প্রশ্ন 13.'বিলাসী' গল্পের ন্যাড়া কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত?
উত্তরঃ দুই ক্রোশ
প্রশ্ন 14.মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত?
উত্তরঃ থার্ড ক্লাস
প্রশ্ন 15.গ্রামের এক প্রান্তে মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল?
উত্তরঃ আম-কাঁঠালের
প্রশ্ন 16.মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করতেন?
উত্তরঃ খুড়া
প্রশ্ন 17.উপরের আদালতের হুকুম' বলতে কার নির্দেশ বোঝানো হয়েছে?
উত্তরঃ স্রষ্টার
প্রশ্ন 18."গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম।” 'সুনাম' কথাটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ দুর্নাম
প্রশ্ন 19.বিলাসী” গল্পে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে?
উত্তরঃ বুড়ো মালো
প্রশ্ন 20.‘যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম।'- এখানে 'বস্তুটি' বলতে 'বিলাসী' গল্পে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ প্রেম
প্রশ্ন 21.বলিলাম, ‘পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও।'— উক্তিটিতে ন্যাড়ার যে মনোভাব প্রকাশ পেয়েছে-
উত্তরঃ আত্মসম্মানবোধ
প্রশ্ন 22.ইহা আর একটি শক্তি।'- উক্তিতে কোন শক্তির কথা বলা হয়েছে?
উত্তরঃ ভালোবাসা
প্রশ্ন 23.“নালতের মিত্তির বলিয়া সমাজে আর তাঁর মুখ বাহির করিবার যো রহিল না।” মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ার একথা বলার কারণ— i. মৃত্যুঞ্জয় সাপুড়ে মেয়ে বিলাসীকে নিকা করেছে ii. মৃত্যুঞ্জয় বিলাসীর হাতে ভাত খেয়েছে iii. মৃত্যুঞ্জয় একটি মেয়েকে নিয়ে পালিয়েছে নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 24.'রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না' এখানে কোন খাবারের কথা বলা হয়েছে?
উত্তরঃ রুটি
প্রশ্ন 25.“বাবুরা, আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি।'- বিলাসী এ কথা কেন বলেছিল? i. শিয়াল-কুকুরে খেয়ে যাবে ii. রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না iii. মৃত্যুঞ্জয় মরে যাবে নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 26.মৃত্যুঞ্জয়কে অন্নপাপে দায়ী করা হলো কেন?
উত্তরঃ সাপুড়ের মেয়ের হাতে ভাত খেয়েছে বলে
প্রশ্ন 27.বিলাসী' গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে?
উত্তরঃ ইংরেজকে
প্রশ্ন 28.যমরাজ' শব্দটির অর্থ কোনটি?
উত্তরঃ মৃত্যু
প্রশ্ন 29.'তিলার্ধ' শব্দটি দিয়ে 'বিলাসী' গল্পে বোঝানো হয়েছে- i. তিল পরিমাণ সময়ের অর্ধ ii. মুহূর্তমাত্র iii. পরক্ষণেই নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 30.অকালকুষ্মাণ্ড' শব্দটি 'বিলাসী' গল্পে কোন অর্থ নির্দেশ করেছে?
উত্তরঃ অকর্মণ্য ব্যক্তি
প্রশ্ন 31.'নিকা' শব্দটি 'বিলাসী' গল্পে কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ 'নিকা' শব্দটি 'বিলাসী' গল্পে কী অর্থে ব্যবহৃত হয়েছে?
প্রশ্ন 32.'বিলাসী' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? অথবা, 'বিলাসী' গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তরঃ ভারতী
প্রশ্ন 33.'বিলাসী' গল্পের প্রেক্ষাপট হলো—
উত্তরঃ তৎকালীন হিন্দু সমাজব্যবস্থা
প্রশ্ন 34.বিলাসীর করুণ পরিণতির জন্য দায়ী- i. তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজব্যবস্থা ii. মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ার ষড়যন্ত্র iii. মৃত্যুঞ্জয়ের সাপুড়ে হওয়া নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 35.'বিলাসী' গল্পে কোন সময়ের সমাজব্যবস্থার স্বরূপ উন্মোচিত হয়েছে?
উত্তরঃ বিশ শতকের
প্রশ্ন 36.চরিত্র ও ঘটনা বর্ণনার ক্ষেত্রে শরৎচন্দ্র-
উত্তরঃ নিরপেক্ষ অবস্থানে থেকেছেন
প্রশ্ন 37.'বিলাসী' গল্পের নামকরণে কিসের ওপর প্রাধান্য দেওয়া হয়েছে?
উত্তরঃ কেন্দ্রীয় চরিত্র
প্রশ্ন 38.'বিলাসী' গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
উত্তরঃ বিলাসী
প্রশ্ন 39.'বিলাসী' গল্পের বিলাসী কিসের প্রতীক?
উত্তরঃ প্রেমনিষ্ঠার
প্রশ্ন 40.'বিলাসী' গল্পে বিলাসীর প্রেমের মহিমাময় আলোয় ধরা পড়েছে— i. সমাজজীবনের অনুদারতা ও রক্ষণশীলতা ii. সমাজজীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারা iii. অসাম্প্রদায়িক মানসিকতা নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 41.'বিলাসী' গল্পে ফুটে উঠেছে— i. বিশ শতকের সমাজচিত্র ii. রক্ষণশীল মুসলিম সমাজচিত্র iii. রক্ষণশীল হিন্দু সমাজচিত্র নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও iii
প্রশ্ন 42.বিলাসী' গল্পে ফুটে উঠেছে তৎকালীন হিন্দু সমাজের-
উত্তরঃ বর্ণবৈষম্য
প্রশ্ন 43.'বিলাসী' গল্পের সমাজব্যবস্থায় কোন বিষয়টি ফুটে উঠেছে?
উত্তরঃ নিষ্ঠুর সমাজচিত্র
প্রশ্ন 44.“বাবুরা, আমাকে একটিবার ছেড়ে দাও।”- বিলাসী কেন একথা বলেছিল?
উত্তরঃ রুটিগুলো ঘরে দেওয়ার জন্য
প্রশ্ন 45.উদ্দীপকে ফাতেমা বিনতে আব্দুর রহমান কাকে প্রতিনিধিত্ব করে?
উত্তরঃ বিলাসী
প্রশ্ন 46.উদ্দীপকে 'বিলাসী' গল্পের কোন সমাজ বাস্তবতা প্রতিফলিত হয়েছে?
উত্তরঃ জাতিভেদ
প্রশ্ন 47.উদ্দীপকে 'বিলাসী' গল্পের যে দিকটি ফুটে উঠেছে-
উত্তরঃ জাতিভেদ
প্রশ্ন 48.উদ্দীপকের 'তিন্নি' চরিত্রের যেসব বৈশিষ্ট্য 'বিলাসী' গল্পে পাওয়া যায় 'বিলাসী' চরিত্রের মধ্যে- i. কর্মনিপুণ ii. সৌন্দর্যের অহংকার iii. সেবাব্রতী নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও iii
প্রশ্ন 49.প্রীতিময় চাকমার সাথে 'বিলাসী' গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?
উত্তরঃ বিলাসীর
প্রশ্ন 50.প্রীতিময় চাকমার প্রতি হোটেল মালিকের মনোভাব 'বিলাসী' গল্পের যে প্রসঙ্গের সাথে সংগতিপূর্ণ, তা হলো— 1. সংকীর্ণতা . ii ব্রাহ্মণ্যবাদ iii অস্পৃশ্যতা নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 51.উদ্দীপকের সমীর চরিত্রের সাথে 'বিলাসী' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে
উত্তরঃ মৃত্যুঞ্জয়
প্রশ্ন 52.উদ্দীপকের উপেন্দ্রনাথ চরিত্রের মধ্যে 'বিলাসী' গল্পের যে সামাজি সমস্যাটি নিহিত তা হলো-
উত্তরঃ শ্রেণিবৈষম্য
প্রশ্ন 53.উদ্দীপকের শোভনের মতো 'বিলাসী' গল্পের কোন চরিত্রটি এবং পরিস্থিতির শিকার?
উত্তরঃ মৃত্যুঞ্জয়
প্রশ্ন 54.উদ্দীপকে 'বিলাসী' গল্পের কোন সামাজিক দিক লক্ষণীয়?
উত্তরঃ বর্ণপ্রথা
প্রশ্ন 55.উদ্দীপকের সঙ্গে সংগতিপূর্ণ চরিত্র কোনটি?
উত্তরঃ বিলাসী
প্রশ্ন 56.উক্ত চরিত্রের স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গনের প্রকৃত কারণ কোনটি?
উত্তরঃ প্রেম
প্রশ্ন 57.উদ্দীপকের ভূপেন্দ্রনাথের সাথে 'বিলাসী' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
উত্তরঃ খুড়া
প্রশ্ন 58.উদ্দীপকে এবং 'বিলাসী' গল্পে কোন সামাজিক সমস্যা নিহিত রয়েছে