মানব-কল্যাণ (আবুল ফজল)


Questions And Answers


প্রশ্ন 1. আবুল ফজল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৯০৩ খ্রিস্টাব্দে
প্রশ্ন 2. লেখক আবুল ফজল চট্টগ্রাম জেলার কোথায় জন্মগ্রহণ করেন ?
উত্তরঃ সাতকানিয়া
প্রশ্ন 3. সাহিত্যের ক্ষেত্রে আবুল ফজল মূলত কী ছিলেন?
উত্তরঃ চিন্তাশীল প্রাবন্ধিক
প্রশ্ন 4. মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন?
উত্তরঃ বুদ্ধির যুক্তি আন্দোলন
প্রশ্ন 5. আবুল ফজলের সাহিত্যকর্মের অন্যতম মূল প্রতিপাদ্য কোনটি?
উত্তরঃ স্বদেশ ও ঐতিহ্যপ্রীতি
প্রশ্ন 6. আবুল ফজল রচিত ‘চৌচির' কোন ধরনের রচনা ?
উত্তরঃ উপন্যাস
প্রশ্ন 7. নিচের কোনটি আবুল ফজল রচিত উপন্যাস? -
উত্তরঃ রাঙা প্রভাত
প্রশ্ন 8. এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়?
উত্তরঃ মানব-মর্যাদা
প্রশ্ন 9. “ওপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ।”- এ কথাটি কে বলেছেন?
উত্তরঃ ইসলামের নবি
প্রশ্ন 10. ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয়?
উত্তরঃ সর্ব অবয়বে
প্রশ্ন 11. নিচের কোন বিষয়ের সাথে মানব কল্যাণের গভীর সম্পর্ক রয়েছে? i. মর্যাদাবোধ ii. প্রচুর ধন-সম্পদ iii. মানবিক চেতনার বিকাশ নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 12. কোন দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে আকাশ-পাতাল তফাত?
উত্তরঃ মনুষ্যত্ব ও মানব-মর্যাদা
প্রশ্ন 13. জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক কোনটি?
উত্তরঃ রাষ্ট্র
প্রশ্ন 14. মানবকল্যাণের সোপান রচনার দায়িত্ব কার?
উত্তরঃ রাষ্ট্রের
প্রশ্ন 15. কোনটিকে প্রশ্রয় দিলে আত্মমর্যাদাসম্পন্ন নাগরিক সৃষ্টি করা যায় না?
উত্তরঃ হাত পাতা
প্রশ্ন 16. মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?
উত্তরঃ কবি
প্রশ্ন 17. কীসের অবমাননা যে ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণতি তাকে কিছুতেই মানবকল্যাণ বলা যায় না?
উত্তরঃ মনুষ্যত্ব
প্রশ্ন 18. মানব-কল্যাণ হচ্ছে- i দান-খয়রাত করা ii. স্বাবলম্বনের পথ দেখানো iii. মানুষের মর্যাদা বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?
উত্তরঃ ii
প্রশ্ন 19. মানবকল্যাণকে কোন ধরনের প্রক্রিয়া বলা যায়?
উত্তরঃ অবিচ্ছিন্ন
প্রশ্ন 20. মানবকল্যাণ কখন ফলপ্রসূ হয় না?
উত্তরঃ মনুষ্যত্ব উপেক্ষিত হলে
প্রশ্ন 21. আমাদের দেশে মানবকল্যাণের রূপ কুৎসিত কেন?
উত্তরঃ জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল বলে
প্রশ্ন 22. কোন মনোভাব নিয়ে কারও মঙ্গল করা যায় না?
উত্তরঃ বিভক্তিকরণ
প্রশ্ন 23. উদ্দীপক ও 'মানব-কল্যাণ" প্রবন্ধ অনুসারে জাতিকে মানবকল্যাণে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব- i. রাষ্ট্র ii. সমাজ iii. পরিবার নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 24. “তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?”— এই উক্তিটি কে করেছেন?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রশ্ন 25. 'Relationship is the fundamental truth of the world of appearance'- এই উক্তিটি কার?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন 26. মানবকল্যাণ আসলে কী?
উত্তরঃ জাগতিক মানবধর্ম
প্রশ্ন 27. দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?
উত্তরঃ বীভৎস দৃশ্য
প্রশ্ন 28. কোন ধরনের মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলছে?
উত্তরঃ দুঃখ
প্রশ্ন 29. রিলিফ, রিহেবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ কোন বিষয়টি প্রমাণ করে?
উত্তরঃ মানবকল্যাণ অপমানে পরিণত হয়েছে
প্রশ্ন 30. “তাই সবরকম কল্যাণ কর্মেরও রয়েছে সামাজিক পরিণতি।" "মানব- কল্যাণ' রচনায় মানুষ একথা ভুলে যায় কেন ?
উত্তরঃ পরলোকের চিন্তায়
প্রশ্ন 31. মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ-শান্তি দান করো। মানুষকে। এই নির্দেশ কারা দিয়েছেন?
উত্তরঃ ধর্ম প্রবর্তকেরা
প্রশ্ন 32. মানবকল্যাণ সাধনের জন্য আমাদের কোনটি বদলাতে হবে?
উত্তরঃ দৃষ্টিভঙ্গি
প্রশ্ন 33. বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায়- একমাত্র কার সাহায্যে?
উত্তরঃ মুক্ত বিচার বুদ্ধি
প্রশ্ন 34. মানবিক বৃত্তি' বলতে আমরা যেটিকে বুঝি i. মানবতা ii. দয়া iii. সেবা নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i
প্রশ্ন 35. মানবকল্যাণ কীভাবে তার প্রকৃত সত্যে উপনীত হয়?
উত্তরঃ মানুষের সম্ভাবনাকে বিকাশের সুযোগদানের মাধ্যমে
প্রশ্ন 36. ‘অনুগৃহীত’ শব্দের অর্থ কী?
উত্তরঃ উপকৃত
প্রশ্ন 37. কোন শব্দগুলো 'মনীষা' শব্দে অর্থ প্রকাশ করে?
উত্তরঃ বুদ্ধি, মনন, প্রজ্ঞা
প্রশ্ন 38. প্রাবন্ধিক আবুল ফজল কত সালে 'মানব কল্যাণ' প্রবন্ধটি রচনা করেন?
উত্তরঃ ১৯৭২
প্রশ্ন 39. 'মানব-কল্যাণ' প্রবন্ধটি প্রথম কোন গ্রন্থে সংকলিত হয়?
উত্তরঃ মানবতন্ত্র
প্রশ্ন 40. 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক কোন বিষয়ে সচেষ্ট হয়েছেন?
উত্তরঃ 'মানব-কল্যাণ' ধারণার তাৎপর্য বিচারে
প্রশ্ন 41. 'মানব-করাণ' প্রবন্ধে আবুল ফজল চেয়েছেন-
উত্তরঃ মুক্তবুদ্ধির বিকাশ
প্রশ্ন 42. লেখকের মতে এক কথায় মানবকল্যাণ হচ্ছে—
উত্তরঃ মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস
প্রশ্ন 43. ‘মানব-কল্যাণ' প্রবন্ধ অনুসারে সত্যিকারের মানবকল্যাণ হলো- i. মহৎ চিন্তা-ভাবনারই ফসল ii. ভিক্ষুককে ভিক্ষা প্ৰদান iii. গভীর মূল্যবোধের উৎসারণ নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও iii
প্রশ্ন 44. উদ্দীপকের ভাব ‘মানব কল্যাণ' প্রবন্ধের কোন দিকের প্রতিফলন?
উত্তরঃ পরোপকার
প্রশ্ন 45. প্রবন্ধ ও উদ্দীপকে যে বক্তব্য ফুটে উঠেছে, তা হচ্ছে— i. মানবসেবা ii. মনুষ্যত্ববোধ iii. জীবে প্রেম নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 46. উদ্দীপকে 'মানব কল্যাণ' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে ?
উত্তরঃ জাতির আত্মমর্যাদার বিষয়ে অবহেলা
প্রশ্ন 47. উদ্দীপক ও 'মানব-কল্যাণ প্রবন্ধ অনুসারে জাতিকে মানবকল্যাণে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব- i. রাষ্ট্র ii. সমাজ iii. পরিবার নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 48. উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
উত্তরঃ মানব কল্যাণ
প্রশ্ন 49. উদ্দীপক ও উক্ত রচনায় যে দিকটি ফুটে উঠেছে— i. মানব সেবার দিকটি ii. মনুষ্যত্ববোধের দিকটি iii. মানুষের বৈষয়িক ভাবনার দিকটি নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii2
প্রশ্ন 50. উক্ত সাদৃশ্যের কারণ— i. মানবিক চেতনার বিকাশ ঘটায় ii. আত্মমর্যাদাবোধ সৃষ্টি করে iii. স্বাবলম্বী করে তোলে নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii