The Gender Change | Definition, Types , & List

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি English Grammar and Composition

Lecture: 02 (First Part)

 

The Gender Change | Definition, Types , & List

 

ইংরেজি ব্যাকরণে Gender Change একটি গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় Gender Change থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে যদি অন্যান্য টপিকের তুলনায় এই টপিকটি তুলনামূলক সহজ তবে কমন কিছু জ্ঞান নিয়ে পড়ে থাকলে এই অধ্যায়ের প্রশ্ন থেকে ভুল উত্তর করার প্রবণতা কম নয় তাই ছোট খাটো ভুল এড়াতে এই অধ্যায়টির খুঁটিনাটি পড়া উচিত নতুবা অন্য দশজন প্রতিযোগি থেকে আপনি অবশ্যই পিছিয়ে পড়বেন। চলুন শুরুতেই জেনে নেয়া যাক gender কি ?

What is gender?

নিচের উদাহরণগুলো পড়ঃ

He is a good man.
She is a good woman.
Biva looks after her (his
নয় ) goats.

উপরের উদাহরণগুলোতে He, she, man, woman, her-এর ব্যবহার লক্ষ্য করেছ তো? প্রথম sentence- he ব্যবহৃত হয়েছে বলে man ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় বাক্যের subject হল she আর এজন্যেই woman ব্যবহৃত হয়েছে। Biva যেহেতু একটি মেয়ের নাম, সেহেতু his ব্যবহৃত না হয়ে her ব্যবহৃত হয়েছে। তাহলে দেখা গেল স্ত্রী বা পুরুষ বুঝাতে word এর ব্যবহারও পাল্টাতে হয়েছে। যেসব word দ্বারা স্ত্রী, পুরুষ ইত্যাদি লিঙ্গ ভেদ বুঝায় তাদেরকে বলে gender.

 

What in nature is called the different of sex is in grammar called the different of Gender - Nesfield.

Classification of Gender

Gender চার প্রকার। যথা :

1. Masculine gender (
পুংলিঙ্গ)
2. Feminine gender (
স্ত্রীলিঙ্গ)
3. Common gender (
উভয়লিঙ্গ)
4. Neuter gender (
ক্লীবলিঙ্গ)

DISCUSSION AND EXAMPLES (আলোচনা এবং উদাহরণ)

1. Masculine gender : 
যে সব word দিয়ে পুরুষ জাতি বুঝায় তাদের masculine gender হয় বা সব Noun বা Pronoun কে masculine noun বলে যেমন : Rahin, father, uncle, he, grandfather, boy ইত্যাদি

2. Feminine gender : 
যে সব Noun বা Pronoun স্ত্রী জাতি বুঝায় তাদের feminine gender হয়। যেমন : Mother, grandmother, aunt, she, sister ইত্যাদি।

3. Common gender : 
যে সব word দিয়ে একই সাথে পুরুষ এবং স্ত্রী উভয়ই বুঝানো যায় তাদের common gender হয়। যেমন : student (ছাত্র/ছাত্রী), lawyer (উকিল), orphan (এতিম), parent (মা, বাবা), friend, cousin (চাচাত, খালাত, ফুফাত, মামাত ভাই বা বোন), person (ব্যক্তি নারী বা পুরুষ), they (তারা) ইত্যাদি।

4. Neuter gender : 
যে সব word স্ত্রী বা পুরুষ কোনটি না বুঝিয়ে অচেতন বস্তুকে বুঝায় তাদের neuter gender হয়। যেমন: Table, chair, sky, iron, it, that ইত্যাদি।

Gender Change List

Masculine Gender কে Feminine Gender- পরিবর্তনের নিয়ম :
সাধারণত চারটি প্রধান উপায়ে Masculine Gender-কে Feminine Gender- পরিবর্তন করা যায় :
1.
ভিন্ন শব্দ ব্যবহার করে
2. Masculine Gender-
এর সাথে 'ess' যোগ করে
3. Masculine Gender-
এর আগে পরে পুরুষবাচক শব্দের পরিবর্তে স্ত্রীবাচক শব্দ যোগ করে
4. Masculine Gender-
এর সাথে a , ine, trix যোগ করে

1. ভিন্ন শব্দ ব্যবহার করে

Masculine

Feminine

Father বাবা

Mother মা

Sir স্যার

Madam ম্যাডাম

Brother ভাই

Sister বোন

Bull, Ox ষাড় /আড়িয়া গরু

Cow গাভী

Uncle চাচা

Aunt চাচী

Dog কুকুর

Bitch কুকুরী

Nephew ভাগনা

Niece ভাগ্নী

Fox শিয়াল

Vixen স্ত্রী শিয়াল

Husband স্বামী

Wife স্ত্রী

Horse ঘোরা

Mare ঘোটকী/ স্ত্রী ঘোড়া

Man পুরুষ মানুষ

Woman স্ত্রী মানুষ

Boar (শূকর)

Sow (শূকরী)

Male পুরুষ

Female স্ত্রী

Buck হরিণ

Doe হরিণী

Gentleman ভদ্র পুরুষ

Lady ভদ্র মহিলা

Drake (পাঁতিহাস)

Duck পাতিহাসি

Lord পুরুষ প্রভু/মুনিব

Lady মহিলা প্রভু

Drone (মৌমাছি)

Bee স্ত্রী মৌমাছি

King রাজা

Queen রানী

Gander (রাজহাঁস)

Goose রাজহংসী

Bachelor অবিবাহিত পুরুষ

Maid অবিবাহিত নারী

Ram পুরুষ ভেড়া

Ewe স্ত্রী ভেড়া

Monk (সন্ন্যাসী)

Nun স্ত্রী সন্ন্যাসী

Stag (হরিণ)

Hind

Widower (বিপত্মীক)

Widow বিধবা

Wizard (জাদুকর)

Witch জাদুকরী

Beau (ফুলবাবু)

Belle

Boy

Girl

Bridegroom বর

Bride কনে

Cock মুরগ

Hen মুরগী

Colt (অশ্বশাবক)

Filly

Daddy

Mummy

Hart (হরিণ)

Roe

Lad ছেলে/ছোকড়া

Lass ছোকড়ি

Papa

Mamma

Son

Daughter

Swain (বনদেবতা)

Nymph

Tailor দর্জি

Seamstress মহিলা দর্জি

2. Masculine Gender- এর সাথে 'ess' যোগ করে

A. Masculine-এর মূল শব্দের কোনরূপ পরিবর্তন না করে :

Masculine

Feminine

Author কর্তৃপক্ষ

Authoress মহিলা কর্তৃপক্ষ

Mayor মেয়র

Mayoress মহিলা মেয়র

Baron সম্মানিত পুরুষ 

Baroness সম্মানিত মহিলা

Patron রক্ষাকর্তা

Patroness রক্ষাকর্ত্রী

Count ক্যাশিয়ার

Countess মহিলা ক্যাশিয়ার

Peer সহকর্মী

Peeress

Giant দৈত্য

Giantess

Poet কবি

Poetess মহিলা কবি

Heir উত্তরাধিকারি

Heiress উত্তরাধিকারিনী

Priest পুরোহিত

Priestess

Host দাওয়াতকারি

Hostess

Prophet নবী

Prophetess

Jew ইহুদী

Jewess

Shepherd রাখাল

Shepherdess

Lion সিংহ

Lioness

Steward কর্তা

Stewardess

Manager

Manageress

Viscount ইংল্যান্ডেড় সম্মানিত ব্যক্তি

Viscountess

God

Goddess

B. Masculine Noun-এর শেষ syllable এর vowel বাদ দিয়ে ess যোগ করে :

Masculine

Feminine

Actor অভিনেতা

Actress

Prince রাজকুমার

Princess

Abbot (মঠাধ্যক্ষ)

Abbess

Preceptor (উপদেষ্টা)

Preceptress

Conductor পরিচালক

Conductress

Seamster (দরজি)

Seamstress

Duke রাজহংস

Duchess

Songster (গায়ক)

Songstress

Emperor রাজা

Empress

Master কর্তা

Mistress

Enchanter(জাদুকর)

Enchantress

Murderer খুনি

Murderess

Governor সরকার

Governess

Tempter(প্রলোভনকারী)

Temptress

Benefactor উপকারি

Benefactress

Tiger বাঘ

Tigress

Hunter শিকার

Huntress

Traitor (বিশ্বাসঘাতক)

Traitress

Instructor নির্দেশদাতা

Instructress

Waiter চায়ের দোকানের ম্যাসিয়ার

Waitress

Director

Directress

Warder (প্রহরী)

Wardress

Founder নির্মানকারী

Foundress

Tutor গৃহশিক্ষক

Tutress

Inspector পরিদর্শক

Inspectress

Sorcerer (জাদুকর)

Sorceress

Nigro কালো জাত

Nigress

Porter কুলি

Pottress

C. Masculine Noun-এর সাথে অনিয়মিতভাবে ess যোগ করে :

Masculine

Feminine

Abbot

Abotess

Master

Miss

Master

Mistress

3. Compound Noun এর Masculine অংশটির Feminine ব্যবহার করে :

() প্রথমাংশ পরিবর্তন করে :

Masculine

Feminine

Mankind (মানসুলভ )

Womankind

Billy-goat ছাগ

Nanny-goat ছাগী

Male-servant চাকর

Maid-servant চাকরানি

Cock-sparrow চড়ুই পাখি

Hen-sparrow

Duck-rabbit পুরুষ খরগোস

Doe- rabbit

He-goat

She-goat

Bull-calf

Cow-calf

He-bear

She-bear

Brother-in-law

Sister-in-law

He-ass

She-ass

Father-in-law

Mother-in-law

Male-child

Female-child

Milkman (গোয়ালা)

Milkmaid

Son-in-law জামাই

Daughter-in-law পুত্র ব্ধু

() দ্বিতীয়াংশ Masculine পরিবর্তন করে :

Masculine

Feminine

School-Master

School-mistress

Beggarman ভিক্ষুক

Beggarmaid

Washerman ধোপা

Washerwoman

Foster-father পালক পিতা

Foster-mother

Landlord জমিদার

Landlady

Gentleman

Gentlewoman

Godfather ধর্মপিতা

Godmother

Grandpa দাদা

Grandma

Step-brother সৎ ভাই

Step-sister

Step-brother

Step-mother

Grandfather

Grandmother

4. বিদেশী ভাষা হতে আগত Masculine Noun-কে a, trix , ine ইত্যাদি যোগ করে Feminine করা যায়।

Masculine

Feminine

Don মহাশয়

Dona, Donna

Hero নায়ক

Heroine

Infant শিশু

Infanta

Sultan

Sultana

Administrator প্রশাসক

Administratrix

Executor নির্বাহী

Executrix

Testator উইলকারি

Testatrix

Czar

Czarina

 কতগুলো Feminine Noun-এর কোন Masculine form নেই। এরা সর্বদাই Feminine রূপে ব্যবহৃত হয়। এদের নিত্য Feminine বলে

Amazon

Shrew

Virgin কন্যারাশি

Nurse

Blonde স্বর্ণকেশী

Drab

Siren

Coquette

Flirt ন্যাকামি

Dowager

Housewife

বি.দ্র. Blonde এর আর এক রূপ হচ্ছে Blond যা উভয়লিঙ্গ নির্দেশ করে

 কতগুলো Masculine Noun আছে যাদের কোন Feminine form নেই

Captain

Judge

Chairman

Coward কাপুরুষ

Knight যোদ্ধা

Squire জমিদার

Parson

 কতগুলো Noun সর্বদা Common Gender-রূপে ব্যবহৃত হয়।

Baby

Cousin

Child

Friend

Pupil ছাত্র

Parent

Infant

Person

Spouse

Relative

Orphan

Student

Beggar

Enemy

Writer

 

 

Lecture :02 Second Part

The Number Change singular to plural | Definition, Types , Rules

Number এর অর্থ হলো বচন বা সংখ্যার ধারণা।

BCS সহ প্রায় সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় Number থেকে প্রায়ই question set করা হয়ে থাকে। Number এর ক্ষেত্রে দেখা যায় যে, Singular Plural number এর ব্যতিক্রম form গুলোই বেশি এসে থাকে

What is Number ?

সংজ্ঞা : যা দ্বারা কোন বস্তু বা প্রাণীর সংখ্যা বুঝায় তাকে Number বলে।

 

Number এর অর্থ হলো বচন বা সংখ্যার ধারণা। BCS সহ প্রায় সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় Number থেকে প্রায়ই question set করা হয়ে থাকে। Number এর ক্ষেত্রে দেখা যায় যে, Singular Plural number এর ব্যতিক্রম form গুলোই বেশি এসে থাকে

What is Number ?

সংজ্ঞাযা দ্বারা কোন বস্তু বা প্রাণীর সংখ্যা বুঝায় তাকে Number বলে।

Number দুই প্রকার যথা :
Singular Number: 
যে Noun দ্বারা কেবল একজন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝায় তাকে Singular Number বলে। যেমন- Man, Book, Table ইত্যাদি


Plural Number : 
যে Noun দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝায় তকে Plural Number বলে যেমন- Girls, Books, Tables, Men ইত্যাদি।

 

Number এর সঠিক ব্যবহার

Rule-1: এমন কতগুলো Noun আছে যাদের মধ্যকার Vowel পরিবর্তন করে Plural করা হয়। এগুলো হলো-

Singular

Plural

Foot (পায়ের পাতা)

Feet

Goose (রাজহংসী)

Geese

Louse (উকুন)

Lice

Man (মানুষ)

Men

Mouse (ইঁদুর)

Mice

Tooth (দাঁত)

Teeth

Woman (মহিলা)

Women

 

 

Rule-2 : কোন Noun এর শেষে যদি f বা fe থাকে তাহলে Plural করার সময় f/fe এর স্থলে ves হয়। এগুলো হলো-

Singular

Plural

Half (অর্ধেক)

Halves

Knife (ছুরি)

Knives

Leaf (পাতা)

Leaves

Loaf (খণ্ডরুটি)

Loves

Self (নিজ)

Selves

Thief (চোর)

Thieves

Wife (স্ত্রী)

Wives