ফেব্রুয়ারি ১৯৬৯ (শামসুর রাহমান)


Questions And Answers


প্রশ্ন 1. কবি শামসুর রাহমানের জন্ম তারিখ কোনটি?
উত্তরঃ ২৩ অক্টোবর ১৯২৯
প্রশ্ন 2. কোন পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে শামসুর রাহমান কর্মজীবন শুরু করেন?
উত্তরঃ দৈনিক মর্নিং নিউজ
প্রশ্ন 3. কবি শামসুর রাহমান পেশায় ছিলেন—
উত্তরঃ সাংবাদিক
প্রশ্ন 4. ‘দৈনিক পাকিস্তান' পত্রিকাটি পরবর্তীকালে কী নামে প্রকাশিত হয়?
উত্তরঃ দৈনিক বাংলা
প্রশ্ন 5. শামসুর রাহমানের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তরঃ সাপ্তাহিক সোনার বাংলা
প্রশ্ন 6. নগরজীবনের যন্ত্রণা কার কবিতায় স্থান লাভ করেছে?
উত্তরঃ শামসুর রাহমান
প্রশ্ন 7. নাগরিক কবি বলা হয় কাকে?
উত্তরঃ শামসুর রাহমানকে
প্রশ্ন 8. শামসুর রাহমানের কবিতার বিষয়বস্তু কী?i. একাকিত্ব ii. নাগরিক জীবন iii. সামাজিক বন্ধন নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 9. নিচের কোনটি শামসুর রাহমানের লেখা?
উত্তরঃ রৌদ্র করোটিতে
প্রশ্ন 10. 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থটি কে রচনা করেন?
উত্তরঃ শামসুর রাহমান
প্রশ্ন 11. শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ বলা হয়েছে কোন ফুলকে?
উত্তরঃ কৃষ্ণচূড়া
প্রশ্ন 12. ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?
উত্তরঃ কৃষ্ণচূড়া
প্রশ্ন 13. শহরের পথে থরে থরে কোন ফুল ফুটেছে?
উত্তরঃ কৃষ্ণচূড়া
প্রশ্ন 14. কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কী?
উত্তরঃ একুশের কৃষ্ণচূড়া
প্রশ্ন 15. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কৃষ্ণচূড়া কীসের ইঙ্গিত?
উত্তরঃ চেতনার
প্রশ্ন 16. ভাষাশহিদদের ‘রক্তের বুদ্বুদ' কোনটি?
উত্তরঃ কৃষ্ণচূড়া
প্রশ্ন 17. একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং।' এই চরণটির আগের চরণ হলো—
উত্তরঃ শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ, স্মৃতিগন্ধে ভরপুর
প্রশ্ন 18. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয়?
উত্তরঃ শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ
প্রশ্ন 19. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কৃষ্ণচূড়া কীসের প্রতীক?
উত্তরঃ রক্তের
প্রশ্ন 20. কবি শামসুর রাহমানের কাছে কৃষ্ণচূড়া স্মৃতিগন্ধে ভরপুর-
উত্তরঃ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনায়
প্রশ্ন 21. কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, কারণ এতে রয়েছে—
উত্তরঃ অত্যাচারের পটভূমি
প্রশ্ন 22. কৃষ্ণচূড়া ফুলে'র অনুষঙ্গটি নিচের কোন কবিতাটিতে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ ফেব্রুয়ারি ১৯৬৯
প্রশ্ন 23. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কৃষ্ণচূড়ার রংকে কবি কীসের রং হিসেবে উল্লেখ করেছেন?
উত্তরঃ বাঙালির চেতনা
প্রশ্ন 24. “এ রঙের বিপরীত আছে অন্য রং”— চরণটিতে 'অন্য রং' দ্বারা বুঝানো হয়েছে—
উত্তরঃ স্বৈরাচারী কর্মকাণ্ডকে
প্রশ্ন 25. ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় অন্য রং কেন মনে আসে?
উত্তরঃ পাকিস্তানি শাসকের অত্যাচারে
প্রশ্ন 26. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সারা দেশে কাদের অশুভ আস্তানা?
উত্তরঃ ঘাতকের
প্রশ্ন 27. ‘ঘাতকের অশুভ আস্তানা' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ রাষ্ট্রীয় দুরবস্থা
প্রশ্ন 28. “রাত্রি-দিন ভূলুণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা, আধমরা কেউ”–এর পরের চরণটি হলো-
উত্তরঃ কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া
প্রশ্ন 29. ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ব্যবহৃত 'কমলবন' কী?
উত্তরঃ প্রতীক
প্রশ্ন 30. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় “চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে "
উত্তরঃ তছনছ
প্রশ্ন 31. ‘মানবিক বাগান' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ মানবীয় জগৎ
প্রশ্ন 32. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কে শূন্যে ফ্ল্যাগ তোলে?
উত্তরঃ সালাম
প্রশ্ন 33. কখন সালাম আবার ফিরে আসে?
উত্তরঃ ঊনসত্তরে
প্রশ্ন 34. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে?
উত্তরঃ বরকত
প্রশ্ন 35. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কার চোখে আজ আলোচিত ঢাকা?
উত্তরঃ সালামের
প্রশ্ন 36. কবি শামসুর রাহমান ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের চোখে কী দেখেছেন?
উত্তরঃ আলোচিত ঢাকা
প্রশ্ন 37. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’– কবিতায় কার মুখকে তরুণ শ্যামল পূর্ব বাংলা'র সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তরঃ সালাম
প্রশ্ন 38. ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের হাতে কীসের মতো বর্ণমালা ঝরে?
উত্তরঃ নক্ষত্র
প্রশ্ন 39. সালামের মুখে পূর্ব বাংলা কেমন?
উত্তরঃ তরুণ শ্যামল
প্রশ্ন 40. কার হাত থেকে অবিরত নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা ঝরে?
উত্তরঃ সালামের
প্রশ্ন 41. দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা- এখানে 'অবিনাশী বর্ণমালা' কিসের প্রতীক?
উত্তরঃ বাঙালির সংগ্রামী চেতনা
প্রশ্ন 42. ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের হাত থেকে কী ঝরে?
উত্তরঃ বর্ণমালা
প্রশ্ন 43. হৃদয়ের হরিৎ উপত্যকায় কেন ফুল ফোটে?
উত্তরঃ দুঃখিনী মায়ের অশ্রুজলের কারণে
প্রশ্ন 44. “এখনো বীরের রক্তে, দুঃখিনী মাতার অশ্রুজলে/ফোটে ফুল...।” কবি শামসুর রাহমানের মতে কোথায় ফুল ফোটে? i. একুশের কৃষ্ণচূড়ার শাখায় ii. বাস্তবের বিশাল চত্বরে iii. হৃদয়ের হরিৎ উপত্যকায় নিচের কোনটি সঠিক?
উত্তরঃ ii ও iii
প্রশ্ন 45. ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় 'হৃদয়ের হরিৎ উপত্যকা' দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তরঃ পূর্ববাংলাকে
প্রশ্ন 46. হৃদয়ের উপত্যকা কেমন?
উত্তরঃ হরিৎ
প্রশ্ন 47. ‘সে ফুল আমাদেরই প্রাণ' – বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ বাংলা ভাষা
প্রশ্ন 48. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় “শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়” দ্বারা প্রকাশ পেয়েছে?
উত্তরঃ শিহরণ জাগানো বিপ্লবী চেতনা
প্রশ্ন 49. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় প্রকাশ পেয়েছে— i. দেশপ্রেম ii. গণজাগরণ iii. সংগ্রামী চেতনা নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 50. উনসত্তরের গণঅভ্যুত্থানে কীসের চেতনা কাজ করে?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 51. উনসত্তরের গণঅভ্যুত্থানে কীসের চেতনা কাজ করে?
উত্তরঃ একুশের চেতনা
প্রশ্ন 52. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কোন কারণে সার্থক?
উত্তরঃ চেতনার জন্য
প্রশ্ন 53. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি নিচের কোনটি বোঝাতে 'কমলবন’ প্রতীকটি ব্যবহার করেছেন? i. মানবিকতা ii. কল্যাণের জগৎ‍ iii. পদাবন নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 54. ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ‘কমলবন' প্রতীকটি ব্যবহার করে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ সুন্দর ও কল্যাণের জগৎ
প্রশ্ন 55. কত সালের ছাত্র অসন্তোষ ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে রূপ নেয়?
উত্তরঃ ১৯৫২
প্রশ্ন 56. কবি শামসুর রাহমান 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় উল্লেখ করেছেন-i. মুক্তিযুদ্ধ ii. গণঅভ্যূত্থান iii. ভাষা আন্দোলন নিচের কোনটি সঠিক?
উত্তরঃ ii ও iii
প্রশ্ন 57. আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া ধরে ধরে শহরের পথে'- চরণটি আমাদের জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরে?
উত্তরঃ ভাষা আন্দোলন
প্রশ্ন 58. ছয় দফা দাবির উত্থাপক কে?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান
প্রশ্ন 59. বাঙালির মুক্তির সনদ' হিসেবে পরিচিত কোনটি?
উত্তরঃ ছয় দফা
প্রশ্ন 60. কে ১৯৬৯ সালে শহিদ নন?
উত্তরঃ নূর হোসেন
প্রশ্ন 61. ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে নিহত হয়েছিলেন i. আসাদুজ্জামান ii. ড. শামসুজ্জোহা iii. বরকত নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii