বাংলা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ( মানবিক+বিজ্ঞান +কলা )


Questions And Answers


প্রশ্ন 1. বাংলা সাহিত্যপাঠ অপরিচিতা
উত্তরঃ ্নিম্নে অপরিচিতা অধ্যায়ের প্রশ্ন ও উত্তর দেওয়া হলো
প্রশ্ন 2. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৮৬১ সালে
প্রশ্ন 3. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতারিখ কোনটি?
উত্তরঃ ২৫ বৈশাখ
প্রশ্ন 4. বিশ শতকে রচিত রবীন্দ্র ছোটগল্পে প্রাধান্য লাভ করেছে কী?
উত্তরঃ বাস্তবতা
প্রশ্ন 5. তিনি ছিলেন অনন্য চিত্রশিল্পী, অনুসন্ধিৎসু বিশ্বপরিব্রাজক, দক্ষ সম্পাদক এবং অসামান্য শিক্ষা-সংগঠক ও চিন্তক।”— কোন কবি বা লেখকের পরিচয়দানকালে এ কথা বলা হয়েছে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন 6. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তরঃ ১৯১৩ সালে
প্রশ্ন 7. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাট্যগ্রন্থ কোনটি?
উত্তরঃ ডাকঘর
প্রশ্ন 8. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
উত্তরঃ বনফুল
প্রশ্ন 9. রবীন্দ্রনাথের প্রথম কাব্য যখন প্রকাশিত হয় তখন তার বয়স কত ছিল?
উত্তরঃ ১৫ বছর
প্রশ্ন 10. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৯৪১
প্রশ্ন 11. পরিবারে অনুপমের আসল অভিভাবক কে?
উত্তরঃ মামা
প্রশ্ন 12. থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা। - অনুপমের এ উদ্ভিতে প্রকাশ পেয়েছে তার— i. অপারগতাii. পরনির্ভরতাiii. ব্যক্তিত্বহীনতা নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 13. 'এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে।'- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তরঃ জীবনটা তুচ্ছ
প্রশ্ন 14. অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি?
উত্তরঃ মৃত্যু
প্রশ্ন 15. তবু ইহার বিশেষ মূল্য আছে- এখানে মূল্য বলতে বোঝানো হয়েছে—
উত্তরঃ অনুপমের জীবনের
প্রশ্ন 16. অপরিচিতা' গল্পে অনুপম তার বিয়ে ভেঙে যাওয়ার কত বছর পর গল্প লিখেছেন?
উত্তরঃ ৪ বার
প্রশ্ন 17. কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করতেন?
উত্তরঃ পণ্ডিতমশাই
প্রশ্ন 18. অনুপমের পিতার অর্জিত সম্পত্তি ভোগ করার সময় না পাওয়ার কারণ কী?
উত্তরঃ অকালমৃত্যু
প্রশ্ন 19. আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোটো ভাইটি’– ‘অপরিচিতা' গল্পের অনুপমের এই উক্তিতে তার কোন চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
উত্তরঃ স্বাবলম্বন
প্রশ্ন 20. অনুপমের উপর তার মামার ছিল—
উত্তরঃ অনুপমের উপর তার মামার ছিল—
প্রশ্ন 21. ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদীটির নাম কী?
উত্তরঃ ফল্গু
প্রশ্ন 22. অপরিচিতা' গল্পে উল্লিখিত ‘ফল্গু নদীর বৈশিষ্ট্য কী?
উত্তরঃ অন্তঃসলিলা
প্রশ্ন 23. 'অপরিচিতা' গল্পে অনুপমের অবকাশের সাথে তুলনা করা হয়েছিল—
উত্তরঃ মরুভূমির
প্রশ্ন 24. অপরিচিতা' গল্পে আসর জমাতে অদ্বিতীয় কে?
উত্তরঃ হরিশ