বিপ্লব


Questions And Answers


প্রশ্ন 1. কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয়?
উত্তরঃ তিউনিশিয়া
প্রশ্ন 2. রুশ বিপ্লব সংঘটিত হয় কত সালে?
উত্তরঃ ১৯১৭
প্রশ্ন 3. ফরাসি বিপ্লবের স্লোগান কী ছিল?
উত্তরঃ স্বাধীনতা, সাম্য, মৈত্রী
প্রশ্ন 4. ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়
উত্তরঃ আঠার শতকে
প্রশ্ন 5. শিল্প বিপ্লব কখন শুরু হয়েছিল?
উত্তরঃ অষ্টাদশ শতাব্দীতে
প্রশ্ন 6. ১৮৫৭ সালের সিপাহী বিপ্লবে স্বাধীনতা আন্দোলন শুরু হয় কোথা থেকে?
উত্তরঃ মিরাট
প্রশ্ন 7. কোন বিপ্লবে জনতা বাস্তিল দুর্গ গুড়িয়ে দেয় ?
উত্তরঃ ফরাসি বিপ্লব
প্রশ্ন 8. অক্টোবর বিপ্লব সংঘটিত হয় কোন দেশে ?
উত্তরঃ রাশিয়া
প্রশ্ন 9. নীল বিপ্লব কোন দেশে হয়?
উত্তরঃ কুয়েত
প্রশ্ন 10. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবন কী ধরনের বিপ্লব ছিল?
উত্তরঃ মানসিক
প্রশ্ন 11. শিল্প বিপ্লব কখন হয়েছিল ?
উত্তরঃ ১৭৬০-১৮৩০ সালে
প্রশ্ন 12. সর্বপ্রথম কোথায় শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল?
উত্তরঃ রাশিয়া
প্রশ্ন 13. কোন বিপ্লবের মধ্য দিয়ে বাস্তিল দুর্গের পতন ঘটে?
উত্তরঃ ফরাসী বিপ্লব
প্রশ্ন 14. ফরাসি বিপ্লবের মেয়াদকাল
উত্তরঃ ১৭৮৯-১৭৯৯
প্রশ্ন 15. হো চি মিন কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন ?
উত্তরঃ ভিয়েতনাম
প্রশ্ন 16. সাংস্কৃতিক বিপ্লব কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ চীন
প্রশ্ন 17. দান্তে ____ বিপ্লবের নেতা ছিলেন।
উত্তরঃ ফরাসী
প্রশ্ন 18. বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দার কত সালে শহিদ হন?
উত্তরঃ 1932
প্রশ্ন 19. অরেঞ্জ বিপ্লব কোথায় সংঘটিত হয়?
উত্তরঃ ইউক্রেন
প্রশ্ন 20. 'শিল্প বিপ্লব' শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
উত্তরঃ ফরাসি কূটনীতিক
প্রশ্ন 21. 'আরব বসন্ত' বলতে কি বুঝায়?
উত্তরঃ আরবের বিভিন্ন দেশে গনজাগরণ