খেলাধূলায় বাংলাদেশ
মেহরান হোসেন অপি - বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান
আমিনুল ইসলাম বুলবুল- বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান
এবং বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক।
নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক
আশরাফ হোসেন লিপু বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের প্রথম
অধিনায়ক
অলক কাপালী বাংলাদেশের প্রথম টেস্ট হ্যাট্রিককারী বোলার
শাহাদাৎ হোসেন রাজিব বাংলাদেশের প্রথম ওয়ানডে
হ্যাট্রিককারী বোলার
মমিনুল হক প্রথম ও একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এক
টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি। টেস্টে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম ২০০০ রান
সংগ্রহকারী।
সাকিব আল হাসান - বিশ্বের ৪র্থ বোলার হিসেবে সব টেস্ট
খেলুড়ে দেশের বিরুদ্ধে ৫ উইকেট লাভ করেন।ক্রিকেটের তিন ফরম্যাটেই বিশ্বের সেরা
অলরাউন্ডার(প্রথম হয় ২০০৯)।দেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস (২১৭ )
তামিম ইকবাল- বাংলাদেশের প্রথম ও একমাত্র টি-২০
সেঞ্চুরিয়ান । তিন ফরম্যাটেই সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান।
তাইজুল ইসলাম অভিষেক ওয়ানডেতে হ্যাট্রিককারী বাংলাদেশি
বোলার
মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল
সেঞ্চুরিয়ান
মাহমুদুল্লাহ - বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম
সেঞ্চুরিয়ান
সোহাগ গাজী - একই টেস্টে সেঞ্চুরি ও হ্যাট্রিককারী বিশ্বের
একমাত্র ক্রিকেটার
# বহুনির্বাচনী
প্রশ্ন
#বাংলাদেশের জাতীয়
খেলা কি?
দাড়িয়াবান্দা
বৌ-ছি
কাবাডি
গোল্লাছুট
#বিশ্ব
অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশিপ ২০১৭ তে ১০০ মিটার দৌড়ে বিজয়ী কে?
উসাইন বোল্ট
জাসটিন গ্যাটলিন
ইউহান ব্লেক
ডেভিড লিমা
ক্রিকেট -Cricket
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) গঠিত হয় : ১৯৭৩ সালে।
পূর্বনাম বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCB)
বাংলাদেশ ICC র সহযোগী সদস্যপদ লাভ করে। ১৯৭৭ সালে।
আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশ প্রথম জয় পায় : কেনিয়ার
বিরুদ্ধে (১৯৯৮)।
বাংলাদেশ প্রথম টেস্ট খেলে ২৬ জুন, ২০০০ সালে
(ভারতের বিরুদ্ধে)।
বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায়। ১৫ জুন, ১৯৯৭ সালে
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ : ১৯৯৯ সালে।
বিশ্বকাপ ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ম্যাচ :
নিউজিল্যান্ডের বিপক্ষে।
বিশ্বকাপ ওয়ানডেতে বাংলাদেশের প্রথম জয় : স্কটল্যান্ডের
বিপক্ষে।
শততম টেস্ট : সবচেয়ে কম সময়ে শততম টেস্ট খেলে বাংলাদেশ
(১৬ বছর ৪ মাস ২৬ দিন)।
২০১৭ সালের ১৫-১৯ মার্চ শ্রীলংকার পি সারা ওভাল স্টেডিয়ামে
এই টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়।
টেস্টে বাংলাদেশের (জুলাই, ২০১৮) ডাবল সেঞ্চুরিয়ান
ব্যাট্সম্যান : তামিম-সাকিব-মুশফিক।
বাংলাদেশ প্রথম আর্ন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলে ৩১ মার্চ
১৯৮৬ সালে (বিপক্ষ-পাকিস্তান)।
# বহুনির্বাচনী
প্রশ্ন
#Who is the
first centurion of Bangladesh in ODI cricket?
Aminul Islam
Habibul
Bashar
Akram Khan
None of the
above
#First
captain of Bangladesh Test Cricket Team was-
Naimur
Rahman Durjoy
Akram Khan
Aminul Islam
Bulbul
Khaled Masud
#Who is the
first Bangladeshi cricketer to take a hat-trick in One Day Internationals?
Abdur Razzak
Alok Kapali
Shahadat
Hossain
Rubel
Hossain
#The first
player to score 10,000 runs in T20 Cricket is-
AB de
Villiers
Chris Gayle
Virat Kohli
Tamim Iqbal
#First
captain of Bangladesh Test Cricket team was-
Naimur
Rahman Durjoy
Akram Khan
Aminul Islam
Bulbul
Khaled Masud
ফুটবল -Football
ফুটবল একটি দলগত খেলা। এটি বৈশ্বিকভাবে ব্যাপক পরিচিত ও
জনপ্রিয় খেলা। এটি আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) কর্তৃক পরিচালিত ক্রীড়ার
আনুষ্ঠানিক নাম। কেবল মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় খেলাটি সকার (Soccer)নামে পরিচিত।
জেনে নিই
ফুটবল খেলার জন্ম হয়- চীনে।
ফুটবলের উর্বর ভূমি হিসেবে আখ্যায়িত করা হয়- ল্যাটিন
আমেরিকাকে।
ফুটবল খেলার আইনকানুন প্রচলন করা হয়- ১৮৪৮ সালে।
এ খেলায় প্রতি দলে খেলোয়াড় থাকে- ১১ জন।
খেলা চলাকালে প্রত্যেক দল খেলোয়াড় বদল করতে পারে- ৩ জন।
আদর্শ ফুটবলের পরিধি - ৬৮.৫-৭১ সেন্টিমিটার।
আদর্শ ফুটবলের ওজন- ৪০০-৪৫০ গ্রাম (১৪-১৬ আউন্স)।
ফুটবল মাঠের দৈর্ঘ্য- ১০০-১১০ মিটার বা ১১০-১২০ গজ।
ফুটবল মাঠের প্রস্থ- ৬৪-৭৫ মিটার বা ৭০-৮০ গজ।
খেলা পরিচালনার জন্য থাকেন- রেফারি।
খেলায় ট্যাকলিং করা যায়- ৩টি উপায়ে।
Vedio
Assistance for Referees (VAR)- ফুটবলে নির্ভুল সিদ্ধান্ত
গ্রহণে সহায়তা করে।
FIFA
আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা- FIFA.
FIFA
Federation of International Football Association.
প্রতিষ্ঠিত হয়-
২১ মে, ১৯০৪ সালে
ফ্রান্সের রাজধানী প্যারিসে।
সদর দপ্তর- জুরিখ, সুইজারল্যান্ড।
নীতিবাক্য For the good of the game.
ফিফার সভাপতির মেয়াদকাল ৪ বছর।
বাংলাদেশ সদস্যপদ লাভ করে- ১৯৭৪ সালে।
বিশ্বকাপ ফুটবল
প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়- ১৯৩০ সালে উরুগুয়েতে |
প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দেশ- উরুগুয়ে।
দ্বিতীয়
বিশ্বযুদ্ধের কারণে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি- ১৯৪২ ও ১৯৪৬ সালে।
বিশ্বকাপ ফুটবলে
অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ- মিশর: ১৯৩৪ সালে।
প্রথম এশীয় দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করে-
ইন্দোনেশিয়া; ১৯৩৮ সালে।
বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণ করে- ১৯৮৬ সালে।
বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক গোলদাতা- জার্মানির মিরোস্লাভ
ক্লোসা; ১৬টি।
বিশ্বকাপ ফুটবলে এক টুর্নামেন্টে সর্বাধিক গোলদাতা-
ফ্রান্সের জাস্ট ফন্টেইন;
১৩টি।
বিশ্বকাপ ফুটবলে সেরা খেলোয়াড়কে দেওয়া হয় গোল্ডেন বল
পুরস্কার।
বিশ্বকাপ ফুটবলে
সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন বুট পুরস্কার।
বিশ্বকাপ ফুটবলে সেরা গোলরক্ষককে দেওয়া হয় গোল্ডেন গ্লাভ
পুরস্কার।
# বহুনির্বাচনী
প্রশ্ন
#Which
country is top in the football ranking?
France
Belgium
Brazil
Germany
#২০২০ সালের
বর্ষসেরা ফুটবলার কে?
(Who is the Footballer of the Year for the year 2020?)
Robert
Lewandowski
Karim Ben
Zema
Thomas
Muller
Ronaldo
#What is the
name of the prize that Bangladesh has won in football competition?
SAFF U-16
SUFF A-18
SEFF U-21
SAFF U-18
#২০১৮ সালে
অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হয়েছেন কে?
অ্যান্থনি হাইডম্যান
অ্যান্থনিও গ্রিজম্যান
অ্যান্থনি ম্যাথিও
অ্যান্থনি রজারম্যান
#২০১৮ সালে
বিশ্বকাপ ফুটবল প্রতিযোগীতায় বিজয়ী দেশ-
জার্মানি
ফ্রান্স
আর্জেন্টিনা
ক্রোয়েশিয়া
দাবা ও অন্যান্য
দাবা
দাবা একটি জনপ্রিয় খেলা যা বোর্ড বা ফলকের উপর খেলা হয়।
দাবা খেলার সর্বপ্রথম সূচনা হয় ভারতবর্ষে। যিনি দাবা খেলেন তাকে দাবাড়ু বলা হয়।
দাবায় দু'জন খেলোয়াড়
অংশগ্রহণ করে। দাবা খেলায় জিততে হলে বোর্ডের ওপর দুটি সরিয়ে বা চাল দিয়ে
বিপক্ষের রাজাকে কোণঠাসা করে এমন স্থানে আনতে হয় যেখান থেকে রাজা আর স্থানান্তরিত
হতে পারে না, দাবার পরিভাষায়
একে বলে 'কিস্তিমাত'।
জেনে নিই
দাবা খেলার উৎপত্তি- ভারতে।
দাবা খেলার আদি নাম- চতুরঙ্গ।
পাবায় সর্বোচ্চ খেতাব গ্রান্ডমাস্টার।
গ্যারি কাসপারভ যে কম্পিউটারের কাছে হেরে যান- ডিপ ব্লু।
ভারতের প্রথম গ্রান্ডমাস্টার বিশ্বনাথ আনন্দ; ১৯৮৮ সালে।
গ্রান্ড মাস্টার খেতাব অর্জনকারী উপমহাদেশের প্রথম দাবাড়ু
নিয়াজ মোর্শেদ।
বাংলাদেশের
শ্রেষ্ঠ মহিলা দাবাড়ু- রাণী হামিদ।
বাংলাদেশের
দাবাড়ুরা গ্রান্ডমাস্টার'
খেতাব পেয়েছেন ৫
জন।
'গ্যারি কাসপারভ, চেক নামটি জড়িত-
দাবা খেলার সাথে।
দাবার সর্বোচ্চ উপাধি : গ্র্যান্ডমাস্টার।
দাবার আরেক নাম- চতুরঙ্গ, উৎপত্তি- ভারতে।
বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৫ জন গ্র্যান্ডমাস্টার উপাধি
পেয়েছেন।
নিয়াজ মোর্শেদ শ্রেষ্ঠ দাবাড়ু ও দক্ষিণ এশিয়ায় প্রথম
গ্র্যান্ডমাস্টার উপাধি প্রাপ্ত ।
বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মহিলা দাবাড়ু : রানী
হামিদ। (১৯ বার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন)।
অন্যান্য খেলাধুলায় বাংলাদেশ
বাংলাদেশ বিশ্ব অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে : ২৩তম
অলিম্পিক লস এঞ্জেলস, ১৯৮৪ সালে।
বাংলাদেশ কমনওয়েলথ গেমসে প্রথম অংশগ্রহণ করে : ১৯৭৮ সালে।
বাংলাদেশ আইসিসি ট্রফিতে প্রথম অংশগ্রহণ করে : ১৯৭৯ সালে।
বাংলাদেশ ফিফার সদস্যপদ পায় : ১লা জানুয়ারি, ১৯৭৬ সালে ।
বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে অংশগ্রহণ করে :
১৯৮৬ সালে।
বাংলাদেশের শ্রেষ্ঠ সাঁতারু ও ইংলিশ চ্যানেল (দৈর্ঘ্য :
১৬.১ কি.মি) অতিক্রমকারী : ব্রজেন দাস ।
ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশীয় ও বাঙালি নারী :
আরতি সাহা।
সরাসরি অলিম্পিকে অংশগ্রহণ করেন : সিদ্দিকুর রহমান (২০১৬, রিওডিজেনেরিও)।
# বহুনির্বাচনী
প্রশ্ন
#দাবার পূর্ব নাম-
চতুরঙ্গ
পিংপং
হাতি-ঘোড়া
মন্ত্রী-রাজা
#প্রথম বাঙালী
গ্র্যান্ড মাস্টার দাবাড়ু কে?
সূর্যশেখর গাঙ্গুলী
দিব্যেন্দু বড়ুয়া
নিয়াজ মোরশেদ
জিয়াউর রহমান
#দাবা খেলার জন্ম
কোথায়?
ভারতে
ইংল্যান্ডে
রাশিয়ায়
আমেরিকায়
#৬ জন খোলোয়াড়ের
একটি দাবা প্রতিযোগিতায় প্রত্যেকে প্রত্যেকের সাথে একটি করে ম্যাচ খেলে। মোট কতটি
খেলা অনুষ্ঠিত হয়?
১২
১৩
১৪
১৫
#দাবা খেলার
বাংলাদেশ থেকে সর্বশেষ গ্রান্ডমাস্টার কে?
নিয়াজ মোরশেদ
জিয়াউর রহমান
রানী হামিদ
এনামুল হোসেন রাজীব
# বহুনির্বাচনী
প্রশ্ন
#বি.কে.এস.পি.
প্রতিষ্ঠিত হয়?
1983
1984
1985
1986
1987
#বাংলাদেশের
ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠিত হয়-
১৪ই এপ্রিল ১৯৮৬ সালে
১৪ই মার্চ ১৯৮৭ সালে
২৮শে এপ্রিল ১৯৮৪ সালে
২৮শে মার্চ ১৯৮৩ সালে