ঢাকা বিশ্ববিদ্যালয় || ব্যবসায় শিক্ষা ইউনিট


Questions And Answers


প্রশ্ন 1. Sally has been working here ______.
উত্তরঃ for six months
প্রশ্ন 2. She has lost her passport again, This is the second time this ______ .
উত্তরঃ has happened
প্রশ্ন 3. Sally has been working here ______.
উত্তরঃ for six months
প্রশ্ন 4. She has lost her passport again, This is the second time this ______
উত্তরঃ has happened
প্রশ্ন 5. What _____ to get a new driving licence?
উত্তরঃ do I have to do
প্রশ্ন 6. I'd better go now. I promised _____ late.
উত্তরঃ I wouldn't be
প্রশ্ন 7. What the wise do in the beginning, fools do _____ the end.
উত্তরঃ in
প্রশ্ন 8. Maliha is good ____ tennis.
উত্তরঃ at
প্রশ্ন 9. The professor set some project work _____ the end of the semester.
উত্তরঃ at
প্রশ্ন 10. 'খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি।' কোন ধরনের বাক্য?
উত্তরঃ জটিল
প্রশ্ন 11. 'মিছিল' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ আরবি
প্রশ্ন 12. 'গণঅভ্যুত্থান' শব্দটি কীভাবে গঠিত?
উত্তরঃ সমাস
প্রশ্ন 13. কোন শব্দটি অপপ্রয়োগ-দুষ্ট নয়?
উত্তরঃ উদ্বেল
প্রশ্ন 14. 'বৈষম্যবিরোধী' কোন সমাস দ্বারা গঠিত?
উত্তরঃ ষষ্ঠী তৎপুরুষ
প্রশ্ন 15. 'যে নারীর স্বামী ও পুত্র নেই' এর এক কথায় প্রকাশ।
উত্তরঃ অবীরা
প্রশ্ন 16. কোনটিতে ব-ফলার উচ্চারণ বহাল রয়েছে?
উত্তরঃ উদ্বেগ
প্রশ্ন 17. কোন শব্দটি শুদ্ধ?
উত্তরঃ অদ্যাবধি
প্রশ্ন 18. 'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা' এক কথায় বলে
উত্তরঃ প্রত্যুদ্‌গমন
প্রশ্ন 19. কোনটি মৌলিক শব্দ?
উত্তরঃ চাঁদ
প্রশ্ন 20. 'বুদ্ধিমান' এর বিশেষ্য পদ কি?
উত্তরঃ বুদ্ধি
প্রশ্ন 21. 'সোনার তরী' কবিতায় 'নৌকার মাঝি' কিসের প্রতীক?
উত্তরঃ মহাকালের
প্রশ্ন 22. Stop doing wrong things lest you are caught.
উত্তরঃ might be caught
প্রশ্ন 23. The performance of our players was rather worst that I had expected.
উত্তরঃ worse than I had expected
প্রশ্ন 24. The correct spelling is:
উত্তরঃ propoganda
প্রশ্ন 25. Choose the correct synonym of 'Pertinent'.
উত্তরঃ Relevant
প্রশ্ন 26. Which one of the following pairs is similar in relationship to SAW : CARPENTER?
উত্তরঃ Scissors : Barber
প্রশ্ন 27. মূলধন সংগ্রহের বিবেচনায় সর্বাধিক সুবিধাজনক- (Which one is most appropriate in case of raising capital?)
উত্তরঃ পাবলিক কোম্পনী (Public limited company)
প্রশ্ন 28. শিল্প বিপ্লবের আনুমানিক সময়কাল কোনটি? (Which of the following is the approximate time frame of industrial revolution?)
উত্তরঃ ১৭৫০-১৮৫০ (1750-1850)
প্রশ্ন 29. কোম্পানির দুটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) মধ্যবর্তী সময়ের ব্যবধান কত মাসের বেশি হবে না? (What are the maximum interval months between two annual general meetings of any company?)
উত্তরঃ ১৫ (15)
প্রশ্ন 30. নিচের কোনটি একমালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়? (Which of the following is not a charactristics of a sole proprietorship?)
উত্তরঃ সীমাবদ্ধ দায় (Limited liability)
প্রশ্ন 31. নিচের কোন ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণে অন্যদের পূর্ণ স্বাধীনতা দেয়া হয়? (Which type of leadership style give full freedom to take decision to others?)
উত্তরঃ অবাধ নীতি (Laissez-faire)
প্রশ্ন 32. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাহ্যিক পরিবেশের উপাদান নয়? (Which one of the following is not an external environmental factor?)
উত্তরঃ সাংগঠনিক সংস্কৃতি (Organizational Culture)
প্রশ্ন 33. কোন ব্যবস্থাপনা নীতি নেতৃত্বের বিকেন্দ্রীকরণকে উৎসাহিত করে? (Which management principle encourages decentralization of leadership?)
উত্তরঃ কর্তৃত্ব প্রদানকরন (Delegation of Authority)
প্রশ্ন 34. 'প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট' কে লিখেছেন? ('The practice of Management' is written by-)
উত্তরঃ পিটার এফ ড্রাকার (Peter F. Drucker)
প্রশ্ন 35. যৌথ মূলধণী ব্যবসায়ের 'জন্ম সনদ' বলা হয় কোনটিকে? (Which one is called the "Birth Cirtificate" of joint stock businesses?)
উত্তরঃ নিবন্ধন পত্র (Memorandum of association)
প্রশ্ন 36. কোনটি স্থায়ী পরিকল্পনা? (Which one of the following is standing plan?)
উত্তরঃ নীতি (Policy)
প্রশ্ন 37. নাবালক _____ ধরনের অংশিদার। (Minor is a _____ type of partner.)
উত্তরঃ সীমবদ্ধ (limited)
প্রশ্ন 38. প্যাটেন্ট কোন ধরনের সম্পত্তি? (Which type of asset is patent?)
উত্তরঃ অস্পৃশ্য (Intangible)
প্রশ্ন 39. একটি যন্ত্রপাতির ক্রয়মূল্য ৬০,০০০ টাকা। এর ব্যাবহারিকর জীবনকাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি ব্যাবহার করলে ৮ম বর্ষে অবচয়ের পরিমাণ কত হবে? (The purchasing cost of a machine is Tk. 60000. Its useful life is 10 years and salvage value is Tk. 5000. If the sum of years digit method is used, what will be the amount of depreciation in eighth year?)
উত্তরঃ ৩,০০০ টাকা (Tk. 3,000)
প্রশ্ন 40. মুদ্রাস্ফীতি কালে কোন মজুদপন্য মূল্যায়ন পদ্ধতি সর্বনিম্ন আয়কর সৃষ্টি করবে? (Which of the following inventory valuation method will generate the lowest income tax during inflation?)
উত্তরঃ শেষে আসলে আগে যায় পদ্ধতি (Last-in, First-out Method)
প্রশ্ন 41. একটি ব্যাংক সমন্বয় বিবরণীতে পথে জমা আমানতগুলি হল: (In a bank reconciliaiton, deposits in transit are:)
উত্তরঃ ব্যাংক হিসাবে যোগ করা। (added to the bank balance)
প্রশ্ন 42. রূপান্তর খরচের সমষ্টি: (Conversion costs are the sum of:)
উত্তরঃ প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরিব্যয় (direct labor and overhead costs)
প্রশ্ন 43. আরডি ফুড কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয় ৫,৫০,০০০ টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য ২,০০,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্য ২,৫০,০০০ টাকা। ক্রয়কৃত পণ্যের মূল্য কত? (RD Food Company's cost of goods sold is Tk. 5,50,000. Opening inventory is Tk. 2,00,000 and closing inventory is Tk. 2,50,000. What is the price of the purchased product?)
উত্তরঃ ৬,০০,০০০ টাকা (Tk.6,00,000)
প্রশ্ন 44. একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল, এখন খরচ হিসেবে স্বীকৃত করা হয়। তাহলে নিট মুনাফার উপর কী প্রভাব পড়বে? (What is the effect on net income if an expense that was previously recorded as an asset is now recognized as an expense?
উত্তরঃ নিট মুনাফা হ্রাস পাবে (decrease net income)
প্রশ্ন 45. সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাব বন্ধ করা হয়? (Which account is closed through closing entries?
উত্তরঃ আয় হিসাব (Revenue account)
প্রশ্ন 46. বিপরীত সম্পদ হিসাব কোন ধরণের জের প্রকাশ করে? (What kind of balance does contra asset account express?)
উত্তরঃ ক্রেডিট (credit)
প্রশ্ন 47. তাসনু ট্রেডার্স ভুলক্রমে ৮০,০০০ টাকার অনুপার্জিত সেবা আয়ের অর্জনের সমন্বয় সাধন করেনি। আর্থিক বিবরণীতে এর ফলাফল কী হবে? (Tasnu Traders forgot to adjust the unearned service revenue of Tk. 80,000 which is earned. What would be its impact on the financial statements?)
উত্তরঃ দায় বেশি দেখানো হবে (Liabilities will be overstated)
প্রশ্ন 48. মাহরিন ও মেহনাজ একটি অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদার। তাদের মুনাফা বণ্টন অনুপাত ৫:২। তারা স্নেহাকে ১/৪ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে ব্যবসায়ে নতুন অংশীদার হিসাবে গ্রহণ করে। তাদের মুনাফার নতুন অনুপাত কত? (Mahrin and Mehnaz are two partners of a partnership firm. Their profit sharing ratio is 5:2. They admitted Sneha in business as a partner for share of profit. What would be the new profit sharing ratio?)
উত্তরঃ ১৫:৬:৭ (15:6:7)
প্রশ্ন 49. কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? (Which of the following is deferred revenue expenditure?)
উত্তরঃ প্রাথমিক খরচ (Preliminary expense)
প্রশ্ন 50. নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে ৩০,০০০ টাকা এবং ৬,০০০ টাকা হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? (Net sales and gross profit are Tk.30,000 and 6,000 respectively. What is the rate of mark-up?)
উত্তরঃ ২৫% (25%)
প্রশ্ন 51. নিচের কোনটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস নয়? (Which of the following is not a source of short term financing?)
উত্তরঃ ডিবেঞ্চার (Debenture)
প্রশ্ন 52. জিরো কুপন বন্ড ইস্যু করা হয়: (Zero coupon bond is issued :)
উত্তরঃ বাট্টাতে (at discount.)
প্রশ্ন 53. নিচের কোন পদ্ধতিতে ভবিষ্যত অর্থপ্রবাহের বর্তমান মূল্য নির্ধারণ করা হয়? (Which method determines the present values of future cash flows?)
উত্তরঃ বাট্টাকরণ (Discounting)
প্রশ্ন 54. মূলধনের কোন উৎস সবচেয়ে ব্যয়বহুল? (Which of the following sources of capital bears the highest cost?)
উত্তরঃ ইকুইটি মূলধন (Equity Capital)
প্রশ্ন 55. নিচের কোনটি পুঁজিবাজারের উপকরণ নয়? (Which of the following is an instrument of capital market?)
উত্তরঃ ট্রেজারি বন্ড Treasury Bond
প্রশ্ন 56. কোন ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা যেতে পারে? (K=মূলধন ব্যয়) (Under what circumstance, a project can be accepted? (K= Cost of Capital))
উত্তরঃ IRR>K
প্রশ্ন 57. নিচের কোন পদ্ধতির বিমায় বিমাগ্রহিতা ও বিমাকারী উভয়ই বিমা কোম্পানি। (Under which of the following categories of insurance both the insurer and insured are insurance companies?)
উত্তরঃ পুনঃ বিমা (Re-insurance)
প্রশ্ন 58. নিচের কোনটি হস্তান্তর যোগ্য ঋণের দলিল নয়? (Which of the following is a not negotiable instrument?)
উত্তরঃ ব্যাংক ড্রাফট (Bank Draft)
প্রশ্ন 59. বাংলাদেশের ব্যাংকগুলি বৈদেশিক বাণিজ্যের সুবিধার্থে নিচের কোনটি ব্যাবহার করে? (Which financial instrument is commonly used by banks in Bangladesh to facilitate foreign trade?)
উত্তরঃ ঋণপত্র (Letter of Credit)
প্রশ্ন 60. নিচের কোনটি ইসলামী ব্যাংকিং এ নিষিদ্ধ? (Which of the following is prohibited in Islamic banking?)
উত্তরঃ অনুমানমূলক লেনদেন (Speculative transactions)
প্রশ্ন 61. নিচের কোনটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ অর্থায়নে উৎসাহিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের একটি উদ্যোগ? (Which of the following is an initiative by Bangladesh Bank to encourage small and medium enterprise financing?)
উত্তরঃ পুনঃঅর্থায়ন প্রকল্প (Refinance scheme)
প্রশ্ন 62. কোনটি ব্যাংক তহবিলের প্রধান উৎস? (Which is the main source of bank fund?)
উত্তরঃ আমানত (Deposit)
প্রশ্ন 63. বিপনন মিশ্রনের কেন্দ্রবিন্দুতে কে থাকে? (Who is at the center of the marketing mix?)
উত্তরঃ ভোক্তা (Customer)
প্রশ্ন 64. কোনটি কার্যকরী বাজার বিভক্তিকরনের বৈশিষ্ট নয়? (Which one of the following is not the characteristics of effective segmentation?)
উত্তরঃ নির্ভরযোগ্য (Reliable)
প্রশ্ন 65. কোনটি পন্যের স্বত্ত্বগত উপযোগ সৃষ্টি করে? (Which one of the following creates possession utility?)
উত্তরঃ ক্রয়-বিক্রয় (Buying-Selling)
প্রশ্ন 66. পণ্য বা সেবা তৈরিতে সর্বনিম্ন পরিমান সম্পদ ব্যবহারকে নীচের কোনটি দিয়ে বোঝায়? (Which one of the following means producing. goods and services using the least amount of resources?)
উত্তরঃ দক্ষতা (Efficiency)
প্রশ্ন 67. নীচের কোনটি পণ্যের উপাদান নয়? (Which one of the following is not an element of product?)
উত্তরঃ মজুদ (Inventory)
প্রশ্ন 68. পণ্যের জীবনচক্রের কোন স্তরে এসে বিক্রয় প্রবৃদ্দি কমতে থাকে? (At what stage is the product lifecycle do the sales growth start to slowdown?)
উত্তরঃ পূর্ণতা (Maturity)
প্রশ্ন 69. নীচের কোনটি বাজারজাতকরন মিশ্রনের উপাদান নয়? (Which one of the following is not an element of the marketing mix?)
উত্তরঃ মুনাফা (Profit)
প্রশ্ন 70. পণ্য থেকে পণ্যের প্রাপ্ত অনুভূত সুবিধা ও পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্যকে কি বলে? (Which one of the following terms refers to the difference between customer perceived benefits and what has paid?)
উত্তরঃ ক্রেতা ভ্যালু (Customer value)
প্রশ্ন 71. পরিবহন বিপনন মিশ্রনের কোন উপাদানের উপ-উপাদান- (Which of the following is the sub-element of "Transportation'?)
উত্তরঃ স্থান (Place)
প্রশ্ন 72. PERT এর পূর্ণরুপ কি? What is the full form of PERT?
উত্তরঃ Program Evaluiation Review Technique
প্রশ্ন 73. গুদামজাতকরন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? (Which type of utility is created by warehousing?)
উত্তরঃ সময়গত (Time)
প্রশ্ন 74. নিচের কোনটি স্থির ব্যয় নয়? (Which of the following is not fixed cost?)
উত্তরঃ কাঁচামালের খরচ (Cost of raw materials)