আফ্রিকা মহাদেশ


Questions And Answers


প্রশ্ন 1. লিবিয়ার লৌহমানব খ্যাত মুয়াম্মার গাদ্দাফি কবে নিহত হোন ?
উত্তরঃ ২০ অক্টোবর২০১১
প্রশ্ন 2. মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়?
উত্তরঃ ৯৭১ সালে
প্রশ্ন 3. দক্ষিণ সুদানের রাজধানীর নাম কী?
উত্তরঃ জুবা
প্রশ্ন 4. ’সার্বভৌম ঋণ সংকট’ - বিশ্বের কোন অঞ্চলের সমস্যা?
উত্তরঃ আফ্রিকা অঞ্চলের
প্রশ্ন 5. সুয়েজ খাল কোন দুই সাগরকে যুক্ত করেছে?
উত্তরঃ লোহিত সাগর ও ভূমধ্যসাগর
প্রশ্ন 6. নীল নদ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
উত্তরঃ ১১
প্রশ্ন 7. মিশর কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তরঃ ব্রিটেন
প্রশ্ন 8. দক্ষিণ আফ্রিকায় কত বছর শেতাঙ্গ শাসন ছিল?
উত্তরঃ ৩৪২ বছর
প্রশ্ন 9. সুয়েজখাল কোন বছরে উদ্বোধন হয়?
উত্তরঃ ১৮৬৯
প্রশ্ন 10. সুয়েজ খাল ধনন করা হয় কোন সালে?
উত্তরঃ ১৮৬৯
প্রশ্ন 11. মিশরের প্রেসিডেন্ট ড. মুরসির দলের নাম-
উত্তরঃ মুসলিম ব্রাদারহুড
প্রশ্ন 12. দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাব্দ প্রেসিডেন্ট-
উত্তরঃ ডি ক্লার্ক
প্রশ্ন 13. দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম কী?
উত্তরঃ জুলু
প্রশ্ন 14. জনসংখ্যার দিক থেকে আফ্রিকা মহাদেশের বড় দেশ হচ্ছে ?
উত্তরঃ নাইজেরিয়া
প্রশ্ন 15. মিশরের গোয়েন্দা সংস্থার নাম কি?
উত্তরঃ মুখবারাত
প্রশ্ন 16. আফ্রিকার নিবিড় বনভূমিতে বাস করে-
উত্তরঃ গরিলা ও শিম্পাঞ্জি
প্রশ্ন 17. আফ্রিকা সর্বোচ্চ র্শঙ্গের নাম কী?
উত্তরঃ কিলিমাঞ্জারো
প্রশ্ন 18. আফ্রিকার কোন দেশে BRAC এর কর্মসূচী চালু আছে?
উত্তরঃ লাইবেরিয়া
প্রশ্ন 19. দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক নাম-
উত্তরঃ Republic of South Africa
প্রশ্ন 20. নীলনদ প্রবাহিত -
উত্তরঃ দক্ষিণ থেকে উত্তরে
প্রশ্ন 21. মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট কে?
উত্তরঃ হোসনি মুবারক
প্রশ্ন 22. আফ্রিকার সাব-সাহারা অঞ্চল কী নামে পরিচিত?
উত্তরঃ সাহেল
প্রশ্ন 23. প্রাচীন মিশরীয় লিখন পদ্ধতির চিত্রলিপিকে কী বলা হয়?
উত্তরঃ হায়ারোগ্লিফিক
প্রশ্ন 24. কোন নেতাকে ‘আফ্রিকার গান্ধী' বলা হয়?
উত্তরঃ নেলসন ম্যান্ডেলা
প্রশ্ন 25. সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?
উত্তরঃ মিশর