প্রশ্ন 37.‘ফেব্রুয়ারি ১৯৬৯’– কবিতায় কার মুখকে তরুণ শ্যামল পূর্ব বাংলা'র সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তরঃ সালাম
প্রশ্ন 38.ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের হাতে কীসের মতো বর্ণমালা ঝরে?
উত্তরঃ নক্ষত্র
প্রশ্ন 39.সালামের মুখে পূর্ব বাংলা কেমন?
উত্তরঃ তরুণ শ্যামল
প্রশ্ন 40.কার হাত থেকে অবিরত নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা ঝরে?
উত্তরঃ সালামের
প্রশ্ন 41.দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা- এখানে 'অবিনাশী বর্ণমালা' কিসের প্রতীক?
উত্তরঃ বাঙালির সংগ্রামী চেতনা
প্রশ্ন 42.ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের হাত থেকে কী ঝরে?
উত্তরঃ বর্ণমালা
প্রশ্ন 43.হৃদয়ের হরিৎ উপত্যকায় কেন ফুল ফোটে?
উত্তরঃ দুঃখিনী মায়ের অশ্রুজলের কারণে
প্রশ্ন 44.“এখনো বীরের রক্তে, দুঃখিনী মাতার অশ্রুজলে/ফোটে ফুল...।” কবি শামসুর রাহমানের মতে কোথায় ফুল ফোটে? i. একুশের কৃষ্ণচূড়ার শাখায় ii. বাস্তবের বিশাল চত্বরে iii. হৃদয়ের হরিৎ উপত্যকায় নিচের কোনটি সঠিক?
প্রশ্ন 47.‘সে ফুল আমাদেরই প্রাণ' – বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ বাংলা ভাষা
প্রশ্ন 48.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় “শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়” দ্বারা প্রকাশ পেয়েছে?
উত্তরঃ শিহরণ জাগানো বিপ্লবী চেতনা
প্রশ্ন 49.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় প্রকাশ পেয়েছে— i. দেশপ্রেম ii. গণজাগরণ iii. সংগ্রামী চেতনা নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 50.উনসত্তরের গণঅভ্যুত্থানে কীসের চেতনা কাজ করে?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 51.উনসত্তরের গণঅভ্যুত্থানে কীসের চেতনা কাজ করে?
উত্তরঃ একুশের চেতনা
প্রশ্ন 52.‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কোন কারণে সার্থক?
উত্তরঃ চেতনার জন্য
প্রশ্ন 53.‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি নিচের কোনটি বোঝাতে 'কমলবন’ প্রতীকটি ব্যবহার করেছেন? i. মানবিকতা ii. কল্যাণের জগৎ iii. পদাবন নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 54.‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ‘কমলবন' প্রতীকটি ব্যবহার করে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ সুন্দর ও কল্যাণের জগৎ
প্রশ্ন 55.কত সালের ছাত্র অসন্তোষ ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে রূপ নেয়?
উত্তরঃ ১৯৫২
প্রশ্ন 56.কবি শামসুর রাহমান 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় উল্লেখ করেছেন-i. মুক্তিযুদ্ধ ii. গণঅভ্যূত্থান iii. ভাষা আন্দোলন নিচের কোনটি সঠিক?
উত্তরঃ ii ও iii
প্রশ্ন 57.আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া ধরে ধরে শহরের পথে'- চরণটি আমাদের জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরে?
উত্তরঃ ভাষা আন্দোলন
প্রশ্ন 58.ছয় দফা দাবির উত্থাপক কে?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান
প্রশ্ন 59.বাঙালির মুক্তির সনদ' হিসেবে পরিচিত কোনটি?
উত্তরঃ ছয় দফা
প্রশ্ন 60.কে ১৯৬৯ সালে শহিদ নন?
উত্তরঃ নূর হোসেন
প্রশ্ন 61.১৯৬৯-এর গণঅভ্যুত্থানে নিহত হয়েছিলেন i. আসাদুজ্জামান ii. ড. শামসুজ্জোহা iii. বরকত নিচের কোনটি সঠিক?