2024-2025 শিক্ষাবর্ষ বিজ্ঞান অনুষদ


Questions And Answers


প্রশ্ন 1. কোন যৌগটি জলীয় ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে না? (Which compound does not react with aqueous bromine solution?)
উত্তরঃ C6H5𝐶𝐻3
প্রশ্ন 2. কোন যৌগটি টোটোমারিজম দেখায়? (Which compound shows tautomerism?)
উত্তরঃ CH3COCH3
প্রশ্ন 3. একটি নির্দেশকের pkin এর মান 9.3 হলে নির্দেশকটি কোন টাইট্রেশনের জন্য সর্বোত্তম? (If the value of pKin of an indicator is 9.3, for which titration the indicator is the most suitable?
উত্তরঃ HCOOH + NaOH
প্রশ্ন 4. নিচের বিক্রিয়াটির নাম কী? (What is the name of the following reaction?) CH3CONH2+Br2+4KOHΔ→CH3NH2+2KBr+K2CO3+2H2O
উত্তরঃ হফম্যান ক্ষুদ্রাংশকরণ (Hofmann degradation)
প্রশ্ন 5. কোন d-অরবিটালগুলো অক্ষ বরাবর অবস্থিত? (Which of the d-orbitals are situated along the axis?)
উত্তরঃ 𝑑𝑥2-𝑦2,𝑑𝑧2
প্রশ্ন 6. নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয়? (Which one of the following is used for preparing standard solution of a definite volume?)
উত্তরঃ আয়তনিক ফ্লাস্ক (Volumetric flask)
প্রশ্ন 7. একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের 1.0 g গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে? (1.0 g of which gas occupies the highest volume at the same temperature and pressure?)
উত্তরঃ NH3
প্রশ্ন 8. নিচের কোন অণুটির সামগ্রিক ডাইপোল সর্বাধিক? (Which one of the following molecules has the largest overall dipole?)
উত্তরঃ HCHO
প্রশ্ন 9. (NH4)2CO3Δ→2NH3+CO2+H2O(NH4)2CO3→∆ 2NH3 + CO2 + H2Oএই বিক্রিয়ায় CO2−3CO32- আয়ন কী হিসাবে কাজ করে? (What is the function of CO2−3CO32- ion in thereaction, (NH4)2CO3Δ→2NH3+CO2 + H2O (NH4)2C3→∆ 2NH3 + CO2 + H2O ?)
উত্তরঃ ক্ষার (Base)
প্রশ্ন 10. নিচের কোন আয়নটিতে শুধুমাত্র একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? (In which of the following ions there is only one lone pair of electrons?)
উত্তরঃ CH−3
প্রশ্ন 11. সমুদ্র পৃষ্ঠ হতে 15 কি.মি. থেকে 50 কি.মি. পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে বলা হয়- (The layer of atmosphere from 15 km to 50 km above the sea level is called-)
উত্তরঃ স্ট্র্যাটোমন্ডল (Stratosphere)
প্রশ্ন 12. হাইড্রাজিন (N2H4) অণুতে ∠HNH বন্ধন কোণ কত? (What is the ∠HNH bond angle in hydrazine (N2H4) molecule?)
উত্তরঃ 107°
প্রশ্ন 13. কোন যৌগটি সবচেয়ে বেশি এসিডিক? (Which compound is the most acidic?)
উত্তরঃ CH≡CH
প্রশ্ন 14. সর্বনিম্ন কত কার্বনের অ্যালকিন আলোক সমাণুতা প্রদর্শন করে? (Which alkene with the lowest number of carbon shows optical isomerism?)
উত্তরঃ 6
প্রশ্ন 15. নিচের কোন আয়নের ঘনমাত্রায় Zn(s)/Zn2+(aq) II Fe3+ (aq)/Fe2+(aq), Pt(s) সেলের বিভব, এর প্রমাণ সেল বিভবের চেয়ে বেশি? (In which of the following ion concentration, the potential of the cell, Zn(s)/Zn2+(aq) II Fe3+ (aq)/Fe2+(aq), Pt(s) is higher than its standard cell potential?)
উত্তরঃ [Fe3+]=1.1M
প্রশ্ন 16. নিচের কোনটি 'অ' ধ্বনির সংবৃত উচ্চারণ নয়?
উত্তরঃ অটল
প্রশ্ন 17. শুদ্ধ বানানগুচ্ছ -
উত্তরঃ নিশ্বাস, শিরশ্ছেদ
প্রশ্ন 18. নিচের কোন শব্দজোড় বিপরীত?
উত্তরঃ নীরত-বিরত
প্রশ্ন 19. 'তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল', কারণ -
উত্তরঃ তিনি ক্রীতদাস ছিলেন
প্রশ্ন 20. 'এক থেকে শুরু করে ক্রমাগত' বাক্যের সংক্ষিপ্ত রূপ কী?
উত্তরঃ একাদিক্রমে
প্রশ্ন 21. একটি পোস্ট অফিস বক্সের ৪র্থ বাহু S-এ 1.0 m দৈর্ঘ্য এবং 1×10−6m21×10-6𝑚2 প্রস্থচ্ছেদের একই ধাতুর দুটি তার সমান্তরালে যুক্ত করা হলো। এখন P বাহু থেকে 1000 Ω, Q বাহু থেকে 10 এবং R বাহু থেকে 2000 Ω রোধের প্লাগ উঠালে গ্যালভানোমিটার শূন্য বিক্ষেপ দেয়। তারের উপাদানের আপেক্ষিক রোধ কত? (Two wires made of the same metal with length 1.0 m and cross-sectional area 1×10−6m21×10-6𝑚2 each are connected in parallel in the 4th arm S of a post office box. If you pick the 1000 Ω plug from arm P, 10 2 plug from arm Q and 2000 Ω plug from arm R, the galvanometer shows zero deflection. What is the resistivity of the material of the wire?)
উত্তরঃ 40×10−6 Ωm
প্রশ্ন 22. একটি তাপগতীয় সিস্টেমকে দুটি ভিন্ন পথে A অবস্থা থেকে B অবস্থায় নেওয়া হয়। এই দুটি পথের তাপ শোষণ এবং সিস্টেম কর্তৃক কৃত কাজ যথাক্রমে Q1ওQ2𝑄1ও 𝑄2 এবং W1ও W2𝑊1ও 𝑊2এই প্রক্রিয়ার জন্য কোনটি সঠিক? (A thermodynamic system is taken from state A to state B along two different paths. The heat absorbed and work done by the system along the two paths are Q1and Q2,andW1and W2𝑄1𝑎𝑛 𝑄2,𝑎𝑛𝑑 𝑊1𝑎𝑛𝑑 𝑊2 respectively. Which one is true for this process?)
উত্তরঃ Q1+W1=Q2+W2
প্রশ্ন 23. নিম্নের কোন বিবৃতিটি একটি 2 ইনপুট বিশিষ্ট XOR গেটের জন্য সত্য? (Which of the following statements is true for a two-input XOR gate?)
উত্তরঃ ইনপুটগুলো ভিন্ন হলে আউটপুট 1 হয়। (The output is 1 when the inputs are different.)
প্রশ্ন 24. একটি প্রোটনের গতিশক্তি এর মোট শক্তির 75%। প্রোটনটির দ্রুতি কত? (The kinetic energy of a proton is 75% of its total energy. What is the speed of the proton?)
উত্তরঃ √154c49c16
প্রশ্ন 25. একটি অপবর্তন ঝালর (গ্রেটিং) ব্যবহার করে একটি পর্দায় আলোর ডোরা পাওয়া যায়। সমস্ত যন্ত্রপাতি (উৎস, গ্রেটিং এবং পর্দা) 1.33 প্রতিসরাঙ্কের একটি তরলে নিমজ্জিত করা হলে, পর্দায় গঠিত হওয়া আলোর ডোরা- (A fringe pattern is obtained on a screen using a diffraction grating. If the entire apparatus (source, grating and screen) is immersed in a liquid of refractive index 1.33, the pattern on the screen-)
উত্তরঃ কাছাকাছি আসে (crowds together)
প্রশ্ন 26. একটি প্রক্রিয়ায় একটি আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করা হয়, যেখানে গ্যাস কর্তৃক ত্যাগকৃত তাপ এর উপর কৃত কাজের সমান। এর ফলে গ্যাসের আয়তনের কী হবে? (The pressure of an ideal gas is doubled during a process in which the energy, given up as heat by the gas, is equal to the work done on the gas. What happens to the volume?)
উত্তরঃ অর্ধেক হবে (Halved)
প্রশ্ন 27. একটি বুলেট সোজা উপরে নিক্ষিপ্ত হওয়ার 10 s পর তার প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে। বুলেটের চূড়ান্ত গতি কত? বায়ুর বাধা উপেক্ষা কর। (A bullet, shot straight up, returns to its starting point in 10 s. What is the final speed of the bullet? Ignore air resistance.)
উত্তরঃ 49.0 m/s
প্রশ্ন 28. তিনটি ভেক্টর →A=6ˆi–8ˆj,→B=−8ˆi+ 3ˆj𝐴→ = 6𝑖^ – 8𝑗^, 𝐵→ = -8𝑖^+ 3𝑗^ এবং C = 26ˆi+ 19ˆj𝐶 = 26𝑖 ^+19𝑗^দেওয়া আছে। যদি a→A + b→B + C = →O𝑎𝐴→ + 𝑏𝐵→ + 𝐶 = 𝑂→ হয় তবে a ও b এর সম্ভাব্য মানগুলো হবে- (Three vectors are given by →A = 6ˆi – 8ˆj, →B = −8ˆi+ 3ˆj𝐴→ = 6𝑖^ – 8𝑗^, 𝐵→ = - 8𝑖^+ 3𝑗^ and C = 26ˆi+ 19ˆj𝐶 = 26𝑖^+ 19𝑗^ If a→A + b→B + C = →O𝑎 𝐴→ + 𝑏𝐵→ + 𝐶 = 𝑂→ , then the possible values of a and b are-)
উত্তরঃ a = 5, b = 7
প্রশ্ন 29. একটি বর্গক্ষেত্রের দুটি বিপরীত শীর্ষে চার্জ স্থাপন করা হয়। অপর দুটি শীর্ষে ৭ চার্জ স্থাপন করা হয়। Q চার্জের যে কোনোটির উপর যদি লব্ধি বৈদ্যুতিক বল শূন্য হয়, তাহলে Q/q এর মান কত? (Charge Q is placed at each of the two opposite corners of a square. Charge q is placed at each of the other two corners. If the net electrical force on either of the Q charges is zero, what is the value of Q/q?)
উত্তরঃ Vote Statistics
প্রশ্ন 30. x=e−2t , y=2cos3t𝑥=𝑒-2𝑡 , 𝑦=2𝑜𝑠3𝑡এবং z = 2sin 2t দ্বারা বর্ণিত বক্রপথে একটি কণা ভ্রমণ করে। t = 0 সময়ে কণাটির বেগ কত হবে? (A particle moves along a curve describedbyx=e−2t,y=2cos3t𝑥=𝑒-2𝑡,𝑦=2𝑐𝑜𝑠3𝑡 and z = 2sin 2t What is the velocity of the particle at t = 0 s?)
উত্তরঃ −2ˆi+4ˆk
প্রশ্ন 31. n=2 → n = 1 ধাপান্তরের জন্য নিচের কোনটি ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন উৎপন্ন করে? (Which one of the following will produce photon of the smallest wavelength for n = 2 → n = 1 transition?)
উত্তরঃ 𝐿𝑖2+
প্রশ্ন 32. 1.1 m দৈর্ঘ্য ও 2.0 cm ব্যাস বিশিষ্ট একটি আনুভূমিক রডের এক প্রান্ত একটি দেয়ালের সাথে সুদৃঢ়ভাবে আটকানো আছে। রডটির অপর প্রান্তে 31.4 kg ভর ঝুলানোতে এর কৌণিক বিকৃতি 0.01 রেডিয়ান হলো। রডটির উপাদানের দৃঢ়তার গুণাংক কত? g = 10m / (s2)(𝑠2) (A horizontal rod of length 1.1 m and diameter 2.0 cm is fixed to a wall at one end. A load of 31.4 kg, hung at its other end, gives rise to an angular deviation of 0.01 radian. What is the shear modulus of its material? g = 10m /( s2)(𝑠2)
উত্তরঃ 0.1 GPa
প্রশ্ন 33. 'Footnote' পরিভাষার বাংলা প্রতিশব্দ কোনটি?
উত্তরঃ পাদটীকা
প্রশ্ন 34. কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত নয়?
উত্তরঃ পঙ্কজ
প্রশ্ন 35. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় 'কমলবন' কিসের প্রতীক?
উত্তরঃ মানবিকতা
প্রশ্ন 36. আভিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ –
উত্তরঃ লিখন, লিপি, লেখক
প্রশ্ন 37. 'খাস তালুকের প্রজা' প্রবাদটির অর্থ হলো-
উত্তরঃ খুব অনুগত ব্যক্তি
প্রশ্ন 38. 'আমার পথ' প্রবন্ধ অনুসারে সত্যকে কিসের মধ্যে পাওয়া যায়?
উত্তরঃ ভুলের
প্রশ্ন 39. 'শোনেন, মিলিটারি যাদের ধরে, মিছেমিছি ধরে না'। 'রেইনকোট' গল্পে এই উক্তিটি কার?
উত্তরঃ আফাজ আহমদ
প্রশ্ন 40. 'মানব-কল্যাণ' প্রবন্ধ অনুসারে মানব-কল্যাণের পথে প্রধান অন্তরায় -
উত্তরঃ রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা
প্রশ্ন 41. 'জিলাপি' কোন ভাষা থেকে আগত শব্দ?
উত্তরঃ হিন্দি
প্রশ্ন 42. প্রমিত বাংলায় তাড়নজাত ধ্বনি কয়টি?
উত্তরঃ ২টি