মহাশূন্যচারী ও মহাকাশ গবেষণা সংস্থা LEC 3

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি (BCS) Preliminary Preparation 200 Marks সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক)-

 

যা যা থাকছে

মহাশূন্যচারী মহাকাশ গবেষণা সংস্থা

বিভিন্ন দেশের সংবাদপত্রের নাম

বিভিন্ন দেশের সংবাদ সংস্থার নাম

 

মহাশূন্যচারী মহাকাশ গবেষণা সংস্থা

 

মহাশূন্যচারী

·         প্রথম মহিলা মহাশূন্যচারী :

·         মহাকাশে যাত্রা করেন : ভস্টক- নভোযানে ১৯৬৩ সালে ১৬ জুন

·         পৃথিবীর প্রথম মহাশূন্যচারী : তৎকালীন সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) ইউরি গ্যাগারি (Yuri Gagarin)

·         প্রথম মহাশূন্যচারী হিসেবে রাশিয়ার ইউরি গ্যাগারিন মহাকাশে যাত্রা করেন : ১২ এপ্রিল ১৯৬১ (ভস্টক- নভোযানে)

·         চাঁদে পা রাখা প্রথম ব্যক্তি : নীল আর্মস্ট্রং

যুক্তরাষ্ট্র, রাশিয়া চীনের পর চাঁদে অভিযান চালনাকারী চতুর্থ দেশ ভারত। ২২ জুলাই, ২০১৯ সালে চন্দ্রযান- 'বিক্রম' উৎক্ষেপণ করে ভারত।

পাথফাইন্ডার: পাথফাইন্ডার নামে মঙ্গল অভিযানটি নাসা যে কয়টি মহাকাশযানকে মঙ্গলে পাঠানোর পরিকল্পনা করেছিল, তার একটি। পাথফাইন্ডার মহাকাশযানটি ১৯৯৬ সালের ডিসেম্বরে রওনা দেয় এবং ১৯৯৭ সালের জুলাইতে মঙ্গলে পৌঁছায়। এটা আগে থেকে ঠিক করে দেওয়া জায়গাতেই নামে। আগের ভাইকিং-এর সঙ্গে এর তফাৎ হল, এতে সোজর্নার নামে একটি চলমান রোবট ছিল।

 

মহাকাশ গবেষণা সংস্থা

নাসা (NASA)

 

পরিচিতি

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা

পূর্ণরূপ

National Aeronatics & Space adminstration

প্রতিষ্ঠাকাল

২৯ জুলাই, ১৯৫৮

সদর দপ্তর

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র

উৎক্ষেপণ কেন্দ্র

ফ্লোরিডার কেপ ক্যানভেরালে (পূর্ব নাম কেপ কেনেডি)

 

 

ইসা (ESA)

 

পরিচিতি

ইউরোপের ১৮টি দেশের সম্মিলিত মহাকাশ গবেষণা সংস্থা।

 

 

পূর্ণরূপ

European Space Agency

প্রতিষ্ঠাকাল

১৯৭৫

সদর দপ্তর

প্যারিস, ফ্রান্স।

·         'কিওরিওসিটি' - মঙ্গলে প্রেরিত নাসার রোবোটিক রোভার

·         পৃথিবী থেকে পর্যন্ত চাঁদে গেছেন মাত্র ২৪ জন মানুষ। এদের মধ্যে ১২ জন চাঁদের মাটিতে পা রাখেন। চাঁদে যাওয়া মানুষদের ২৪ জনই মার্কিন নাগরিক।

·         মার্কিন মহাকাশ বাহিনীর যাত্রা : মার্কিন সামরিক বাহিনীর মহাকাশবিষয়ক কার্যক্রম দেখভালের জন্য ২৯ আগস্ট ২০১৯ উদ্বোধন করা হয় United States Space Command (USSPACECOM) নামের মহাকাশ বাহিনী। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ষষ্ঠ শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয় বাহিনী।

 

 

বিভিন্ন দেশের সংবাদপত্রের নাম | Name of newspaper

 

 

দেশ

প্রকাশের স্থান

সংবাদপত্র

যুক্তরাষ্ট্র

নিউইয়র্ক

● The Wall Street Journal (ওয়াল স্ট্রিট জার্নাল)
● The New York Times (
নিউইয়র্ক টাইমস)
● International New York Times (
ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস)
● Newyork Post (
নিউইয়র্ক পোস্ট)
● The daily Herald Tribune

লসএঞ্জেলস

● The Los Angeles Times

ওয়াশিংটন

● The Washington Post (ওয়াশিংটন পোস্ট)

যুক্তরাজ্য

লন্ডন

● The Sun (দ্য সান): যুক্তরাজ্যের সর্বাধিক প্রচারিত দৈনিক
● The Independent (
দি ইনডিপেনডেন্ট)
● The Times (
দি টাইমস)
● The Guardian (
দ্য গার্ডিয়ান)
● Financial Times (
ফাইনান্সিয়াল টাইমস)
● Daily Mirror (
ডেইলি মিরর)
● Daily Star

কানাডা

টরেন্টো

● National Post (ন্যাশনাল পোস্ট)

জার্মানি

বার্লিন

● Bild (বিল্ড): ইউরোপের সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্র।

চীন

বেইজিং

● Reference News (রেফারেন্স নিউজ)
● People's Daily (
পিপলস ডেইলি)

জাপান

টোকিও

● Yomiuri Shimbun (ইওমিউরি শিখুন): বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্র।
● Asahi Shimbun (
আশাহি শিমুন): বিশ্বের দ্বিতীয় সর্বাধিক প্রচারিত সংবাদপত্র।

ফ্রান্স

প্যারিস

● Le Monde (লে মন্ডে)

রাশিয়া

মস্কো

● Pravda (প্রাভদা)
● Izvestia (
ইজভেস্তিয়া)

মিশর

কায়রো

● Al-Ahram (আল আহরাম)
● Elakhbar (
আকবর)

ভারত

দিল্লি

● The Times of India (দি টাইমস অব ইন্ডিয়া): বিশ্বের সর্বাধিক প্রচারিত ইংরেজি সংবাদপত্র।
● Dainik Jagran (
দৈনিক জাগরণ)

কলকাতা

● The Statesman (দ্য স্টেটসম্যান)
● Anandabazar Patrika (
আনন্দবাজার পত্রিকা)

পাকিস্তান

করাচি

● Dawn (ডন)

দক্ষিণ কোরিয়া

সিউল

● The Chosun Ilbo (দ্য চোসান লিবো)

অস্ট্রেলিয়া

New South Wales

● The Australian Australian financial review

ইতালি

Rome

● The Republic

মালয়েশিয়া

কুয়ালালামপুর

● The new Straits time

ইরান

তেহরান

● The tehran time

ইন্দোনেশিয়া

জাকার্তা

● The Jakarta post

শ্রীলঙ্কা

কলম্বো

● The lanka deep

সিঙ্গাপুর

সিঙ্গাপুর

● The strait times

 

বিখ্যাত সাংবাদিক

জামাল খাসোগি : সৌদি সাংবাদিক জামাল খাসোগি দেশটির সরকার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক ছিলেন। এজন্য তাকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে যেতে হয়। অক্টোবর, ২০১৮ তুরস্কস্থ সৌদি কনস্যুলেট অফিসে তাকে হত্যা করা হয়। ২০ অক্টোবর ২০১৮ সৌদি সরকার বৈশ্বিক চাপের মুখে হত্যার কথা স্বীকার করে।

মোহাম্মদ পনির হোসেন : প্রথম বাংলাদেশি হিসেবে সাংবাদিক মোহাম্মদ পনির হোসেন সাংবাদিকতায় বিশ্বেও সবচেয়ে মর্যাদাকর পুরস্কার 'পুলিৎজার' লাভ করেন। ২০১৮ সালে আন্তর্জাতিক প্রতিবেদন ফটোগ্রাফিতে পুরস্কার পায় যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স। পুরস্কার বিজয়ী রয়টার্সেও সাংবাদিক টিমের অন্যতম সদস্য হলেন মোহাম্মদ পনির হোসেন।

'ডেভিড ফ্রস্ট' : বিবিসির সাংবাদিক ডেভিড ফ্রস্ট (১৯৩৯-২০১৩) ছিলেন বিখ্যাত ইংরেজ সাংবাদিক, লেখক গণমাধ্যম ব্যক্তিত্ব। ১৯৭২ সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর তিনিই প্রথম তার সাক্ষাৎকার গ্রহণ করেন। এছাড়াও ১৯৭৭ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সাক্ষাৎকার গ্রহণের জন্য বিখ্যাত হয়ে আছেন। তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার সাক্ষাৎকার নি

 

 

বিভিন্ন দেশের সংবাদ সংস্থার নাম | Name of news agency

 

বিভিন্ন দেশের সংবাদ সংস্থা

দেশের নাম

সংবাদ সংস্থা

ফ্রান্স

এজেন্সি ফ্রান্স প্রেস (Agence France-Presse)-AFP: পৃথিবীর প্রাচীনতম সংবাদ সংস্থা। ১৮৩৫ খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়। ফ্রান্সের প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত। প্রতিষ্ঠাতাঃ চার্লস লুইস হ্যাবস।

যুক্তরাষ্ট্র

এসোসিয়েটেড প্রেস (Associated Press)- AP: ১৮৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। নিউইয়র্কে এর সদর দপ্তর অবস্থিত।
ক্যাবল নিউজ নেটওয়ার্ক (Cable News Network)- CNN
ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (United Press International) ঝুমা প্রেস (Zuma Press)

যুক্তরাজ্য

রয়টার্স (Reuters): পৃথিবীর বৃহত্তম সংবাদ সংস্থা। ১৮৫১ খ্রিস্টাব্দে পল জুলিয়াস রয়টার এটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে।
প্রেস অ্যাসোসিয়েশন (Press Association)
বিবিসি- নিউজ (BBC-News): BBC বিশ্বের বৃহত্তম ব্রডকাস্টিং কর্পোরেশন।
BBC
এর পূর্ণরূপ- British Broadcasting Corporation ১৯২৭ সালে BBC প্রতিষ্ঠিত হয়। লন্ডনে বিবিসির প্রধান কার্যালয় অবস্থিত। প্রধান কার্যালয় ভবনের নাম Broadcasting House পূর্বে বিবিসির প্রধান কার্যালয় ছিল লন্ডনের 'বুশ হাউজে' (Bush House) বিবিসি নিউজ হলো BBC মালিকানাধীন সংবাদ সংস্থা

রাশিয়া

• Telegraph Agency of the Soviet Union (TASS)- তাস
           

ইনফরমেশন টেলিগ্রাফ অ্যাজেন্সি অব রাশিয়া (ITAR)
Information Telegraph Agency of Russia
প্রতিষ্ঠিত হয় ১৯২০ সালে।
ইন্টারফ্যাক্স (Interfax)
নভোন্তি (RIA Novosti) - বর্তমানে বিলুপ্ত
রিয়া-নভোস্তি
• Rossiya Segodnya

ইতালি

ইতালিয়ান জার্নালিস্ট এজেন্সি (Italian Journalist Agency)- AGI
• Agenzia Nazionale Stampa Associata (ANSA)
ইন্টার প্রেস সার্ভিস (Inter Press Service)

পর্তুগাল

লুসা (Lusa)

নেদারল্যান্ড

বি.এন. নিউজ (BNO News)

জার্মানি

ডয়েচে প্রেস (Deutsche Presse-Agentur)

স্পেন

EFE

বেলজিয়াম

বেলজা (Belga)

পোল্যান্ড

পোলিশ প্রেস এজেন্সি (Polish Press Agency)

হাঙ্গেরি

মাগায়াও টাভিরাটি ইরোভা (Magyar Tavirati Iroda)-MTI

কানাডা

দি কানাডিয়ান প্রেস (The Canadian Press)

মেক্সিকো

নটিমেক্স (Notimex)

আর্জেন্টিনা

তেলাম (Télam)

চীন

সিনহুয়া নিউজ এজেন্সি (Xinhua News Agency)
সেন্ট্রাল নিউজ এজেন্সি (Central News Agency)

কাতার

আল জাজিরা (Aljazeera): স্যাটেলাইট টিভি নেটওয়ার্ক। ১৯৯৬ সালে কাতারের দোহায় প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সাল থেকে টিভি চ্যানেল তার দোহা স্টুডিও থেকে আল জাজিরা ইন্টারন্যশনাল নামে ২৪ ঘণ্টার ইংরেজি ভাষায় সম্প্রচার কার্যক্রম শুরু করে।

অস্ট্রেলিয়া

ফেয়ারফ্যাক্স মিডিয়া (Fairfax Media): ১৮৪১ সালে প্রতিষ্ঠিত হয়। সিডনিতে এর সদর দপ্তর অবস্থিত।
অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস (Australian Associated Press)-AAP

মালয়েশিয়া

বারনামা (Bernama)

জাপান

কাইডো নিউজ (Kyodo News)

ভারত

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (Press Trust of India)-PTI
ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (United News of India)- UNI

দক্ষিণ কোরিয়া

ওনহাপ (Yonhap)

ইরান

ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (IRNA) Islamic Republic News Agency

ইন্দোনেশিয়া

আনতারা (Antara)

তুরস্ক

আনাডোলু এজেন্সি (Anadolu Agency)

পাকিস্তান

এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (Associated Press of Pakistan)- APP
পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল (Pakistan Press International)- PPI

নেপাল

রাষ্ট্রীয় সমাচার সংস্থা (Rashtriya Samachar Sangstha)- RSS

উত্তর কোরিয়া

Korean Central News Agency (KCNA)

সৌদি আরব

সৌদি প্রেস এজেন্সি (Saudi Press Agency)- SPA

মিশর

মিডিল ইস্ট নিউজ এজেন্সি (মেনা)
Middle East News Agency (MENA).

ইসরাইল

জিউস টেলিগ্রাফিক এজেন্সি (Jewish Telegraphic Agency)-JTA

ফিলিস্তিন

ওয়াফা (Wafa)

ইরাক

ভয়েস অফ ইরাক (Voices of Iraq)
নিনা NINA (National Iraqi News Agency)

ডেনমার্ক

রিতজাও (Ritzau)

সিরিয়া

সানা (Syrian Arab News Agency)

শ্রীলঙ্কা

লুংকাপুভাথ (Lankapuvath)

দক্ষিণ আফ্রিকা

সাপা (South African press Association)