত্তিকে
Consonance বলে ।
"Rough winds do shake the darling buds of May,"
(Sonnet XVIII, William Shakespeare )
"Vext the dim sea: I am become a name;
(Ulysses, Alfred Tennyson)
Caesura (ছন্দোযতি): কবিতার লাইনে কোনো ছন্দবিরতিকে Caesura
বলে । এটি মূলত ভাষার প্রাকৃতিক ছন্দগত ।
So long as men can breathe || or eyes can see,
So long lives this || and this gives life to thee.
(Sonnet XVIII, William Shakespeare )
Tone (স্বর): The quality of somebody's
voice, especially expressing a particular emotion. অর্থাৎ এটি কোনো উক্তির স্বর, বিশেষ করে যখন তা কোনো বিশেষ অনুভূতি বা আবেগ প্রকাশ করে তাকে Tone বলে । Tone ব্যবহারের মাধ্যমে বক্তা তার আবেগ যেমন- রুক্ষতা, দরদ, বিরক্তি, আগ্রহ ইত্যাদি প্রকাশ করে থাকে ।
Rhyme : The similarity of sound between two words. অর্থাৎ দুটি শব্দের মধ্যে ধ্বনির অন্তমিলকে
(aid/paid; host/ghost; love/dove) Rhyme বলে ।
Myth বা পুরাণ : A
story from ancient times, especially one that was told to explain natural
events or to describe the ancient history of a people. অর্থাৎ প্রাচীনকাল থেকে পুরুষানুক্রমে প্রবাহমান কাহিনি বা লোককাহিনি (A
legend), বিশেষ করে কোন জাতির আদি ইতিহাস সম্পৃক্ত বিশ্বাস বা ধারণা এবং নৈসর্গিক ঘটনাবলীর ব্যাখ্যা । ইংরেজি সাহিত্যে বিভিন্ন ধরনের পৌরাণিক কাহিনি বিশেষ করে গ্রিক ও রোমান কাহিনি ব্যবহৃত হয়েছে। প্রকৃতপক্ষে পৌরাণিক কাহিনি ও চরিত্র সম্পর্কে ভালো ধারণা না থাকলে ইংরেজি সাহিত্য চর্চা করা অনেকটাই অসম্ভব । নিচে কিছু গুরুত্বপূর্ণ পৌরাণিক চরিত্র সম্পর্কে আলোচনা করা হলো-
Zeus: গ্রিক পুরাণের প্রধান দেবতা ও সমগ্র মর্ত্যভূমি, আকাশ, বায়ুমণ্ডল ও স্বর্গের একচ্ছত্র অধিপতি। দেবতা ও মানবের পিতা জিউস ছিলেন ক্রনাস ও রিয়ার কনিষ্ঠ পুত্র। রোমান পুরাণে জিউসের নাম জুপিটার (Jupiter)।
Aphrodite: গ্রিকপুরাণের প্রেমের দেবী। হোমারের বর্ণনায় তিনি দেবরাজ জিউস ও ডাইওনের কন্যা তবে হেডিওসের মতে তার জন্ম হয়েছিল সমুদ্র ফেনা থেকে । ট্রয়ের যুদ্ধে তিনি ট্রোজানদের পক্ষ নিয়েছিলেন। রোমান পুরাণে আফ্রোদিতির নাম ভেনাস ।
Hellen: গ্রিক পুরাণতত্ত্ব অনুসারে,
Hellen, (যার অর্থ উজ্জ্বল) ছিলেন থায়া'র (Phthai) রাজা ও প্রাচীন গ্রিক উপজাতী বা Hellenes (হেলিনিস) এর আদিজনক । তিনি হলেন গ্রিক সংস্কৃতির উদ্ভাবক এবং
Hellenic শব্দটি তার নাম থেকে উদ্ভাবিত যার অর্থ The Greek ।
Helen: বিখ্যাত গ্রিস ও ট্রয়ের ধ্বংসাত্মক যুদ্ধের কারণরূপে খ্যাত হেলেন গ্রিক ও রোমান পুরাণে সর্বাধিক আলোচিত নারী চরিত্র। দেবরাজ জিউস ও স্পারটার রাজা টেন্ডারিউস পত্নি লেডার মিলনের ফলে জন্ম হয় এই সর্বনাশা রূপের অধিকারিনী হেলেনের। গ্রিসের বিখ্যাত বীর অ্যাকিলিসসহ অনেকেই ছিল হেলেনের পাণিপ্রার্থী। তাদের সবার মাঝ থেকে স্পার্টার রাজা মেনেলাউসকে হেলেন স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন।
Achilles: গ্রিক পুরাণে অন্যতম শ্রেষ্ঠ বীর। আয়োলকাসের রাজা পেলিয়াস ও সাগরদেবী থেটিসের পুত্র। জন্মের পর মা থেটিস তাকে চিরঞ্জীব করতে চেয়েছিলেন। সে সময় মনে করা হতো Styx নদীর পানি মানুষকে চিরঞ্জীব করতে পারে তাই থেটিস তার পায়ের গোড়ালি ধরে Styx নদীতে স্নান করান কিন্তু তার পায়ের গোড়ালি থেকে যায় অসিক্ত। ফলে এই গোড়ালি আঘাতসাধ্য থেকে যায়। ট্রয়ের যুদ্ধে প্যারিসের তীর অ্যাকিলিসের গোড়ালিকে বিদ্ধ করলে তিনি মারা যান ।
Hercules: গ্রিক পুরাণে সর্বশ্রেষ্ঠ বীর হেরাক্লাসের ল্যাটিন নাম হারকিউলিস । তিনি ছিলেন দেবরাজ জিউস ও অ্যাসফিত্রিয়ন পত্নি আল্কমিনির পুত্র। অসীম সাহস ও দুর্দান্ত দৈহিক শক্তির অধিকারী এই বীর মানুষ হয়েও দেবতার মর্যাদা লাভ করেছিলেন। যৌবনে মাইসিনির রাজার দ্বারা বিভিন্ন কঠিন পরীক্ষার সম্মুখীন হন যা গ্রিক পুরাণে ‘Twelve Labour of Hercules' নামে পরিচিত।
Dionysus: গ্রিক পুরাণে মদ ও উর্বরতার দেবতা । তিনি ছিলেন দেবরাজ জিউস ও থেবান রাজকুমারী সিমেলির পুত্র। তিনি ব্যাক্কাস
(Bacchus) নামেও পরিচিত।
Orpheus: গ্রিক পুরাণে মহাকাব্যের উপদেবী ক্যালিওপীর পুত্র। সকল সংগীতজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ পূরাননাকার ও কবি দেবতা অ্যাপোলোর কাছ থেকে একটি বীণা পেয়েছিলেন। তাতে তোলা সুরশুনে মুগ্ধ হতো বন্যজন্তু, গাছপালাসহ ঝর্ণাধারা।
Phoenix: প্রাচীন মিশরীয়দের কিংবদন্তী অনুযায়ী বিখ্যাত এই পাখিটি পৃথিবীতে একটিই ছিল । জন্ম জন্মান্তরের মধ্য দিয়ে বার বার পৃথিবীতে ফিরে আসতো। জন্মায়ু শেষে এটি চলে যেত আরব দেশে আর সেখানে গিয়ে বিভিন্ন মশলা দিয়ে তার বাসা বানিয়ে তাতে আগুন জালিয়ে আত্মহূতি দিত এবং তার ছাই থেকে জন্ম নিত আরেকটি ফিনিক্স (a
mythical bird regenerating from ashes)।