গুরুত্বপূর্ণ চুক্তি ও কনভেনশন


Questions And Answers


প্রশ্ন 1. নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নির্মল কনভেনশন (CEDAW) স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তরঃ 1979 সালে
প্রশ্ন 2. ’জেনেভা কনভেনশন’ কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১৯৪৯
প্রশ্ন 3. ঐতিহাসিক কাগমারি সম্মেলনে নেতৃত্বদানকারী নেতার নাম কী?
উত্তরঃ মওলানা ভাসানী
প্রশ্ন 4. রাসায়নিক অস্ত্র সংক্রান্ত ক কনভেনশন গৃহীত হয়-
উত্তরঃ ৩ সেস্টেম্বর ১৯৯২
প্রশ্ন 5. প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়-
উত্তরঃ রিওডি জেনেরিও
প্রশ্ন 6. বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের উদ্যোক্তা?
উত্তরঃ গ্রামীণ ব্যাংক
প্রশ্ন 7. জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ বেলগ্রেড
প্রশ্ন 8. কোন শহরকে সম্মেলনের শহর বলা হয়?
উত্তরঃ জেনেভা
প্রশ্ন 9. প্রথম আন্তর্জাতিক শান্তি সম্মেলন কোথায় ও কখন অনুষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ লন্ডন ১৮৪৩
প্রশ্ন 10. কে প্রথম প্রাদেশিক শিক্ষা সম্মেলনে (1901 সালে) বাংলা ভাষাকে জাতীয় পর্যায়ে স্বীকার করার আহবান জানান?
উত্তরঃ মাওলানা আকরাম খাঁ
প্রশ্ন 11. কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয়
উত্তরঃ ১৯৫৭
প্রশ্ন 12. দ্বিতীয় আন্তর্জাতিক ক্ষুদ্র ঋণ সম্মেলন অনুষ্ঠিত হয় কানাডার কোন শহরে?
উত্তরঃ হ্যালিফ্যাক্স
প্রশ্ন 13. যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সম্পর্কিত জেনেভা কনভেনশন যে সনে স্বাক্ষরিত হয় -
উত্তরঃ ১৯৭২ সনে
প্রশ্ন 14. কোথায় কসোভো শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ফ্রান্স
প্রশ্ন 15. মদিনা সনদ কত খ্রীস্টাব্দে প্রণীত হয়?
উত্তরঃ ৬২২
প্রশ্ন 16. বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকা
প্রশ্ন 17. জেনেভা কনভেনশন ১৯৪৯ কী?
উত্তরঃ যুদ্ধবন্দি ও যুদ্ধাহত ব্যক্তিদের সাথে আচরণ বিধি
প্রশ্ন 18. CVF এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়-
উত্তরঃ ব্রাজিল
প্রশ্ন 19. রামসার সম্মেলনে কী সংরক্ষণের জন্য বলা হয়েছে?
উত্তরঃ জলাভূমি
প্রশ্ন 20. ‘মদিনা সনদ’ কী?
উত্তরঃ শান্তিচুক্তি