মহাদেশ পরিচিতি

সরকারি চাকুরির প্রস্তুতি সাধারণ জ্ঞান ( আন্তর্জাতিক বিষয়াবলী)

মহাদেশ পরিচিতি

 

মহাদেশ বলতে পৃথিবীর বড় ভূখণ্ডগুলোকে বোঝায়। পৃথিবীকে সাধারণত ৭টি মহাদেশে ভাগ করা হয়। এগুলো হলো: এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, অ্যান্টার্কটিকা। এশিয়া মহাদেশ বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল মহাদেশ। এখানে চীন, ভারত, জাপান, ইন্দোনেশিয়া, এবং দক্ষিণ কোরিয়ার মতো জনবহুল দেশ রয়েছে। অ্যান্টার্কটিকা বিশ্বের সপ্তম এবং দক্ষিণতম মহাদেশ। এটি বরফ তুষারে ঢাকা এবং এখানে স্থায়ী জনবসতি নেই। তাছাড়া প্রশান্ত মহাসাগরীয় দ্বীপসমূহকে একত্রে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ হিসেবে নামকরণ করা হয়েছে কারণ দ্বীপসমূহকে পার্শ্ববর্তী মহাদেশের অন্তর্গত হিসেবে বিবেচনা করা হয়। পৃথিবীর ভূখণ্ডগুলোকে মহাদেশ নামে পৃথক করার চারটি মডেল রয়েছে যথাঃ চার মহাদেশ , পাঁচ মহাদেশ , ছয় মহাদেশ সাত মহাদেশ মডেল চীন, ভারত, বাংলাদেশ , পাকিস্তান, ফিলিপাইন, পশ্চিম ইউরোপের কিছু অংশ এবং ইংরেজি ভাষাভাষী জনসংখ্যার দেশ, যেমন অস্ট্রেলিয়া, এবং যুক্তরাজ্য সাত মহাদেশ মডেল শিখানো হয়।

 

মহাদেশ পরিচিতি

·        এশিয়া মহাদেশ : এশিয়া বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল মহাদেশ। এটি ভূপৃষ্ঠের .% এবং স্থলভাগের ৩০% অংশ জুড়ে অবস্থিত। এর আয়তন ,৪৫,৭৯,০০০ বর্গ কিলোমিটার এশিয়াতে বিশ্বের ৬০%-এরও বেশি মানুষ বসবাস করে। এশিয়াতে ৪৪ টি স্বাধীন জাতিসংঘ ভূক্ত দেশ রয়েছে এর মধ্যে আয়তনে বৃহত্তম দেশ চীন এবং ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ এশিয়ার সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেস্ট ( ৮৮৫০ মিটার ) এবং সর্বনিম্ন স্থান মৃত সাগর ( -৪০০ মিটার )

 

 

·        আফ্রিকা মহাদেশ : আফ্রিকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এটি পৃথিবীর স্থলভাগের ২০% অংশ জুড়ে অবস্থিত। এর আয়তন ,০২,২১,০০০ বর্গ কিলোমিটার আফ্রিকাতে বিশ্বের ১৭% মানুষ বসবাস করে। আফ্রিকাতে ৫৪ টি স্বাধীন জাতিসংঘ ভূক্ত দেশ রয়েছে এর মধ্যে আয়তনে বৃহত্তম দেশ আলজেরিয়া এবং ক্ষুদ্রতম দেশ সিচেলিস আফ্রিকার সর্বোচ্চ স্থান কিলিমাঞ্জারো ( ৫৯৬৩ মিটার ) এবং সর্বনিম্ন স্থান লেক আসাল( -১৫৬ মিটার )

 

 

·        উত্তর আমেরিকা মহাদেশ : উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। এটি পৃথিবীর স্থলভাগের ১৬.% অংশ জুড়ে অবস্থিত। এর আয়তন প্রায় ,৪২,৫৬,০০০ বর্গ কিলোমিটার। উত্তর আমেরিকাতে ২৩ টি স্বাধীন জাতিসংঘ ভূক্ত দেশ রয়েছে এর মধ্যে আয়তনে বৃহত্তম দেশ কানাডা এবং ক্ষুদ্রতম দেশ সেন্ট কিটস এন্ড নোভিস উত্তর আমেরিকার সর্বোচ্চ স্থান মাউন্ট ডেনালি ( ৬১৬৮ মিটার ) এবং সর্বনিম্ন স্থান ডেথ ভ্যালি ( -৮৬ মিটার )

 

·        দক্ষিণ আমেরিকা মহাদেশ : দক্ষিণ আমেরিকা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। এটি পৃথিবীর স্থলভাগের ১২% অংশ জুড়ে অবস্থিত। এর আয়তন প্রায় ,৭৮, ১৯০০০ বর্গ কিলোমিটার। দক্ষিণ আমেরিকাতে ১২ টি স্বাধীন জাতিসংঘ ভূক্ত দেশ রয়েছে এর মধ্যে আয়তনে বৃহত্তম দেশ ব্রাজিল এবং ক্ষুদ্রতম দেশ সুরিনাম দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ স্থান আকাঙ্কা গুয়া ( ৬৯৫৯ মিটার ) এবং সর্বনিম্ন স্থান ভ্যালদেস পেনিনসুলা ( -৪০ মিটার )

 

 

·        অ্যান্টার্কটিকা মহাদেশ : অ্যান্টার্কটিকা জনমানবহীন মহাদেশ এটি বরফ তুষারে ঢাকা এবং এখানে স্থায়ী কোন জনবসতি নেই। এটি পৃথিবীর স্থলভাগের .% অংশ জুড়ে অবস্থিত। এর আয়তন প্রায় ,৩২,০৯০০০ বর্গ কিলোমিটার। অ্যান্টার্কটিকার সর্বোচ্চ স্থান ভিনসন ম্যাসিফ ( ৪৯৮৭ মিটার ) এবং সর্বনিম্ন স্থান কেটলে সাব গ্লাসিয়াল ট্রেঞ্চ ( - ২৫৫৫ মিটার )

 

·        ইউরোপ মহাদেশ : ইউরোপ পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। এটি পৃথিবীর স্থলভাগের .% অংশ জুড়ে অবস্থিত। এর আয়তন প্রায় ৯৯,৩৮০০০ বর্গ কিলোমিটার। ইউরোপে ৪৮ টি স্বাধীন দেশ ৪৬ টি জাতিসংঘ ভূক্ত দেশ রয়েছে এর মধ্যে আয়তনে বৃহত্তম দেশ রাশিয়া এবং ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি ইউরোপের সর্বোচ্চ স্থান মাউন্ট এলব্রাস ( ৫৬৩৩ মিটার ) এবং সর্বনিম্ন স্থান কাস্পিয়ান সাগর ( -২৮ মিটার )

 

 

·        ওশেনিয়া / অস্ট্রেলিয়া মহাদেশ : ওশেনিয়া, যা অস্ট্রেলিয়া নামেও পরিচিত, পৃথিবীর বৃহত্তম দ্বীপ মহাদেশ। এটি প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত। এটি পৃথিবীর স্থলভাগের .% অংশ জুড়ে অবস্থিত। এর আয়তন প্রায় ৮১,১২,০০০ বর্গ কিলোমিটার। অস্ট্রেলিয়ায় ১৪ টি স্বাধীন জাতিসংঘ ভূক্ত দেশ রয়েছে এর মধ্যে আয়তনে বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া এবং ক্ষুদ্রতম দেশ নাউরু অস্ট্রেলিয়ায়র সর্বোচ্চ স্থান পুসাক জায়া ( ৪৮৮৪ মিটার ) এবং সর্বনিম্ন স্থান লেক আয়ার ( - ১৬৬ মিটার )

 

 

তথ্য কণিকা

·        এশিয়াএশিয়া মহাদেশ আফ্রিকার . গুণ, উত্তর আমেরিকার .৮২ গুণ, দক্ষিণ আমেরিকার . গুণ, ইউরোপের .১৯ গুণ, ওশেনিয়ার .৭৩ গুণ এবং এন্টার্কটিকার .১২ গুণ বড়।

 

·        ইউরোপইউরাল পর্বত , ইউরাল নদী এবং কাস্পিয়ান সাগর এশিয়াকে ইউরোপ হতে পৃথক করেছে

 

 

·        আফ্রিকা

 :
ইউরোপ মহাদেশের দক্ষিণে অবস্থিত।
এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ হতে পৃথক করেছে লোহিত সাগর।
ইউরোপ মহাদেশকে আফ্রিকা মহাদেশ হতে পৃথক করেছে ভূমধ্যসাগর।

 

 

·        উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা :
১৪৯২ সালে ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন।
ইতালিয়ান নাবিক আমেরিগো ভেসপুচির নামানুসারে মহাদেশটির নামকরণ করা হয়।
আমেরিকা মহাদেশকে ইউরোপ আফ্রিকা মহাদেশ হতে পৃথক করেছে আটলান্টিক মহাসাগর।
আমেরিকা মহাদেশকে এশিয়া মহাদেশ হতে পৃথক করেছে প্রশান্ত মহাসাগর

 

·        এন্টার্কটিকা :
মানব বসতিহীন বরফাচ্ছন্ন মহাদেশ। পৃথিবীর মোট জমাটবদ্ধ বরফের ৯০% এন্টার্কটিকা মহাদেশে রয়েছে।
এন্টার্কটিকার প্রধান খনিজ দ্রব্য কয়লা।

 

 

 

·        ওশেনিয়া / অস্ট্রেলিয়া :
পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ।
অস্ট্রেলিয়া' শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল।

বিশ্বের বৃহত্তম ক্ষুদ্রতম দেশ

 আয়তনে বিশ্বের বৃহত্তম পাঁচটি দেশ :

1.   রাশিয়া

2.   কানাডা

3.   যুক্তরাষ্ট্র

4.   চীন

5.   ব্রাজিল

 

 জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম পাঁচটি দেশ :

1.   চীন

2.   ভারত

3.   যুক্তরাষ্ট্র

4.   ইন্দোনেশিয়া

5.   ব্রাজিল

 

 আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম পাঁচটি দেশ :

 

1.   ভ্যাটিকান সিটি

2.   মোনাকো

3.   নাউরু

4.   টুভ্যালু

5.   পালাউ

 

 জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম পাঁচটি দেশ :

1.   ভ্যাটিকান সিটি

2.   টুভ্যালু

3.   নাউরু

4.   সানম্যারিনো

5.   পালাউ

১৯৯১ সালের ২৫ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সেখানে ১৫টি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। তথাপি সোভিয়েত ইউনিয়নের পতনের পরেও আয়তনে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র হলো রাশিয়া।

 জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ জনসংখ্যা:

 

 

1.   ইন্দোনেশিয়া ( প্রথম ) : জনসংখ্যা- ২৬ কোটি ১১ লক্ষ

2.   পাকিস্তান ( দ্বিতীয় ) : জনসংখ্যা- ১৯ কোটি ৮০ লক্ষ

3.   ভারত ( তৃতীয় ) : জনসংখ্যা- ১৮ কোটি ৯০ লক্ষ

4.   বাংলাদেশ ( চতুর্থ ) : জনসংখ্যা- ১৪ কোটি ৩৫ লক্ষ

5.   ইরান ( পঞ্চম )

6.   নাইজেরিয়া ( ষষ্ঠ )

7.   মিশর ( সপ্তম )

8.   তুরস্ক ( অষ্টম )

9.   আলজেরিয়া ( নবম )

10.                  মরক্কো ( দশম )

 আয়তনে বৃহত্তম মুসলিম দেশ : কাজাখাস্তান