ভারত বিভাগপূর্ব রাজনীতি
১৯৩৭ সালের রাজনীতি
১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনঃ
১৯৩৫ সালের ভারত শাসন আইন অনুযায়ী ১৯৩৭ সালের প্রাদেশিক
নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান তিনটি দল যথা কংগ্রেস, মুসলিম লীগ ও
কৃষক-প্রজা পার্টি অংশগ্রহণ করে। এই নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জনে
ব্যর্থ হলে কোয়ালিশন মন্ত্রিসভা গঠন করে মুসলিম লীগ ও কৃষক প্রজা পার্টি। এই
মন্ত্রিসভায় শেরে বাংলা এ কে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী
নির্বাচিত হন।
জেনে নিই
ভারতীয় উপমহাদেশে প্রথম নির্বাচন ছিল- ১৯৩৭ সালের
প্রাদেশিক নির্বাচন।
১৯৩৭ সালে প্রাদেশিক নির্বাচনে পর যুক্ত সরকার গঠন করে কৃষক
প্রজা পার্টি ও মুসলিম লীগ।
কৃষক প্রজা পার্টি গঠিত হয়- ১৯৩৬ সালে।
কৃষক প্রজা পার্টির প্রথম সভাপতি ছিলেন- এ. কে ফজলুল হক |
অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হন- এ. কে
ফজলুল হক।
১৯৩৭ সালের নির্বাচনে ফজলুল হকের নির্বাচনী প্রতীক ছিল- হুক্কা।
উপমহাদেশের নারীরা প্রথম ভোটাধিকার প্রয়োগের সুযোগ লাভ করে
এই প্রাদেশিক নির্বাচনে (১৯৩৭)।
নির্বাচনে জয়ী দলের আসন সংখ্যা
মুসলিম লীগ ৪০
প্রজা পার্টি ৩৫
স্বতন্ত্র্য মুসলিম ৪১
স্বতন্ত্র হিন্দু
১৪
ফজলুল হকের উল্লেখযোগ্য অবদানঃ
১৯৩৭ সালে প্রায় ১১ হাজার ঋণ সালিসি বোর্ড' প্রতিষ্ঠা করেন।
অবৈতনিক প্রাথমিক শিক্ষা আইন পাশ করেন। ৩ ঢাকায় কৃষি ও
ইডেন কলেজ প্রতিষ্ঠা করেন।
১৯৩৮ সালে ফ্লাউড কমিশন' গঠিত হয়।
তিনি ১৯৪১ সালে মুসলীম লীগ ত্যাগ করেন।
দ্বিজাতি তত্ত্ব
১৯৩৯ সালে মুহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে
হিন্দু ও মুসলমান নামে দুটি আলাদা জাতির প্রস্তাব করেন। স্বতন্ত্র জাতিসত্তা
হিসেবে ঘোষণা করে হিন্দু ও মুসলমানদের জন্য দুটি আলাদা রাষ্ট্র গঠনের যে প্রস্তাব
আনেন তাই ইতিহাসে দ্বি-জাতিতত্ত্ব নামে পরিচিত।
# বহুনির্বাচনী
প্রশ্ন
#দ্বিজাতি
তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয়?
মোহাম্মদ আলী জিন্নাহ
মাওলানা আবুল কালাম আজাদ
এ. কে. ফজলুল হক
জওহরলাল নেহেরু
#দ্বিজাতি
তত্ত্বের সত্য মিখ্যা'র লেখক কে?
সনৎকুমার সাহা
জুলফিকার মতিন
যতীন সরকার
কোনটি নয়
#দ্বিজাতিকতত্ত্বেরর
প্রবক্তা কে?
মুহম্মদ আলী জিন্নাহ
রিয়াকত আলী খান
খাজা নাজিমুদ্দিন
চৌধুরী রহমাত আলী
লাহোর প্রস্তাব
১৯৪০ সালের ২৩ শে মার্চ পাকিস্তানের লাহোরে জিন্নাহর
সভাপতিত্বে | মুসলিম লীগের
বার্ষিক অধিবেশনে তৎকালীন মুখ্যমন্ত্রী ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন।
মূলকথা উপমহাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের মুসলিম অধ্যুষিত
এলাকাগুলো নিয়ে একাধিক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠন প্রসঙ্গে দাবি উত্থাপিত
হয়।
জেনে নিই
লাহোর প্রস্তাব ঘোষণা করা হয় ১৯৪০ সালের ২৩ মার্চ।
লাহোর প্রস্তাব উত্থাপন করেন এ. কে. ফজলুল হক।
লাহোর প্রস্তাব অধিবেশনের সভাপতি ছিলেন মোহাম্মদ আলী
জিন্নাহ।
স্বতন্ত্র বাংলাদেশের বীজ লুকায়িত ছিল লাহোর প্রস্তাবে।
এ.কে. ফজলুল হককে শের-ই-বাংলা উপাধি দেওয়া হয় লক্ষ্ণৌতে।
# বহুনির্বাচনী
প্রশ্ন
#'লাহোর প্রস্তাবের
ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে'- বক্তব্যটি নিচের
কোনটিতে বিধৃত হয়েছে?
একুশ দফা
ছয় দফা
এগারো দফা
লাহোর প্রস্তাব
#ঐতিহাসিক লাহোর
প্রস্তাব কে উত্থাপন করেছিলেন?
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
চৌধুরী খালেকুজ্জামান
আবুল হাশিম
এ কে ফজলুল হক
#লাহোর প্রস্তাব
কোন সালে গৃহীত হয়?
১৯৩৮
১৯৪০
১৯৪২
১৯৪৬
#লাহোর প্রস্তাবের
অনুপ্রেরণায় যুক্তফ্রন্ট গঠিত হয়-
১৯৫০ সালে
১৯৫৪ সালে
১৯৩০ সালে
১৯২০ সালে
#ঐতিহাসিক লাহোর
প্রস্তাবের প্রবর্তক কে?
মাওলানা ভাসানী
এ,কে, ফজলুল হক
মহাম্মদ আলী জিন্নাহ
লিয়াকত আলী খান
ক্রিপস মিশন
ক্রিপস মিশন ১৯৪২ সালের ২৩ মার্চ ক্যাবিনেট মন্ত্রী স্যার
স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ব্রিটিশ সরকার কর্তৃক ভারতে প্রেরিত একটি মিশন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান মিত্র পক্ষের বিরুদ্ধে
যোগদান করে।
জাপানি আক্রমণে বিরুদ্ধে ভারতকে সহযোগিতা করার জন্য তৎকালীন
ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এ দলকে উপমহাদেশে প্রেরণ করেন।
পঞ্চাশের মন্বন্তর
১৯৪২ সালে জাপানিরা বার্মা দখল করলে বার্মা থেকে বাংলায়
চাল আমদানি বন্ধ হয়ে যায়। পক্ষান্তরে, বাংলায় খাদ্যশস্য ক্রয় করে বাংলার বাহিরে
সৈন্যদের রসদ হিসেবে পাঠিয়ে দেওয়া হয়। অসাধু, লোভী ও মুনাফাখোর
ব্যবসায়ীরা খাদ্য গুদামজাত শুরু করে। এদিকে অনাবৃষ্টির ফলে বাংলায় খাদ্য উৎপাদনও
হ্রাস পায়। পরিণামে বাংলায় ১৯৪৩ খ্রিস্টাব্দে বা ১৩৫০ বঙ্গাব্দে ভয়াবহ
দুর্ভিক্ষ হয় যা ‘পঞ্চাশের মন্বন্তর' নামে পরিচিত।
জেনে নিই
পঞ্চাশের মন্বন্তরের প্রেক্ষিতে রচিত চলচ্চিত্র- অশনি
সংকেত।
অশনি সংকেত উপন্যাস রচনা করেন- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
অশনি সংকেত চলচ্চিত্র পরিচালনা করেন- সত্যজিৎ রায়।
পঞ্চাশের মন্বন্তর প্রেক্ষিতে রচিত নাটক- নেমেসিস।
নেমেসিস নাটকটি রচনা করেন- নুরুল মোমেন ।
ম্যাডোনা-৪৩ চিত্রকর্মটি জয়নুল আবেদীন পঞ্চাশের মন্বন্তর
এর প্রেক্ষাপটে আকেঁন।
পঞ্চাশের মন্বন্তর ছবি এঁকে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন
শিল্পাচার্য জয়নুল আবেদীন।
# বহুনির্বাচনী
প্রশ্ন
#‘পঞ্চাশের
মন্বন্তর' এ চিত্র একে
বিখ্যাত হয়েছেন কোন শিল্পী?
রশীদ চৌধুরী।
হাশেম খান।
জয়নুল আবেদীন।
শাহাবুদ্দিন
যামিনী রায়।
#ইংরেজি কোন সনের
দুর্ভিক্ষ পঞ্চাশের মন্বন্তর নামে পরিচিত?
১৭৭০
১৮৬৬ সনের
১৮৯৯ সনের
১৯৪৩ সনের
#ইংরেজি কোন সনের
দুর্ভিক্ষ ‘পঞ্চাশের মন্বন্তর’ নামে পরিচিত?
১৭৭০
১৮৮৬
১৮৯৯
১৯৪৩
#.'পঞ্চাশের
মন্বন্তর' দুর্ভিক্ষটি
ইংরেজী কোন সনে হয়?
১৯০৫
১৯১১
১৯৩৯
১৯৪৩
অবিভক্ত বাংলার তিনজন মূখ্যমন্ত্রী
এ. কে. ফজলুল হক (১৯৩৭-১৯৪৩)
খাজা নাজিমউদ্দিন (১৯৪৩-১৯৪৬)
হোসেন শহিদ সোহরাওয়ার্দী (১৯৪৬-১৯৪৭)
এ.কে.ফজলুল হক
# বহুনির্বাচনী
প্রশ্ন
#Which party
was lead by Sher-E-Bangla AK Fazlul Haq ? (শেরে বাংলা এ.কে
ফজলুল হক কোন দলের নেতৃত্ব দিয়েছিলেন?)
NAP
Krishak
Praja Party
Aawami
League
None
#এ.কে ফজলুল হককে 'শেরে বাংলা' উপাধি দেওয়া
হয়-
ঢাকায়
রাওয়ালপিন্ডিতে
কোলকাতায়
লাহোরে
#শেরে বাংলা ফজলুল
হক জাতীয় মুসলিম শিক্ষা সমিতি গঠন করেন কত সালে/
1892
1902
1912
1922
খাজা নাজিম উদ্দিন
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
সতীদাহ প্রথা
# বহুনির্বাচনী
প্রশ্ন
# ‘সতীদাহ প্রথা’
রহিত হয় কোন সালে?
১৮২০
১৮২১
১৮২৯
১৮৩০
#সতীদাহ প্রথা কবে
রহিত হয়?
১৮৯১ সালে
১৮২৯ সালে
১৮৩৯ সালে
১৮৪৯ সালে
#সতীদাহ প্রথা কবে
রহিত হয়?
১৮১৯
১৮২৯
১৮৩৯
১৮৪৯
#সতীদাহ প্রথা
রহিত আন্দোলনের পুরোধা কে?
রামমোহন
বিদ্যাসাগর
মুত্যুঞ্জয়
আকবর
সাধারণ জ্ঞান সতীদাহ প্রথা
#সতীদাহ প্রথা
বিলোপ করেন -
বিদ্যাসাগর
রামমোহন
বেন্টিংক
হান্টার
মন্ত্রী মিশন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন এটলি ১৯৪৬ সালে তার
মন্ত্রিসভার তিন সদস্যকে ভারতে প্রেরণ করেন।
উদ্দেশ্য- ভারতীয়দের হাতে ক্ষমতা অর্পন ও সংবিধান
প্রণয়নের লক্ষ্যে আলোচনা,
এই প্রতিনিধি
দলকে মন্ত্রী মিশন নামে অভিহিত করা হয়।
১৯৪৬ সালের নির্বাচন ও সোহরাওয়ার্দীর মন্ত্রিসভা
১৯৪৬ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে আবুল হাসেম এবং
সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন মুসলিম লীগ জয়লাভ করে। ২৪ এপ্রিল মন্ত্রিসভা গঠিত
হয়।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গণতন্ত্রের মানসপুত্র) অবিভক্ত
বাংলার ৩য় ও শেষ মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
১৯৩৭ সালে অবিভক্ত বাংলায় প্রথম নির্বাচন হয় এবং ১৯৪৬
সালে ২য় ও সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।
# বহুনির্বাচনী
প্রশ্ন
#১৯৪৬ সালে ভারতে
প্রেরিত বৃটিশ মন্ত্রী মিশনের সদস্য কতজন ছিল?
৩
৪
৫
২