জগন্নাথ বিশ্ববিদ্যালয় । A ইউনিট ।বিজ্ঞান অনুষদ শিফট ১


Questions And Answers


প্রশ্ন 1. আবিষ্ট তড়িৎ চালক বলের মান কোনটির পরিবর্তনের হারের সমানুপাতিক?
উত্তরঃ ফ্লাস্ক
প্রশ্ন 2. ˆi×(ˆi׈j)=𝑖^×𝑖^×𝑗^=কত?
উত্তরঃ -𝑗^
প্রশ্ন 3. 1 ন্যানোমিটার = ?
উত্তরঃ 10 Å
প্রশ্ন 4. মঙ্গলগ্রহে মুক্তি বেগের মান কত? (ব্যাসার্ধ, R=3.4×106𝑚, ভর M=6.6×1023Kg)
উত্তরঃ 5.1 kms −1
প্রশ্ন 5. যন্ত্রের (machine) ক্ষমতা প্রকাশ করা যায় নিচের কোনটি দিয়ে?
উত্তরঃ Fv
প্রশ্ন 6. নিচের কোনটি নিউক্লিয়াসে থাকে না?
উত্তরঃ ইলেক্ট্রন
প্রশ্ন 7. নিচের কোনটি তড়িৎদ্বার জারণ প্রক্রিয়া বোঝায়?
উত্তরঃ Zn2+/Zn2+
প্রশ্ন 8. ফ্রেয়ন-12 এর সংকেত কোনটি?
উত্তরঃ CCl2F2
প্রশ্ন 9. NH4CI যৌগের মধ্যে কত ধরনের বন্ধনের (bonds) উপস্থিতি আছে?
উত্তরঃ 3
প্রশ্ন 10. নিচের কোন তড়িৎ চুম্বকীয় রশ্মির ফ্রিকোয়েন্সি বেশি?
উত্তরঃ Х-гау
প্রশ্ন 11. 0.05 ঘনমাত্রার কোনো দ্রবণের pH কত?
উত্তরঃ 1.30
প্রশ্ন 12. আয়নের কেন্দ্রীয় পরমাণুর কি ধরনের সংকরায়ন ঘটে?
উত্তরঃ sp3d2
প্রশ্ন 13. নিচের কোনটির বন্ধনক্রম শূন্য?
উত্তরঃ He2
প্রশ্ন 14. নিচের কোনটি CI-1 এর সাথে আইসোইলেকট্রনিক?
উত্তরঃ সবগুলো
প্রশ্ন 15. nC2+nC3+n+1C4𝐶2𝑛+𝑛𝐶3+𝑛+1𝐶4 এর মান কত?
উত্তরঃ n+2C4
প্রশ্ন 16. Y = 2x2−x+1বক্ররেখার (1, 2) বিন্দুতে স্পর্শকের ঢাল কত?
উত্তরঃ 3
প্রশ্ন 17. মূল বিন্দু হতে 3x + 4y = 5 রেখার লম্ব দূরত্ব কত?
উত্তরঃ 1
প্রশ্ন 18. y2+9x+8y+7=0 পরাবৃত্তের শীর্ষবিন্দু কত?
উত্তরঃ (1,-4)
প্রশ্ন 19. x = a বিন্দুতে f(x) ফাংশনের গরিষ্ঠ মান থাকলে নিচের কোনটি সঠিক?
উত্তরঃ f ' ' (a) < 0
প্রশ্ন 20. ছত্রাক কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি?
উত্তরঃ কাইটিন
প্রশ্ন 21. কোন নদী রুই মাছের প্রধান প্রাকৃতিক প্রজনন কেন্দ্র?
উত্তরঃ হালদা
প্রশ্ন 22. নিচের কোনটিকে 'মাস্টার ব্লু-প্রিন্ট' বলা হয়?
উত্তরঃ Genome
প্রশ্ন 23. নিচের কোনটি ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে?
উত্তরঃ ইন্টারফেরন
প্রশ্ন 24. নিচের কোনটিতে কোরালয়েড মূল (coralloid root) পাওয়া যায়?
উত্তরঃ Cycas
প্রশ্ন 25. নিচের কোনটি সর্বজন দাতা ব্লাড গ্রুপ?
উত্তরঃ O-ve
প্রশ্ন 26. ভেলিজার লার্ভা (veliger larva) পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে?
উত্তরঃ Mollusca
প্রশ্ন 27. কোন প্রাণীতে স্যালটাটোরিয়াল পা পাওয়া যায়?
উত্তরঃ ঘাসফড়িং