কুমিল্লা বিশ্ববিদ্যালয় - এ (A) ইউনিট (বিজ্ঞান)


Questions And Answers


প্রশ্ন 1. 0.01 kg পানিকে 0০ C হতে 10০ C তাপমাত্রায় উত্তপ্ত করা হল। এনট্রপির পরিবর্তন নির্ণয় কর।
উত্তরঃ 1.5 J/k
প্রশ্ন 2. নিউক্লিয়নের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা সবল নিউক্লিয় বলের উৎপত্তি হয়?
উত্তরঃ মেসন
প্রশ্ন 3. বিভব পার্থক্য স্থির থাকলে একটি চার্জের ধারকের শক্তি তার চার্জের-
উত্তরঃ সমানুপাতিক
প্রশ্ন 4. কমন এমিটার অ্যামপ্লিফায়ারে ইনপুট ও আউটপুট সিগনালের মধ্যকার দশা পার্থক্য কত?
উত্তরঃ 180°
প্রশ্ন 5. কোন কণার স্পন্দন গতির সমীকরণ x= (sin10πt + 2π) হলে কণাটির কম্পাঙ্ক হবে-
উত্তরঃ 5 Hz
প্রশ্ন 6. একটি সমবাহু প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক √2 । এর ন্যূনতম বিচ্যুতি কোণ কত?
উত্তরঃ 30°
প্রশ্ন 7. চিত্রে পীড়ন এবং বিকৃতির মধ্যকার লেখচিত্রে ⊳OAB এর ক্ষেত্রফল নির্দেশ করে-
উত্তরঃ একক আয়তনে বিভবশক্তি
প্রশ্ন 8. 175 kg ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 0.2 m/s ধ্রুববেগে ওপরে উঠানো হলো। ক্রেনের ক্ষমতা কত?
উত্তরঃ 343 W
প্রশ্ন 9. আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে বেগ বাড়লে ভর-
উত্তরঃ বাড়বে
প্রশ্ন 10. একটি বিন্দু আধান থেকে 20 cm দূরে বিভবের মান 50 V। ঐ বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান-
উত্তরঃ 250 V/m
প্রশ্ন 11. একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয়ই যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের দ্বিগুণ হলে ওই গ্রহের পৃষ্ঠে 'g' এর মান হবে ভূ-পৃষ্ঠে 'g' এর মানের
উত্তরঃ অর্ধেক
প্রশ্ন 12. 200 m/s বেগে আগত 0.2 kg ভরের ক্রিকেট বলকে একজন খেলোয়ার ক্যাচ ধরে 0.1 সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল। খেলোয়ার কর্তৃক প্রযুক্ত গড় বল কত?
উত্তরঃ 400 N
প্রশ্ন 13. পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ওজন 65 kg। পৃথিবীর ভর চন্দ্র অপেক্ষা 81 গুণ বেশী হলে চন্দ্র পৃষ্ঠে লোকটির ওজন কত হবে? (পৃথিবী ও চন্দ্রের অনুপাত ব্যাসার্ধের অনুপাত 4:1)
উত্তরঃ 12.8 kg
প্রশ্ন 14. 2𝛺 অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি ব্যাটারির প্রান্তদ্বয় 8Ω রোধের কোন তার দ্বারা যুক্ত করলে এর ভিতর দিয়ে 0.3A প্রবাহ চলে। কোষের তড়িৎচালক শক্তি নির্ণয় কর।
উত্তরঃ 3 V
প্রশ্ন 15. জাংশন ডায়োডে খালি অঞ্চলের সৃষ্টি হয়-
উত্তরঃ যুক্ত আধান সঞ্চিত হওয়ার কারণে
প্রশ্ন 16. গঠণমূলক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কী হবে?
উত্তরঃ πλ
প্রশ্ন 17. গ্রহের গতির ক্ষেত্রে- "একটি নক্ষত্র থেকে গ্রহকে সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে"-এটি কোন নীতির সরাসরি ফলাফল?
উত্তরঃ কৌণিক-ভরবেগের সংরক্ষণ নীতি
প্রশ্ন 18. নিচের কোন দ্রবণের ক্ষেত্রে pH এর মান সর্বাধিক?
উত্তরঃ 0.01M H2CO3
প্রশ্ন 19. CaC2O4 এর দ্রাব্যতা নিম্নোক্ত কোন দ্রবনে বেশি হবে?
উত্তরঃ 0.1M HCI
প্রশ্ন 20. আদ্রতাকারক ক্রিম তৈরিতে ব্যবহার করা হয় কোনটি?
উত্তরঃ পলিঅল
প্রশ্ন 21. বাতজ্বর ও প্রসাবের থলি সংক্রান্ত প্রদাহ রোগে ওষুধরূপে ব্যবহৃত হয় কোনটি?
উত্তরঃ হেক্সামিন
প্রশ্ন 22. বু-ভিট্রিয়লে কেলাস পানির শতকরা পরিমাণ কত?
উত্তরঃ 36.08%
প্রশ্ন 23. 250 mL 0.1 M Na2CO3 দ্রবণ প্রস্তুতিতে কত গ্রাম Na2CO3 দরকার?
উত্তরঃ 2.65 g
প্রশ্ন 24. হাইড্রোনিয়াম আয়নে কোন কোন বন্ধন বিদ্যমান?
উত্তরঃ সমযোজী ও সন্নিবেশ বন্ধন
প্রশ্ন 25. একটি পরীক্ষা কক্ষের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 20 m, 10 m এবং 5 m পরীক্ষা কক্ষটিতে কত কিলোগ্রাম বাতাস আছে? [বাতাসের তাপমাত্রা 25° C এবং আনবিক ভর 29]
উত্তরঃ 1176.50 Kg
প্রশ্ন 26. একটি ১ম ক্রম বিক্রিয়ার অর্ধেক বিক্রিয়ক বিয়োজিত হতে 300 S সময় লাগে। কতক্ষণ পর এর এক-অষ্টমাংশ অবশিষ্ট থাকবে?
উত্তরঃ 900.4 S
প্রশ্ন 27. চিকিৎসায় IR রশ্মি প্রধানত কোন কাজে ব্যবহৃত হয়?
উত্তরঃ টিস্যুর তাপমাত্রা ম্যাপিং
প্রশ্ন 28. ঘন HCl এর সাথে কোন যৌগটি ক্লোরিন তৈরি করে?
উত্তরঃ PbO2
প্রশ্ন 29. লিপস্টিকের মূল উপাদান কোনটি?
উত্তরঃ মোম
প্রশ্ন 30. কোনটিতে সর্বোচ্চ সংখ্যক পরমানু আছে?
উত্তরঃ 24 g C
প্রশ্ন 31. যৌগের কেন্দ্রীয় পরমানুটি d3sP3𝑑3𝑠𝑃3 সংকরিত হলে এর আকৃতি কিরূপ হয়?
উত্তরঃ পঞ্চভূজীয় দ্বি-পিরামিডীয়
প্রশ্ন 32. নিচের কোনটি অ্যান্টি-মাইক্রোবিয়াল প্রিজারভেটিভ নয়?
উত্তরঃ ফরমালিন
প্রশ্ন 33. নিচের কোনটি ক্ষারীয় অ্যামাইনো এসিড?
উত্তরঃ লাইসিন
প্রশ্ন 34. বামার সিরিজে n2=3হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে?
উত্তরঃ 6.57×10-5𝑐𝑚
প্রশ্ন 35. 52 .𝜔 যদি এককের একটি জটিল (কাল্পনিকঘনমূল হয়, তবে (1−ω+ω2)(1−ω2+ω4)(1-𝜔+𝜔2)(1-𝜔2+𝜔4) এর মান কত?
উত্তরঃ 4
প্রশ্ন 36. একটি গাড়ি ছিরাবস্থা থেকে 3m/s23𝑚/𝑠2 সমত্বরণে চললে, 5 sec পর গাড়ির বেগ কত হবে?
উত্তরঃ 15 m/s
প্রশ্ন 37. k এর মান কত হলে (2,3), (-4, -6), (5, k) বিন্দুত্রয় সমরেখ হবে?
উত্তরঃ 7.5
প্রশ্ন 38. 3x2+4y2=12 উপবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব কত?
উত্তরঃ 2
প্রশ্ন 39. x3−5x2+17x−13=0 সমীকরণের একটি মূল 1 হলে অপর মূল দুইটি কত হবে?
উত্তরঃ 2±3𝑖
প্রশ্ন 40. সমমানের দুইটি বলের লব্ধির বর্গ বলদ্বয়ের গুণফলের তিনগুণ। এদের মধ্যবর্তী কোণ কত?
উত্তরঃ 60°
প্রশ্ন 41. y - x = 0 সরলরেখাটি x অক্ষের ধনাত্বক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?
উত্তরঃ 45°
প্রশ্ন 42. যদি x + iy = z হয় তবে |z - 2| = 3 সমীকরণটি কি নির্দেশ করে?
উত্তরঃ বৃত্ত
প্রশ্ন 43. কোন বিন্দুর কার্তেসীয় স্থানাংক (− 1, √3) হলে পোলার স্থানাংক কত হবে?
উত্তরঃ (2,120°)
প্রশ্ন 44. A, B এবং C ম্যাট্রিক্সগুলোর আকার যথাক্রমে 3 × 4 , 4 × 33 × 4 , 4 × 2 হলে (AT+B) Cম্যাট্রিক্সের আকার কোনটি হবে?
উত্তরঃ 4×2
প্রশ্ন 45. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে?
উত্তরঃ প্রোফেজ
প্রশ্ন 46. ঘাসফড়িং এর গিজার্ড ও মেসেন্টেরনের সংযুক্তির স্থানকে কী বলে?
উত্তরঃ হেপাটিক সিকা
প্রশ্ন 47. কোন হরমোন যকৃত ও অগ্ন্যাশয়কে হাইড্রোজেন কার্বনেট (HCO3) আয়ন উৎপাদনে উদ্দীপ্ত করে?
উত্তরঃ সিক্রেটিন
প্রশ্ন 48. রক্তরসে দ্রবীভূত কঠিন পদার্থের পরিমাণ কত?
উত্তরঃ ৮-১০%
প্রশ্ন 49. কোন আয়নটি সবচেয়ে মন্থর (ধীর) গতিতে শোষিত হয়?
উত্তরঃ SO2−4
প্রশ্ন 50. কোন গোত্রে বৃক্কাকার পরাগধানী পাওয়া যায়?
উত্তরঃ পটাশিয়াম
প্রশ্ন 51. কোন অঙ্গে O2 এবং CO2 এর বিনিময় ঘটে?
উত্তরঃ অ্যালভিওলাস
প্রশ্ন 52. ডেঙ্গু জ্বরের ভাইরাসের কতটি সেরো-টাইপ আছে?
উত্তরঃ চারটি
প্রশ্ন 53. SA নোডের ক্রিয়া বন্ধ হলে কোনটি Pace Maker হিসেবে কাজ করে?
উত্তরঃ AV নোড
প্রশ্ন 54. পিত্তের pH কত?
উত্তরঃ ৮-৮.৬
প্রশ্ন 55. "কোষের ট্রাফিক পুলিশ" বলা হয় কোন অঙ্গানু কে?
উত্তরঃ গলগি বডি
প্রশ্ন 56. স্থূলকায় ব্যক্তির বডি মাস ইনডেক্স বা বিএমআই (কেজি/বর্গমিটার) এর মান কত?
উত্তরঃ কোনটি নয়
প্রশ্ন 57. তরুণ মূলে কোন ভাজক টিস্যু দেখা যায়?
উত্তরঃ রিব ভাজক টিস্যু
প্রশ্ন 58. নিচের কোনটি প্রকৃত সিলোমযুক্ত প্রাণী?
উত্তরঃ Arthropoda
প্রশ্ন 59. হাইড্রা দেহের দ্বিগুণ দূরত্ব আ৩ক্রম করতে পারে কোন প্রক্রিয়ায়?
উত্তরঃ সমারসল্টিং
প্রশ্ন 60. হৃৎপিন্ডে সংকোচন প্রসারণে মুখ্য ভূমিকা পালন করে কোনটি?
উত্তরঃ মায়োকার্ডিয়াম
প্রশ্ন 61. নিচের কোন উদ্ভিদে পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড অনুপস্থিত?
উত্তরঃ পাথরকুচি
প্রশ্ন 62. কোষের অভ্যন্তরে pH রক্ষা করে কোনটি?
উত্তরঃ কোষ গহ্বর
প্রশ্ন 63. ভাসমান পশুঁকা কোন দুইটি?
উত্তরঃ ১১শ ও ১২শ
প্রশ্ন 64. ব্রায়োফাইটের আদি বৈশিষ্ট্য নয় কোনটি?
উত্তরঃ ভাঙুলার টিস্যু
প্রশ্ন 65. সালোক সংশ্লেষণের অন্ধকার অবস্থায় বিক্রিয়া কোথায় ঘটে?
উত্তরঃ স্ট্রোমা
প্রশ্ন 66. মানবভ্রুণে সর্বপ্রথম সারফ্যাকট্যান্ট ক্ষরণ শুরু হয় কখন?
উত্তরঃ ২৩ সপ্তাহে
প্রশ্ন 67. সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে কি বলে?
উত্তরঃ নিউক্লিউক্যাপসিড
প্রশ্ন 68. নিচের কোন উদ্ভিদে B Chromosome পাওয়া যায়?
উত্তরঃ ভূট্টা
প্রশ্ন 69. 'Dynamic' শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
উত্তরঃ গতিশীল
প্রশ্ন 70. আবির্ভাব' শব্দটি গঠিত হয়েছে-
উত্তরঃ সন্ধি দ্বারা
প্রশ্ন 71. 'ধামাধরা' শব্দটি কোন্ সমাস?
উত্তরঃ উপপদ তৎপুরুষ
প্রশ্ন 72. রোকেয়া সাখাওয়াত হোসেনের দৃষ্টিতে 'কূপমণ্ডুক' কারা?
উত্তরঃ সমাজপতিরা
প্রশ্ন 73. কোন্টি সংস্কৃত কৃৎ প্রত্যয়?
উত্তরঃ নয়ন
প্রশ্ন 74. কাগজ তো ইঁদুরেও আনতে পারে।' উক্তিটি কার?
উত্তরঃ মৃত্যুঞ্জয়ের
প্রশ্ন 75. কোন্টি ভিন্নার্থক শব্দ?
উত্তরঃ প্রভঞ্জন
প্রশ্ন 76. "পৃথিবীর গভীর গভীরতম অসুখ এখন"-উদ্ধৃতিটি কোন কবির?
উত্তরঃ জীবনানন্দ দাশ
প্রশ্ন 77. 'দৌবারিক' শব্দের অর্থ কী?
উত্তরঃ দারোয়ান
প্রশ্ন 78. নিচের কোন শব্দটিতে 'অ' ধ্বনির সংবৃত উচ্চারণ হয়?
উত্তরঃ অতুল
প্রশ্ন 79. Identify the incorrect sentence.
উত্তরঃ The furnitures that he bought was not quite good
প্রশ্ন 80. A process involving too much official formality is called _____
উত্তরঃ Red-tapism
প্রশ্ন 81. The topic sentence of paragraph is _______
উত্তরঃ The sentence that conveys the main idea
প্রশ্ন 82. The girl is looking forward to ______ an admission letter from a university.
উত্তরঃ receiving
প্রশ্ন 83. What is the adjective form of the word obligate?
উত্তরঃ Obligatory
প্রশ্ন 84. He can read book extensively. He "extensively" is used as
উত্তরঃ Adver
প্রশ্ন 85. When civic engagement is spontaneous irregular, and non-academic, it is called:
উত্তরঃ Volunteerism
প্রশ্ন 86. Which prefix is appropriate with the word `soluble'?
উত্তরঃ in
প্রশ্ন 87. If my friend _____ to our town next year, I _______ him the sights of the city.
উত্তরঃ comes/shall show
প্রশ্ন 88. John said to Lucy, "Have you received my telegram?" John asked if _________
উত্তরঃ Lucy has received his telegram
প্রশ্ন 89. As it _____ dark, we_ to go home.
উত্তরঃ was getting/decided
প্রশ্ন 90. It's been cloudy all morning, ______ it?
উত্তরঃ hasn't
প্রশ্ন 91. Frequent minor ailments keep Mrs. Sarah from work. The Underlined word means _____
উত্তরঃ sicknesses
প্রশ্ন 92. Which phrases are correct?
উত্তরঃ I think you should tell him to come
প্রশ্ন 93. Choose the correct verb to complete the sentence: "Of the two landscapes, that you have shown me, this one ______ the most picturesque.
উত্তরঃ is