DAY 1
PART A
Parts of Speech বা পদ প্রকরণ কাকে বলে? এটি কত প্রকার ও কি কি ?
Parts of Speech কাকে বলে?
বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি Part
of Speech বলে।
Every
single word we use in a sentence is
called a Part of Speech.
Example:
o Karim is a good boy.
o He goes to school
o Ashik eats Rice.
Sentence:
"Hey! I saw a tall man and his dog running very
fast through the park."
অনুবাদ:
"এই! আমি একজন লম্বা মানুষ এবং তার কুকুরকে পার্কের মধ্য দিয়ে খুব দ্রুত দৌড়াতে দেখেছি।"
Parts of Speech বিশ্লেষণঃ
Parts of Speech |
Word(s) in the Sentence |
Bengali ব্যাখ্যা / অর্থ |
Interjection |
Hey! |
আবেগ প্রকাশকারী শব্দ – এই! / শুনো! |
Pronoun |
I |
সর্বনাম – আমি |
Verb |
Saw, Running |
ক্রিয়া – দেখেছি, দৌড়াচ্ছে |
Adjective |
Tall |
বিশেষণ – লম্বা (noun
"man" এর গুণ) |
Noun |
Man, Dog, Park |
বিশেষ্য – মানুষ, কুকুর, পার্ক |
Adverb |
Very, Fast |
ক্রিয়া বা বিশেষণকে বিশেষিত করে – খুব দ্রুত |
Preposition |
Through |
সম্পর্ক নির্দেশ করে – মধ্য দিয়ে |
Conjunction |
And |
সংযোগকারী – "man" এবং "dog" কে
যুক্ত করেছে |
·
Preposition
(পদান্বয়ী অব্যয়)
·
Interjection
(আবেগ সূচক অব্যয়)
Noun বা বিশেষ্য কাকে বলে? Noun কত প্রকার ও কি কি?
Noun কাকে বলে?
যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই noun বলে । আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই noun বলে। এটি দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী ,স্থান ,ঘটনা ইত্যাদির নাম বোঝায়।
Example:
o
Karim does
not like to go to school. এই বাক্যে Karim একজন
ব্যক্তির
নাম।
o
Kuwait is
a Muslim country. এখানে
কুয়েত
একটি
দেশের
নাম।
o
Diamond is
very valuable. ডায়মন্ড
একটি
বস্তুর
নাম।
Noun চেনার কিছু নিয়ম
✅
Noun চেনার উপায় – Rules with Explanation & Examples
☛ Rule 1: Suffix দেখে Noun চেনা যায়
Ending (Suffix):
✅ উদাহরণ:
✅ Suffix | Example | Bengali Meaning of Example
Suffix |
Example |
Bengali
Meaning of Example (বাংলা অর্থ) |
–ness |
Kindness |
দয়া |
–tion |
Creation |
সৃষ্টি |
–sion |
Decision |
সিদ্ধান্ত |
–ty |
Honesty |
সততা |
–ment |
Enjoyment |
আনন্দ |
–th |
Strength |
শক্তি |
–ance |
Performance |
কার্যসম্পাদন |
–ence |
Patience |
ধৈর্য |
–ism |
Buddhism |
বৌদ্ধধর্ম |
–age |
Baggage |
লাগেজ / মালপত্র |
–ure |
Failure |
ব্যর্থতা |
–hood |
Childhood |
শৈশব |
–dom |
Freedom |
স্বাধীনতা |
–ship |
Friendship |
বন্ধুত্ব |
–cy |
Democracy |
গণতন্ত্র |
–let |
Booklet |
ছোট
বই |
–ock |
Hillock |
ছোট
পাহাড় / টিলা |
–kin |
Lambkin |
ছোট
মেষশাবক (স্নেহময়) |
–ar |
Beggar |
ভিখারি |
–ief |
Relief |
উপশম
/ আরাম |
☛ Rule 2: Article, adjective, preposition, possessive এর পর একমাত্র
word = Noun
✅ উদাহরণ:
☛ Rule 3: No, many, much, object এর পর Noun হয়
✅ উদাহরণ:
☛ Rule 4: Main verb-এর object = Noun হয়
✅ উদাহরণ:
☛ Rule 5: Article ও Preposition-এর মাঝের word = Noun
✅ উদাহরণ:
☛ Rule 6: Parts of Speech-এর নামগুলোও
Noun হয়
✅ উদাহরণ:
Noun এর প্রকারভেদ
Nouns are classified into five types.
·
Proper Noun (নাম বাচক বিশেষ্য)
·
Common Noun (জাতিবাচক বিশেষ্য)
·
Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)
·
Material Noun (বস্তুবাচক বিশেষ্য)
·
Abstract Noun (গুণবাচক বিশেষ্য)
Proper Noun (নাম বাচক বিশেষ্য):
যে Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে Proper Noun বলে।
Example:
o
I like the story of Shakespeare. (Shakespeare নির্দিষ্ট
একজন
ব্যক্তির
নাম)
o
We planned to visit Sylhet. ( Sylhet নির্দিষ্ট একটি
জায়গার
নাম)
o
Have you ever seen the Tajmahal? (Tajmahal একটি
স্থাপনার
নাম)
Common Noun (জাতিবাচক বিশেষ্য):
যে Noun দ্বারা একই জাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বুঝায় তাকেই Common Noun বলে । যেমন, Student, Book, Dog, Flower etc.
.
Example:
o
Alex is a student. (Student দ্বারা
সকল
ছাত্র-ছাত্রীদেরকেই
বুঝানো
হয়েছে।
নির্দিষ্ট
কোন
ছাত্র
কিংবা
ছাত্রী
কে
আলাদা
করে
বুঝায়নি)
o
Dogs can
be very cute. ( Dog দ্বারা
সকল
জাতীয়
কুকুর
কে
বুঝানো
হয়েছে।
সেটা
যে
কোন
জাতের
কিংবা
ধরনের
বা
রঙের
হতে
পারে।
যে
কোন
দেশের
যে
কোন
কুকুর
হতে
পারে।)
o You love flower ( এখানে flower দ্বারা সবরকম ফুলকে বুঝানো হয়েছে। এটা যে কোন জাতের বা ধরনের ফুল হতে পারে। হতে পারে গোলাপ কিংবা টিউলিপ, শিউলী অথবা রজনীগন্ধা কিংবা যে কোন ফুল হতে পারে।)
Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য):
Collective Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি কে বুঝায়। যেমন, Club, Army, Class, Family, etc.
Example:
o
Our class took a
trip to Sundarbans.
o
Bangladeshi Army is
doing a great job in UN mission.
o
Each team contains
eleven players.
Material Noun (বস্তুবাচক বিশেষ্য):
যে Noun দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছুর নাম বোঝায় তাকেই Material Noun বলে। যেমন, Gold, Glass, Salt, Iron,
Silver, Cloth, Air, Milk, etc.
Example:
o
You can purchase a gold ring for your sister.
o
We may attain salt from sea-water.
o
Cotton dress
is my favorite.
Abstract Noun (গুণবাচক বিশেষ্য):
যে Noun দ্বারা কোন ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে Abstract Noun বলে। যেমন, Liberty, anger, freedom, kindness, love, happiness, beauty, ইত্যাদি।
Example:
o
My love for you
cannot be measured.
o
His kindness is his
real beauty.
o
Her beauty makes me
crazy.
END
OF DAY 1 PART A
NOW
TIME FOR EXAM (10 MINUTES)
DAY 1
PART B
Pronoun বা সর্বনাম কাকে বলে? Pronoun কত প্রকার ও কি কি?
Pronoun কাকে বলে?
যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাদেরকেই Pronoun বা সর্বনাম বলে।
যেমন, He, She, We etc.
Example:
o
Karim is a good boy. (এখানে
Karim একটি
Noun)
o
He goes
to school every day.
o
We should
take care of our children.
উপরের উদাহরণ গুলোতে Karim নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে। প্রথম বার তার নাম Karim হিসেবে ব্যবহার করা হয়েছে,পরবর্তিতে যতবার তার নাম আসবে ততবার তার নামের পরবর্তে Pronoun হিসেবে He ব্যবহার করতে হবে। তেমনি বিভিন্ন ধরনের Noun অনুযায়ী Pronoun বসাতে হয়।
Pronoun এর প্রকারভেদ
There are several different kinds of pronouns. These are:
Personal pronouns:
Personal pronouns দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু বা group কে বোঝায়।
I, it, he, they, she, we, and you are the
personal pronouns.
Subject pronouns:
যে pronoun গুলো বাক্যে subject হিসেবে বসে সেগুলো Subject Pronoun.
.
Subject Pronouns: I, we, he, she, they, it.
o
I love
bananas.
o
He and I had a deal.
o
They should
go for a study tour.
Object pronouns:
Object pronoun, subject pronoun এর বিপরীত। Subject pronoun এবং object pronoun এর form ভিন্নরকম।
Object pronoun গুলো হলঃ Me, us, him, her, them, it.
o
Ratul loves her.
o
You should warn them.
o
Please, take it seriously.
Demonstrative pronouns:
Demonstrative pronoun গুলো noun এর আগে বসে সেই noun কে নির্দিষ্ট করে। এগুলো সাধারণত adjective হিসেবে কাজ বেশি করে। কিন্তু যখন noun টি উহ্য থাকে তখন এগুলোকে demonstrative pronoun বলা হয়।
These are indicate or demonstrate something specific in the
sentence.
These, those, that, such and this are the
demonstrative pronouns.
Example:
o
Should I bring those?
o
This is
the last one that I left in the room.
o
Those are
beautiful.
Interrogative pronouns:
কোন প্রশ্ন জিজ্ঞেস করার জন্যে যে pronoun ব্যবহার করা হয় তাকে interrogative pronouns বলে.
Interrogative pronouns are used to
ask or make any questions.
Who, which, when, what, whose are the
interrogative pronouns.
Example:
o
Who is
your friend? (Used to ask a question about people)
o
What do
you want for a meal? (Used to ask a question about object)
o
Whom do
you want? (Used to ask a question about people)
Possessive pronouns:
কোন কিছুর মালিকানা বা অধিকার বোঝাতে possessive adjectives (my, our,
their, his, her, its) এর পরে যে noun থাকে তার পরিবর্তে যে pronoun ব্যবহার করা হয়, সেগুলোই possessive pronoun.
Example:
mine, ours, yours, hers, his, its,theirswhose
Example:
o
Have you brought your jacket? I didn’t
bring mine. (My jacket)
o
My book has been stolen by someone. Can I
see yours?
o
It is my dog, not his.
Relative pronouns:
বাক্যের ভিতরে কোন একটি noun সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার জন্য Relative pronouns ব্যবহার করা হয়।
These are used to connect more
information to a clause or sentence.
That, which, who, whom, whose, where are the
relative pronouns.
Example:
o
The man who is
wearing the black sun-glass is my uncle.
o
This is the place where I lived for two years.
o
The shirts that I
bought the previous day were excellent.
Reflexive pronouns:
Subject এবং object একই ব্যাক্তি বা বস্তু হলে reflexive pronouns বসাতে হয়। Reflexive pronoun গুলো subject কেই object হিসেবে reflect করে।
self/selves. Himself, myself, herself, themselves
Example:
o
He killed himself.
o
They hurt themselves when they
tripped on the stairs.
o
I told myself not to waste
valuable time.
Intensive pronouns:
অন্য কোন noun বা pronoun এর উপরে গুরত্ব প্রদান করার জন্যে যেসকল pronoun ব্যবহৃত হয়, তাদেরকে Intensive pronouns বলা হয়। Reflexive pronoun এবং intensive pronoun দেখতে একই রকম কিন্তু intensive pronoun বাক্যে object হিসেবে ব্যবহৃত হয় না ।
It ends in self/selves and refers back to another noun or
pronoun to emphasize in the sentence.
Example:
o
Rahim opened the door himself.
o
I wash my clothes myself.
END OF DAY 1 PART B
EXAM FOR
10 MINUTES