প্রশ্ন 41.একটি তুলসী গাছের কাহিনী' ছোট গোপনে পরিচযা কে করতেন?
উত্তরঃ মকসুদ
প্রশ্ন 42.বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতির প্রবর্তক কে ?
উত্তরঃ প্রমথ চৌধুরী
প্রশ্ন 43.সাহিত্যে বাংলা গদ্য এর ব্যবহার শুরু হয়ঃ
উত্তরঃ উনিশ শতকে
প্রশ্ন 44.কাল যাহা পন্ডিতের অগম্য ছিল আজ তা অর্বাচিন বালকের কাছেও নতুন নয়। সাধু গদ্যে রচিত বাক্যটিতে ভুলের সংখ্যা-
উত্তরঃ 5
প্রশ্ন 45.বাংলা গদ্যের প্রথম দিকে কোন রীতির প্রচলন ছিল?
উত্তরঃ সাধুরীতি
প্রশ্ন 46.'খ্যাতির বিরম্বনা যে কি দূঃসহ তা ভূক্তভোগি একমাত্রই অবহিত বলে চৌধুরি সাহেব সবিনয়ে এ প্রস্তাব প্রত্যাক্ষান করিলেন' - সাধু গদ্যরীতিতে লেখা বাক্যটিতে ভূলের সংখ্যা -
উত্তরঃ নয়
প্রশ্ন 47.'আমি বক্তা নহি। আমি কমবক্তার দলে'- এই অংশটি কোন গদ্যের অন্তর্গত?
উত্তরঃ যৌবনের গান
প্রশ্ন 48.'দেবী বীণাপাণির বরে সংকীর্ণতা তাহদের মধ্যে আসিবে কি করিয়া।' উদ্ধৃত অংশটুকু কোন গদ্যাংশ থেকে চয়ন করা হয়েছে?
উত্তরঃ বিলাসী
প্রশ্ন 49.'পদ্মানদীর মাঝি' গদ্যাংশের চরিত্র 'কুবের মাঝি'র বাড়ি কোন গ্রামে-
উত্তরঃ কেতুপুর
প্রশ্ন 50.'হে যীশু , ও হরি , হে আল্লাহ আমার যবন হরিদাসকে ফিরিয়ে দে।' উদ্ধৃত অংশটুকু কোন গদ্যাংশে থেকে চয়ন করা হয়েছে?
উত্তরঃ সৌদামিনী মালো
প্রশ্ন 51.'চার ইয়ারী কথা' গদ্য গ্রন্থের রচয়িতা -
উত্তরঃ প্রমথ চৌধুরী
প্রশ্ন 52.বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন ?
উত্তরঃ আধুনিক যুগের
প্রশ্ন 53.'মানুষ পণ করে পণ ভাঙ্গিয়া ফেলিয়া হাফ ছাড়িবার জন্য ' লাইনটি কোন গদ্যের অন্তর্গত ?
উত্তরঃ হৈমন্তী
প্রশ্ন 54.শেক্সপিয়ার নাটকের বাংলা গদ্যরূপ কে দিয়েছেন?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রশ্ন 55.বাংলা গদ্য রূপ কখন বিকাশ লাভ করে?
উত্তরঃ ইংরেজ আগমনের পরে
প্রশ্ন 56.বাংলা সাহিত্যে গদ্যের জনক কে?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্ন 57.বাংলা গদ্যের জনক কে?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্ন 58.' কোন রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক।' কোন গদ্য রচ্চনার উক্তি ?
উত্তরঃ অর্ধাঙ্গী
প্রশ্ন 59.বাংলা গদ্য ছন্দ প্রচলন করেন-
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন 60.বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান স্মরণযোগ্য?