ব্যবসায় আইনগত দিক


Questions And Answers


প্রশ্ন 1. বই লেখকের অধিকার সুরক্ষায় কোন আইনটি উপযোগী?
উত্তরঃ কপিরাইট আইন
প্রশ্ন 2. পেটেন্ট লাভের ফলে এর অধিকারী যে সুবিধা পেতে পারেন–
উত্তরঃ i. স্বত্বাধিকার ii. আর্থিক সংযোগ
প্রশ্ন 3. বই লেখকের অধিকার সুরক্ষায় কোন আইন সুরক্ষা দেয়? ●
উত্তরঃ কপিরাইট
প্রশ্ন 4. BSTI-এর মুখ্য কাজ কোনটি?
উত্তরঃ পণ্যমান নির্ধারণ ও তা মানতে বাধ্য করা
প্রশ্ন 5. মাটিদূষণের কুফল হলো–
উত্তরঃ i. হার্ট অ্যাটাক ii. আমাশয় iii. চর্মরোগ
প্রশ্ন 6. ‘টাইফয়েড’ রোগের জন্য নিচের কোন দূষণটি দায়ী?
উত্তরঃ পানি
প্রশ্ন 7. বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন কত সালের?
উত্তরঃ ৬০
প্রশ্ন 8. কপিরাইট আইনে বই লেখকের অধিকার কত বছর পর্যন্ত সংরক্ষিত থাকে? ●
উত্তরঃ ১৯৯৫
প্রশ্ন 9. BSTI নিচের কোন সংস্থার সদস্যবহির্ভূত?
উত্তরঃ আন্তর্জাতিক শ্রম সংস্থা
প্রশ্ন 10. বাংলাদেশে প্রচলিত কপিরাইট আইনটি কত সালের? ●
উত্তরঃ ২০০০
প্রশ্ন 11. বিমা এক প্রকার কী?
উত্তরঃ ব্যবসায়
প্রশ্ন 12. শিল্পকর্ম সুরক্ষার জন্য নিচের কোন আইনটি প্রযোজ্য?
উত্তরঃ কপিরাইট
প্রশ্ন 13. বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তরঃ শিল্প
প্রশ্ন 14. শব্দদূষণের কুফল হলো
উত্তরঃ i. হার্ট অ্যাটাক ii. স্ট্রোকের আশঙ্কা
প্রশ্ন 15. বাংলাদেশে কত সালের ট্রেডমার্ক আইন প্রচলিত আছে?
উত্তরঃ ২০০৯
প্রশ্ন 16. কোন দেশটিতে সর্বপ্রথম পেটেন্ট আইন কার্যকর করা হয়?
উত্তরঃ ইংল্যান্ডে
প্রশ্ন 17. পেটেন্টের ফলে সুবিধা পায়–
উত্তরঃ i. উদ্ভাবক ii. আমদানিকারক
প্রশ্ন 18. BSTI কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?
উত্তরঃ শিল্প
প্রশ্ন 19. পণ্যকে সমজাতীয় পণ্য থেকে আলাদা করে চেনার জন্য কোনটি গুরুত্বপূর্ণ?
উত্তরঃ ট্রেডমার্ক
প্রশ্ন 20. পেটেন্ট কোন ধরনের সম্পদ?
উত্তরঃ বুদ্ধিবৃত্তিক
প্রশ্ন 21. বিমা সাধারণত ব্যবসায়ের কোন ধরনের বাধা দূর করে?
উত্তরঃ ঝুঁকি
প্রশ্ন 22. বই লেখকের অধিকার রক্ষায় নিচের কোন আইন নিশ্চয়তা দেয়?
উত্তরঃ কপিরাইট আইন
প্রশ্ন 23. ISO-এর প্রধান অফিস কোথায় অবস্থিত?
উত্তরঃ জেনেভা
প্রশ্ন 24. লেখক ও প্রকাশকের মধ্যে মুদ্রণ সম্পর্কিত চুক্তিকে কী বলে
উত্তরঃ কপিরাইট
প্রশ্ন 25. জীবন বিমা কোন ধরনের চুক্তি?
উত্তরঃ i. আর্থিক সহায়তার ii. নিশ্চয়তার
প্রশ্ন 26. পেটেন্ট কোন ধরনের সম্পদ?
উত্তরঃ স্থায়ী
প্রশ্ন 27. কপিরাইট আইন দ্বারা ব্যক্তির কী রক্ষা করা সম্ভব হয়?
উত্তরঃ গল্প, নাটক, প্রবন্ধ
প্রশ্ন 28. বাংলাদেশে প্রকাশিত কপিরাইট আইন কত সালে সরকার প্রণয়ন করেন?
উত্তরঃ ২০০০
প্রশ্ন 29. ট্রেডমার্ক কী?
উত্তরঃ পণ্য চিহ্ন
প্রশ্ন 30. বৈধ ট্রেডমার্ক কত বছরের জন্য নবায়ন করা যেতে পারে?
উত্তরঃ ১০
প্রশ্ন 31. নিশ্চয়তার চুক্তি কোনটি?
উত্তরঃ জীবন বিমা
প্রশ্ন 32. বাংলাদেশে কত সালের পেটেন্ট ও ডিজাইন আইন প্রচলিত?
উত্তরঃ ১৯১১
প্রশ্ন 33. বুদ্ধিবৃত্তিক সম্পত্তির বিষয় হলো–
উত্তরঃ i. পেটেন্ট ii. কপিরাইট
প্রশ্ন 34. কোন প্রতিষ্ঠানটি বাংলাদেশের পণ্যের মান নিয়ন্ত্রণ করে থাকে?
উত্তরঃ বিএসটিআই