বিভীষণের প্রতি মেঘনাদ (মাইকেল মধুসূদন দত্ত)


Questions And Answers


প্রশ্ন 1. ‘ওরা কদম আলি’ নাটকটি লিখেছেন?
উত্তরঃ মামুনুর রশীদ
প্রশ্ন 2. ’গীতগোবিন্দ’ কে লিখেছেন?
উত্তরঃ জয়দেব
প্রশ্ন 3. ‘শেষ রাত্রির তারা “ কে লিখেছেন ?
উত্তরঃ আবু জাফর শামসুদ্দিন
প্রশ্ন 4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ‘বিদ্যাসাগর’ উপাধি দেয়া হয় কোন কলেজ হতে?
উত্তরঃ সংস্কৃত কলেজ
প্রশ্ন 5. 'ময়মনসিংহ গীতিকার' - সম্পাদক কে?
উত্তরঃ ডাঃ দীনেশচন্দ্র সেন
প্রশ্ন 6. আল মাহমুদের কাব্যগন্থ নয় কোনটি?
উত্তরঃ উপমহাদেশ
প্রশ্ন 7. অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
উত্তরঃ মাইকেল মদুসুধন দত্ত
প্রশ্ন 8. ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর কে 'বিদ্যাসাগর' উপাধি দেয়া হয় কোন কলেজ হতে ?
উত্তরঃ সংস্কৃত কলেজ
প্রশ্ন 9. জসীমউদদীন ‘কবর’ প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় ?
উত্তরঃ কল্লোল
প্রশ্ন 10. কোন ঔপান্যাসিক নিখোঁজ হয়েছিলেন ?
উত্তরঃ শহীদুল্লাহ কায়সার
প্রশ্ন 11. নন্দিনী কোন নাটকের চরিত্র ?
উত্তরঃ রক্ত করবী
প্রশ্ন 12. কোন লেখক চলচ্চিত্র পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেন?
উত্তরঃ জাহির রায়হান
প্রশ্ন 13. ‘ধুমকেতু' নামের পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
প্রশ্ন 14. কোন্‌টি সৈয়দ ওয়ালীউল্লাহু লিখিত নাটকের নাম?
উত্তরঃ বহিপীর
প্রশ্ন 15. পূর্ণিমার চাঁদ কে ঝলসানাে রুটির সঙ্গে তুলনা করেছেন কে?
উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য
প্রশ্ন 16. মৈমনসিংহ গীতিকা কে সংকলন ও সম্পাদনা করেন?
উত্তরঃ ডঃ দীনেশচন্দ্র সেন
প্রশ্ন 17. একুশের প্রথম সংকলনের সম্পাদক কে?
উত্তরঃ হাসান হাফিজুর রহমান
প্রশ্ন 18. 'নূরুল দীনের সারা জীবন' নাটকের রচয়িতা কে?
উত্তরঃ সৈয়দ শামসুল হক
প্রশ্ন 19. “মাসুদ রানা” সিরিজের লেখক কে?
উত্তরঃ কাজী আনােয়ার হােসেন
প্রশ্ন 20. বেগম রােকেয়ার জন্মস্থান কোন জেলায়?
উত্তরঃ রংপুর
প্রশ্ন 21. পতঞ্জলি কে ছিলেন?
উত্তরঃ দার্শনিক।
প্রশ্ন 22. শাহনামা' মহাকাব্যের রচয়িতা কে?
উত্তরঃ ফেরদৌস
প্রশ্ন 23. বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না' কে বলেছেন?
উত্তরঃ কাজী নজরুল ইসলায়
প্রশ্ন 24. সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?
উত্তরঃ ২১
প্রশ্ন 25. নিচের কোন লেখক রাশিয়ার?
উত্তরঃ ম্যাক্সিম গাের্কি।
প্রশ্ন 26. পতঞ্জলি কে ছিলেন?
উত্তরঃ দার্শনিক
প্রশ্ন 27. সারা দুপুর’ কাব্যের রচয়িতা কে?
উত্তরঃ আহসান হাবীব
প্রশ্ন 28. যৌবনের গান’ কে লিখেছেন?
উত্তরঃ নজরুল
প্রশ্ন 29. 'হাজার বছর ধরে' কে লিখেছেন?
উত্তরঃ মুনীর চৌধুরী
প্রশ্ন 30. বেগম রােকেয়ার পুরাে নাম কী?
উত্তরঃ রােকেয়া সাখাওয়াত হােসেন
প্রশ্ন 31. কোনটি মুনীর চোধুরী লিখেন নি?
উত্তরঃ সংশপ্তক
প্রশ্ন 32. ‘পুতুল নাচের ইতিকথা' কে লিখেছেন?
উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়
প্রশ্ন 33. বীরাঙ্গনা কাব্য’ কে লিখেছেন?
উত্তরঃ মধুসূদন দত্ত
প্রশ্ন 34. মুনির চৌধুরীর কবর’ নাটকের উপজীব্য বিষয় কি?
উত্তরঃ ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
প্রশ্ন 35. নিচের কোনটি আলাওলের কাব্য?
উত্তরঃ পদ্মাবতী
প্রশ্ন 36. সনেটের প্র্রবর্তক কে?
উত্তরঃ পেত্রাক
প্রশ্ন 37. উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের পাঠ্যসূচি ভুক্ত নিম্নোক্তদের মধ্যে কোন লেখক সবার চেয়ে অগ্রজ ?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্ন 38. কোন যুদ্ধ অবলম্বনে 'রক্তাক্ত প্রান্তর' নাটক রচিত ?
উত্তরঃ পানিপথের ৩য় যুদ্ধ
প্রশ্ন 39. রোখেয়া সাখাওয়াত হোসেনের 'অবরোধবাসিনী' প্রথম কখন প্রকাশিত হয় ?
উত্তরঃ ১৯৩১
প্রশ্ন 40. . রবীন্দ্রনাথ ঠাকুর নােবেল পুরস্কার পান কোন সালে?
উত্তরঃ ১৯১৩
প্রশ্ন 41. আবুল মনসুর আহমদ কে ছিলেন?
উত্তরঃ সাহিত্যিক
প্রশ্ন 42. “কাব্যরস নামক অমৃতে যে আমাদের অরুচি জন্মেছে, তার জন্য দায়ী। যুগের স্কুল এবং তার মাস্টার।”- এ মন্তব্য করেছেন?
উত্তরঃ প্রমথ চৌধুরী
প্রশ্ন 43. কায়কোবাদ রচিত মহাকাব্য কোনটি?
উত্তরঃ মহাশ্মশান
প্রশ্ন 44. রােকেয়া সাখাওয়াত হােসেনের মৃত্যুর তারিখ
উত্তরঃ ৯ ডিসেম্বর ১৯৩২
প্রশ্ন 45. কেন বিশ্ববিদ্যালয় জসিমদ্দিনকে ডক্টর অব লিটারেচার উপাধী দিয়ে সম্মআনিত করে?
উত্তরঃ রবীন্দ্রভারতী
প্রশ্ন 46. ‘আত্মীয়সভা' কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ রাজা রামমোহন রায়।
প্রশ্ন 47. প্রত্যেকে আমরা পরের তরে’ - এই অমর পংক্তিটির রচয়িতা কে?
উত্তরঃ কামিনী রায়
প্রশ্ন 48. কথায় না বড় হয়ে কাজে বড় হবে'- এই অমর পংক্তিটির রচয়িতা কে?
উত্তরঃ কুসুম কুমারী দাশ
প্রশ্ন 49. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন গ্রন্থ কবি নজরুলকে উৎসর্গ করেছিলেন?
উত্তরঃ বসন্ত
প্রশ্ন 50. রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত তম (দেড়শত তম) জন্মবার্ষিকীর বছর কোন?
উত্তরঃ ২০১১ সাল
প্রশ্ন 51. রবীন্দ্রনাথ ঠাকুর নােবেল পুরস্কার লাভ করেন কোন খ্রিস্টাব্দে?
উত্তরঃ ১৯১৩
প্রশ্ন 52. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
উত্তরঃ কোনটাই নয়
প্রশ্ন 53. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
উত্তরঃ বসন্ত
প্রশ্ন 54. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ-
উত্তরঃ শেষ লেখা
প্রশ্ন 55. রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন নি-
উত্তরঃ মহাকাব্য
প্রশ্ন 56. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
উত্তরঃ বসন্ত
প্রশ্ন 57. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য কোনটি ?
উত্তরঃ বনফুল
প্রশ্ন 58. রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে কততম নোবেল বিজয়ী?
উত্তরঃ প্রথম
প্রশ্ন 59. রবীন্দ্রনাথ ঠাকুর 'ঐকতান" বলতে বুঝিয়েছেন?
উত্তরঃ জীবনের সর্বপ্রান্তস্পর্শী সমস্বর
প্রশ্ন 60. কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কবি নজরুলের উৎসর্গ করেছিলেন?
উত্তরঃ ডাকঘর