জীব বিজ্ঞান


Questions And Answers


প্রশ্ন 1. "সাইব্রিড'' শব্দটি যে প্রক্রিয়ার সাথে জড়িত-
উত্তরঃ টিস্যুকালচার
প্রশ্ন 2. বাংলাদেশে প্রাপ্ত একমাত্র উদ্ভিদ কোনটি?
উত্তরঃ Corypha taliera
প্রশ্ন 3. ট্রাইকোব্লাস্ট পাওয়া যায়-
উত্তরঃ Polysiphonia
প্রশ্ন 4. উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ Theophrastus
প্রশ্ন 5. কোনটিতে সঞ্চিত খাদ্য চর্বি ও ভলুটিন-
উত্তরঃ Navicula
প্রশ্ন 6. পলিনিয়াম কোথায় পাওয়া যায় ?
উত্তরঃ Orchidaceae
প্রশ্ন 7. পুষ্পায়নে ফাইটোক্রোম-এর কার্যকারিতা সর্বপ্রথম আবিষ্কার করেন-
উত্তরঃ Borthwick and Hendricks
প্রশ্ন 8. গোলপাতার বৈজ্ঞানিক নাম হলো-
উত্তরঃ Nipa frutocans
প্রশ্ন 9. বাংলাদেশের জাতীয় বৃক্ষের বৈজ্ঞানিক নাম কি?
উত্তরঃ Mangifera indica
প্রশ্ন 10. ঝিনুকের খোলসের সবচেয়ে ভিতরের স্তরের নাম হলো-
উত্তরঃ ন্যাকটার স্তর
প্রশ্ন 11. দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন কে?
উত্তরঃ লিনিয়াস
প্রশ্ন 12. কোন বিজ্ঞানী "সাইটোসল” শব্দটি প্রথম ব্যবহার করেন?
উত্তরঃ এইচ এ লার্ডি
প্রশ্ন 13. ছত্রাকের কোষ প্রাচীরে কী থাকে?
উত্তরঃ কাইটিন
প্রশ্ন 14. ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে যে অণু থাকে তাকে বলে-
উত্তরঃ কোলেস্টেরল
প্রশ্ন 15. একটি কোষের সাথে আরেকটি কোষের ইন্টার কানেক্টিং টিস্যুর নাম কী?
উত্তরঃ প্লাজমাডেজমাটা
প্রশ্ন 16. মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি ?
উত্তরঃ স্নায়ুকোষ
প্রশ্ন 17. মস উদ্ভিদের স্পোরোফাইটিক জনু কোনটি ?
উত্তরঃ উস্পোর
প্রশ্ন 18. কোন গ্রুপের উদ্ভিদ উভচর প্রকৃতির?
উত্তরঃ ব্রায়োফাইটা
প্রশ্ন 19. ব্রায়োফাইট উদ্ভিদের জনন বৈশিষ্ট্য কোনটি?
উত্তরঃ শুক্রাণু দ্বিফ্ল্যাজেলা যুক্ত
প্রশ্ন 20. প্রোটোনেমা কোন উদ্ভিদে পাওয়া যায়?
উত্তরঃ মস
প্রশ্ন 21. মসের প্রোটোনেমা-
উত্তরঃ হ্যাপ্লয়েড
প্রশ্ন 22. ব্রায়োফাইট জাতীয় উদ্ভিতের পানি শোষণ অঙ্গের নাম কি?
উত্তরঃ রাইজোয়েড
প্রশ্ন 23. যে ধরনের উদ্ভিদে পরিবহনতন্ত্র নেই-
উত্তরঃ Bryophyta
প্রশ্ন 24. ‘গিমা কাপ' যুক্ত ব্রায়োফাইট হলো-
উত্তরঃ Marchantia
প্রশ্ন 25. Clab Moss বলা হয়-
উত্তরঃ Selaginella
প্রশ্ন 26. মস উদ্ভিদের স্পোরোফাইটিক জনু কোনটি ?
উত্তরঃ উস্পোর
প্রশ্ন 27. কোন গ্রুপের উদ্ভিদ উভচর প্রকৃতির?
উত্তরঃ ব্রায়োফাইটা
প্রশ্ন 28. Cell শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
উত্তরঃ ল্যাটিন
প্রশ্ন 29. কোষগহ্বরের চারিদিক বেষ্টিত পাতলা পর্দাকে কি বলে?
উত্তরঃ টনোপ্লাস্ট
প্রশ্ন 30. মাইসেলি নামক সূত্রের প্রস্থছেদের কতটি সেলুলোজ চেইন থাকে ?
উত্তরঃ ১০০
প্রশ্ন 31. পাশাপাশি কোষ প্রাচীরের সূক্ষ্ণ ছিদ্রপথে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হলে তাকে কী বলে ?
উত্তরঃ প্লাজমোডেসমাটা
প্রশ্ন 32. কোষপ্রাচীর আবিষ্কার ও নামকরন করেন কে ?
উত্তরঃ রবার্ট হুক
প্রশ্ন 33. কোন বিজ্ঞানী কোষতত্ত্ব দেন ?
উত্তরঃ স্লেইডেন ও সোয়ান
প্রশ্ন 34. দুটি কূপ পাশাপাশি থাকলে তাকে কী বলে ?
উত্তরঃ পিট জোড়
প্রশ্ন 35. জীবদেহের জৈবিক কার্যকলাপের একক কী ?
উত্তরঃ জীবকোষ
প্রশ্ন 36. কোষের ভেতর pH রক্ষা করে-
উত্তরঃ কোষগহ্বর
প্রশ্ন 37. কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে?
উত্তরঃ নিউক্লিয়াস
প্রশ্ন 38. কোষের বাইরের প্রোটোপ্লাজম নির্মিত দ্বিস্তরী আবরণীকে কী বলে ?
উত্তরঃ প্লাজমামেমব্রেন
প্রশ্ন 39. কোষের স্বপ্রজননক্ষম অঙ্গাণু কোনটি?
উত্তরঃ সেন্ট্রিওল
প্রশ্ন 40. কোষের প্রোটিন ফ্যাক্টরী কোনটি?
উত্তরঃ রাইবোজোম
প্রশ্ন 41. কোনো জীব কোষ প্রাপ্ত রাইবোজোমের একটি উপ-একক 30S হলে, অপরটি কত?
উত্তরঃ 50S
প্রশ্ন 42. সিস্টারনি এবং ভেসিকলের সাথে সংযুক্ত থাকে কোন অঙ্গাণু ?
উত্তরঃ গলগি বডি
প্রশ্ন 43. প্রোটিন সংশ্লেষণ করে যে অঙ্গানুটি-
উত্তরঃ রাইবোজোম
প্রশ্ন 44. পৃথিবীতে আদিপ্রাণী যে পর্বের অন্তর্ভুক্ত তা হলো-
উত্তরঃ প্রোটোজোয়া
প্রশ্ন 45. প্লাজমামেমব্রেন এর ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল?
উত্তরঃ লিপিড