প্রশ্ন 2.কাজী নজরুল ইসলাম কোন সালে বাঙালি পল্টনে যোগাদান করেন?
উত্তরঃ ১৯১৭
প্রশ্ন 3.১৯৭২ সালে কার উদ্যোগে কাজী নজরুল ইসলামকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে এনে নাগরিকত্ব ও জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়?
উত্তরঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
প্রশ্ন 4.কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্য হলো-
উত্তরঃ i ও ii
প্রশ্ন 5.চক্রবাক' কোন ধরনের সাহিত্যকর্ম?
উত্তরঃ কাব্য
প্রশ্ন 6.কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ-
উত্তরঃ রুদ্র-মঙ্গল
প্রশ্ন 7.কাজী নজরুল ইসলামের ‘রাজবন্দির জবানবন্দি' কী ধরনের রচনা?
উত্তরঃ প্রবন্ধ
প্রশ্ন 8.আমার পথ' প্রবন্ধে লেখকের কর্ণধার কে?
উত্তরঃ লেখক নিজে
প্রশ্ন 9.‘আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক কীভাবে নিজেকে নিজের কর্ণধার করে তুলেছেন?
উত্তরঃ আত্মসত্য অর্জনের মাধ্যমে
প্রশ্ন 10.‘আমার কর্ণধার আমি'- এই বাক্যের মধ্য দিয়ে প্রাবন্ধিকের কোন বৈশিষ্ট্যের পরিচয় ফুটে উঠেছে?
উত্তরঃ আত্মবিশ্বাসী
প্রশ্ন 11.'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?
উত্তরঃ সত্যের পথ
প্রশ্ন 12.আমি বেদুইন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ উদ্দীপকের ভাবের সাথে 'আমার পথ' প্রবন্ধের যে উক্তিটির সাথে ডাবগত সাদৃশ্য প্রত্যক্ষ করা যায়
উত্তরঃ আমার কর্ণধার আমি
প্রশ্ন 13.আমার পথ দেখাবে আমার সত্য'— এই বাক্যে ফুটে উঠেছে—
উত্তরঃ আত্ম-প্রত্যয়
প্রশ্ন 14.‘আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম যাত্রা শুরুর আগে কোনটিকে সালাম জানিয়েছেন?
উত্তরঃ সত্যকে
প্রশ্ন 15.কাজী নজরুল ইসলাম সর্বদা কাকে নমস্কার জানিয়েছেন?
উত্তরঃ সত্যকে
প্রশ্ন 16.কাজী নজরুল ইসলাম সত্যকে —
উত্তরঃ সালাম ও নমস্কার জানিয়েছেন
প্রশ্ন 17.আমার পথ’ প্রবন্ধ অনুসারে কীভাবে সত্যকে পাওয়া যায়?
উত্তরঃ ভুলের মধ্য দিয়ে
প্রশ্ন 18.‘আমার পথ' প্রবন্ধে লেখক কোন ভয়ে ভীত নন?
উত্তরঃ রাজার
প্রশ্ন 19.কোন ভয় প্রাবন্ধিক নজরুলকে বিপথে নিয়ে যাবে না?
উত্তরঃ রাজভয়-লোকভয়
প্রশ্ন 20.আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ-পঙ্ক্তিটি কোন রচনাকে নির্দেশ করে?
উত্তরঃ আমার পথ
প্রশ্ন 21.প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামের মতে ভয় তাদের মধ্যে- i. যারা শত্রুকে ভয় পায় ii. যাদের ভেতরে ভয় আছে iii. যারা আপন সত্যকে চিনতে ব্যর্থ নিচের কোনটি সঠিক?
উত্তরঃ ii ও iii
প্রশ্ন 22.আমার পথ' প্রবন্ধের প্রাবন্ধিক কোন পথের অনুসারী?
উত্তরঃ সত্যের
প্রশ্ন 23.নিজকে চিনলে, নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির ওপর কী আসে?
উত্তরঃ অটুট বিশ্বাস
প্রশ্ন 24.আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম 'নিজেকে চেনা' বলতে বুঝিয়েছেন —
উত্তরঃ i ও ii
প্রশ্ন 25.‘আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক কাকে গুরু বলে মেনেছেন?
উত্তরঃ আপন সত্যকে
প্রশ্ন 26.আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি— i. নিজেকে চেনা ii. আপনার সত্যকে গুরু মানা iii. আপনার সত্যকে কাণ্ডারি বলে জানা নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 27.'আমার পথ' প্রবন্ধের প্রাবন্ধিকের মতে, মানুষ অনেক সময় সত্যকে অস্বীকার করে ফেলে কেন?
উত্তরঃ বিনয় দেখাতে গিয়ে
প্রশ্ন 28.'আমার পথ' রচনায় কাজী নজরুল ইসলাম কিসের চেয়ে অহংকারকে ভালো বলেছেন?
উত্তরঃ মিথ্যা বিনয়
প্রশ্ন 29.“আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস।”- কবিতাংশটিতে 'আমার পথ' প্রবন্ধের কোন বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়?
উত্তরঃ অহংকারের পৌরুষ
প্রশ্ন 30.আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?
উত্তরঃ অভিশাপ-রথের সারথি
প্রশ্ন 31.“অভিশাপ রথের সারথি” আলোচ্য বাক্যের তাৎপর্য হলো- i. সত্যের অনুরাগী ii. স্পষ্টভাষী iii. সমাজ পরিবর্তনকারী নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 32.কিন্তু আমরা তাঁর কথা বুঝলাম না।'- 'আমার পথ' প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে?
উত্তরঃ মহাত্মা গান্ধী
প্রশ্ন 33.গান্ধীজির শেখানো 'নিজের ওপর অটুট বিশ্বাস' বলতে 'আমার পথ প্রবন্ধে বোঝানো হয়েছে—
উত্তরঃ আত্মজাগরণ
প্রশ্ন 34.আমার পথ' প্রবন্ধে 'আমি আছি' বলতে বোঝানো হয়েছে—
উত্তরঃ স্বয়ং নিজে রয়েছেন
প্রশ্ন 35.গান্ধীজি ছিলেন- i. অহিংস আন্দোলনের নেতা ii. ভারতের জাতির পিতা iii. ধর্মগুরু নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 36.কাজী নজরুল ইসলামের মতে নিচের কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে?
উত্তরঃ পরাবলম্বন
প্রশ্ন 37.'আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে পরাবলম্বনই আমাদের করে তুলেছে— i. নিষ্ক্রিয় ii. বিলাসী iii. দাস নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও iii
প্রশ্ন 38.*আত্মাকে চেনা নিজের সত্যকে বড় মনে করার দম্ভ- সম্পর্কে কোনটি গ্রহণযোগ্য- i. এ দণ্ড শির উঁচু করে ii. মনে একটা 'ডোন্ট কেয়ার' ভাব আনে iii. অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করে নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 39.‘আমার পথ' প্রবন্ধে লেখকের মতে, মানুষ নিষ্ক্রিয় হয়ে পড়ে কেন?
উত্তরঃ পরনির্ভরশীলতার কারণে
প্রশ্ন 40.'একেই বলে সবচেয়ে বড় দাসত্ব।’— উক্তিটি দ্বারা ‘আমার পথ’ প্রবন্ধের কোন দিকটি নির্দেশ করে?
উত্তরঃ পরাবলম্বন
প্রশ্ন 41.পরাবলম্বনকে নজরুল কিসের সাথে তুলনা করেছেন?
উত্তরঃ দাসত্ব
প্রশ্ন 42.‘আমার পথ' প্রবন্ধে লেখক বাইরের গোলামি বলতে কী বুঝিয়েছেন?
উত্তরঃ মিথ্যার গোলামি করা
প্রশ্ন 43.আমার পথ' প্রবন্ধ অনুসারে নিষ্ক্রিয়তার ফল হলো-
প্রশ্ন 47.‘আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে।' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ স্বনির্ভরতা
প্রশ্ন 48.আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-
উত্তরঃ স্বাবলম্বনহীনতার
প্রশ্ন 49.‘আমার পথ’ প্রবন্ধ অনুযায়ী স্বাধীনতার জন্য করণীয় কী?
উত্তরঃ আত্মনির্ভরশীল হতে হবে
প্রশ্ন 50.‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে—
উত্তরঃ স্বাবলম্বনহীনতার
প্রশ্ন 51.‘আমার পথ' প্রবন্ধ অনুযায়ী খুব বেশি বিনয় আমাদের কী করে?
উত্তরঃ ছোট
প্রশ্ন 52.আত্মকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভের মধ্যে প্রকাশ পায়- i. আত্ম অহংকার ii. পরনির্ভরশীলতা iii. স্বাবলম্বন নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও iii
প্রশ্ন 53.'আমার পথ' প্রবন্ধে কোনটাকে প্রবন্ধকার দম্ভ বলতে রাজি নয়?
উত্তরঃ নিজেকে চেনাকে
প্রশ্ন 54.ডোন্ট কেয়ার ভাব আনে’– উদ্ধৃতাংশ দ্বারা বোঝানো হয়েছে— i. নজরুলের ভয়হীনতা ii. নিজের প্রতি প্রগাঢ় বিশ্বাস iii. সত্যে বলীয়ান হওয়া নিচের কোনটি সঠিক?
উত্তরঃ ii ও iii
প্রশ্ন 55.আগুনের সম্মার্জনা বলতে কাজী নজরুল ইসলাম কী বুঝিয়েছেন?
উত্তরঃ পরিষ্কার করা
প্রশ্ন 56.‘আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম সবচেয়ে বড় ধর্ম বলতে কোন ধর্মের উল্লেখ করেছেন?
উত্তরঃ মানুষ-ধর্ম
প্রশ্ন 57.দেশের যারা শত্রু, দেশের যা-কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি— তা দূর করতে কী প্রয়োজন?
উত্তরঃ আগুনের সম্মার্জনা
প্রশ্ন 58.আমার পথ’ প্রবন্ধ অনুসারে কীভাবে সত্যকে পাওয়া যায়?
উত্তরঃ ভুলের মধ্য দিয়ে গিয়ে
প্রশ্ন 59.আমার পথ' প্রবন্ধে “ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়।”— কথাটি প্রকাশ করছে— i. ভুলের পক্ষাবলম্বন ii. মানসিক ঔদার্য iii. সত্যনিষ্ঠা নিচের কোনটি সঠিক?
উত্তরঃ ii ও iii
প্রশ্ন 60.ভুলের মধ্যে সত্যকে পাওয়ার উপায় হলো- i. ভুল থেকে শিক্ষা নেওয়া ii. বিনয়ী হওয়া iii. আত্মসচেতন হওয়া নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও iii
প্রশ্ন 61.ভুলের মধ্য দিয়ে কীভাবে সত্যকে পাওয়া যায়?
উত্তরঃ ভুল স্বীকার করে
প্রশ্ন 62.‘আমার পথ' প্রবন্ধ অনুসারে ভুলের মাধ্যমে সত্যকে পাওয়ার উপায় হলো-
উত্তরঃ নিজের ভুল স্বীকার করে নেওয়া
প্রশ্ন 63.‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেওয়ার কপটতা কিংবা জেদকে নজরুল কী বলেছেন?
উত্তরঃ ভণ্ডামি
প্রশ্ন 64.ভুলের মধ্যে সত্যকে পাওয়ার উপায় হলো—
উত্তরঃ ভুল থেকে শিক্ষা নেওয়া ও আত্মসচেতন হওয়া
প্রশ্ন 65.চণ্ডীদাস বলেন, “সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই”- এখানে ‘আমার পথ' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে?
উত্তরঃ সাম্প্রদায়িক সম্প্রীতি
প্রশ্ন 66.হিন্দু-মুসলমান মিলনের অন্তরায় কোথায়?
উত্তরঃ মনুষ্যধর্মকে মূল্য না দেয়া
প্রশ্ন 67.“যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না।” রচনার? - বাক্যটি কোন
উত্তরঃ আমার পথ
প্রশ্ন 68.কুর্ণিশ' শব্দের অর্থ কী?
উত্তরঃ অভিবাদন
প্রশ্ন 69.সারথি' শব্দের অর্থ কী?
উত্তরঃ রথ চালক
প্রশ্ন 70.সম্মানের চিরনির্বাসন' কথাটির গভীরে কোন বিষয়টি নিহিত?
উত্তরঃ আত্মদহন
প্রশ্ন 71.'আমার পথ' প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
প্রশ্ন 75.‘আমার পথ’ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম নিজেকে নিজের ক্ষেত্রে তুলনা করেছেন যেটির সঙ্গে i. কর্ণধার ii. পথপ্রদর্শক iii. কাণ্ডারি নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 76.‘আমার পথ' প্রবন্ধে ফুটে উঠেছে— i. দেশপ্রেম ii. সত্যের স্বরূপ iii. আত্মনির্ভরতা নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 77.সত্য যেভাবে পথ দেখায় ‘আমার পথ' প্রবন্ধানুসারে— i. ত্যাগী করে ii. আত্মনির্ভরশীল করে iii. আত্মাকে চিনিয়ে দেয় নিচের কোনটি সঠিক?
উত্তরঃ ii ও iii
প্রশ্ন 78.‘আমার পথ' প্রবন্ধে স্পষ্ট কথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন?
উত্তরঃ অভিশাপ রথের সারথি
প্রশ্ন 79.‘আমার পথ' প্রবন্ধের লেখক বিপথ বলতে কোন পথকে বুঝিয়েছেন?
উত্তরঃ সত্যের বিরোধী পথ
প্রশ্ন 80.নজরুলের মতে নিজের সত্যকে বড় মনে করার দম্ভ- i. মাথা উঁচু করে ii. পুরুষ করে iii. ডোন্ট কেয়ার ভাব আনে নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 81.উদ্দীপকের নিজ পায়ে দাঁড়ানোর জন্য 'আমার পথ'-এ কোন দিকটিকে গুরুত্ব দেওয়া হয়েছে?
উত্তরঃ নিজকে চিনে নিজ সত্যে পথ চলায়
প্রশ্ন 82.উদ্দীপক ও ‘আমার পথ অনুসারে আমাদের নিচের কোনটির অভাব রয়েছে?
উত্তরঃ আত্মনির্ভরতা
প্রশ্ন 83.উদ্দীপকের শিক্ষক ‘আমার পথ” প্রবন্ধের কার সাথে সাদৃশ্যপূর্ণ?
উত্তরঃ গান্ধীজি
প্রশ্ন 84.উদ্দীপক ‘আমার পথ' প্রবন্ধের যে অনুষঙ্গ ধারণ করে তা হলো- i. দাসত্ব ii. স্বাবলম্বন iii. পরাবলম্বন নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও iii
প্রশ্ন 85.'আমার পথ' প্রবন্ধ অনুসারে কোন জিনিসটি তামিমের লেখক সত্তাকে বাধাগ্রস্ত করেছে?
উত্তরঃ পরাবলম্বন
প্রশ্ন 86.হুমায়ূন আহমেদ-এর প্রতি তামিমের অন্ধভক্তির কারণ— i. নিজের সত্যকে প্রকাশ করতে না জানা ii. আপন সত্তাকে আবিষ্কার করতে না পারা iii. নিজের প্রতি বিশ্বাস না থাকা নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 87.উদ্দীপকের গৃহশিক্ষকের সাথে মিল রয়েছে 'আমার পথ' প্রবন্ধের
উত্তরঃ মহাত্মা গান্ধীর
প্রশ্ন 88.গৃহশিক্ষকের উক্তিতে প্রকাশ পেয়েছে—
উত্তরঃ স্বাবলম্বন2
প্রশ্ন 89.উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের প্রতিফলিত দিক কোনটি?
উত্তরঃ আত্মনির্ভরতা
প্রশ্ন 90.উক্ত ভাবটি নিচের কোন বাক্যে ফুটে উঠেছে?
উত্তরঃ আমার কর্ণধার আমি
প্রশ্ন 91.উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের প্রতিফলিত দিক কোনটি?
উত্তরঃ আত্মনির্ভরতা
প্রশ্ন 92.উক্ত ভাবটি নিচের কোন বাক্যে ফুটে উঠেছে?
উত্তরঃ আমার কর্ণধার আমি
প্রশ্ন 93.উদ্দীপকে তুলে ধরা হয়েছে ‘আমার পথ' প্রবন্ধে প্রকাশিত— ধারণা
উত্তরঃ সত্যের
প্রশ্ন 94.উক্ত দিকটি সম্পর্কে প্রাবন্ধিকের মূল্যায়ন হলো= i. সত্য অবিনয়ী হতে শেখায় ii. সত্যের সবসময় জয় হয় iii. সত্যনিষ্ঠ ব্যক্তি নিৰ্ভীক হয় নিচের কোনটি সঠিক?
উত্তরঃ ii ও iii
প্রশ্ন 95.উদ্দীপকের কাইউম সাহেবের সাথে মিল আছে 'আমার পথ' প্রবন্ধের --
প্রশ্ন 97.উদ্দীপকের বিষয়বস্তু 'আমার পথ' প্রবন্ধের কোন অংশের প্রতিফলন?
উত্তরঃ শেষ অংশ
প্রশ্ন 98.উদ্দীপকের বিষয়বস্তুর সাথে 'আমার পথ' প্রবন্ধে কোন ধর্মের ওপর জোর দেওয়া হয়েছে?
উত্তরঃ মানবধর্ম
প্রশ্ন 99.উদ্দীপকের বক্তব্যের সাথে 'আমার পথ' প্রবন্ধের কোন ভাবের সাদৃশ্য রয়েছে— i. আত্মনির্ভরতায় ii. ভুল থেকে শিক্ষা নেয়ার iii. সত্যকে চেনার মধ্যে নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 100.উদ্দীপকটি ‘আমার পথ' প্রবন্ধের যে বাক্যকে সমর্থন করে?
উত্তরঃ ভুলের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়
প্রশ্ন 101.উদ্দীপকটিতে 'আমার পথ' প্রবন্ধের যে দিকটি প্রকাশিত হয়েছে-
উত্তরঃ সত্যের বন্দনা
প্রশ্ন 102.উদ্দীপক এবং 'আমার পথ' প্রবন্ধে প্রাধান্য পেয়েছে— i. জীবনবন্দনা ii. আত্মনির্ভরশীলতা iii. মানবধর্ম নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 103.‘আমার পথ’ প্রবন্ধের আলোকে উদ্দীপকের রহিমের রঞ্জনের বাড়িতে না যাওয়ার কারণ কী?
উত্তরঃ ধর্মীয় গোঁড়ামি
প্রশ্ন 104.‘আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম কোন ধর্মে বিশ্বাসী যা উদ্দীপকে অনুপস্থিত?
উত্তরঃ মানবধর্মে
প্রশ্ন 105.উদ্দীপকে ‘আমার পথ' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে?
উত্তরঃ অসাম্প্রাদয়িক ভাবনা
প্রশ্ন 106.উদ্দীপক ও ‘আমার পথ' প্রবন্ধে কবি যে ধর্মের কথা বলেছেন, তা হলো-
উত্তরঃ মানব
প্রশ্ন 107.উদ্দীপকের কবিতাংশটি আমি চিনেছি আমারে' চরণ দ্বারা কী প্রকাশিত হয়েছে?
উত্তরঃ নিজের সত্যকে চেনা
প্রশ্ন 108.উদ্দীপকের আমি চিনেছি আমারে চরণটি ‘আমার পথ' প্রবন্ধের কোন উক্তির সাথে সাদৃশ্যপূর্ণ?