প্রশ্ন 7.চিত্রে পীড়ন এবং বিকৃতির মধ্যকার লেখচিত্রে ⊳OAB এর ক্ষেত্রফল নির্দেশ করে-
উত্তরঃ একক আয়তনে বিভবশক্তি
প্রশ্ন 8.175 kg ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 0.2 m/s ধ্রুববেগে ওপরে উঠানো হলো। ক্রেনের ক্ষমতা কত?
উত্তরঃ 343 W
প্রশ্ন 9.আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে বেগ বাড়লে ভর-
উত্তরঃ বাড়বে
প্রশ্ন 10.একটি বিন্দু আধান থেকে 20 cm দূরে বিভবের মান 50 V। ঐ বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান-
উত্তরঃ 250 V/m
প্রশ্ন 11.একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয়ই যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের দ্বিগুণ হলে ওই গ্রহের পৃষ্ঠে 'g' এর মান হবে ভূ-পৃষ্ঠে 'g' এর মানের
উত্তরঃ অর্ধেক
প্রশ্ন 12.200 m/s বেগে আগত 0.2 kg ভরের ক্রিকেট বলকে একজন খেলোয়ার ক্যাচ ধরে 0.1 সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল। খেলোয়ার কর্তৃক প্রযুক্ত গড় বল কত?
উত্তরঃ 400 N
প্রশ্ন 13.পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ওজন 65 kg। পৃথিবীর ভর চন্দ্র অপেক্ষা 81 গুণ বেশী হলে চন্দ্র পৃষ্ঠে লোকটির ওজন কত হবে? (পৃথিবী ও চন্দ্রের অনুপাত ব্যাসার্ধের অনুপাত 4:1)
উত্তরঃ 12.8 kg
প্রশ্ন 14.2𝛺 অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি ব্যাটারির প্রান্তদ্বয় 8Ω রোধের কোন তার দ্বারা যুক্ত করলে এর ভিতর দিয়ে 0.3A প্রবাহ চলে। কোষের তড়িৎচালক শক্তি নির্ণয় কর।
উত্তরঃ 3 V
প্রশ্ন 15.জাংশন ডায়োডে খালি অঞ্চলের সৃষ্টি হয়-
উত্তরঃ যুক্ত আধান সঞ্চিত হওয়ার কারণে
প্রশ্ন 16.গঠণমূলক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কী হবে?
উত্তরঃ πλ
প্রশ্ন 17.গ্রহের গতির ক্ষেত্রে- "একটি নক্ষত্র থেকে গ্রহকে সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে"-এটি কোন নীতির সরাসরি ফলাফল?
উত্তরঃ কৌণিক-ভরবেগের সংরক্ষণ নীতি
প্রশ্ন 18.নিচের কোন দ্রবণের ক্ষেত্রে pH এর মান সর্বাধিক?
উত্তরঃ 0.01M H2CO3
প্রশ্ন 19.CaC2O4 এর দ্রাব্যতা নিম্নোক্ত কোন দ্রবনে বেশি হবে?
উত্তরঃ 0.1M HCI
প্রশ্ন 20.আদ্রতাকারক ক্রিম তৈরিতে ব্যবহার করা হয় কোনটি?
উত্তরঃ পলিঅল
প্রশ্ন 21.বাতজ্বর ও প্রসাবের থলি সংক্রান্ত প্রদাহ রোগে ওষুধরূপে ব্যবহৃত হয় কোনটি?
উত্তরঃ হেক্সামিন
প্রশ্ন 22.বু-ভিট্রিয়লে কেলাস পানির শতকরা পরিমাণ কত?
উত্তরঃ 36.08%
প্রশ্ন 23.250 mL 0.1 M Na2CO3 দ্রবণ প্রস্তুতিতে কত গ্রাম Na2CO3 দরকার?
উত্তরঃ 2.65 g
প্রশ্ন 24.হাইড্রোনিয়াম আয়নে কোন কোন বন্ধন বিদ্যমান?
উত্তরঃ সমযোজী ও সন্নিবেশ বন্ধন
প্রশ্ন 25.একটি পরীক্ষা কক্ষের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 20 m, 10 m এবং 5 m পরীক্ষা কক্ষটিতে কত কিলোগ্রাম বাতাস আছে? [বাতাসের তাপমাত্রা 25° C এবং আনবিক ভর 29]
উত্তরঃ 1176.50 Kg
প্রশ্ন 26.একটি ১ম ক্রম বিক্রিয়ার অর্ধেক বিক্রিয়ক বিয়োজিত হতে 300 S সময় লাগে। কতক্ষণ পর এর এক-অষ্টমাংশ অবশিষ্ট থাকবে?
উত্তরঃ 900.4 S
প্রশ্ন 27.চিকিৎসায় IR রশ্মি প্রধানত কোন কাজে ব্যবহৃত হয়?
উত্তরঃ টিস্যুর তাপমাত্রা ম্যাপিং
প্রশ্ন 28.ঘন HCl এর সাথে কোন যৌগটি ক্লোরিন তৈরি করে?
উত্তরঃ PbO2
প্রশ্ন 29.লিপস্টিকের মূল উপাদান কোনটি?
উত্তরঃ মোম
প্রশ্ন 30.কোনটিতে সর্বোচ্চ সংখ্যক পরমানু আছে?
উত্তরঃ 24 g C
প্রশ্ন 31.যৌগের কেন্দ্রীয় পরমানুটি d3sP3𝑑3𝑠𝑃3 সংকরিত হলে এর আকৃতি কিরূপ হয়?