মাসি-পিসি (মানিক বন্দ্যোপাধ্যায়)


Questions And Answers


প্রশ্ন 1. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৯০৮
প্রশ্ন 2. মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?
উত্তরঃ প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
প্রশ্ন 3. 'দিবারাত্রির কাব্য' কী জাতীয় রচনা?
উত্তরঃ উপন্যাস
প্রশ্ন 4. 'মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্পবয়সী একটি বৌ’— বৌটি কে?
উত্তরঃ আহ্লাদি
প্রশ্ন 5. 'মাসি-পিসি' গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?
উত্তরঃ পুলের কাছে
প্রশ্ন 6. ‘ওসব এক রকম ছেড়ে দিয়েছে জগু — এখানে 'ওসব' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ নেশা করা
প্রশ্ন 7. ‘মাসি-পিসি' গল্পে ‘বজ্জাত হোক, খুনে হোক, জামাইতো'— বাক্যটিতে প্রকাশ পেয়েছে-
উত্তরঃ প্রথানুগত্য
প্রশ্ন 8. 'বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো।'- 'মাসি-পিসি' গল্পে পিসির এই উক্তির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে—
উত্তরঃ সামাজিকতা ও দায়িত্ববোধ
প্রশ্ন 9. 'মাসি-পিসি' গল্পে অল্পদিন আগে কার মেয়েটা শ্বশুরবাড়িতে মরেছে?
উত্তরঃ রহমানের
প্রশ্ন 10. আহ্লাদি ও বুড়ো রহমানের কন্যা— তারা দুজনেই—
উত্তরঃ নির্যাতিতা
প্রশ্ন 11. আহ্লাদিকে তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলাশকে জানায়—
উত্তরঃ মামলা করে
প্রশ্ন 12. “জেলে নয় গেলাম কৈলেশ, কিন্তু মেয়া যদি সোয়ামির কাছে না যেতে চায় খুন হবার ভয়ে?”— উক্তিটিতে প্রকাশ পেয়েছে মাসি-পিসি চরিত্রের-
উত্তরঃ সাহসিকতা ও বুদ্ধিমত্তা
প্রশ্ন 13. মাসি-পিসি' গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত?
উত্তরঃ কলেরাকলেরা
প্রশ্ন 14. 'মাসি-পিসি' গল্পে আহ্লাদির বাবা কী রোগে মারা গিয়েছিল?
উত্তরঃ কলেরা
প্রশ্ন 15. কলেরায় আহ্লাদির পরিবার কতজন সদস্যকে হারিয়েছিল?
উত্তরঃ
প্রশ্ন 16. আহ্লাদির পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?
উত্তরঃ কলেরায়
প্রশ্ন 17. 'দুজনে মিলে কাজ করছে যেন একজন করছে।'- উক্তিটি দিয়ে বোঝানো হয়েছে মাসি-পিসির-
উত্তরঃ বোঝাপড়া
প্রশ্ন 18. 'মাসি-পিসি' গল্পে মাসি ও পিসির একাত্মতার কারণ কোনটি? i. উভয়েই বিধবা ii. আহ্লাদির প্রতি দায়িত্বশীলতা iii. জীবনসংগ্রাম নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 19. 'মাসি-পিসি' গল্পে মাসি ও পিসির এক দেহ এক মন হয়ে যাওয়ার কারণ কোনটি? i. দুজনেই বিধবা ii. আহ্লাদিকে দেখাশোনা iii. নিজেদের বেঁচে থাকার সংগ্রাম নিচের কোনটি সঠিক?
উত্তরঃ ii ও iii
প্রশ্ন 20. “নিজেকে তার ছ্যাচড়া, নোংরা, নর্দমার মতো লাগে।'- কার সম্পর্কে বলা হয়েছে?
উত্তরঃ আহ্লাদি
প্রশ্ন 21. জগু আর সেই জগু নেই'— বলতে জগু চরিত্রের কোনটিকে বোঝানো হয়েছে?
উত্তরঃ চারিত্রিক পরিবর্তন
প্রশ্ন 22. আহ্লাদিকে রক্ষার জন্য মাসি-পিসির প্রচেষ্টায় তাদের চরিত্রের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো—
উত্তরঃ সংগ্রামশীলতা
প্রশ্ন 23. “দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে।” 'মাসি-পিসি' গল্পের এ বাক্যে প্রকাশ পায় - i. বাবুর সাথে দারোগা বাবুর সম্পর্কে রয়েছে ii. দারোগা বাবুর হুকুম পালন করতে হবে iii. দারোগা বাবু মাসি-পিসির বিচার করতে এসেছেন নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 24. 'মাসি-পিসি' গল্পে কার মাথায় ফেটিবাঁধা বাবরি চুল ছিল?
উত্তরঃ বৈদ্যের
প্রশ্ন 25. কে এগিয়ে আসবে এসো, বঁটির এক কোপে গলা দু ফাঁক করে দেব।'— এখানে কী বুঝিয়েছে?
উত্তরঃ যদি এগিয়ে আসো তবে মারা পড়বে
প্রশ্ন 26. যে শক্তি দ্বারা মাসি-পিসি আহ্লাদিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল, তা হচ্ছে- i. সাহস ii. ঐক্য iii. গায়ের জোর নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 27. মাসি-পিসি কাঁথা-কম্বল ভিজিয়ে রাখে-
উত্তরঃ যুদ্ধের আয়োজন হিসাবে
প্রশ্ন 28. সালতি কী কাঠের তৈরি?
উত্তরঃ তাল বা শাল
প্রশ্ন 29. 'মাসি-পিসি' গল্পে ব্যবহৃত শব্দ হচ্ছে— i. খপর ii. বেমক্কা iii. জীবনীশক্তি নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 30. রাহেলা বেগম 'মাসি-পিসি' গল্পের কার প্রতিনিধিত্ব করছেন?
উত্তরঃ মাসি-পিসি
প্রশ্ন 31. উদ্দীপকটিতে 'মাসি-পিসি' গল্পের কোন দিকের প্রতিফলন ঘটেছে?
উত্তরঃ পুরুষের লালসা
প্রশ্ন 32. উদ্দীপকের জয়গুন 'মাসি-পিসি' গল্পের কার প্রতিনিধিত্ব করছে—
উত্তরঃ মাসি-পিসি
প্রশ্ন 33. বুড়ো রহমান ছলছল দৃষ্টিতে আহ্লাদির দিকে তাকায় কেন?
উত্তরঃ আহ্লাদিকে দেখে তার মেয়ের কথা মনে পড়ে বলে
প্রশ্ন 34. উদ্দীপকের বুড়ো লোকটার সাথে 'মাসি-পিসি' গল্পের কোন চরিত্রটি সমতা সৃষ্টি করে?
উত্তরঃ রহমান
প্রশ্ন 35. উদ্দীপকের মধ্যে যে ভাবটি প্রকাশ পেয়েছে মাসি-পিসি' গল্পের আলোকে এ ভাবকে বলা যায়— i. পিতার ভালোবাসা ii. সন্তান বাৎসল্য iii. হারানোর যন্ত্রণা নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 36. উদ্দীপকের রাজার সাথে 'মাসি-পিসি' গল্পের সাদৃশ্য চরিত্র কোনটি?
উত্তরঃ গোকুল
প্রশ্ন 37. উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
উত্তরঃ আধিপত্যবাদ
প্রশ্ন 38. উদ্দীপকের দুষ্ট লোকদের সাথে কোন চরিত্রের মিল আছে?
উত্তরঃ গোকুল
প্রশ্ন 39. উদ্দীপকের মূলভাবটি ‘মাসি-পিসি' গল্পের কোন দিকটিকে প্রতিফলিত করে?
উত্তরঃ ঐক্য ও সাহস
প্রশ্ন 40. উদ্দীপকের আবুলের সাথে 'মাসি-পিসি' গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?
উত্তরঃ জগু
প্রশ্ন 41. মাসি-পিসি' গল্পের উক্ত চরিত্রের সাথে উদ্দীপকের আবুলের সাদৃশ্য কোথায়?
উত্তরঃ স্ত্রীর প্রতি নির্যাতনে
প্রশ্ন 42. উদ্দীপকের আবুলের সঙ্গে 'মাসি-পিসি' গল্পের যে চরিত্রের সাদৃশ্য রয়েছে—
উত্তরঃ জগু
প্রশ্ন 43. উদ্দীপকের সঙ্গে 'মাসি-পিসি' গল্পের যে দিকটি সংগতিপূর্ণ—
উত্তরঃ নারীর নির্যাতিত রূপ
প্রশ্ন 44. উদ্দীপক ও 'মাসি-পিসি' গল্পের সাদৃশ্যপূর্ণ দিক হলো-
উত্তরঃ নারী নির্যাতন
প্রশ্ন 45. উদ্দীপকের তাহের 'মাসি-পিসি' গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ?
উত্তরঃ জগু
প্রশ্ন 46. সলিমা বেগম 'মাসি-পিসি' গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছেন?
উত্তরঃ মাসি-পিসি
প্রশ্ন 47. উদ্দীপকে ‘মাসি-পিসি' গল্পের কোন দিকটির প্রতিফলন ঘটেছে?
উত্তরঃ পুরুষের লালসা
প্রশ্ন 48. তোমার পঠিত কোন গল্পের সাথে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ?
উত্তরঃ মাসি-পিসি
প্রশ্ন 49. উদ্দীপকের সাথে যেদিক দিয়ে গল্পের মিল রয়েছে— i. স্ত্রী নির্যাতন ii. অর্থনীতিতে নারীর অবদান iii. বহু বিবাহ নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii