Admission Form
Student Login
Menu
Home
Categories
Teachers
Books
Gallery
About Us
Contact Us
ব্যবসায় উদ্যোগ
Questions And Answers
প্রশ্ন
1.
সর্বশেষ জাতীয় ‘শিল্পনীতি’ ঘোষিত হয় কত সালে?
উত্তরঃ
২০১০
প্রশ্ন
2.
সিমেন্ট তৈরির কাঁচামাল কোনটি?
উত্তরঃ
পাথর
প্রশ্ন
3.
ছাতক সিমেন্ট কারখানা কী ধরনের শিল্প?
উত্তরঃ
বৃহৎ শিল্প
প্রশ্ন
4.
কোথা হতে সিমেন্ট তৈরির পাথর আমাদের দেশে আসে?
উত্তরঃ
ভারত সিমান্ত
প্রশ্ন
5.
শিল্পের উৎপাদন সাধারণত কী ভিত্তিক হয়?
উত্তরঃ
কারখানা
প্রশ্ন
6.
অর্থনীতিতে কোনটির ভূমিকা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে?
উত্তরঃ
শিল্প
প্রশ্ন
7.
অর্থনৈতিক উন্নয়ন কোনটির প্রধান উদ্দেশ্য?
উত্তরঃ
শিল্পের
প্রশ্ন
8.
কত সালের শিল্পনীতি অনুযায়ী বাংলাদেশের শিল্পকে দুই ভাগে ভাগ করা যায়? (
উত্তরঃ
২০১০
প্রশ্ন
9.
পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন এবং পরবর্তীতে উৎপাদিত পণ্যের পুনঃসামঞ্জস্যকরণ ও প্রক্রিয়াকরণ বিষয় সকল প্রকার শিল্পকে কী বলে?
উত্তরঃ
উৎপাদনমুখী শিল্প
প্রশ্ন
10.
পণ্য উৎপাদন এবং পরবর্তী উৎপাদিত পণ্যের পুনঃসামঞ্জস্যকরণ ও প্রক্রিয়াকরণ কোন প্রকার শিল্প বলে তুমি মনে কর?
উত্তরঃ
উৎপাদনমুখী শিল্পের অন্তর্গত
প্রশ্ন
11.
রূপগত উপযোগ সৃষ্টি করে কোনটি
উত্তরঃ
শিল্প
প্রশ্ন
12.
উৎপাদনমুখী শিল্পের উদাহরণ কোনটি?
উত্তরঃ
রেল ও ইঞ্জিনিয়ারিং শিল্প
প্রশ্ন
13.
যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধাসম্পদ ব্যবহারের মাধ্যমে যে সেবামূলক কর্ম সম্পাদিত তাকে বলে?
উত্তরঃ
সেবা শিল্প
প্রশ্ন
14.
লিয়াকত আলী নদী থেকে মৎস্য আহরণ করে স্থানীয় বাজারে বিক্রি করেন। তার এ কাজটি কোন শিল্পের অন্তর্গত?
উত্তরঃ
সেবা শিল্প
প্রশ্ন
15.
আমান উল্লাহর অটোমোবাইল সার্ভিসিং-এর প্রতিষ্ঠান রয়েছে। তার প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্প?
উত্তরঃ
সেবা শিল্প
প্রশ্ন
16.
ফুল চাষ ও ফুল বাজারজাতকরণ কোন শিল্পের উদাহরণ?
উত্তরঃ
সেবা শিল্প
প্রশ্ন
17.
কোনটি সেবা শিল্প?
উত্তরঃ
পর্যটন শিল্প
প্রশ্ন
18.
বিনিয়োগের দৃষ্টিতে উৎপাদন ও সেবা শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ
৪
প্রশ্ন
19.
শিল্পের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা ও উদ্যোগ বৃদ্ধি পাচ্ছে
উত্তরঃ
সরকারি ও বেসরকারি
প্রশ্ন
20.
আমাদের দেশ উন্নয়নশীল দেশ। এ দেশের শিল্পখাতের উন্নয়নে বৃদ্ধি পাচ্ছে
উত্তরঃ
সরকারি পৃষ্ঠপোষকতা and. বেসরকারি উদ্যোগ
প্রশ্ন
21.
পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট শিল্পকে কী বলে?
উত্তরঃ
কুটির শিল্প
প্রশ্ন
22.
জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৫ লক্ষ টাকার নিচে হলে তাকে কোন শিল্প বলে?
উত্তরঃ
কুটির শিল্প
প্রশ্ন
23.
কুটির শিল্প কয়টি সময়ে সেবা কার্য পরিচালনা করতে পারে?
উত্তরঃ
দুইটি
প্রশ্ন
24.
কোন শিল্প আমাদের দেশকে সমৃদ্ধ করেছে?
উত্তরঃ
কোন শিল্প আমাদের দেশকে সমৃদ্ধ করেছে?
প্রশ্ন
25.
মালিহা চৌধুরী তার বাড়িতে কুটির শিল্প কারখানা স্থাপন করেছেন। কুটির শিল্পের মাধ্যমে তিনি কোনটি অর্জন করতে পারবেন?
উত্তরঃ
সমৃদ্ধি
প্রশ্ন
26.
আমাদের দেশে কুটির শিল্পের প্রসার অনেক। যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কুটির শিল্প কীভাবে পরিচিত?
উত্তরঃ
অঞ্চলের নামে
প্রশ্ন
27.
মণিপুরি কোন শিল্পের জন্য বিখ্যাত?
উত্তরঃ
কুটির শিল্প
প্রশ্ন
28.
শিকা ও পাটের স্যান্ডেল কোন জাতীয় কুটির শিল্প?
উত্তরঃ
পাটজাত শিল্প
প্রশ্ন
29.
চাটাই ও ডালা কোন ধরনের কুটির শিল্প?
উত্তরঃ
বাঁশ ও বেত শিল্প
প্রশ্ন
30.
মেহেদী আশুলিয়াতে একটি চানাচুর তৈরির কারখানা স্থাপন করেন। কারখানাটি কোন শিল্পের অন্তর্গত?
উত্তরঃ
খাদ্য শিল্প
প্রশ্ন
31.
রেডিও টেলিভিশন মেরামত কোন ধরনের কুটির শিল্প?
উত্তরঃ
ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্প