হিসাব বিজ্ঞান ১মপত্র


Questions And Answers


প্রশ্ন 1. কোনটি ব্যবসায়ের অনগদ লেনদেন?
উত্তরঃ অবচয়
প্রশ্ন 2. ৫,০০০ টাকার প্রদেয় বিলে স্বীকৃতি প্রদান করলে হিসাব সমীকরণে কী প্রভাব পরিলক্ষিত হবে?
উত্তরঃ দায় বাড়বে ও দায় কমবে
প্রশ্ন 3. কোনটি সম্পত্তিবাচক হিসাব?
উত্তরঃ অফিস খরচ
প্রশ্ন 4. কোন শব্দ থেকে 'Accounting' শব্দের উৎপত্তি-
উত্তরঃ Calculi
প্রশ্ন 5. ঘটনা ও লেনদেন-
উত্তরঃ একই অর্থবোধক নয়
প্রশ্ন 6. ব্যবসায়ের জন্য ধারে কম্পিউটার ক্রয় ৫০,০০০ টাকা, হিসাব সমীকরণের কোন কোন উপাদানের ওপর প্রভাব পড়বে?
উত্তরঃ সম্পদ ও দায়
প্রশ্ন 7. 'সম্পত্তি, দায় ও মূলধনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে-
উত্তরঃ হিসাব সমীকরণ
প্রশ্ন 8. হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটি?
উত্তরঃ A=L+(C+R-E-D)
প্রশ্ন 9. পাওনাদারকে পরিশোধ করা হলে হিসাব সমীকরণের ওপর কী প্রভাব পড়বে?
উত্তরঃ সম্পদ হ্রাস ও দায় হ্রাস
প্রশ্ন 10. ডেবিট ও ক্রেডিট শব্দ দুটি কোন ভাষা থেকে আগত?
উত্তরঃ ল্যাটিন
প্রশ্ন 11. দু তরফা দাখিলা পদ্ধতির গোড়াপত্তন হয় কোন সালে?
উত্তরঃ ১৪৯৪
প্রশ্ন 12. মি. হাসির দায় ছিল ৩০,০০০ টাকা এবং মূলধন ছিল ৪০,০০০ টাকা। যদি দায় ১০,০০০ টাকা হ্রাস পায় এবং সম্পদ ১০,০০০ টাকা বৃদ্ধি পায় তবে তার মূলধন কত বৃদ্ধি পাবে?
উত্তরঃ ২০,০০০ টাকা
প্রশ্ন 13. ইতালির কোন শহরে সর্বপ্রথম দু'তরফা দাখিলা পদ্ধতির প্রচলন হয়?
উত্তরঃ ভেনিস
প্রশ্ন 14. দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভব কোন দেশে?
উত্তরঃ ইতালি
প্রশ্ন 15. হিসাববিজ্ঞানের ভিত্তি কোনটি?
উত্তরঃ দুতরফা দাখিলা পদ্ধতি
প্রশ্ন 16. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য হিসাববিজ্ঞানের কোন পদ্ধতিটি তুমি প্রয়োগ করবে?
উত্তরঃ দুতরফা দাখিলা পদ্ধতি
প্রশ্ন 17. নগদান বইয়ের ব্যাংক কলামের ডেবিট জের কী নির্দেশ করে?
উত্তরঃ ব্যাংক জমার পরিমাণ
প্রশ্ন 18. ব্যাংক কলামের ক্রেডিট জের কী নির্দেশ করে?
উত্তরঃ ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
প্রশ্ন 19. ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন কে?
উত্তরঃ আমানতকারী
প্রশ্ন 20. আসিফ ট্রেডার্সের ব্যাংক বিবরণী অনুযায়ী ডেবিট ব্যালেন্স ১০,০০০ টাকা। ব্যাংক বিবরণীর এ ডেবিট ব্যালেন্স আসিফ ট্রেডার্সের জন্য কী?
উত্তরঃ দায়
প্রশ্ন 21. ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা বোঝায়-
উত্তরঃ ব্যাংক জমাতিরিক্ত
প্রশ্ন 22. কোন হিসাব হতে মেয়াদ পূর্তির পূর্বে টাকা উঠানো যায় না?
উত্তরঃ স্থায়ী হিসাব
প্রশ্ন 23. ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক বিবরণীতে ক্রেডিট দেখানো হয় কেন?
উত্তরঃ ব্যাংকের দায় বৃদ্ধি পায়
প্রশ্ন 24. কোনটির জন্য ব্যাংক ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করে থাকে?
উত্তরঃ জমাকৃত চেক প্রত্যাখ্যান
প্রশ্ন 25. রেওয়ামিল নিচের কোন দুটির মধ্যে যোগসূত্র স্থাপন করে?
উত্তরঃ খতিয়ান ও চূড়ান্ত হিসাব
প্রশ্ন 26. অনিঃশেষিত ব্যয় কী?
উত্তরঃ সম্পদ
প্রশ্ন 27. কোনটি রেওয়ামিলের ডেবিট পার্শ্বে দেখানো হয়?
উত্তরঃ প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি
প্রশ্ন 28. রেওয়ামিলের ডেবিট পাশে দেখানো হয়-
উত্তরঃ সকল সম্পদ ও দায়
প্রশ্ন 29. খতিয়ানের সমাপনী উদ্বৃত্তের তালিকাকে কী বলে?
উত্তরঃ রেওয়ামিল
প্রশ্ন 30. মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের কর্মচারীদের বেতন প্রদান করা হলে, সঠিক জাবেদা দাখিলা হবে কোনটি?
উত্তরঃ বেতন হিসাব ডেবিট ও নগদান হিসাব ক্রেডিট
প্রশ্ন 31. পণ্য ফেরতের জাবেদা দাখিলা কী হবে?
উত্তরঃ বিক্রয় ফেরত ডেবিট, নগদ ক্রেডিট
প্রশ্ন 32. বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কোনটি?
উত্তরঃ ক্রেডিট নোট
প্রশ্ন 33. ডেবিট নোট কে তৈরি করেন?
উত্তরঃ ডেবিট নোট কে তৈরি করেন?
প্রশ্ন 34. ক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেন লেখা হয়?
উত্তরঃ ধারে ক্রয়
প্রশ্ন 35. জাবেদাকে কী বলা হয়?
উত্তরঃ প্রাথমিক বই
প্রশ্ন 36. জনাব আশিকের নিকট ৩০০ টাকা দরে ২০ বস্তা গম ফেরত আসল। তিনি লেনদেনটি কোথায় লিখবেন?
উত্তরঃ বিক্রয় ফেরত বই
প্রশ্ন 37. নগদ বাট্টা কোন নগদান বই এ দেখানো হয়?
উত্তরঃ তিনঘরা নগদান বই
প্রশ্ন 38. খুচরা নগদান বই কী?
উত্তরঃ একঘরা নগদান বই
প্রশ্ন 39. নগদ টাকার বিকল্প হিসাবে কাজ করে কোনটি?
উত্তরঃ চেক
প্রশ্ন 40. হিসাববিজ্ঞানের স্থায়ী বই কোনটি?'
উত্তরঃ খতিয়ান
প্রশ্ন 41. হিসাব প্রক্রিয়ায় খতিয়ান কোন কাজটি করে?
উত্তরঃ শ্রেণিবিন্যাসকরণ
প্রশ্ন 42. খতিয়ান সংরক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য' কোনটি?
উত্তরঃ স্থায়ী হিসাব সংরক্ষণ
প্রশ্ন 43. লেজ শব্দের অর্থ কী?
উত্তরঃ সিঁড়ি
প্রশ্ন 44. b/d এর পূর্ণরূপ কোনটি?
উত্তরঃ Brought down
প্রশ্ন 45. C/d এর পূর্ণরূপ কোনটি?
উত্তরঃ Carried down
প্রশ্ন 46. সহকারী খতিয়ানের ক্রেডিট জের দ্বারা কী বোঝায়?
উত্তরঃ দেনা
প্রশ্ন 47. বিপরীত সম্পত্তি কী ধরনের জের প্রকাশ করে?
উত্তরঃ ক্রেডিট