নিচে
অর্থনীতি বিষয়ের
ওপর
ভাইভাতে জিজ্ঞাসা হতে
পারে
এমন
২৫টি
প্রশ্নের উত্তরসহ তালিকা
দেওয়া
হলো।
এগুলো
বিসিএস,
ব্যাংক,
ভর্তি
পরীক্ষা বা
চাকরির
ভাইভা
প্রস্তুতির জন্য
অত্যন্ত সহায়ক।
📘
অর্থনীতি বিষয়ক ভাইভা প্রশ্ন ও উত্তর
🟦
প্রাথমিক ও সাধারণ প্রশ্ন:
১. আপনি কেন অর্থনীতি বিষয়টি পড়ার জন্য বেছে নিয়েছেন?
🔹 উত্তর: আমি অর্থনীতি বিষয়টি
বেছে
নিয়েছি
কারণ
এটি
সমাজ,
ব্যক্তি ও
রাষ্ট্রের আর্থিক
সিদ্ধান্ত গ্রহণ
প্রক্রিয়া বিশ্লেষণ করে।
এই
বিষয়ের
জ্ঞান
নীতি
নির্ধারণ, উন্নয়ন
পরিকল্পনা ও
বাস্তব
অর্থনৈতিক সমস্যার সমাধানে সহায়ক।
২. অর্থনীতির সংজ্ঞা কী?
🔹 উত্তর: অর্থনীতি হলো
একটি
সামাজিক বিজ্ঞান যা
সীমিত
সম্পদের মাধ্যমে অমিত
চাহিদা
পূরণ
করার
উপায়
বিশ্লেষণ করে।
(লর্ড
রবিন্স)
৩. মাইক্রো ও ম্যাক্রো অর্থনীতির মধ্যে পার্থক্য কী?
🔹 উত্তর:
৪. অপচয় ব্যয় (Opportunity Cost) কী?
🔹 উত্তর: কোনো একটি
বিকল্প
পছন্দ
করার
ফলে
যে
অন্য
বিকল্পের সম্ভাব্য সুবিধা
হারাতে
হয়,
তাকেই
অপচয়
ব্যয়
বলে।
৫. চাহিদা ও যোগানের সূত্র ব্যাখ্যা করুন।
🔹 উত্তর:
৬. মূল্য স্থিতাবস্থা (Price Stability) বলতে কী বোঝায়?
🔹 উত্তর: একটি দেশের
সামগ্রিক মূল্যপতনের হার
খুব
কম
এবং
নিয়ন্ত্রিত থাকাকে
মূল্য
স্থিতাবস্থা বলা
হয়।
এটি
বিনিয়োগ ও
ভোক্তার আস্থা
বৃদ্ধিতে সহায়ক।
৭. ভোগ ও সঞ্চয়ের মধ্যে পার্থক্য কী?
🔹 উত্তর:
🟦
অর্থনৈতিক পরিভাষা ও ব্যাখ্যা:
৮. GDP ও GNP এর মধ্যে পার্থক্য কী?
🔹 উত্তর:
৯. মুদ্রাস্ফীতি (Inflation) কী?
🔹 উত্তর: একটি নির্দিষ্ট সময়ের
ব্যবধানে পণ্যের
সার্বিক মূল্যস্তর বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলা
হয়।
১০. ডিফ্লেশন ও স্ট্যাগফ্লেশন কী?
🔹 উত্তর:
১১. বাজেট ঘাটতি (Budget Deficit) কী?
🔹 উত্তর: একটি অর্থবছরে সরকারের ব্যয়
আয়
অপেক্ষা বেশি
হলে
যে
ঘাটতি
হয়,
তাকেই
বাজেট
ঘাটতি
বলা
হয়।
১২. রাজস্ব নীতি ও মুদ্রানীতি এর পার্থক্য কী?
🔹 উত্তর:
১৩. প্রগতিশীল ও প্রত্যাবর্তনশীল কর কী?
🔹 উত্তর:
🟦
বাংলাদেশ ও বৈশ্বিক অর্থনীতি সম্পর্কিত প্রশ্ন:
১৪. বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কী কী?
🔹 উত্তর: তৈরি পোশাক,
চামড়াজাত পণ্য,
হিমায়িত চিংড়ি,
ও
পাটজাত
পণ্য।
১৫. বাংলাদেশের বর্তমান GDP প্রবৃদ্ধি কত (২০২৪-২৫ অর্থবছরে)?
🔹 উত্তর: প্রাথমিকভাবে ২০২৪-২৫ অর্থবছরের জন্য
GDP প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রায়
৬.৫% ধরা হয়েছে
(নির্ভর
করে
সাম্প্রতিক তথ্যের
উপর)।
১৬. বাংলাদেশ ব্যাংকের কাজ কী?
🔹 উত্তর: বাংলাদেশ ব্যাংক
দেশের
কেন্দ্রীয় ব্যাংক। এটি
মুদ্রানীতি প্রণয়ন,
ব্যাংকিং নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা
রিজার্ভ ব্যবস্থাপনা, এবং
মূল্য
স্থিতাবস্থা রক্ষা
করে।
১৭. বৈদেশিক ঋণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কী?
🔹 উত্তর:
১৮. WTO, IMF ও World Bank এর ভূমিকা কী?
🔹 উত্তর:
১৯. টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) সম্পর্কে সংক্ষেপে বলুন।
🔹 উত্তর: ২০১৫ সালে
জাতিসংঘ ১৭টি
টেকসই
উন্নয়ন
লক্ষ্য
গ্রহণ
করে,
যার
উদ্দেশ্য দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ
রক্ষা,
এবং
সকলের
জন্য
উন্নয়ন
নিশ্চিত করা।
🟦
তত্ত্ব ও অর্থনৈতিক চিন্তাবিদ:
২০. অ্যাডাম স্মিথ কে ছিলেন? তাঁর বিখ্যাত বইটির নাম কী?
🔹 উত্তর: অ্যাডাম স্মিথ
ছিলেন
আধুনিক
অর্থনীতির জনক।
তাঁর
বিখ্যাত গ্রন্থ
হলো
"The Wealth of Nations" (১৭৭৬)।
২১. "অদৃশ্য হাত" (Invisible Hand) ধারণাটি
কী?
🔹 উত্তর: ব্যক্তি যখন
নিজের
স্বার্থে কাজ
করে,
তখন
তা
অজান্তেই সমাজের
কল্যাণে ভূমিকা
রাখে—এই ধারণা ‘অদৃশ্য
হাত’
নামে
পরিচিত
(অ্যাডাম স্মিথ
প্রবর্তিত)।
২২. জন মেনার্ড কেইনস কিসের জন্য বিখ্যাত?
🔹 উত্তর: তিনি Keynesian economics প্রবর্তন করেন।
মন্দা
কাটাতে
রাষ্ট্রের ব্যয়
বৃদ্ধির গুরুত্ব দেন।
২৩. মনেটারিজম বলতে কী বোঝায়?
🔹 উত্তর: এটি একটি
অর্থনৈতিক তত্ত্ব
যা
বলে
অর্থ
সরবরাহই মূল্যস্তর ও
অর্থনৈতিক স্থিতির মূল
নিয়ামক। মিল্টন
ফ্রিডম্যান এর
প্রবক্তা।
২৪. লরেঞ্জ বক্ররেখা (Lorenz Curve) ও জিনি সহগ (Gini Coefficient) কী বোঝায়?
🔹 উত্তর:
২৫. বর্তমানে বাংলাদেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ কী?
🔹 উত্তর: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষা,
কর্মসংস্থান সৃষ্টি,
এবং
বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ
করা।
নিচে অর্থনীতির সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্ক নিয়ে ২৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। এই প্রশ্নগুলো ভাইভা, লিখিত পরীক্ষা কিংবা সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য উপযোগী।
উত্তর: গ্রামীণ ব্যাংক একটি মাইক্রোক্রেডিটভিত্তিক ব্যাংক, যা দরিদ্রদের ক্ষুদ্রঋণ দিয়ে আত্মনির্ভরশীল করে তোলে।
উত্তর: ড. মুহাম্মদ ইউনূস।
উত্তর: ১৯৮৩ সালে (২ অক্টোবর) এটি সরকারিভাবে ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে।
উত্তর: চট্টগ্রাম জেলার জোবরা গ্রামে।
উত্তর: দরিদ্র, ভূমিহীন, বিশেষ করে গ্রামীণ নারীদের।
উত্তর: এটি ক্ষুদ্রঋণ, সাধারণত ৫,০০০ থেকে ৫০,০০০ টাকার মধ্যে।
উত্তর: এটি দরিদ্রদের উৎপাদনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করে, ফলে জাতীয় আয় বৃদ্ধি পায়।
উত্তর: ছোট পরিমাণ ঋণ যা দরিদ্রদের আত্মকর্মসংস্থানের
জন্য দেওয়া হয়।
উত্তর: মানবিক অর্থনীতি ও অন্তর্ভুক্তিমূলক
উন্নয়ন তত্ত্ব।
উত্তর: উন্নয়ন অর্থনীতি
(Development Economics)।
উত্তর: দরিদ্র, ভূমিহীন হওয়া ও নির্দিষ্ট প্রশিক্ষণ গ্রহণ করা।
উত্তর: না, এটি জামানতবিহীন ঋণ প্রদান করে।
উত্তর: না, এটি সঞ্চয় কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নেও কাজ করে।
উত্তর: সাধারণত সাপ্তাহিক ভিত্তিতে।
উত্তর: প্রায় ৯৭% বা তার বেশি।
উত্তর: দারিদ্র্য হ্রাস, নারীর ক্ষমতায়ন, স্থানীয় উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান।
উত্তর: ২০০৬ সালে ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংক নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
উত্তর: এর ৯০% মালিক ক্ষুদ্রঋণ গ্রহীতা; সরকার ১০% অংশীদার।
উত্তর: এটি আয় বৈষম্য হ্রাস ও সমবন্টন নিশ্চিত করে।
উত্তর: বিশ্বের ৪০+ দেশে, যেমনঃ ভারত, ফিলিপাইন, উগান্ডা, মেক্সিকো ইত্যাদি।
উত্তর: উৎপাদন ও উপভোগ চক্রে; এটি চাহিদা বৃদ্ধি করে।
উত্তর: ঋণের ফলে উৎপাদন ও কেনাকাটা বাড়ে, ফলে স্থানীয় অর্থনীতি সক্রিয় হয়।
উত্তর: সমাজের সকল স্তরের মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।
উত্তর: দারিদ্র্য দূরীকরণ (Goal
1), নারীর ক্ষমতায়ন (Goal
5), অর্থনৈতিক প্রবৃদ্ধি
(Goal 8)।
উত্তর: এটি প্রমাণ করেছে যে দরিদ্ররাও সুশৃঙ্খল ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে আত্মনির্ভর হতে পারে।