D ইউনিট চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়


Questions And Answers


প্রশ্ন 1. নিচের কোনটি শুদ্ধ বানান?
উত্তরঃ শিরঃপীড়া
প্রশ্ন 2. নিচের কোনটি আরবি ভাষার শব্দ?
উত্তরঃ নগদ
প্রশ্ন 3. আমি আজ আলবত যাব। এই বাক্যে 'আলবত' কোন ধরনের অব্যয় পদ?
উত্তরঃ অনন্বয়ী অব্যয়
প্রশ্ন 4. তোমরা সুখে থাক।”- অর্থানুযায়ী এটি কোন ধরনের বাক্য?
উত্তরঃ ইচ্ছাসূচক
প্রশ্ন 5. Agora -এর পারিভাষিক শব্দ কোনটি?
উত্তরঃ পণ্য
প্রশ্ন 6. 'বিদ্রোহী' কবিতায় কবি সব ভেঙ্গে কী করার কথা বলেছেন?
উত্তরঃ চুরমার করা
প্রশ্ন 7. 'পদ্মা' কবিতায় 'জীবনের সম্বল' বলতে কোনটিকে নির্দেশ করা হয়েছে?
উত্তরঃ শস্য
প্রশ্ন 8. বিভীষণের প্রতি মেঘনাদ' কাব্যাংশ 'মেঘনাদ বধ' কাব্যের কোন সর্গ থেকে সংকলিত হয়েছে?
উত্তরঃ বধ নামক ষষ্ঠ সর্গ
প্রশ্ন 9. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার বৈশিষ্ট্য কোনটি?
উত্তরঃ গদ্য ছন্দ ও প্রবহমান ভাষা
প্রশ্ন 10. প্রাদি সমাসের উদাহরণ কোনটি?
উত্তরঃ প্রবচন
প্রশ্ন 11. সৈয়দ ওয়ালীউল্লাহ্'র 'একটি তুলসী গাছের কাহিনী' গল্পটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা?
উত্তরঃ দেশবিভাগ
প্রশ্ন 12. 'সমাহিত' শব্দের অর্থ কোনটি?
উত্তরঃ কবরস্থ
প্রশ্ন 13. নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারী কে?
উত্তরঃ মোহাম্মদি বেগ
প্রশ্ন 14. 'সোনার তরী' কবিতার অধিকাংশ পঙ্ক্তি কত মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত?
উত্তরঃ ৮ + ৫
প্রশ্ন 15. 'রেইনকোট' কবিতায় রেইনকোট কীসের প্রতীক?
উত্তরঃ সাহস ও দেশপ্রেম
প্রশ্ন 16. 'সপ্তাহ' শব্দটি কোন সমাস সাধিত?
উত্তরঃ দ্বিগু
প্রশ্ন 17. নিচের কোন শব্দটি ফারসি নয়?
উত্তরঃ তালা
প্রশ্ন 18. 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটির রচয়িতা কে?
উত্তরঃ আবু জাফর ওবায়দুল্লাহ
প্রশ্ন 19. The rain started immediately after we finished with reading. - বাক্যটির সঠিক অনুবাদ কোনটি?
উত্তরঃ আমাদের পড়া শেষ হওয়ামাত্র বৃষ্টি শুরু হয়েছিলো।
প্রশ্ন 20. 'মোমেনের জবানবন্দী'র রচয়িতা মাহবুব-উল আলম চট্টগ্রামের কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ফতেয়াবাদ
প্রশ্ন 21. 'প্রভাত' শব্দটির মধ্যে 'প্র' কী?
উত্তরঃ উপসর্গ
প্রশ্ন 22. নিচের কোনটি বাগধারা?
উত্তরঃ ননীর পুতুল
প্রশ্ন 23. 'চা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
উত্তরঃ চীনা
প্রশ্ন 24. নিচের কোনটি কৃদন্ত পদ?
উত্তরঃ পড়ুয়া
প্রশ্ন 25. নিচের কোনটি অপেক্ষাকৃত আধুনিক ছন্দ?
উত্তরঃ অমিত্রাক্ষর
প্রশ্ন 26. 'অতিমানব' শব্দের 'অতি' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ অতিক্রম
প্রশ্ন 27. 'গীতাঞ্জলি'র ইংরেজি শিরোনাম কোনটি?
উত্তরঃ Songs Offerings
প্রশ্ন 28. সঠিক জোড় কোনটি?
উত্তরঃ নিভন্ত, পাঠক
প্রশ্ন 29. মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভাষা' কোন শ্রেণির কবিতা?
উত্তরঃ চতুর্দশপদী
প্রশ্ন 30. 'ভানুসিংহ ঠাকুর' কার ছদ্মনাম?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন 31. We need to purge our country ________ nepotism.
উত্তরঃ of
প্রশ্ন 32. The objective form of 'winter' is ' _____
উত্তরঃ none
প্রশ্ন 33. The idiom 'to make one's teeth chatter' is associated with _________
উত্তরঃ cold
প্রশ্ন 34. The single word for 'a person who deliberately sets fire to a building' is ' ___________
উত্তরঃ arsonist
প্রশ্ন 35. An __________ is a person appointed by two parties to solve dispute.
উত্তরঃ arbitrator
প্রশ্ন 36. 'Plebiscite' is a term related to __________
উত্তরঃ politics
প্রশ্ন 37. 'Loaded' as an informal word means __________
উত্তরঃ rich
প্রশ্ন 38. "She decided to bring up the topic during the meeting." In this sentence, 'bring up' means
উত্তরঃ mention
প্রশ্ন 39. The antonym of 'exacerbate' is _________
উত্তরঃ alleviate
প্রশ্ন 40. 'Amicus curi' means __________
উত্তরঃ friend of the court
প্রশ্ন 41. Every cloud has a ________ lining.
উত্তরঃ silver
প্রশ্ন 42. I won't tolerate any encroachment __________ my own rights.
উত্তরঃ on
প্রশ্ন 43. The phrase "prima facie" is best understood as ___________
উত্তরঃ on the first impression
প্রশ্ন 44. 'Mens rea', a common term in criminal law, refers to _______
উত্তরঃ the mental state or intent to commit a crime
প্রশ্ন 45. "To spill the beans" means ___________
উত্তরঃ to reveal a secret
প্রশ্ন 46. The _____ of the evidence convinced the jury of his guilt.
উত্তরঃ clarity
প্রশ্ন 47. The collective noun for a group of crows is _______
উত্তরঃ murder
প্রশ্ন 48. প্রদত্ত বিকল্প হতে বিসদৃশ শব্দটি বের করো
উত্তরঃ Corruption
প্রশ্ন 49. প্রদত্ত বিকল্প হতে বিসদৃশ শব্দটি বের করো
উত্তরঃ Mercy
প্রশ্ন 50. প্রদত্ত বিকল্প হতে বিসদৃশ শব্দটি বের করো
উত্তরঃ Equation
প্রশ্ন 51. প্রদত্ত বিকল্প হতে বিসদৃশ শব্দটি বের করো
উত্তরঃ Clergy
প্রশ্ন 52. প্রদত্ত বিকল্প হতে বিসদৃশ শব্দটি বের করো
উত্তরঃ Beef
প্রশ্ন 53. Kangaroo : Australia : : Elephant : ?
উত্তরঃ Thailand
প্রশ্ন 54. Cellar : Roof : : Furnace : ?
উত্তরঃ Attic
প্রশ্ন 55. Sleep : Insomnia : : Read : ?
উত্তরঃ Dyslexia
প্রশ্ন 56. Dream : Reality : : Hatred : ?
উত্তরঃ Affection
প্রশ্ন 57. Apprise : Information : : Admonish : ?
উত্তরঃ Warning
প্রশ্ন 58. একটি আয়াতাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত মিটার?
উত্তরঃ ৯৬
প্রশ্ন 59. ৮৮০-এর তিন-চতুর্থাংশের এক-দশমাংশের অর্ধেক কত?
উত্তরঃ ৩৩
প্রশ্ন 60. প্রদত্ত বিকল্প শব্দগুলোর একটি ব্যবহার করে খালি ঘর পূর্ণ করো:We cannot predict whether he will go on a picnic or not.He is so ______.
উত্তরঃ Capricious
প্রশ্ন 61. নিচের শব্দগুলোকে অভিধানের ক্রমানুসারে সাজাও: i. Translucent, ii) Transparent, iii) Transport, iv) Transistor
উত্তরঃ iv, i, ii, iii
প্রশ্ন 62. ৪-এর অবস্থান ৮ হতে দক্ষিণে, এবং ৮-এর অবস্থান হতে পশ্চিমে হলে C হতে a কোন দিকে অবস্থিত?
উত্তরঃ দক্ষিণ-পশ্চিম
প্রশ্ন 63. রহমান অনামিকার স্বামীর বাবা। প্রিয়াংকা এবং আহমেদ রহমানের একমাত্র দুই সন্তান। প্রিয়াংকা অনামিকার ননদ। আহমেদ অনামিকার কী?
উত্তরঃ স্বামী
প্রশ্ন 64. মোহন ও সোহানের বর্তমান বয়সের অনুপাত ২ : ৩ এবং তাদের বয়সের পার্থক্য ১২ বছর। সোহানের বর্তমান বয়স কত?
উত্তরঃ ৩৬
প্রশ্ন 65. হামিদ ফাহিমকে ১১০টি মার্বেল এবং জামালকে ৭৫টি মার্বেল দেওয়ার পর তার কাছে ৩১৫টি মার্বেল ছিল। হামিদ শতকরা কত ভাগ মার্কেল এ দু'জনকে দিয়ে দিয়েছিল?
উত্তরঃ ৩৭
প্রশ্ন 66. ৩০ মিনিট এক দিনের কত ভগ্নাংশ?
উত্তরঃ ১/৪৮
প্রশ্ন 67. স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১২ ঘন্টা সময় লাগে, তাহলে স্রোতের অনুকূলে যেতে কত ঘন্টা সময় লাগবে?
উত্তরঃ
প্রশ্ন 68. Identify the part of the sentence that contains an error
উত্তরঃ were
প্রশ্ন 69. Identify the part of the sentence that contains an error
উত্তরঃ was because of the long hours
প্রশ্ন 70. Identify the part of the sentence that contains an error
উত্তরঃ his assistants is going
প্রশ্ন 71. During the debate, the student "played devil's advocate" to challenge the opposing argument. What does the idiom mean in this context?
উত্তরঃ To present a counterargument to stimulate debate
প্রশ্ন 72. Identify the figure of speech used in "The rain hammered against the windows."
উত্তরঃ Personification
প্রশ্ন 73. Which of the following sentences contains dangling modifier?
উত্তরঃ While driving, a deer crossed the road in front of me
প্রশ্ন 74. The past form of 'read' is
উত্তরঃ read
প্রশ্ন 75. Identify the sentence that violates collection rules (natural word pairings).
উত্তরঃ She took a heavy decision to leave her hometown
প্রশ্ন 76. Choose the word closest in meaning to perfunctory:
উত্তরঃ superficial
প্রশ্ন 77. Which suffix can be added to the word 'parachute' to mean 'a person using a parachute in skydiving'?
উত্তরঃ ist
প্রশ্ন 78. নিচের কোন দেশটি 'আসিয়ান'-এর সদস্যভুক্ত নয়?
উত্তরঃ চীন
প্রশ্ন 79. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
উত্তরঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
প্রশ্ন 80. 'আমলাতন্ত্র'-এর প্রধান প্রবক্তা কে?
উত্তরঃ ম্যাক্স ওয়েবার
প্রশ্ন 81. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন
প্রশ্ন 82. CPD-এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Centre for Policy Dialogue
প্রশ্ন 83. 'দি স্পিরিট অব ল' বইটি কার লেখা?
উত্তরঃ মন্টেস্কু
প্রশ্ন 84. নিচের কোন দেশটি ভূ-মধ্যসাগরের তীরে অবস্থিত?
উত্তরঃ মিশর
প্রশ্ন 85. SANA কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তরঃ সিরিয়া
প্রশ্ন 86. ইসলামের পঞ্চম খলিফা বলা হয় কাকে?
উত্তরঃ হযরত উমর বিন আব্দুল আজিজ (রহ.)
প্রশ্ন 87. মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার নাম কী?
উত্তরঃ কংগ্রেস
প্রশ্ন 88. ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি 'রক্তাক্ত ২১'-এর চিত্রশিল্পী কে?
উত্তরঃ মুর্তজা বশীর
প্রশ্ন 89. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য কতজন ছিলেন?
উত্তরঃ ৩৪ জন
প্রশ্ন 90. ইউনেস্কো (UNESCO) কত খ্রিস্টাব্দে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেয়?
উত্তরঃ ১৯৯৯
প্রশ্ন 91. 'গ্লোবাল ভিলেজ' ধারণাটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তরঃ মার্শাল ম্যাকলোহান
প্রশ্ন 92. দারিদ্র বিমোচনে অবদানের জন্য কে 'নাইট' উপাধি পেয়েছেন?
উত্তরঃ স্যার ফজলে হাসান আবেদ
প্রশ্ন 93. "আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু"-উক্তিটি কার?
উত্তরঃ প্যাট্রিক হেনরি
প্রশ্ন 94. চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করা হয় কোন খ্রিস্টাব্দে?
উত্তরঃ ১৭৯৩
প্রশ্ন 95. সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি?
উত্তরঃ চীন
প্রশ্ন 96. আলেকজান্দ্রিয়া জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ৩য় শতকে
প্রশ্ন 97. সংক্রামক রোগ বিশেষজ্ঞ এন্থনি ফাউসি কোন দেশের নাগরিক?
উত্তরঃ যুক্তরাষ্ট্র
প্রশ্ন 98. নিচের কোনটি বাংলাদেশ ব্যাংকের কাজ নয়?
উত্তরঃ জনগণের নিকট থেকে আমানত গ্রহণ
প্রশ্ন 99. নিচের কোনটি বিস্তৃত মুদ্রার (Broad money) উপাদান?
উত্তরঃ উপরের সবগুলোই
প্রশ্ন 100. বাংলাদেশ সরকারের কর আয়ের প্রধান উৎস হলো
উত্তরঃ পরোক্ষ কর
প্রশ্ন 101. একটি মুনাফা সর্বোচ্চকারী পূর্ণ প্রতিযোগী ফার্ম উৎপাদনের সেই পরিমাণটিই নির্ধারণ করে যেখানে
উত্তরঃ গড় খরচ সর্বনিম্ন
প্রশ্ন 102. ভোক্তার মূল্য সূচক (CPI) নিচের কোনটির সদৃশ?
উত্তরঃ GDP ডিফ্রেটর
প্রশ্ন 103. একচেটিয়া কারবারীর জন্য নিচের কোনটি সত্য নয়?
উত্তরঃ P=MC
প্রশ্ন 104. ১০ একক দ্রব্য উৎপাদনের মোট খরচ ৫০০ এবং গড় স্থির খরচ ৫ হলে মোট পরিবর্তনীয় খরচ কত হবে?
উত্তরঃ ৪৫০
প্রশ্ন 105. কোনো নিকট বিকল্প নেই এমন একটি জীবন রক্ষাকারী ঔষধের ক্ষেত্রে
উত্তরঃ যোগানের স্থিতিস্থাপকতার মান ছোট হবে।
প্রশ্ন 106. সম্পদের দক্ষ বণ্টন নিচের কোনটিকে সর্বোচ্চ করে?
উত্তরঃ ভোক্তার উদ্বৃত্ত ও উৎপাদকের উদ্বৃত্তের সমষ্টি
প্রশ্ন 107. মোট দেশজ উৎপাদন (GDP) ও নেট দেশজ উৎপাদন (NDP)-এর সম্পর্ক হলো
উত্তরঃ GDP>NDP
প্রশ্ন 108. নিচের কোনটি ইতিবাচক অর্থনীতির আলোচ্য বিষয়?
উত্তরঃ আলুর দাম কমলে এর ক্রয়ের পরিমাণ বাড়ে।
প্রশ্ন 109. ভোক্তাদের আয় বৃদ্ধি পেলে বাজারে কী ঘটে?
উত্তরঃ ভারসাম্য দাম ও পরিমাণ উভয়ই বাড়বে।
প্রশ্ন 110. আটা যদি একটি নিকৃষ্ট দ্রব্য হয় তবে আয় বাড়লে আটার চাহিদার পরিমাণ
উত্তরঃ কমবে
প্রশ্ন 111. খালি ঘর পূর্ণ করোভালো আবহাওয়া ______ রেখাকে স্থানান্তর করবে, এতে ভারসাম্য দাম _______
উত্তরঃ যোগান, কমবে
প্রশ্ন 112. যখন একটি দ্রব্যের প্রান্তিক উপযোগ শূন্য তখন মোট উপযোগ
উত্তরঃ সর্বোচ্চ
প্রশ্ন 113. অর্থনীতিতে পছন্দ নির্ধারণের পেছনে কারণ হলো
উত্তরঃ সম্পদের অপ্রতুলতা
প্রশ্ন 114. নিচের কোন শব্দগুলো দক্ষতার ধারণাটিকে ভালোভাবে প্রকাশ করে?
উত্তরঃ সমবণ্টন
প্রশ্ন 115. একটি বিকল্প গ্রহণ করলে যে সেরা বিকল্পটি ত্যাগ করতে হয় তাকে বলা হয়
উত্তরঃ সুযোগ খরচ
প্রশ্ন 116. সামষ্টিক অর্থনীতিবিদরা অধ্যয়ন করে
উত্তরঃ অর্থনীতিব্যাপি বিষয়সমূহ
প্রশ্ন 117. নিচের কোনটির পরিবর্তন হলে হ্যামবার্গারের চাহিদা রেখার স্থানান্তর ঘটবে না
উত্তরঃ হটডগের দাম
প্রশ্ন 118. 5x2 - 5x + 6 = 0 সমীকরণের মূলদ্বয় হবে
উত্তরঃ জটিল ও অসমান
প্রশ্ন 119. স্থিরাবস্থা হতে সমত্বরণে চলমান একটি কণা 4 সেকেন্ডে 16 মিটার দূরত্ব অতিক্রম করে। পঞ্চম সেকেন্ডে কণাটি কত দূরত্ব অতিক্রম করে?
উত্তরঃ 9 মিটার
প্রশ্ন 120. x = r cos 30°, yr sin 30°□□□ x2 + y2 = 4 হলে -এর মান হবে
উত্তরঃ 2
প্রশ্ন 121. ⎡2 x−3 x−2⎤ ⎢3 −2 −1 ⎥ একটি প্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে x-এর মান হবে ⎣4 −1 −5 ⎦
উত্তরঃ 6
প্রশ্ন 122. দু'টি সমান বলের লব্ধি যদি দ্বিতীয় বলটির সমান হয় তবে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ
উত্তরঃ 120°
প্রশ্ন 123. প্রদত্ত বক্ররেখা y=2x−x2𝑦=2𝑥-𝑥2 -এর জন্য x-এর মান 3 একক/সেকেন্ড হারে বৃদ্ধি পেলে বক্ররেখার কীভাবে পরিবর্তিত হবে?
উত্তরঃ ক্রমহ্রাসমান, 6 একক/সেকেন্ড
প্রশ্ন 124. 𝑛𝑃𝑟=3024এবং nCr = 126 হলে -এর মান হবে
উত্তরঃ 4
প্রশ্ন 125. 𝑥2+𝑦2+2𝑘𝑥+8𝑦+𝑐 = 0 বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করলে -এর মান কত হবে?
উত্তরঃ 16
প্রশ্ন 126. x2−y2=2 অধিবৃত্তের ফোকাসম্বয়ের মধ্যবর্তী দূরত্ব কোনটি?
উত্তরঃ 4
প্রশ্ন 127. k-এর কোন মানের জন্য x + 11y - 2 = 0 এবং kx - 4y - 6 = 0 রেখা দু'টি পরস্পর লম্ব হবে?
উত্তরঃ 22
প্রশ্ন 128. (1, 4) এবং (9, 12) বিন্দুদ্বয়ের সংযোজক রেখা যে বিন্দুতে 3 : 5 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক
উত্তরঃ (4, 7)
প্রশ্ন 129. What does 'shackles' refer to?
উত্তরঃ Restraints
প্রশ্ন 130. Choose the appropriate word for the gap: The person who has committed such an _____ crime must be strongly punished.
উত্তরঃ Abominable
প্রশ্ন 131. Choose the appropriate preposition for the gap: He has a great apathy _____ his studies.
উত্তরঃ towards
প্রশ্ন 132. Which sentence is incorrect?
উত্তরঃ The wall writing helps in understanding the spirit of July revolution
প্রশ্ন 133. There has been a sea-change in cultural as well as in political-economic practice since around 1972. Here the meaning of "sea- change" is -
উত্তরঃ A substantial change.
প্রশ্ন 134. Which of the following sentences uses an adverb of frequency?
উত্তরঃ He rarely visits his grandparents.
প্রশ্ন 135. Give the correct passive form of 'My teacher embodies all the good qualities'.
উত্তরঃ All the good qualities are embodied in my teacher.
প্রশ্ন 136. Who wrote the short story, "A Mother in Mannville"?
উত্তরঃ Marjorie Kinnan Rawlings
প্রশ্ন 137. বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরী স্যাটেলাইট বা উপগ্রহের নাম কী?
উত্তরঃ LignoSat
প্রশ্ন 138. 'হুমায়ুননামা' কে লিখেছেন?
উত্তরঃ গুলবদন বেগম
প্রশ্ন 139. বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৪ সালে
প্রশ্ন 140. APPLE এর কোড ২৫৫৬৩ এবং RUNG এর কোড ৭১৪৮ হলে PURPLE এর কোড কত?
উত্তরঃ ৫১৭৫৬৩
প্রশ্ন 141. ভারতবর্ষে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
উত্তরঃ বেঙ্গল গেজেট
প্রশ্ন 142. জীবাশ্ম জ্বালানি কোনটি?
উত্তরঃ প্রাকৃতিক গ্যাস
প্রশ্ন 143. নিচের কোনটি ব্যতিক্রম?
উত্তরঃ নিয়ামি
প্রশ্ন 144. নিম্নের কোন দেশে সামরিক শাসন চলমান?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া
প্রশ্ন 145. 'সে সকাল থেকে যাই যাই করছে'-এ বাক্যে 'যাই যাই' কী ধরনের পদ?
উত্তরঃ ক্রিয়া-বিশেষণ
প্রশ্ন 146. 'আকাশ ধরা' বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ বৃষ্টি বন্ধ হওয়া
প্রশ্ন 147. 'স্বাধীন' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ স্ব + অধীন
প্রশ্ন 148. 'সূর্য কিরণ শুধিতেছে জল'- রেখাংকিত শব্দটির ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর।
উত্তরঃ ক্রিয়া
প্রশ্ন 149. কোন বানানটি শুদ্ধ নয়?
উত্তরঃ Vote Statistics
প্রশ্ন 150. 'সেই ফুল আমাদেরই প্রাণ'- এখানে ফুল বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ বাংলা ভাষা
প্রশ্ন 151. পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে কোন গল্পে?
উত্তরঃ অপরিচিতা
প্রশ্ন 152. ২৪ শে মে ১৮৯৯ কোন বিখ্যাত কবি জন্মদিন?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম