Admission Form
Student Login
Menu
Home
Categories
Teachers
Books
Gallery
About Us
Contact Us
ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
Questions And Answers
প্রশ্ন
1.
‘ইটের ভাটা’ নিচের কোনটিকে সবচেয়ে বেশি দূষিত করে?
উত্তরঃ
বায়ু
প্রশ্ন
2.
টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস ইত্যাদি অসুখ কোন দূষণের ফলে ঘটে?
উত্তরঃ
পানি
প্রশ্ন
3.
শ্রমিক-কর্মচারীদের প্রতি সামাজিক দায়িত্ব পালন হলো–
উত্তরঃ
i. উপযুক্ত পারিশ্রমিক ও আর্থিক সুবিধা ii. চাকরির নিরাপত্তা iii. বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা
প্রশ্ন
4.
কোনটি ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য বহির্ভূত?
উত্তরঃ
চিনি
প্রশ্ন
5.
কারখানা যন্ত্রাংশের উচ্চ শব্দ কোন ধরনের দূষণের কারণ?
উত্তরঃ
শব্দ
প্রশ্ন
6.
নোমান একজন ব্যবসায়ী। তিনি ন্যায্য মজুরি প্রদান করেন এবং কর্মীদের থাকার ব্যবস্থাও করেন। কোন পক্ষ তার থেকে সুবিধা পায়?
উত্তরঃ
শ্রমিক
প্রশ্ন
7.
মূল্যবোধ দ্বারা মানুষের কোনটি প্রভাবিত হয়? ●
উত্তরঃ
আচরণ
প্রশ্ন
8.
ব্যবসায়ে নৈতিকতার বিষয়বস্তু হলো–
উত্তরঃ
i. আইনের প্রতি শ্রদ্ধা ii. কৃত্রিম সংকট সৃষ্টি না করা
প্রশ্ন
9.
বিল গেটস-এর ‘গেটস ফাউন্ডেশন’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ
১৯৯৪
প্রশ্ন
10.
ব্যবসায়ের ভূষণ কোনটি?
উত্তরঃ
সুনাম
প্রশ্ন
11.
কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনে কোন পরিবেশ দূষিত হচ্ছে?
উত্তরঃ
বায়ু
প্রশ্ন
12.
কোনটি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব?
উত্তরঃ
বেকার সমস্যার সমাধান
প্রশ্ন
13.
কোন ফসলে তুলনামূলকভাবে কীটনাশক ব্যবহার কম হয়?
উত্তরঃ
চাল কুমড়া
প্রশ্ন
14.
কোনটি খাদ্যে বিষাক্ত উপাদান সৃষ্টি করে?
উত্তরঃ
ব্যাকটেরিয়া
প্রশ্ন
15.
পলিথিন ব্যবহারের কুফল হলো–
উত্তরঃ
i. মাটির গুণাগুণ নষ্ট হয় ii. ড্রেনেজ বন্ধ হয় iii. পলিথিন পুড়ালে বায়ু দূষণ ঘটে
প্রশ্ন
16.
কত সালে বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন কার্যকর করা হয়?
উত্তরঃ
১৯৯৫
প্রশ্ন
17.
বাংলাদেশে পণ্যের মান নির্ধারণকারী প্রতিষ্ঠান কোনটি?
উত্তরঃ
BSTI
প্রশ্ন
18.
পরিবেশ দূষণ রোধ করার জন্য প্রয়োজন—
উত্তরঃ
i. জনসচেতনতা ii. আইনের যথাযথ প্রয়োগ iii. বর্জ্য ব্যবস্থাপনা
প্রশ্ন
19.
এক্স ব্যাংক লিমিটেড দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে। এটি তাদের কোন ধরনের দায়িত্ব?
উত্তরঃ
সামাজিক
প্রশ্ন
20.
মানসম্মত পণ্য ন্যায্যমূল্যে বিক্রয় করা হলে ব্যবসায়ীর মাঝে কোন গুণটি প্রকাশ পায়?
উত্তরঃ
নৈতিকতা
প্রশ্ন
21.
ব্যবসায় জগতে সঠিক পথের দিকনির্দেশনা হিসাবে কাজ করে–
উত্তরঃ
ব্যবসায় নৈতিকতা
প্রশ্ন
22.
বাংলাদেশে কত সালের পরিবেশ সংরক্ষণ বিধিমালা প্রচলিত রয়েছে?
উত্তরঃ
১৯৯৭
প্রশ্ন
23.
বাংলাদেশে কত সালের পরিবেশ সংরক্ষণ বিধিমালা প্রচলিত রয়েছে?
উত্তরঃ
১৯৯৭
প্রশ্ন
24.
নিচের কোনটির জন্য অসাধু মৎস্য ব্যবসায়ীরা মাছে ‘ফরমালিন’ ব্যবহার করে?
উত্তরঃ
পচনরোধ
প্রশ্ন
25.
কোনটি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বহির্ভূত?
উত্তরঃ
সম্পদ সর্বাধিকরণ
প্রশ্ন
26.
ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের মাধ্যমে সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করা হয়?
উত্তরঃ
ক্রেতা ও ভোক্তা
প্রশ্ন
27.
পানি দূষণের ফলে কোন রোগের সৃষ্টি হয়?
উত্তরঃ
টাইফয়েড
প্রশ্ন
28.
পণ্যমূল্য স্থিতিশীল রাখার মাধ্যমে কার প্রতি সামাজিক দায়িত্ব পালন করা হয়?
উত্তরঃ
জনগণের
প্রশ্ন
29.
নৈতিকতা কোন পরিবেশের সাথে সম্পৃক্ত?
উত্তরঃ
নৈতিকতা কোন পরিবেশের সাথে সম্পৃক্ত?
প্রশ্ন
30.
বর্তমানে পরিবেশের কোন উপাদান দ্বারা মানুষ ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে?
উত্তরঃ
প্রযুক্তিগত
প্রশ্ন
31.
পণ্যের গুণগত মান উন্নয়ন ও সংরক্ষণের মাধ্যমে সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করা হয়?
উত্তরঃ
ক্রেতা-ভোক্তার
প্রশ্ন
32.
মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে ব্যবসায় সমাজের কোন পক্ষর প্রতি দায়িত্ব পালন করে?
উত্তরঃ
ভোক্তা
প্রশ্ন
33.
ব্যবসায়ে নৈতিকতা বলতে বোঝায়–
উত্তরঃ
উচিত-অনুচিত মেনে চলা
প্রশ্ন
34.
ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের উদ্দেশ্য কোনটি?
উত্তরঃ
প্রতিযোগিতায় টিকে থাকা