দক্ষিণ আমেরিকা মহাদেশ


Questions And Answers


প্রশ্ন 1. চেগুয়েভারা কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ আর্জেন্টিনা
প্রশ্ন 2. সম্প্রতি ব্রাজিলের শহর রিও ডে জেনেরিও -তে অনুষ্ঠিত পরিবেশ বিষয়ক সম্মেলনের নাম -
উত্তরঃ রিও+২০
প্রশ্ন 3. প্রাণিভূগোলবিদ ওয়ালেস এর মতানুসারে দক্ষিণ আমেরিকার দেশসমূহকে যে প্রাণিভূগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়েছে
উত্তরঃ নিউট্রপিক্যাল অঞ্চল
প্রশ্ন 4. দক্ষিণ আমেরিকার কোন দেশে একজন প্রাক্তন শ্রমিক নেতা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন?
উত্তরঃ ব্রাজিল
প্রশ্ন 5. আয়তনের দিক থেকে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ?
উত্তরঃ ব্রাজিল
প্রশ্ন 6. ব্রাজিল কোন মহাদেশের অন্তর্ভূক্ত?
উত্তরঃ দক্ষিণ আমেরিকা
প্রশ্ন 7. হলিউড কোথায় অবস্থিত?
উত্তরঃ আমেরিকা
প্রশ্ন 8. আমাজন বনের কত শতাংশ ব্রাজিলে অবস্থিত?
উত্তরঃ ৬০
প্রশ্ন 9. আমাজান বনের মোট আয়তনের ৬০ শতাংশ কোন দেশে অবস্থিত?
উত্তরঃ ব্রাজিল