রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ কামিনী রায় ইমদাদুল হক মিলন জাফর ইকবাল lec 1

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি (BCS) Preliminary Preparation 200 Marks বাংলা সাহিত্য


এই পর্বে যা যা থাকছে

 

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

কামিনী রায়

ইমদাদুল হক মিলন

জাফর ইকবাল

 

কামিনী রায়

 

বাঙালি কবি, সমাজকর্মী নারীবাদী লেখিকা কামিনী রায় ছিলেন ১৮৮৬ সালে সংস্কৃত ভাষায় স্নাতক ডিগ্রিধারী ব্রিটিশ ভারতের প্রথম মহিলা ব্যক্তিত্ব। তিনি মাত্র বছর বয়সে কবিতা লেখা আরম্ভ করেন। তাঁর কবিতাগুলোয় জীবনের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা, আনন্দ-বেদনা সাবলীলভাবে ফুটে উঠেছে।

কামিনী রায় ( ১৮৬৪ - ১৯৩৩ )

·         কামিনী রায় ১২ অক্টোবর, ১৮৬৪ সালে বাসন্ডা, বাকেরগঞ্জ, বরিশালে (বর্তমানে এটি ঝালকাঠি জেলা) জন্মগ্রহণ করেন।

·         তিনি 'জনৈক বঙ্গমহিলা' ছদ্মনামে লিখতেন।

·         তিনি ১৯২৯ সালে 'জগত্তারিণী স্বর্ণপদক' লাভ করেন।

·         তিনি 'নারী শ্রম তদন্ত কমিশন' (১৯২২-২৩) এর সদস্য ছিলেন।

·         তিনি ২৭ সেপ্টেম্বর, ১৯৩৩ সালে হাজারীবাগ, বিহারে মৃত্যুবরণ করেন।

কামিনী রায়ের কাব্যগ্রন্থগুলো কী কী?

·         'আলো ছায়া' (১৮৮৯): এটি তাঁর ১৫ বছর বয়সে রচিত প্রথম কাব্যগ্রন্থ। গ্রন্থের ভূমিকা লেখেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

·         'নির্মাল্য' (১৮৯১)

·         'পৌরাণিকী' (১৮৯৭)

·         'মাল্য নির্মাল্য' (১৯১৩)

·         'অশোক সঙ্গীত' (সনেট সংগ্রহ, ১৯১৪)

·         'অম্বা' (নাট্যকাব্য, ১৯১৫)

·         'ঠাকুরমার চিঠি' (১৯২৪)

·         'দীপ ধূপ' (১৯২৯)

·         'জীবন পথে' (১৯৩০)

·         'একলব্য'

·         'দ্রোণ-ধৃষ্টদ্যুম্ন'

·         'শ্রাদ্ধিকী'

কামিনী রায়ের কবিতাগুলো কী কী?

'পরার্থে', 'পাছে লোকে কিছু বলে', 'সুখ', 'মাতৃপূজা', 'দিন চলে যায়', 'গুঞ্জন'(কবিতাসংগ্রহ)
অমিত্রাক্ষর ছন্দে রচিত কবিতা: 'মহাশ্বেতা', 'পুণ্ডরীক'

কামিনী রায়ের প্রবন্ধ গ্রন্থের নাম কী?

'বালিকা শিক্ষার আদর্শ' (১৯১৮)

বিখ্যাত পঙক্তি

করিতে পারি না কাজ,
সদা ভয়, সদা লাজ,
সংশয়ে সংকল্প সদা টলে,
পাছে লোকে কিছু বলে।

পরের কারণে স্বার্থ দিয়া বলি
জীবন মন সকলি দাও,
আপনার লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।

  

 

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (১৯৫৬-১৯৯১)

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ প্রতিবাদী কবি হিসেবে খ্যাত। মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধ, গণআন্দোলন, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা প্রভৃতি তাঁর কবিতায় বলিষ্ঠভাবে উপস্থাপিত হয়েছে।তিনি সামরিক স্বৈরাচার অগণতান্ত্রিকতা বিরোধী কবিদের সংগঠন 'জাতীয় কবিতা পরিষদ' এর প্রতিষ্ঠাকালীন যুগ্ম- সম্পাদক ছিলেন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট' প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা বিতর্কিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন তার স্ত্রী। (বিবাহ-১৯৮১, বিচ্ছেদ-১৯৮৮) তিনি প্রতিবাদী রোমান্টিক কবি হিসেবে খ্যাত।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদান

সাহিত্যিক তথ্য

জন্ম

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ১৬ অক্টোবর, ১৯৫৬ খ্রিস্টাব্দে বরিশালে জন্মগ্রহণ করেন। পৈতৃক বাড়ী বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠেখালী গ্রামে।

কাব্যগ্রন্থ

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ:

উপদ্রুত উপকূল(১৯৭৯),
ফিরে চাই স্বর্ণগ্রাম(১৯৮১),
মানুষের মানচিত্র(১৯৮৬),
'
ছোবল(১৯৮৬)
'
গল্প(১৯৮৭),
মৌলিক মুখোশ(১৯৯০)

অন্যান্য সাহিত্যকর্ম

কাব্যনাট্যবিষ বিরিক্ষের বীজ' (১৯৯২)

ছোটগল্পসোনালি শিশির'

বিখ্যাত গানভাল আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।'

বিখ্যাত কবিতাবাতাসে লাশের গন্ধ' (জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন)

মৃত্যু

তিনি ২১ জুন, ১৯৯১ সালে মারা যান।

 

ইমদাদুল হক মিলন

ইমদাদুল হক মিলন (১৯৫৫-)

বাংলাদেশের একজন কথাসাহিত্যিক নাট্যকার ইমদাদুল হক মিলন। তিনি গল্প, উপন্যাস নাটক- এই তিন শাখাতেই জনপ্রিয় রচনা উপহার দিয়ে যাচ্ছেন। তিনি সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় সজনী' নামে ছোট গল্পের মাধ্যমে পাঠকের দৃষ্টি আকর্ষণ এবং কিশোর বাংলা পত্রিকায় শিশুতোষ গল্প লিখে সাহিত্যজগতে প্রবেশ করেন।

 

ইমদাদুল হক মিলনের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদান

সাহিত্যিক তথ্য

জন্ম

ইমদাদুল হক মিলন সেপ্টেম্বর, ১৯৫৫ সালে মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস- লৌহজং থানার পয়সা গ্রামে

সম্পাদক

বর্তমানে তিনি কালের কণ্ঠপত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন

পুরস্কার

তিনি ১৯৯২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান

ইমদাদুল হক মিলনের সাহিত্যকর্মসমূহ

উপন্যাস

যাবজ্জীবন(১৯৭৬): এটি তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস
কালোঘোড়া(১৯৯১): এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
নূরজাহান(১৯৯৫): এপার-ওপার বাংলার ব্যাপক জনপ্রিয় উপন্যাস
দুঃখ কষ্ট (১৯৮২),
রাধা কৃষ্ণ (১৯৮২),
এক দেশ(১৯৮৩),
প্রিয় নারী জাতি(১৯৮৪),
'
ভূমিপুত্র (১৯৮৫),
পরবাস(১৯৮৭),
নায়ক (১৯৮৮),
সারাবেলা (১৯৮৮),
'
রূপনগর(১৯৮৮),
কথা ছিলো (১৯৮৮),
দুজনে(১৯৮৮),
রাজাকারতন্ত্র(১৯৮৯),
বালকের অভিমান(১৯৮৯),
বন মানুষ(১৯৮৯),
স্বপ্ন (১৯৮৯),
মহাযুদ্ধ(১৯৮৯),
'
কোন কাননের ফুল(১৯৯০),
সুদূরতমা (১৯৯১),
আশায় আশায় থাকি(১৯৯২),
বাঁকা জল (১৯৯৩),
মানুষজন (১৯৯৪),
আছ তুমি হৃদয় জুড়ে(১৯৯৬),
'
সুচরিতাসু(১৯৯৭),
'
যুবরাজ(১৯৯৭),
'
মৌসুমী(১৯৯৮),
রহস্যময়ী(১৯৯৯),
তখন ছিলাম আমি(২০০০), 'এসো(২০০১),
'
জান(২০০২),
কুসুমের মতো মেয়েরা(২০০৩),
বন্ধুয়া(২০০৪),
তুমিই (২০০৫),
অপরবেলা (২০০৬)

গল্পগ্রন্থ

নিরন্নের কাল (১৯৭৯),
হে প্রেম(১৯৮৩),
তাহারা (১৯৮৬),
মর্মবেদনা(১৯৮৮),
'
প্রেম নদী (১৯৮৮),
ফুলের বাগানে সাপ(১৯৮৩),
আহারী(১৯৮৪),
বারো রকমের মানুষ' (১৯৮৮)

ছোটগল্প

রাজার চিঠি,
মানুষ কাঁদছে,
নেতা যে রাতে নিহত হলেন'

আত্মজীবনী

কেমন আছ সবুজ পাতা(২০১২)

 

 

জাফর ইকবাল

 

জাফর ইকবাল (১৯৫২-)

বাংলাদেশের জনপ্রিয় শিশুসাহিত্যিক কলাম লেখক . মুহম্মদ জাফর ইকবাল। তিনি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এবং রম্য ম্যাগাজিন উম্মাদ' এর সম্পাদক কার্টুনিস্ট আহসান হাবীবের সহোদর। তিনি সুদীর্ঘ ১৮ বছর ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং বেল কমিউনিকেশলে বিজ্ঞানী হিসেবে কাজ করে ১৯৯৪ সালে দেশে ফিরে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি তড়িৎ কৌশল বিভাগের প্রধান।

জাফর ইকবালের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদান

সাহিত্যিক তথ্য

জন্ম

. জাফর ইকবাল ২৩ ডিসেম্বর, ১৯৫২ সালে সিলেটে জন্মগ্রহণ করেন।

মাতা-পিতা

তাঁর বাবা শহীদ ফয়জুর রহমান মা আয়েশা খাতুন।

বিশেষত্ব

তিনি বাংলা একাডেমি পুরস্কার (২০০৪) পান।

বিশেষ পরিচিতি

কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ কার্টুনিস্ট আহসান হাবীব তাঁর ভাই

প্রথম সায়েন্স ফিকশন

তাঁর প্রকাশিত প্রথম সায়েন্স ফিকশন গল্পের নাম কপোট্রনিক সুখ দুঃখ (১৯৭৬)

. জাফর ইকবালের সাহিত্যকর্মসমূহ

গল্পগ্রন্থ

একজন দুর্বল মানুষ(১৯৯২),
'
ছেলেমানুষী(১৯৯৩),
মধ্যরাত্রিতে তিন দূর্ভাগা তরুণ' (২০০৪)

উপন্যাস

আকাশ বাড়িয়ে দাও(১৯৮৭),
বিবর্ণ তুষার (১৯৯৩),
দুঃস্বপ্নের দ্বিতীয় প্রহর(১৯৯৪),
'
মহব্বত আলীর একদিন(২০০৬)

বৈজ্ঞানিক গ্রন্থ

কপোট্রনিক সুখ দুঃখ(১৯৭৬),
মহাকাশে মহাত্রাস(১৯৭৭),
ক্রুগো(১৯৮৮),
'
বিজ্ঞানী সফদর আলীর মহা আবিষ্কার(১৯৯২),
'
নিঃসঙ্গ গ্রহচারী(১৯৯৪),
নগ্ন নগ্ন তিন শূন্য তিন (১৯৯৬),
অতিমানবী(১৯৯৮),
ফিনিক্স(২০০০),
অবনীল (২০০৪),
জলমানব (২০০৭),
অক্টোপাসের চোখ (২০০৯),
'
প্রডিজি(২০১১),
ব্লাকহোলের বাচ্চা (২০১০)

শিশুতোষ

সাগরের যত খেলনা (২০০২), রতন ' (২০০৮), ‘ ঘাসফড়িং (২০০৮), 'ভূতের বাচ্চা কটকটি(২০০১)

কিশোর সাহিত্য

হাতকাটা রবিন(১৯৭৬),
দীপু নাম্বার টু (উপন্যাস) (১৯৮৪): ( উপন্যাস অবস্থানে চলচ্চিত্র নির্মিত হয়),
আমার বন্ধু রাশেদ (১৯৯৪): ( উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়),
'
বুবনের বাবা(১৯৯৮),
'
কাজলের দিনরাত্রি (২০০২),
নাট বল্টু (২০০৮), '
রাশা (২০১০),
' 
ইস্টিশন' (২০১৩)

ভ্রমণকাহিনি

'আমেরিকা(১৯৯৭),
তোমাদের প্রশ্ন আমার উত্তর(২০০৪),
'
রঙিন চশমা(২০০৭)

বিজ্ঞান বিষয়ক রচনা

'দেখা আলো না দেখা রূপ (১৯৮৬),
"
নিউরণে অনুরণন(২০০২),
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড : প্রশ্ন উত্তর,
"
থিউরী অফ রিলেটিভিট

কলাম সংকলন

সাদাসিদে কথা(১৯৯৫- চলমান)

ভৌতিক রচনা

প্রেত(১৯৮৩),
পিশাচিনী(১৯৯২),
নিশিকন্যা(২০০৩),
ছায়ালীন (২০০৬),
দানব (২০০৯)

মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা

মুক্তিযুদ্ধের ইতিহাস(২০০৯),
ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস'