বিদ্রোহী (কাজী নজরুল ইসলাম)


Questions And Answers


প্রশ্ন 1. কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়?
উত্তরঃ মহাশ্মশান
প্রশ্ন 2. ‘সাম্যের গান’ বলতে কাজী নজরুল ইসলাম কী বুঝিয়েছেন?
উত্তরঃ সাম্প্রদায়িক সম্প্রীতির কথা
প্রশ্ন 3. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়?
উত্তরঃ ৪৩
প্রশ্ন 4. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে লেটুর দলে যোগ দেন ?
উত্তরঃ ১২
প্রশ্ন 5. কাজী নজরুল ইসলাম কতসালে প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দেন?
উত্তরঃ ১৯১৭
প্রশ্ন 6. কাজী নজরুল ইসলামের কোন বইটি বাজেয়াপ্ত হয়েছিল ?
উত্তরঃ যুগবাণী
প্রশ্ন 7. কোনটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা নয়?
উত্তরঃ সবুজপত্র
প্রশ্ন 8. কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি?
উত্তরঃ পদ্মগোখরা
প্রশ্ন 9. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি ?
উত্তরঃ ধূমকেতু
প্রশ্ন 10. কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি?
উত্তরঃ রাত্রিশেষ
প্রশ্ন 11. কোন লেখাটির কারণে কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন
উত্তরঃ আনন্দময়ীর আগমনে
প্রশ্ন 12. কাজী নজরুল ইসলাম কোনটিকে নমস্কার জানিয়েছেন?
উত্তরঃ সত্যকে
প্রশ্ন 13. কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা-
উত্তরঃ ধুমকেতু
প্রশ্ন 14. কোন সালে কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়?
উত্তরঃ ১৯৭৬
প্রশ্ন 15. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী?
উত্তরঃ ব্যথার দান
প্রশ্ন 16. বাংলাদেশের জাতীয় কবির জন্ম সন হিসেবে কোনটি সঠিক?
উত্তরঃ ১৮৯৯
প্রশ্ন 17. পিতার মৃত্যুর পর কাজী নজরুল ইসলাম কীসে পতিত হন?
উত্তরঃ চরম দারিদ্র্যে
প্রশ্ন 18. কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে প্রাইমারি পাস করেন?
উত্তরঃ ১৩১৬
প্রশ্ন 19. কাজী নজরুল ইসলাম কোথা থেকে প্রাইমারি পাস করেন?
উত্তরঃ মক্তব
প্রশ্ন 20. কাজী নজরুল ইসলাম গ্রামের মক্তবে কত বছর শিক্ষকতা করেন?
উত্তরঃ এক বছর
প্রশ্ন 21. কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়?
উত্তরঃ ১৯২০
প্রশ্ন 22. বাঙালি পল্টন ভেঙে দেওয়ার পর কাজী নজরুল ইসলাম কোথায় ফিরে আসেন?
উত্তরঃ কলকাতায়
প্রশ্ন 23. কোন উপাধিটি কাজী নজরুল ইসলাম পাননি?
উত্তরঃ বাবু সাহেব
প্রশ্ন 24. নিচের কোনটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা?
উত্তরঃ নবযুগ
প্রশ্ন 25. নিচের কোনটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা?
উত্তরঃ ধূমকেতু
প্রশ্ন 26. শির নেহারি আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির।'- চরণটিতে মূলত কী প্রকাশ পেয়েছে?
উত্তরঃ তীব্র আত্মবিশ্বাস
প্রশ্ন 27. 'বিদ্রোহী' কবিতায় নত শিরের সঙ্গে কিসের সম্পর্ক রয়েছে?
উত্তরঃ হিমাদ্রির
প্রশ্ন 28. আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল'- এই পক্তির মাধ্যমে বোঝানো হয়েছে—
উত্তরঃ কবির কোনো পরোয়া নেই
প্রশ্ন 29. বিদ্রোহী' কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কীসের?
উত্তরঃ এলানো কেশের
প্রশ্ন 30. 'চির উন্নত মম শির'- কথাটি কীসের পরিচায়ক?
উত্তরঃ অন্যায়ের সামনে মাথা নত না করার
প্রশ্ন 31. 'বিদ্রোহী' কবিতায় কার উন্নত শিরের কথা বলা হয়েছে?
উত্তরঃ কবির
প্রশ্ন 32. বিদ্রোহী' কবিতায় কবি নিজেকে কার সুত হিসেবে পরিচয় দিয়েছেন?
উত্তরঃ ইন্দ্ৰাণী
প্রশ্ন 33. কবির হাতে কেমন বাঁশির কথা বলা হয়েছে?
উত্তরঃ বাঁকা বাঁশের বাঁশি
প্রশ্ন 34. ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য।' চরণটিতে প্রকাশ পেয়েছে—
উত্তরঃ প্রেম ও দ্রোহ
প্রশ্ন 35. মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য – চরণটিতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ প্রেম ও দ্রোহ
প্রশ্ন 36. বিদ্রোহী' কবিতায় কবি কাকে কুর্নিশ করেন?
উত্তরঃ নিজেকে
প্রশ্ন 37. বিদ্রোহী' কবিতায় প্রণবনাদ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ ওঙ্কার ধ্বনি
প্রশ্ন 38. বিদ্রোহী' কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন?
উত্তরঃ বিশ্বামিত্র
প্রশ্ন 39. তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে। ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাথে 'বিদ্রোহী' কবিতায় কার মিল রয়েছে?
উত্তরঃ ক্ষ্যাপা দুর্বাসার
প্রশ্ন 40. কবি নজরুল দাবানল হয়ে কী দাহন করবেন?
উত্তরঃ বিশ্ব
প্রশ্ন 41. কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিঃক্ষত্রিয় করবেন?
উত্তরঃ পরশুরাম
প্রশ্ন 42. বিদ্রোহী' কবিতায় কবি বিশ্বকে নিঃক্ষত্রিয় করতে চান কেন?
উত্তরঃ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য
প্রশ্ন 43. কার ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না'- বলে 'বিদ্রোহী' কবিতার কবির কামনা?
উত্তরঃ উৎপীড়িতের
প্রশ্ন 44. সুত' শব্দের অর্থ কী?
উত্তরঃ পুত্র
প্রশ্ন 45. বেদুইন-এর সঙ্গে সম্পর্ক রয়েছে কোন দেশের?
উত্তরঃ আরবের
প্রশ্ন 46. চেঙ্গিস খান (১১৬২-১২২৭) ছিলেন- i. একজন মুসাফির ii. সামরিক নেতা iii. মোঙ্গল জাতির অন্যতম যোদ্ধা নিচের কোনটি সঠিক?
উত্তরঃ ii ও iii
প্রশ্ন 47. ক্ষত্রিয়কুলে জন্মগ্রহণ করেও ব্রাহ্মণত্ব লাভ করেন কে?
উত্তরঃ বিশ্বামিত্র
প্রশ্ন 48. 'বিদ্রোহী' কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তরঃ অগ্নিবীণা
প্রশ্ন 49. 'মুষ্টিবদ্ধ উদ্ধত বাহু আর ঝলসানো দৃষ্টিতে বিপ্লব অনিবার্য- উক্ত বাক্যের বিষয়বস্তু তোমার পঠিত কোন কবিতার সঙ্গে সংগতিপূর্ণ?
উত্তরঃ বিদ্রোহী
প্রশ্ন 50. 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ ১৯২২ সাল
প্রশ্ন 51. জাগ রে কৃষাণ, সব তো গেছে, কিসের আর ভয়'- উদ্দীপকটিতে 'বিদ্রোহী' কবিতার যে ভাব ফুটে উঠেছে-
উত্তরঃ বিদ্রোহ
প্রশ্ন 52. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পক্তি কোনটি?
উত্তরঃ বলবীর বল উন্নত মম শির!
প্রশ্ন 53. উদ্দীপকে ‘বিদ্রোহ' কবিতার কোন ভাবের প্রকাশ ঘটেছে?
উত্তরঃ অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান