ইউরোপ


Questions And Answers


প্রশ্ন 1. মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী?
উত্তরঃ ইতালি
প্রশ্ন 2. রোদ্যাঁ কে ?
উত্তরঃ ফরাসি ভাস্কর
প্রশ্ন 3. ’সিরিজা পার্টি’ কোন দেশের রাজনৈতিক দল?
উত্তরঃ গ্রিস
প্রশ্ন 4. স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন-
উত্তরঃ ফজলে হাসান আবেদ
প্রশ্ন 5. ’চ্যান্সেলর অব এক্সচেকার’ হলেন-
উত্তরঃ যুক্তরাজ্যের অর্থমন্ত্রী
প্রশ্ন 6. জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা নির্ধারক লাইন-
উত্তরঃ ওডের-নিস লাইন
প্রশ্ন 7. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল-
উত্তরঃ পর্তুগিজরা
প্রশ্ন 8. 'City of Golden Gate' অবস্থিত-
উত্তরঃ Sanfrancisco
প্রশ্ন 9. কোন দেশ এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশে বিস্তৃত ?
উত্তরঃ তুরস্ক
প্রশ্ন 10. প্রিন্সেস ডায়ানা কোথায় নিহত হন ?
উত্তরঃ প্রিন্সেস ডায়ানা কোথায় নিহত হন ?
প্রশ্ন 11. ইউরোপে শিল্প বিপ্লব সংঘটিত হয় কোন শতাব্দীতে ?
উত্তরঃ অষ্টাদশ
প্রশ্ন 12. জার্মানির সরকার প্রধানের পদবি কী?
উত্তরঃ চ্যান্সেলর
প্রশ্ন 13. ইংল্যান্ডের কোন রাজা ম্যাগনাকার্টার স্বাক্ষর করেন?
উত্তরঃ জন
প্রশ্ন 14. হিটলার কর্তৃক কোন দেশ আক্রমণ দ্বিতীয় মহাযুদ্ধের প্রত্যক্ষ কারণ?
উত্তরঃ পোল্যান্ড
প্রশ্ন 15. বেনিতো মুসোলিনি কোন দেশের নেতা ছিলেন?
উত্তরঃ ইতালি
প্রশ্ন 16. আয়তনের দিক থেকে ইউরোপ কততম মহাদেশ?
উত্তরঃ ৩য়
প্রশ্ন 17. কোন দুটি দেশের মধ্যে ‘শর্তবর্ষব্যাপী’ যুদ্ধ হয়েছিল?
উত্তরঃ ইংল্যান্ড ও ফ্রান্স
প্রশ্ন 18. ‘গ্রিনপিস’ কী?
উত্তরঃ আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন নাম
প্রশ্ন 19. ফ্রান্সের পুরাতন নাম কী?
উত্তরঃ গল
প্রশ্ন 20. দুই জার্মানি বিভক্তকারী বিখ্যাত বার্লিন প্রাচীর তৈরি হয়েছিল কত সালে?
উত্তরঃ ১৯৬১
প্রশ্ন 21. নরওয়ে মুদ্রার নাম-
উত্তরঃ ক্রোনা
প্রশ্ন 22. আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে-
উত্তরঃ জিব্রাল্টার প্রণালি