যে কোন চাকুরির ভাইভা প্রস্তুতির প্রাথমিক কথা

সরকারি চাকুরির প্রস্তুতি ভাইভা প্রস্তুতি

চাকরির ভাইভা (মৌখিক পরীক্ষা) একটি গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে প্রার্থীর যোগ্যতা যাচাই করা হয়। ভাইভার প্রস্তুতি নেবার জন্য কিছু বিষয় মনে রাখতে হবে। নিজের সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, এবং সাধারণ জ্ঞান সম্পর্কে প্রস্তুতি নিতে হবে। এছাড়াও, যে পদের জন্য আবেদন করেছেন সেই পদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ধারণা রাখা দরকার। পোশাক এবং বডি ল্যাঙ্গুয়েজও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। 

ভাইভার জন্য প্রস্তুতি নেবার কয়েকটি বিষয় নিচে উল্লেখ করা হলো

নিজের সম্পর্কে ধারণা

·        ভাইভা বোর্ডে সাধারণত প্রথমে নিজের সম্পর্কে কিছু বলতে বলা হয়। তাই, নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, এবং আগ্রহের ক্ষেত্রগুলো গুছিয়ে বলতে পারা উচিত।

·        সংক্ষেপে নিজের দুর্বলতা সীমাবদ্ধতাগুলো তুলে ধরা ভালো, তবে সেগুলোকে ইতিবাচকভাবে উপস্থাপন করতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা:

·        যে সকল ডিগ্রি অর্জন করেছেন, তার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

·        যে বিষয়ে পড়াশোনা করেছেন, তার মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখা আবশ্যক।

·        যদি কোনো একাডেমিক গবেষণাপত্র বা প্রকল্পের কাজ করে থাকেন, তবে তার বিস্তারিত বিবরণ সম্পর্কে অবগত থাকতে হবে। 

কাজের অভিজ্ঞতা

·        যদি পূর্বে কোনো প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকে, তবে সেই কাজের অভিজ্ঞতা, দায়িত্ব কর্তব্য সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

·        অতীতের কাজের অভিজ্ঞতা থেকে কি শিখেছেন, এবং বর্তমান চাকরির ক্ষেত্রে তা কীভাবে কাজে লাগবে, তা বুঝিয়ে বলতে পারা উচিত। 

সাধারণ জ্ঞান

·        সাম্প্রতিক সাধারণ ঘটনাপ্রবাহ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানতে হবে।

·        যে প্রতিষ্ঠানে ভাইভা দিতে যাচ্ছেন, সেই প্রতিষ্ঠান এবং যে পদের জন্য আবেদন করেছেন, সেই পদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে। 

অন্যান্য প্রস্তুতি:

·        পোশাক : মার্জিত রুচিশীল পোশাক পরিধান করা উচিত।

·        বডি ল্যাঙ্গুয়েজ : আত্মবিশ্বাসী এবং ইতিবাচক বডি ল্যাঙ্গুয়েজ বজায় রাখতে হবে।

·        কথা বলার ধরণ : স্পষ্টভাবে এবং গুছিয়ে কথা বলতে হবে।

·        সময় : সময়মতো উপস্থিত হওয়া উচিত এবং অপ্রয়োজনীয় কথা বলা পরিহার করা উচিত।