BCS বাংলা ভাষা ও সাহিত্য ঃ ৩৫ নম্বর


Questions And Answers


প্রশ্ন 1. বাংলা সাহিত্যের যুগ বিভাগ
উত্তরঃ বাংলা সাহিত্যের যুগ বিভাগ
প্রশ্ন 2. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮০০ খ্রিঃ
প্রশ্ন 3. "বাংলা একাডেমী" কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৫৫ খ্রিষ্টাব্দে
প্রশ্ন 4. বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
উত্তরঃ ব্রাক্ষী লিপি
প্রশ্ন 5. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি?
উত্তরঃ চর্যাপদ
প্রশ্ন 6. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
উত্তরঃ পাল
প্রশ্ন 7. চর্যাপদ' প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
উত্তরঃ বঙ্গীয় সাহিত্য পরিষদ
প্রশ্ন 8. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' -এর আবিষ্কারক----
উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী
প্রশ্ন 9. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে ------
উত্তরঃ প্রাকৃত
প্রশ্ন 10. চর্যাপদ কোথা থেকে আবিস্কৃত হয়?
উত্তরঃ নেপালের রাজ গ্রন্থশালা
প্রশ্ন 11. 'চর্যাপদে' কার পদ সবচেয়ে বেশি?
উত্তরঃ কাহ্নপা
প্রশ্ন 12. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
উত্তরঃ ১৯০৭
প্রশ্ন 13. চর্যাপদ কোন ছন্দে লেখা ?
উত্তরঃ মাত্রাবৃত্ত
প্রশ্ন 14. বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে ---বাংলা সাহিত্যের প্রাচীন যুগ।
উত্তরঃ ৬৫০-১২০০
প্রশ্ন 15. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
উত্তরঃ চর্যাপদ বা দোহাকোষ
প্রশ্ন 16. চর্যাপদে কতজন কবির পদ রয়েছে?
উত্তরঃ ২৪ জন
প্রশ্ন 17. ড. মুহম্মদ শহীদুষ্লাহর মতে, চর্যাপদের ভাষা-
উত্তরঃ বঙ্গ-কামরূপী
প্রশ্ন 18. প্রাচীন বাংলা সাহিত্যের প্রধান সেখলবন্দি গদ্য কারা?
উত্তরঃ প্রাচীন বাংলা সাহিত্যের প্রধান সেখলবন্দি গদ্যের লেখক হলেন বুদ্ধদেব ও রাজশেখর।