অধ্যায় ৫ঃ বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ + বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভ+ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী বিভিন্ন দেশ ও কূটনৈতিক মিশন

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি (BCS) Preliminary Preparation 200 Marks সাধারণ জ্ঞান (বাংলাদেশ)

বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ

·        জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো প্রদানকারী রাষ্ট্রচীন

·        বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে (২৯তম অধিবেশনে)

·        বাংলাদেশ জাতিসংঘের সদস্য১৩৬ তম

·        বাংলাদেশের সাথে যে দুটি দেশ সদস্য পদ লাভ করেগ্রানাডা (১৩৭ তম) গিনি বিসাউ (১৩৮ তম)

·        জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতিহুমায়ূন রশীদ চৌধুরী, ১৯৮৬ সালে, ৪১তম অধিবেশনে

·        জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতিআনোয়ারুল করিম চৌধুরী, ২০০১ সালের জুন মাসের জন্য

·        বাংলাদেশ নিরাপত্তা পরিষদ (স্বস্তি পরিষদ) এর অস্থায়ী সদস্যপদ লাভ করে বার। যথা-
) ১৯৭৯-১৯৮০ সালে
) ২০০০-২০০১ সালে

·        জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ দেনবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর, ২৯ তম অধিবেশনে

·        বাংলাদেশ সফরকারী জাতিসংঘের মহাসচিব জন। যথা-
) কুর্ট ওয়াল্ড হেইম-১৯৭৩ সালে
) পেরেজ দ্য কুয়েলার-১৯৮৯
) কফি আনান-২০০১
) বান কি মুন ২০০৮ এবং ২০১১ সালে

·        জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্য মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষালম্বন করেরাশিয়া (সোভিয়েত ইউনিয়ন)

·        জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্য মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেযুক্তরাষ্ট্র চীন

·        স্বাধীনতা যুদ্ধের জন্য অর্থ সংগ্রহের জন্য কবিতা পাঠের আয়োজন করেনইয়েভগেনি ইয়েভ তুসোস্কোর (রাশিয়া)
এলেন গিনেসবার্গ (যুক্তরাষ্ট্র)

·        ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেনসাইমন ড্রিং (জন্ম: ১১ জানুয়ারি ১৯৪৫ ইংল্যান্ডের ফাকেনহাম) ২৫ মার্চের গণহত্যার খবর সর্বপ্রথম বিশ্ব দরবারে তুলে ধরেন ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং। ২৫ মার্চে তিনি সামরিক আইন তোয়াক্কা না করে হোটেল ইন্টারকন্টিনেন্টলে লুকিয়ে লুকিয়ে সংবাদ সংগ্রহ করে ৩০ মার্চ 'ট্যাংকস ক্র্যাশ ইন রিভোল্ট' শিরোনামে দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশ করেন।

 

 

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভ

 

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভ

সংস্থা/ সংগঠন

সদস্যপদ লাভের তারিখ

কমনওয়েলথ
(
বাংলাদেশ সর্বপ্রথম আন্তর্জাতিক সংস্থার মধ্য কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে)

১৮ এপ্রিল, ১৯৭২

জাতিসংঘ (UN) এর স্থায়ী পর্যবেক্ষক

১৭ অক্টোবর, ১৯৭২

জাতিসংঘ (UN) এর পূর্ণ সদস্যপদ (২৯তম অধিবেশনে)

১৭ সেপ্টেম্বর, ১৯৭৪

আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF)

১৭ জুন, ১৯৭২

পুনর্গঠন উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (IBRD)

১৭ আগস্ট, ১৯৭২

আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)

১৭ আগস্ট, ১৯৭২

আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা (IFC)

১৮ জুন, ১৯৭৬

পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID)

২৬ এপ্রিল, ১৯৮০

বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা (MIGA)

১২ এপ্রিল, ১৯৮৮

জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি সংস্থা (UNESCO)

২৭ অক্টোবর, ১৯৭২

জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO)

১১ ডিসেম্বর, ১৯৭২

জাতিসংঘের উন্নয়ন বাণিজ্য কর্মসূচি (UNCTAD)

২০ মে, ১৯৭২

বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)

জানুয়ারি, ১৯৯৫

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

১৭ মে, ১৯৭২

আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)

২২ জুন, ১৯৭২

খাদ্য কৃষি সংস্থা (FAO)

১২ নভেম্বর, ১৯৭৩

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)

১৯৭২

এসকাপ (ESCAP)

১৭ এপ্রিল, ১৯৭৩

অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (ECO)

১৬ ফেব্রুয়ারি, ১৯৯২

জোট নিরপেক্ষ আন্দোলন (NAM)

১৯৭৩

ইসলামী সম্মেলন সংস্থা (OIC)

২৩ ফেব্রুয়ারি, ১৯৭৪

ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB)

১৯৭৪

এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)

১৯৭৩

আন্তর্জাতিক পুলিশ সংস্থা (Interpol)

১৪ অক্টোবর, ১৯৭৬

রেডক্রস রেড ক্রিসেন্ট

৩১ মার্চ, ১৯৭৩

আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF)

২৮ জুলাই, ২০০৬

বিশ্ব ডাক সংস্থা

ফেব্রুয়ারি, ১৯৭৩

আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)

জুন, ২০১০

খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এর সহযোগী সদস্য

২৬ জুলাই, ১৯৭৭

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এর পূর্ণ সদস্য

২৬ জুন, ২০০০

ফিফা (FIFA)

১৯৭৪

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)

১৫ ফেব্রুয়ারি, ১৯৮০

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভ

 ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের সঙ্গে আর কোন দেশগুলো জাতিসংঘের সদস্যপদ লাভ করেন - গ্রানাডা গিনি বিসাউ

সংস্থা/ সংগঠন

যততম সদস্য

জাতিসংঘ (UN)

১৩৬ তম

পুনর্গঠন উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (IBRD)

১১৮ তম

আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)

১০৯ তম

আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা (IFC)

১০৫ তম

কমনওয়েলথ (Commonwealth)

৩২ তম

ইসলামী সম্মেলন সংস্থা (OIC)

৩২ তম

আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF)

২৬ তম

আন্তর্জাতিক অপরাধ আদালত

১১১ তম

বাংলাদেশ বিভিন্ন সংস্থায় যততম সদস্য

 

বাংলাদেশ জি- এর সদস্য নয়।

 

 

 

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী বিভিন্ন দেশ কূটনৈতিক মিশন

 

 

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী বিভিন্ন দেশ

·        বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশভূটান

·        বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশভারত

·        বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকার দেশসেনেগাল

·        বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশপূর্ব জার্মানি

·        বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম উত্তর আমেরিকার দেশবার্বাডোস

·        বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দক্ষিণ আমেরিকার দেশভেনিজুয়েলা কলম্বিয়া

·        বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ওশেনিয়ার দেশফিজি

·        বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশপূর্ব জার্মানি

·        বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মধ্যপ্রাচ্যের দেশইরাক

·        বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশইরাক

·        বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশমালয়েশিয়া

·        বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশসেনেগাল

·        বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম উপসাগরীয় দেশকুয়েত

·        বাংলাদেশকে স্বীকৃতি দানকারী সর্বশেষ দেশচীন

কতিপয় গুরুত্বপূর্ণ দেশ কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতির সময়কাল

·        বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটান ( ডিসেম্বর, ১৯৭১)

·        বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ ভারত ( ডিসেম্বর, ১৯৭১)

·        সোভিয়েত ইউনিয়ন (বর্তমানে রাশিয়া) ২৪ জানুয়ারি, ১৯৭২

·        যুক্তরাজ্য ফেব্রুয়ারি, ১৯৭২

·        ফ্রান্স ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২

·        যুক্তরাষ্ট্র এপ্রিল, ১৯৭২

·        পাকিস্তান ২২ ফেব্রুয়ারি , ১৯৭৪

·        সৌদি আরব ১৬ আগস্ট, ১৯৭৫

·        চীন ৩১ আগস্ট, ১৯৭৫

বিশ্বের অন্যান্য দেশে ভাষ্য হিসেবে বাংলা ভাষার স্থান

·        সম্প্রতি ভারতের ঝাড়খন্ড রাজ্যে বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

·        ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ত্রিপুরা রাজ্যের সরকারি ভাষা হলো বাংলা। এছাড়াও বাংলা ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্যতম প্রধান ভাষা।

·        বাংলা সিয়েরা লিওনের দ্বিতীয় সরকারি ভাষা।

বাংলাদেশের কূটনৈতিক মিশন

·        বিদেশে বাংলাদেশের দূতাবাস হাইকমিশনের সংখ্যা৫৮ টি

·        বাংলাদেশে বিদেশি দূতাবাস হাইকমিশনের সংখ্যা৪৩ টি

·        সার্কভূক্ত যে সকল দেশের দূতাবাস বাংলাদেশে আছেসার্কভুক্ত সকল দেশের দূতাবাস বাংলাদেশে রয়েছে

·        সার্কভূক্ত যে সকল দেশে দূতাবাস বাংলাদেশে আছেভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল এবং পাকিস্তান।

·        বাংলাদেশের স্থায়ী মিশন আছেনিউইয়র্ক জেনেভায় জতিসংঘের সদরদপ্তরে

·        বাংলাদেশের কোন কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক নেইইসরাইলের

·        বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই :

·        টুয়েসডে গ্রুপবাংলাদেশে নিযুক্ত ১৪টি দাতা দেশের রাষ্ট্রদূত/হাই কমিশনারদের সংগঠন। প্রতি মঙ্গলবার গ্রুপটি বৈঠক করে বলে এটি 'টুয়েসডে গ্রুপ' নামে পরিচিত।

·        বাংলাদেশ ককাসমার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে নিযুক্ত ব্যক্তিবর্গের দল যারা বাংলাদেশের স্বার্থ রক্ষার বিষয়ে পরামর্শ দেন।