ব্যবস্থাপনার ধারণা (প্রথম অধ্যায়)


Questions And Answers


প্রশ্ন 1. ব্যবস্থাপনার 6M এর প্রবক্তা কে?
উত্তরঃ টেরি ও ফ্রাস্কলিন
প্রশ্ন 2. ব্যবসা ব্যবস্থাপনায় সর্বাধিক জটিল উপাদান কোনটি ?
উত্তরঃ মানবসম্পদ
প্রশ্ন 3. বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক কে?
উত্তরঃ এফ ডব্লিউ টেইলর
প্রশ্ন 4. . ব্যবস্থাপনা উন্নয়নের ইতিহাসে সবচেয়ে প্রাচীন সভ্যতা হিসেবে বিবেচনা করা হয়-
উত্তরঃ মিসরীয় সভ্যতা
প্রশ্ন 5. ব্যবস্থাপনার নীতি প্রবর্তন করেছেন কে?
উত্তরঃ ফেয়ল
প্রশ্ন 6. Espirit de corps একটি—
উত্তরঃ ফরাসি শব্দ
প্রশ্ন 7. ব্যবস্থাপনার কোন কাজের সাথে মনস্তাত্ত্বিক বিষয় গভীরভাবে জড়িত?
উত্তরঃ পরিকল্পনা
প্রশ্ন 8. বিশুদ্ধ কর্মভিত্তিক সংগঠন প্রয়োগের পরামর্শ দিয়েছেন—
উত্তরঃ এফ ডব্লিউ টেইলর
প্রশ্ন 9. Henry Fayol ব্যবস্থাপনার কার্যাবলিকে কয়ভাগে ভাগ করেছেন?
উত্তরঃ
প্রশ্ন 10. কোনটি ব্যবস্থাপনার নীতি নয়?
উত্তরঃ
প্রশ্ন 11. ফেয়লের মতে ব্যবস্থাপনার নীতি কয়টি?
উত্তরঃ ১৪
প্রশ্ন 12. F. W Tailor-এর পুরো নাম কোনটি?
উত্তরঃ Frederick Winslow Tailor
প্রশ্ন 13. ব্যবস্থাপনার কাজগুলো কীভাবে আবর্তিত হয়?
উত্তরঃ চক্রাকারে
প্রশ্ন 14. ব্যবস্থাপনার সর্বপ্রথম ও সর্বশেষ কাজ কোনটি?
উত্তরঃ পরিকল্পনা ও নিয়ন্ত্রণ
প্রশ্ন 15. কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে?
উত্তরঃ এফ ডব্লিউ টেইলর
প্রশ্ন 16. প্রশাসনের হৃৎপিণ্ড হলো-
উত্তরঃ নির্দেশনা
প্রশ্ন 17. কোনটি ব্যবস্থাপনার কাজ?
উত্তরঃ কার্য সংগঠন
প্রশ্ন 18. আধুনিক শ্রমিক-কর্মী ব্যবস্থাপনার জনক কে?
উত্তরঃ রবার্ট ওয়েন
প্রশ্ন 19. হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার নীতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাসকরণকে কী বলে?
উত্তরঃ কেন্দ্রীকরণ
প্রশ্ন 20. ব্যবস্থাপনা চক্রের দ্বিতীয় কাজটি কী?
উত্তরঃ সংগঠন
প্রশ্ন 21. ব্যবস্থাপনার কোন কাজ দুটিকে মুদ্রার এপিঠ-ওপিঠ বলা হয়
উত্তরঃ পরিকল্পনা ও নিয়ন্ত্রন
প্রশ্ন 22. ব্যবস্থাপনা বিষয়ে কোন মনীষীর লেখা পাশ্চাত্য জগতে সমাদৃত হয়েছে?
উত্তরঃ ইমাম গাজ্জালি
প্রশ্ন 23. একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি— এটা হেনরি ফেয়লের প্রদত্ত কোন
উত্তরঃ আদেশের ঐক্য
প্রশ্ন 24. কোন সভ্যতায় ব্যবস্থাপনা উন্নয়নের সূত্রপাত হয়?
উত্তরঃ মিশরীয়
প্রশ্ন 25. “The code of Hummurabi” কোন সভ্যতার—
উত্তরঃ ব্যাবিলনীয় সভ্যতা
প্রশ্ন 26. হযরত মুসা (আঃ)-এর ভূমিকা কোন সভ্যতায়—
উত্তরঃ হিব্রু সভ্যতায়
প্রশ্ন 27. চৈনিক সভ্যতায় অবদান ছিল কার?
উত্তরঃ লাও-জু (Lau-Tzu)
প্রশ্ন 28. “ইউটোপিয়া” নামক গ্রন্থ কার লেখা-
উত্তরঃ থমাস মুর
প্রশ্ন 29. ‘Wealth of Nation’ নামক গ্রন্থের লেখক কে?
উত্তরঃ অ্যাডাম স্মিথ
প্রশ্ন 30. হেনরি ফেয়ল-এর জন্মস্থান কোথায়?
উত্তরঃ ফ্রান্সে
প্রশ্ন 31. সংগঠন কী নির্দেশ করে?
উত্তরঃ কার্যাদি চিহ্নিতকরণ ও বিভাজন
প্রশ্ন 32. ব্যবস্থাপনার প্রাথমিক বা মৌলিক উদ্দেশ্য নিচের কোনটি?
উত্তরঃ মুনাফা অর্জন
প্রশ্ন 33. হেনরি ফেয়ল-এর প্রথম নীতি কী?
উত্তরঃ কার্যবিভাজন
প্রশ্ন 34. ব্যবস্থাপনার স্তর কয়টি?
উত্তরঃ ৩টি
প্রশ্ন 35. হেনরি ফেয়ল ১৯১৬ সালে প্রথমত কোন ভাষায় তার ১৪টি মূলনীতি উল্লেখ করেন?
উত্তরঃ ফরাসি
প্রশ্ন 36. বিভাগীয় ব্যবস্থাপকরা কোন স্তরের ব্যবস্থাপক?
উত্তরঃ মধ্যমস্তরের