যা যা থাকছে
মহাশূন্যচারী ও মহাকাশ গবেষণা সংস্থা
বিভিন্ন দেশের সংবাদপত্রের নাম
বিভিন্ন দেশের সংবাদ সংস্থার নাম
মহাশূন্যচারী ও মহাকাশ গবেষণা সংস্থা
মহাশূন্যচারী
·
প্রথম মহিলা মহাশূন্যচারী :
·
মহাকাশে যাত্রা করেন : ভস্টক-৬ নভোযানে ১৯৬৩ সালে ১৬ জুন
·
পৃথিবীর প্রথম মহাশূন্যচারী : তৎকালীন সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) ইউরি গ্যাগারি (Yuri Gagarin)
·
প্রথম মহাশূন্যচারী হিসেবে রাশিয়ার ইউরি গ্যাগারিন মহাকাশে যাত্রা করেন : ১২ এপ্রিল ১৯৬১ (ভস্টক-১ নভোযানে)
·
চাঁদে পা রাখা প্রথম ব্যক্তি : নীল আর্মস্ট্রং
যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর চাঁদে অভিযান চালনাকারী চতুর্থ দেশ ভারত। ২২ জুলাই, ২০১৯ সালে চন্দ্রযান-২ 'বিক্রম' উৎক্ষেপণ করে ভারত।
পাথফাইন্ডার: পাথফাইন্ডার নামে মঙ্গল অভিযানটি নাসা যে কয়টি মহাকাশযানকে মঙ্গলে পাঠানোর পরিকল্পনা করেছিল, তার একটি। পাথফাইন্ডার মহাকাশযানটি ১৯৯৬ সালের ডিসেম্বরে রওনা দেয় এবং ১৯৯৭ সালের জুলাইতে মঙ্গলে পৌঁছায়। এটা আগে থেকে ঠিক করে দেওয়া জায়গাতেই নামে। আগের ভাইকিং-এর সঙ্গে এর তফাৎ হল, এতে সোজর্নার নামে একটি চলমান রোবট ছিল।
মহাকাশ গবেষণা সংস্থা
নাসা (NASA) |
পরিচিতি |
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা |
পূর্ণরূপ |
National Aeronatics
& Space adminstration |
প্রতিষ্ঠাকাল |
২৯ জুলাই, ১৯৫৮ |
সদর দপ্তর |
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র |
উৎক্ষেপণ কেন্দ্র |
ফ্লোরিডার কেপ ক্যানভেরালে (পূর্ব নাম কেপ কেনেডি) |
|
|
ইসা (ESA) |
পরিচিতি |
ইউরোপের ১৮টি দেশের সম্মিলিত মহাকাশ গবেষণা সংস্থা। |
|
|
পূর্ণরূপ |
European Space
Agency |
প্রতিষ্ঠাকাল |
১৯৭৫ |
সদর দপ্তর |
প্যারিস, ফ্রান্স। |
·
'কিওরিওসিটি' - মঙ্গলে প্রেরিত নাসার রোবোটিক রোভার
·
পৃথিবী থেকে এ পর্যন্ত চাঁদে গেছেন মাত্র ২৪ জন মানুষ। এদের মধ্যে ১২ জন চাঁদের মাটিতে পা রাখেন। চাঁদে যাওয়া মানুষদের ২৪ জনই মার্কিন নাগরিক।
·
মার্কিন মহাকাশ বাহিনীর যাত্রা : মার্কিন সামরিক বাহিনীর মহাকাশবিষয়ক কার্যক্রম দেখভালের জন্য ২৯ আগস্ট ২০১৯ উদ্বোধন করা হয় United States Space
Command (USSPACECOM) নামের মহাকাশ বাহিনী। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ষষ্ঠ শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয় এ বাহিনী।
দেশ |
প্রকাশের স্থান |
সংবাদপত্র |
যুক্তরাষ্ট্র |
নিউইয়র্ক |
●
The Wall Street Journal (ওয়াল স্ট্রিট জার্নাল) |
লসএঞ্জেলস |
●
The Los Angeles Times |
|
ওয়াশিংটন |
●
The Washington Post (ওয়াশিংটন পোস্ট) |
|
যুক্তরাজ্য |
লন্ডন |
●
The Sun (দ্য সান): যুক্তরাজ্যের সর্বাধিক প্রচারিত দৈনিক |
কানাডা |
টরেন্টো |
●
National Post (ন্যাশনাল পোস্ট) |
জার্মানি |
বার্লিন |
●
Bild (বিল্ড): ইউরোপের সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্র। |
চীন |
বেইজিং |
●
Reference News (রেফারেন্স নিউজ) |
জাপান |
টোকিও |
●
Yomiuri Shimbun (ইওমিউরি শিখুন): বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্র। |
ফ্রান্স |
প্যারিস |
●
Le Monde (লে মন্ডে) |
রাশিয়া |
মস্কো |
●
Pravda (প্রাভদা) |
মিশর |
কায়রো |
●
Al-Ahram (আল আহরাম) |
ভারত |
দিল্লি |
●
The Times of India (দি টাইমস অব ইন্ডিয়া): বিশ্বের সর্বাধিক প্রচারিত ইংরেজি সংবাদপত্র। |
কলকাতা |
●
The Statesman (দ্য স্টেটসম্যান) |
|
পাকিস্তান |
করাচি |
●
Dawn (ডন) |
দক্ষিণ কোরিয়া |
সিউল |
●
The Chosun Ilbo (দ্য চোসান লিবো) |
অস্ট্রেলিয়া |
New
South Wales |
●
The Australian Australian financial review |
ইতালি |
Rome |
●
The Republic |
মালয়েশিয়া |
কুয়ালালামপুর |
●
The new Straits time |
ইরান |
তেহরান |
●
The tehran time |
ইন্দোনেশিয়া |
জাকার্তা |
●
The Jakarta post |
শ্রীলঙ্কা |
কলম্বো |
●
The lanka deep |
সিঙ্গাপুর |
সিঙ্গাপুর |
●
The strait times |
জামাল খাসোগি : সৌদি সাংবাদিক জামাল খাসোগি দেশটির সরকার ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক ছিলেন। এজন্য তাকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে যেতে হয়। ২ অক্টোবর, ২০১৮ তুরস্কস্থ সৌদি কনস্যুলেট অফিসে তাকে হত্যা করা হয়। ২০ অক্টোবর ২০১৮ সৌদি সরকার বৈশ্বিক চাপের মুখে এ হত্যার কথা স্বীকার করে।
মোহাম্মদ পনির হোসেন : প্রথম বাংলাদেশি হিসেবে সাংবাদিক মোহাম্মদ পনির হোসেন সাংবাদিকতায় বিশ্বেও সবচেয়ে মর্যাদাকর পুরস্কার 'পুলিৎজার' লাভ করেন। ২০১৮ সালে আন্তর্জাতিক প্রতিবেদন ও ফটোগ্রাফিতে পুরস্কার পায় যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স। পুরস্কার বিজয়ী রয়টার্সেও সাংবাদিক টিমের অন্যতম সদস্য হলেন মোহাম্মদ পনির হোসেন।
'ডেভিড ফ্রস্ট' : বিবিসির সাংবাদিক ডেভিড ফ্রস্ট (১৯৩৯-২০১৩) ছিলেন বিখ্যাত ইংরেজ সাংবাদিক, লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। ১৯৭২ সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর তিনিই প্রথম তার সাক্ষাৎকার গ্রহণ করেন। এছাড়াও ১৯৭৭ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সাক্ষাৎকার গ্রহণের জন্য বিখ্যাত হয়ে আছেন। তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার সাক্ষাৎকার নি