পর্বত , পর্বতশৃঙ্গ ও গিরিপথ ,মরুভূমি , মালভূমি ও সমভূমি | বিশ্বের বিখ্যাত জলপ্রপাত তালিকা

সরকারি চাকুরির প্রস্তুতি সাধারণ জ্ঞান ( আন্তর্জাতিক বিষয়াবলী)

পর্বত , পর্বতশৃঙ্গ গিরিপথ | Mountains, ridges and passes

পর্বতঃ ভূপৃষ্ঠের বিস্তৃত এলাকা জুড়ে সুউচ্চ শিলাস্তুপকে পর্বত বলে। অধিক উচ্চতা খাড়া ঢাল এর বিশেষ বৈশিষ্ট্য পর্বত প্রধানত চার প্রকার।

1.   ভঙ্গিল পর্বত (Fold mountains) : যথা: হিমালয়, আল্পস, ইউরাল, রকি।

2.   চ্যুতি-স্তুপ পর্বতযথা: জার্মানির ব্ল্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত।

3.   আগ্নেয় পর্বত (Volcanoes) : যথা: যুক্তরাষ্ট্রের মাউন্ট সেন্ট হেলেনস, জাপানের ফুজিয়ামা।

4.   ল্যাকোলিথ বা গম্বুজ পর্বতযথা: যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত।